চৈত্রের তপ্ত রোদের পর-
বৈশাখ এলো প্রকৃতির ফুলেল উৎসব ভেঙ্গে,
বহু প্রতীক্ষিত কয়েক ফোঁটা জলের আস্বাদ নিয়ে,
একখন্ড বৈশাখ এলো ঝড়ো হাওয়ার মতো অকস্মাৎ
কালবোশেখীর প্রমত্ত ঝড়ের ঝাপটা দিয়ে
বৈশাখ এলো নগরে-তৃষ্ণিত নাগরিক হৃদয়ে!
সহস্র লোকের জন্য নবদিনের শুভাশীষ নিয়ে
উৎসবের মতো বৈশাখ এল!
রমনা বটমূলে একে একে জড়ো হওয়া মানুষের মতো
ভীড় করে বৈশাখ এলো চারদিক থেকে,একে একে
সঙ্গীতের সুরেলা মূর্ছনার চ্ছটা লাগিয়ে
লোকের বুকে স্পন্দিত হলো বৈশাখের উদযাপন!
অজস্র তরুণ তরুণীরা প্রাণে উচ্ছলতা মেখে
হেটে যায় হাতে হাত রেখে,-তাদের মতন
ভালোবাসাবাসি লয়ে বৈশাখ এলো
লোকালয়ে-মানবের ভীড়ে,মানবীর নীড়ে!
বাবার হাতে ধরে,গাঁয়ের পথের ধূলো পায়ে মেখে
ক্রোশ দূরে মেলায় যাবার দিনের মতন,কৌতুহলে
বৈশাখ এলো গোপনে মাটির ব্যাঙ্কে
একটি করে জমানো পয়সার মতো দিন গুণে!
কিংবা কোনো গ্রাম্য বালকের হাতে চরকি,লাটিম
অথবা অন্য কোন নৈর্ব্যক্তিক খেলনা ধরিয়ে
বৈশাখ এলো,ফুটফুটে ছোট মেয়েটির হাতে
রাঙ্গা মাটির পুতুলের মতো-অন্য হাতে দুটো
রঙ্গিন বেলুনের মতো ফুরফুরে হাওয়ায় উড়ে বৈশাখ এলো!
লাল পেড়ে সাদা শাড়ি পড়া কিশোরীর খোঁপায়
সাদা বেলীফুলের মালার মতো স্নিগ্ধ সুবাস ছড়িয়ে
কপালে লেগে থাকা বড়ো লাল টিপটার মতো
টুকটুকে বৈশাখ এলো নববধূর হাসি ভরা লাজুক ঠোঁটে
লাল আলতা ভেজা পায়ের মতন-গুটি পায়ে!
শহুরে মানুষের কিছুক্ষনের জন্য,একদিনের জন্য
গ্রাম্য কিংবা চিরায়ত বাঙ্গালী হবার সাধ নিয়ে
চিরাচরিত পান্তা বিলাসিতায় বৈশাখ এলো
শুদ্ধতায়,মনের ধূলো সরিয়ে
আরো নির্মল আর পরিচ্ছন্ন হয়ে বৈশাখ এলো বাংলায়!
গেমস আওয়ার
৫.৪.২০০৯
কুমিল্লা ক্যাডেট কলেজ।
ভালো লাগলো, ভালো লাগলো। ছবিগুলোও মানানসই ছিল।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:shy: :shy: :shy:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
সুন্দর ছবি :clap:
অসাধারণ হয়েছে লেখাটা।
২০০৪-২০১০ দেখে একটু থমকে গেলাম।
গেমস টাইমে ফাঁকি দিয়ে লিখলা নাকি?
:frontroll: ১০০টা।
ক্যাডেট কলেজে ইন্টারনেট গেলো কবে থেকে?
অনেক কিছুই জানিনা।
কলেজে ইন্টারনেট আছে...কিন্তু সেটাতে অনেক সমস্যা......অনেক পারমিশন এর টানাহেচড়া...
এখন ভ্যাকেশন চলতেসে!হুমম...গেমস আওয়ার ফাকি দিয়ে লেখা... 😀 😀
:frontroll: :frontroll:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ফেসবুকে পড়েছি, আবারো পড়লাম ......... অসাধারন কবিতা শাহরিয়ার, অসাধারন।
বাপস্ ছোট ভাইরা দেখি দিন দিন বস হয়ে যাচ্ছে...... :thumbup: :thumbup: