৮ টি মন্তব্য : “no”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আমার নিজেরো মনের কথা প্রকাশে এই সমস্যা আছে, দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. ইমরান (১৯৯৯-২০০৫)
    ‘বাবা, কেমন আছ’ বা ‘বাবা, তোমায় ভালোবাসি’-এ কথাটা সংকোচে বলতে না পারার যে যন্ত্রণা, আর না বলতে পারার ফলে বাবা-ছেলের মধ্যে যে অপ্রত্যাশিত ‘কাছে থেকেও দূরে’ সম্পর্কের সূত্রপাত, এ সবই এমন এক পৃথিবীকে বিষাদময় করে তোলে, যা হয়তো এই একটি কথাতেই স্বর্গসুখের আকর হতে পারত।

    কথাটা বেশি সত্য রে ভাই।


    রঞ্জনা আমি আর আসবো না...

    জবাব দিন
  3. আজিজুল (১৯৭২-১৯৭৮)

    বাবার ব্যপার টা আমি বুঝি । তাই নিজের ছেলেদের সাথে সেই দূরত্ব ঘুচিয়ে একদম কাছে নিয়ে এসছি। আমরা ' তিন জন ' ,দুই ছেলে আর আমি, এখন সব চেয়ে ভাল বন্ধু। (ঝগড়া ও হয় মিনিটে মিনিটে, still good friends!) সময় এবং মানসিকতা থাকলে এখনো এ দূরত্ব কাছে নিয়ে আসা কোন ব্যাপারই নয়। শুভেচ্ছা রইল ।


    Smile n live, help let others do!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।