কিছুদিন আগে আমাদের ব্যাচ এর ফাহাদ(সিসিসি) আমাকে এই টিম ভিউয়ার এর কথা জানালো। ….
প্রায় ১.৫ বছর আগে আমি এরকম আরো একটা সফটওয়ার অবশ্য ব্যাবহার করতাম নাম ছিল Log Me In কিন্তু ওইটা খুব স্লো ছিল।
Teamviewer ব্যাবহার করে খুব মজা পাচ্ছি।
এবার এর কাজ সম্পর্কে জানাচ্ছি
ইন্টারনেট কানেকশান এর মাধ্যমে এই সফটওয়ার এর সাহায্যে আরেকজনের পিসি আপনি কন্ট্রল করতে পারবেন। ফাইল ট্রান্সফার সহ এমনকি চ্যাট ও করতে পারবেন। ইংরেজিতে বোধহয় এটাকে রিমোট এক্সেস সফটওয়ার বলা হয়।।
এর ব্যাবহারটা কেমন হতে পারে সেটার একটা ধারণা দেই
।
গতকাল আশহাব(সিসিআর) আমাকে বললো ওর উইন্ডজে Windows Genuine Notification টা খুব ডিস্টার্ব করে আমি বললাম যে এটা আমি ঠিক করে দিতে পারবো, কিন্তু ওকে চ্যাট করে বোঝানো সম্ভব হচ্ছিল না। তাই ওকে আমি এই সফটওয়ারটা ডাইনলোড করতে বলি ডাউনলোড করার পর ওর সাথে আমি রিমোট এক্সেস করা শুরু করি। তারপর ওর মাই কম্পিউটার,স্টার্ট ম্যানু,রান সব কিছুতে ঘুরে পরে restart দেই তার মানে আমি মোটামুটি ওর কম্পিউটার এর পুরো এক্সেস টাই পেয়ে যাই। তারপর আবার আমার ড্রাইভ গুলো ঘুরতে ঘুরতে ওর যদি একটা গান কিংবা ই-বুক বা যেকোনো কিছু পছন্দ হয়ে যায় তাহলে তা ট্রান্সফার করতে পারবে নিজের পিসি তে। তবে সেটা ট্রান্সফার হবে আপনার নরমাল ডাউনলোড স্পীড এ।
কিভাবে এটার কাজ করতে হবে তা জানাচ্ছি,
১>।
Teamviewer টা ডাউনলোড করুন।
২>।
ইন্সটল করুন।
৩। >
ওপেন করলে দেখতে পারবেন ওখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখাচ্ছে
ছবিতে দেখা যাচ্ছে wait for session এর নিচে আপনার আইডি এবং পাসওয়ার্ড(পাসওয়ার্ড প্রত্যেকবার নতুন করে লগিন করলে চেঞ্জ হবে কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার পছন্দ মতো পাসোয়ার্ড ঠিক করে দিতে পারবেন) তার ডান পাশে create session এর নিচে আইডির পাশে খালি জায়গা সেখানে আপনি যার সাথে রিমোট এক্সেস করতে চান তার আইডি টা নিয়ে পেষ্ট করুন তারপর connect to partner এ ক্লিক করুন।।
কানেক্ট হলে আপনার পার্টনারের পাসওয়ার্ড চাবে তার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে পেষত করুন পার্টনার অনুমুতি দিলে আপনি তার সাথে রিমোট এক্সেস করা শুরু করে দিন।
বিঃদ্রঃ দয়া করে কেউ কারো কাছে পাসওয়ার্ড এবং আইডি চেয়ে বিরক্ত করবেননা কিংবা তাকে এটা ডাউনলোড করার জন্য অনুরোধ করবেননা ;;;
দেখি কার পিসিতে কি জিনিস আছে বাইর করেন তো দেখি ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই, আপনার পিসিতে 'এত জিনিস' আছে???
যাই ওযু কইরা আসি... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কামরুল কি জিনিস রাখলিরে, গাছেরাও ওযু করতে যায় এইটা দেইখা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
গেট টুগেদারে আপনার কয়ডা ছবি তুলছিলাম না? অইগুলি রাখছি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অ তাইলেতো ঠিকই আছে, অই গুলা দেখলেই মনে হয় নামাযে দাড়ায়া যাই, এতোই পরহেজগার লাগতেছিলো। যাক, অন্ততঃ একটা গাছরে তো দ্বীনের রোডে আনতাম পারছি ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
ওযু গোছল এই সব পরিষ্কার-পরিচ্ছনতা বিষয়ক জিনিসগুলো আপনার না বোঝারই কথা... 😛
দুই দিন বুয়া না থাকার কারনে আপনার বাড়িঘর এমন গান্দা হই ছিল দেইখাই আমার সন্দ হইছিল... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইডার লগে বুয়া আসা না আসার কি সম্পর্ক? 😡 বুয়া আইসা তোর ওযু কইরা দিয়া যায় নাকি :grr: :grr:
আজাইরা ডাউট দেস, যা গিয়া লঙ্গাপ হয়া থাক নাজমুলের কম্পিঊটারের লগে ঐ সফটওয়ার দিয়া কানেকশন দিয়া :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এত চ্যাতেন কিল্লাই?? ;;)
পুরা ষাঁড়ের চোখে লাগছে কথাটা, না? ;;;
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই লিংকটা বাদ দিয়া অন্য একটা লিংক দেও। এইটায় রিজুম সাপোর্ট নাই। তারউপ্রে স্পিডও চারের বেশি উঠেনা।
🙁 ভাই রিজুম নাই ঠিক আসে কিন্তু স্পীডতো ডিস্টার্ব করেনা 😕 আমার লাইনে সমস্যা আগে ৩০ ডাউনলোড স্পীড থাকতো এখন ১১/১২ থাকে ঈদের পর থেকে :((

আর এত ছোট ফাইল দেখে আর রিজুম এর দিকে নজর দেইনাই 😛
রায়হান ভাই মিডিয়া ফায়ারের লিঙ্ক।
ভাইয়া আমার লাইনের অবস্থাতো খারাপ মানে কি যেন প্রব্লেম হইসে তারপর থেকে আমার ৩০ এর উপর ডাউনলোড স্পীড এখন ১১/১২ তে নাইওমা আসছে ঈদের পর থেকে 🙁

মিডিয়াফায়ারের লিঙ্ক
:clap:
বাপ্পী ভাই,
আপনে ডজার।
কিচ্ছু কন না, খালি তালি বাজাইয়া ছাইড়া দেন।
চ্যারিটি বিগিনস এট হোম
ব্যাপক কাজের জিনিস মনে হইতেছে... :dreamy:
পুরা কাজের :grr:
নাজমুইল্যা তোর আইডি আর পাসওয়ার্ডটা দে তো দেখি। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি রাত তিনটা চারটার আগে ঘুমাইনা B-)
আমার ইয়াহু আইডি=shawkath1238@yahoo
রাতে নক কইরেন তখন আইডি আর পাসোয়ার্ড দিমু 😀
নাজমুল্যা ... লেখা ভালই দিসস ... তয় ছুডু বাই, একটা কুথা জিগাই ... তুই হঠাত 'টেকি' হইলি কেমনে?
চ্যারিটি বিগিনস এট হোম
ভাইয়া আমি তো সব সময় টেকি
কিছু জানতে চাইলে অধম কে ফোন করিবেন :shy:
:hug: :clap: :hug:
চ্যারিটি বিগিনস এট হোম
:clap: :clap:
যাই মাস্ফ্যু ভাই এর কম্প্যু তে গিয়া হানা দেই :grr: :grr: :grr: :grr:
x-( খবরদার আমার কম্পুর দিকে নজর দিবিনা-৬ বছরের কালেকশন আমি কাউরে দেইনা ফ্রিতে x-(
আরে রাখেন মিয়া :grr: :grr: :grr:
আপনার কালেকশন আপনেই রাখেন......আমারটা কইলে তো কালকে রংপুরেই চইল্যা আসবেন পুরা পিসি নিয়া যাইতে :))
আমার কাসে যেগুলা আছে ওগুলাতে সাব টাইটেল আসে :grr:
কালেকসান দেখলে এখন মরতুজা ভাই আমেরিকা থেকে চইলা আসবে B-)
সুন্দর তথ্য দিছিস দোস্ত ।
এইটা পড়ে আমারো একটা ঘটনা মনে পড়ে গেলো ।
কয়েকদিন আগে আমার এক হুজুর ফ্রেন্ড ল্যান থেকে ফিফা ০৯ নামাইতে দিয়ে তারাবীর নামাজ পড়তে
গেছে । এসে দেখে ডাউনলোড চলছেই । ল্যান থেকে গেম নামাইতে এতক্ষন লাগে কারন কি ? কারন
হচ্ছে ফিফার আড়ালে ৫২ গিগা .........
ওই হুজুরের অবস্থা কি হইছিল চিন্তা কর ।
তুই ঢেঁকী থেইক্কা টেকি হইলি কবে 😮
যাইহোক তোর পিসির আইডি টা কি :grr: :grr:
B-)
once a ঢেকি always a টেকি B-)
ভার্সিটি লাইফে আমারও এক হুজুর ফ্রেন্ডের বাসায় যাই।আমাকে বসিয়ে রেখে কম্পু অন রেখে এশার নামাজ পড়তে গেল।আমি টাইম পাস করার জন্য কম্পিউটারে বসলাম।ডেস্কটপে কিছু ফ্ল্যাশ ফান আইকন দেখে ক্লিক করলাম।আর যায় কোথায় ! বিকিনি পড়া উর্বসীদের আবির্ভাব সাথে সেইরকম সাউন্ড। ~x( আর সারাউন্ডিং সাউন্ড সিস্টেম উইথ হাই ভলিওম।রুমের দড়জা বন্ধ করে সাউন্ড কমালাম।বাসার ভিতর থেকে কেউ এসে সন্দেহ জনক দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। :no:
=)) =))
গুরু :boss: :boss: :boss: 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
চোপ x-(
তুই আসলিনা ক্যান x-(
গালি দিলামনা আর x-(
লিখা দিছো কত্তদিন পর??
সেদিন ই তো দিলাম একটা 😮
আর প্রতিদিন তো আপনাদের পোষ্ট এ কমেন্টস লিখি 😛
খুইজাঁও পাইলাম না তোমার কমেন্ট :no:
ভাবীপ্পু এত্ত কমেন্ট খেকো ক্যান আপনি ????
একদিনও তো কইলেন না "তোমার লইগ্যা এইডা সেইডা রানছি...খাইয়া যাও" :(( :(( :((
এইটা তুমি কি কইলা রেজু মিয়া, এত্ত কিছু রাইন্ধা-বাইড়া ডাক দিসিলাম,
কোর্সের দোহাই দিয়া আইলানা, এখন আমার দোষ?? :grr: :grr:
অনেক কিছু শিখলাম। যদিও কাজে লাগবে না। থ্যাঙ্কস নাজমুল!:)
কাজে লাগলো না কেন ??
আরে নাজমুল তমি দেখি পুরা team viewer এর মার্কেটিং এ নাইম্মা পড়সো :)) :)) ভালো ভালো ... সবার প্রথম লাইন এ আমার নাম দেইক্ষা মনে হইসিলো আমারে পুরা পাংচার করার মত কিসু লিখছস ... যাক ইহা দেইক্ষা আমি খুশি হইলাম 😀 এতদিনে তর আক্কেল হইসে :clap: :clap: :salute: