কলেজ থেকে বের হলাম প্রায় দেড় বছর হয়ে গেল…। কলেজ থেকে বের হবার আগে ক্লাসমেটরা কলেজ থেকে বের হওয়ার পর কি আমরা কলেজ কে মনে রাখবো কিনা বা কতদিন মনে থাকবে এই নিয়া অনেক কথা হতো। যেমন অনেকে বলতো কলেজ থেকে বের হবার ২/১ মাস পরই সব খতম। আমরা সব ভুলে যাবো।
আজকে ১.৫ বছর হয়ে গেল, কেউ ভুলতে পারেনাই বরং আরো বেশি করে কাহিনী মনে পড়ে। প্রত্যেক আড্ডার টপিক থাকে সেইম। কিন্তু তারপরও খারাপ লাগেনা ভালো লাগা বাড়তে থাকে।। অনেকের মতে এই স্মৃতিটুকুই নাকি তাদের সবচেয়ে বড় সম্বল। সব ব্যাচ এর কথা আমি জানিনা আমি আমাদের ব্যাচ এর কথা বলি..।
আমাদের ব্যাচ এর অধিকাংশ ক্যাডেট এর নন ক্যাডেট ফ্রেন্ড বলতে গেলে নাই…। কারণ আমরা নিজেরা নিজেরাই বেশিখণ সময় কাটাই নতুন বন্ধু বানানোর সুযোগ পাইনাই। অনেকে আবার বানানোর চেষ্টাও করেনাই। আমাদের কোথাও আড্ডা দিতে গেলেই দেখা যায় আমরা ৭/৮ টা কলেজের পোলাপান এসে যায় গল্প করতে করতে একজন কে টিজ করতে করতে টিজ পাইতে পাইতে সময় খুব ভালই চলে যায়। আড্ডার খুব ভাল জায়গা গুলো হলো টি এস সি, আমাদের কলেজের ৩য় ব্যাচের শাহীন ভাইয়ের অফিস, ১৪তম ব্যাচের মিনহাজ ভাইয়ের মিরপুরের চেম্বার(ডেন্টাল) আমাদের বাসার পাশের আনিকা হোটেল…আর বি এম এ পার্টি আসলে তো কথাই নাই প্রায় প্রতিদিন গেট টু গেদার…।
প্রত্যেকটা ঈদ বসুন্ধরায় আড্ডা শুধু ঈদের দিন না যতদিন ওরা থাকে ততদিন।.।।…।।…আজকে লন্ডণে ঈদ। আমার ক্লাস ছিল ৫ টা পর্যন্ত। যাইনাই বাসায় বসে আছি পাভেল এর জন্য (এস সি সি) একটু আগে ফোন করে জানলাম বেচারা ওর কাজিন কে নিয়ে হসপিটালে।। মামুন আসার কথা ও আসতে পারলোনা… আমি এখানে এসে আমাদের কলেজের ১৩তম ব্যাচের রাজিব ভাইয়ার এখানে থাকি আমাদের ব্যাচের সামনে যারা আসবে তারাও এখানে থাকবে… এখানে আসার প্রথম দিন থেকেই রাজিব ভাইয়া কলেজের গল্প শুরূ করসে। কলেজে কোন স্যার কি করসে কিভাবে ডাব পারতো এইসব। টুই ভাবির একটা কমেন্টস এ পড়েছিলাম যে ওনাদের বসায় গেলে সবাই রুম ক্রিকেট শুরু করে সেটা ভাবিকে বলার পর ভাবি খুব ভয়ে আছে আমাদের পোলাপান আসার পর আবার এই খেলা যদি তাদের বাসায় শুরু করে
লন্ডনে আসার আগে আমাদের বেক্সকার প্রেসিডেন্ট ফখরুল ভাই বলেছিলেন লন্ডনে এসে যেন বেক্সকার একটা চাপটার খুলি আমি চিন্তা করলাম একটা এক্সক্যাডেট এসোসিয়েশান খোলার চেষ্টা করতে পারি।
লন্ডনে কিংবা ইউ কে তে যেসব ভাইয়ারা আছেন তারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু অষ্ট্রেলিয়ার ভাইয়াদের মতো আমাদের এখানেও একটা খোলা সম্ভব। আমার শুধু তিন দিন ক্লাস বাকি ৪ দিন বাসায় বসে মুভি দেখি ভাইয়ারা যদি চান তাহলে আমি আর্থিক সাহায্য বাদে বাকি কাজ গুলা করতে পারি।
আর কিছু লিখলাম না অনেকদিন পর হালকা লেখা দিলাম এই আর কি।
৬২ টি মন্তব্য : “গরুর কথা”
মন্তব্য করুন
না পইড়া ১ম।
না পইড়া পরথম হয়না।আমি পইড়া পরথম :grr:
ব্যাটা এখন ডিজিটাল যুগ। পড়ল লাগে না। পড়থম হওয়াটা দিয়েই কথা। 😀 😀 😀
ডিজিটালের দোহাই দিয়া আর কত ভুংভাং দিবেন আমিন ভাই :grr:
কি মুভি দেখস? 😛
কি মুভি লাগবে সেটা বলেন B-)
ওক্বে পএড়লাম। মানুষের প্রবাস জীবনের ঈদের বর্ঁা পড়তে পড়তে তো বভিদেশে যাওয়ার ইচ্ছা মইরা যাইতেসে।
:grr:
আচ্ছা পুরা পোস্টে কুথাও গরু পাইলাম না-নাজমুইল্যা কি নিজেই নিজের আত্মকাহিনী লিখতেছস?তোর টিজ নাম কি গরু ছিল?? 😀
আমার টিজ নাম গরুনা কিন্তু আজকে নিজেরে গরু বইলা ভাবতে ইছা করতেসে ঈদের দিনে কোনো গরু কাটা দেখিনাই তাই 🙁
:grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
তুই আসলেই গরু...
ঐ ব্যাটা, কলেজ থেকে বের হইছিস কত দিন? ১৫ বছর লিখছস ক্যান? ...grrr
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
১.৫ লিখা আছে ভাইয়া :))
নাম গরুর কথা, কিন্তু পুরা লিখায় গরুটা আসলো কই দিয়া?
@সামিয়াপ্পু-আত্মজীবনী হিসেবে মনে হয় 😕
:)) :thumbup:
আমি তো ঐটা ধইরাই পড়লাম।
একটি গরুর আত্মজীবনি নাম দেই??
বেলাডি নাজমুল, ইংল্যান্ড আইসা আমারে কল দিলিনা? তোরে আমার নাম্বার মেইল করে দিছিলাম। আবার দিলাম,দ্রুত যোগাযোগ কর-০৭৭৬০৬৭৬৭০১
মেসেজ দিসি পাইসেন ??
আমার নাম্বারঃ০৭৮৭৭০৭৭৪২৭
অনেক খুঁজেও গরুর খোঁজ পেলাম না। 😕
কেমন আছো ভাইয়া? ঈদ মোবারক 🙂
ঈদ মোবারাক ভাবি আমি ভালো আছি আপনি কেমন আছেন ??
পুরাটাই তো একটা গরু বলতেসে আর গরুর কি দরকার
তোরে গরু কে কইসে? দাঁড়া দিতাসি সবটারে লাইন ধইরা ফ্রন্ট্রোল, ঈদটা শেষ হোক। ;))
ঈদ কেমন গেলো?? ম্যুভি দেইখ্যা? 🙂
আর বইলেননা ভাবি 🙁 আমি এখানে আমাদের কলেজের ভাইয়ার এখানে থাকি সাথে ভাবি আর বাচ্চা আসে। তো ভাবি আমার কাছে জানতে চাইসে আমার কোনো ফ্রেন্ড আসবে নাকি আমি জানি আমাদের মামুন সিলেটের পাভেল আসবে ওদের কাছ থেকে শিউর হয়েও নিসি। কিন্তু একটাও আসেনাই 🙁 ভাইয়াও কাজে গেসে আমার ক্লাস ছিল ক্লাসে যাইনাই... পরে ফেসবুক,মুভি এইসব দেখে গেসে আর কি।।তাই এই তার ছেড়া লেখাটা দিলাম 😛
ভাবি মাস্ফু ভাই প্রথমে আমারে গরু বলসে 🙁
রকিব ভাই ও বেশি গরু বলে 🙁
খাড়া তোরে আইজ কুরবানি দিমু-কত্ত বড় সাহস সিনিয়রদের নামে হাই অথরিটির কাছে কথা লাগাস! x-(
ইউকে গিয়াও এখনো :just: ফ্রেন্ড হয়নাই ফ্রেন্ডের অপেক্ষা করতে হয়? কি শিখাইলাম তোরে ডিফেন্স গাইডে বইসা?নাহ গুরুর মান ইজ্জত আর রাখলিনা-বাই নেক্সট উইক :just: ফ্রেন্ড এর সাথে ছবি তুইলা ব্লগ দিবি 😡
:shy:
ওলেলেলেলেলেলেলে বাবুসোনা দেখি লজ্জা পায় x-( x-( x-(
গরু আছিস কেমন??? দিনকাল ভালো তো? বেজায় মজার একটা ঈদ কাটালি দেখছি। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জ্বী নাজমুল ভালো আছে। তার দিন কাল ভালো কাটতেসে শুধু ঈদটা খারাপ কাটসে 🙁
ঈদ মোবারক...অনেকদিন পর আপনার লেখা পড়লাম!কেমন আছেন???
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ভালো আছি তোমার কি খবর কলেজ খুলবে কবে??
বাই দা ওয়ে-জুনিয়র আসা পর্যন্ত আইজকা থিকা এই ব্লগে তোর পার্মানেন্ট নাম গরু দেওন যায় কিনা এই ব্যাপারে সংসদে একটা বিল উত্থাপন করার ধান্ধায় আছি :goragori:
ভোটটা দিয়ে দিব নাকি????
হ্যা ভোট দে 😀
গরু দেখে মাসরুফ ভাইয়ের কমেন্ট রেডি। রতনে রতন চিনে। :just: :goragori: 😛 😀
এই গরুর ঈদে এক গরুর আত্মকথন শুনে দারুন পুলকিত হলাম। ঈদ মোবারক গরু... ( এই পোলা বিদেশ গেল কবে :-/ )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ঈদ মুবারাক ভাইয়া 😀
কি নাজমুল, তুমি আবার বিদেশ গেলা কবে?
যাই হোক, গেছই যখন দোয়া করি ভালো থাক, সুখে থাক।
দোয়া করিবেন অধমের জন্য 🙂
আরে মিয়া তুমি দেশ ছাড়লা কবে? তা প্রবাসে প্রথম ঈদ কেমন কাটাইলা তা নিয়ে কিছু লিখতে পার 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
এতদিন ভালই ছিলাম ঈদটা একদম খারাপ গেসে 🙁
পাগল মন খারাপ করে দিলিরে 🙁 🙁 🙁
ভাল থাকিস :boss: :boss: :boss:
ঠিক আছে বন্ধু 🙂
নাজমুল ভালো থেকো। শুভ কামনা।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ ভাইয়া 🙂
বরকী ঈদ মুবারক !!!!
নামাজ না পইড়া ঈদ মোবারাক 😕
তারপরো সিনিয়র ভাই 🙁 ঈদ মোবারাক ভাইয়া 🙂
নারে ভাইয়া এই খানে ঈদ বলতে শুধু ঐ নামাজই
তাই ঈদের নামাজ মিস দেইনা 🙂
আমি ভুলে পড়তে পারিনাই
ভুলে মানে কি ? 🙁
ঈদের দিন নামাজ পড়তে হয় এইটা ভুইলা গেসিলি x-( x-(
ভাই যে কি কন 😛
ঘুম থেকে উঠতে দেরি হই গেসিলো
এই গরুর ঈদে এক গরুর আত্মকথন শুনে দারুন পুলকিত হলাম। ঈদ মোবারক গরু…
ঈদ মোবারক B-)
আহারে বসুন্ধরা সিটি খুব মিস করছিস,না ?
ঠিক কইসস 🙁
তোরে এখনও কেউ জবাই দেয় নাই? 😮 😮
নেটে বসতে পারে নাই মনে হয়! :khekz: :khekz:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শাহরিয়ার স্টার্ট ফ্রন্ত্রল ব্লাডি x-(
কম্পু রাইখা গেছিলাম, তাই মোবারক দিতে দেরী হয়ে গেলো...ঈদ মোবারক নাজমুল :hug: :hug:
ঈদ মোবারক ভাইয়া 🙂