ঠাস করে থাপ্পড় মারে সংখ্যাটা, প্রতিবার…যতবার দেখি।…থাপ্পড় খেয়ে আমি আবার কিছু বলি না, চুপচাপ খেয়ে যাই, ভালই লাগে, একটা নিষ্ঠুর আনন্দ হয়।
আর আমি… সেদিন উলটে ফেলেছিলাম বলে, আমার চারহাজার একশ তিরিশ হয়তবা কোনদিন এক বাড়বে, কোনদিন দুই, তারপর তিন, চার করে পাঁচহাজার হবে, কিন্তু আমি প্রতিদিন ঘরেই ফিরবো, আমার নীল নীল সাদা সাদা ঘর, সেখানে স্বপ্নেরা উড়ে বেড়াবে, কিন্তু স্বপ্নগুলো প্রজাপতির মত বসবে না আর কাঁধে, আমার চিবুক ছুঁয়ে আদর দেবে না আর।
১৩ টি মন্তব্য : “৪১৩০”
মন্তব্য করুন
১ম B-)
মানে কি আপু? সবাই এইরকম শুরু করলে কেমনে কি ? সবাই এন্টেনার উপর দিয়ে লেখা ছাড়ে। ধরতে পারিনা।
খাইছে! পুরা মাথার উপর দিয়া গেল!
এন্টেনা লাগায়েও ধরা যাবে না মনে হয়! :-B :-B
এই লেখাকি প্রথম পাতায় আসেনি, মিস করলাম কিভাবে?
হিজিবিজি, বিজি, হিজিবিজি 😀
সব কিছু বুঝতে হইব নাকি? কিছু না হয় নাই বুঝলাম 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁 🙁 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি মনে হয় বুঝছি ... 😀
কি বুঝছি ... কমু না ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও মনে হয় কিছুটা বুঝছি... :grr:
কিন্তু তাইফুর বস যেহেতু কিছু বলেন নাই, তাই বেয়াদবি হবে দেইখা আমিও কিছু বললামনা... B-)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:just: কিছুই বুঝি নাই ।
😕 :no: :-/ 😕
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
না গেলেই হয় ঐ সাইটে... 😀
এই লিখাটা সবাই কোত্থেকে খুজে পাইলেন বুঝলাম না, এটা তো আমি মেইন পেইজে পাঠাই নাই 😕
এর কোন মানে নাই, ফয়েজ ভাই ঠিক বলছে, হিজিবিজিহিজিবিজি 🙂
তাইলে আর এরকম কিছু না খাইলেই তো হয় 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও কিছু বুঝিনাই 🙁
ইচ্ছা হইলে কানে কানে একসময় বইলা যাইও ;;;
সাতেও নাই, পাঁচেও নাই