মন খারাপ কাব্য-১

অমন গভীর মায়াঘেরা স্নিগ্ধ বিকেল আর হবে না
অমন ভালোবাসা মাখা স্মৃতিগুলো আর রবে না
সবুজ ঘাসের নরোম বুকে পাখিগুলো হাটবে না আর
দিনের আলো মিলিয়ে সেথায় রইবে পড়ে গাঢ় অন্ধকার!

যাদের চোখে স্বপ্ন এখন সেগুলো আর না হোক ধূসর
স্বপ্ন রঙিন জড়িয়ে বুকে কাটবে দেখো খুব অবসর
দীঘল কালো চুলের বেণী দুলিয়ে সে নাই বা এলো
তবু কেবল স্বপ্ন দেখো,দুঃখগুলো পুড়বে না আর!

মন খারাপের বিকেলগুলোয় পুকুর পাড়ে বসবো না আর
তোমার অমল হাতটা ছুঁয়ে দীর্ঘপথে হাটবো না আর
অঝোর ধারার বাদল রাতে একা একা জাগবো না আর
তোমার থেকে দুঃখ পেয়ে কাঁদবো না আর,কাঁদবো না আর!

১,১৬৫ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “মন খারাপ কাব্য-১”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।