এই বাতিঘর, এই খেলা-প্রেম

==================
এই বাতিঘর এই খেলা-প্রেম।
প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, কোন প্রেম ঘুমাবে না আমাদের মাঝে,
এবং অবশ্যই,
কতিপয় নিয়ম। প্রথা। চালচলন। বিধীত আইনপাঠ।

সমুদ্রেই বসত করে বাতিঘরের আলো, এই বিশ্বাসে,
ঘর বাঁধা বালুর গভীরে
মিথ্যে কথাটি আমাদের অজানাও ছিল না।

সত্য বা মিথ্যা বুননের শিল্পে আমরা পারদর্শী বলে
নিজেদের সাথেই খেলা জমে ওঠে, একাগ্র মগ্নতার-
সূত্র অথবা ছক কাটা খোপ নেই, রেফারিবিহীন হাফটাইম
আর ক্রসিঙয়ের হলুদ আলো কেবলই বালুতীর আঁকে। রাত নেমে,
নেমে, নেমে আসার সময়ে আমার পোস্টাপিসে কড়া নেড়ে বলে গেছে
চিঠির ভিতরে জমানো মুক্তো, প্রেম, ঘৃনা বা বৈরাগ্য।

***
৬.৫.৯

(বহুদিন কবিতা লিখি না!)

২,৮৩৯ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “এই বাতিঘর, এই খেলা-প্রেম”

  1. শাহরিয়ার (২০০৪-২০১০)

    অসাধারণ!স্পেশালি -

    ঘর বাঁধা বালুর গভীরে
    মিথ্যে কথাটি আমাদের অজানাও ছিল না
    রেফারিবিহীন হাফটাইম
    আর ক্রসিঙয়ের হলুদ আলো কেবলই বালুতীর আঁকে

    :boss: :boss:


    People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)
    খেলা জমে ওঠে, একাগ্র মগ্নতার-
    সূত্র অথবা ছক কাটা খোপ নেই, রেফারিবিহীন হাফটাইম
    আর ক্রসিঙয়ের হলুদ আলো কেবলই বালুতীর আঁকে।

    বুঝছি।
    এইটা ম্যান ইউ আর বার্সেলোনা ফাইনালের প্রিভিউ। 😉 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)
    প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, কোন প্রেম ঘুমাবে না আমাদের মাঝে,

    এতই কি সহজ? :dreamy: :dreamy:
    (উফ্‌, কি ভাবটাই না নিলাম! 😀 😀 )

    কবিতা ভালো লাগল আন্দালিব। :clap: :clap:

    জবাব দিন
  4. আদনান (১৯৯৪-২০০০)

    বহুদিন পরে ফাটায়ে লিখছিস । প্রিয় লাইন গুলো কোট করে দিলাম,

    প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, কোন প্রেম ঘুমাবে না আমাদের মাঝে,
    এবং অবশ্যই,
    কতিপয় নিয়ম। প্রথা। চালচলন। বিধীত আইনপাঠ।
    জবাব দিন
  5. আন্দালিব (৯৬-০২)

    তানভীর ভাই, আদনান ভাই, অনেক ধন্যবাদ বস্‌! মাঝে কবিতা লিখতে পারছিলাম না, এটা সেই সময়ের। আপনারা সেখানেও এত স্নেহ করে বলেন যে রীতিমত লজ্জাই লাগে! 😀 😀

    হাসান, তোরেও ধন্যবাদ দোস্ত, আছিস কেমন?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।