শুধু বাংলা কবিতা আর ছড়ার লিঙ্ক চাই

আমি কবিতা খুব একটা লিখতে পারিনা। কবিতা লিখতে গেলে ছড়া হয়ে যায় অথবা প্যারোডি জাতীয় কিছু। কবিতা লিখতে গিয়ে দেখি ঘুরেফিরে আমার ছন্দ গুলো ছোটবেলা পড়া ছড়া বা কবিতার ভিতর চলে যায়।সিসিবিতে আসতে আসতে আমকে এক ধরনের নস্টালজিয়াতে ভোগা শুরু করেছি। ইদানিং আমার সেই পুরাতন কবিতাগূল(সত্তরের দশকে প্রাথমিক এবং হাই স্কুলে পাঠ্য ছিল) পড়তে ইচ্ছে করে। দেশে থাকলে হয়তো নীলক্ষেত ঘুরে ঠিকই বের করে নিতাম।

বিস্তারিত»