সিসিবি’র ই-বই ‘পরানের গহীন ভিতর’ পুরোটা প্রিন্ট করে বাসায় এনে রেখে দিয়েছি। একেবারে বইয়ের মতো বাঁধাই করে। আমার টেবিলের উপরে বা বিছানার পাশে থাকে। পরিচিত কেউ বাসায় আসলে নেড়ে চেড়ে দেখে, অতি উৎসাহী অনেকে পড়েনও। আমার নিজের দু’টি লেখা আছে সেখানে। কেউ পড়তে শুরু করলে মনে মনে অপেক্ষায় থাকি এই বুঝি পড়া শেষ করে আমার কোন লেখার প্রশংসা করবে! আফসুস, কেউ এখন পর্যন্ত করেননি। লোকজন অনেক সৎ হয়ে গেছে আজকাল।
সেদিন মাসুদ ‘পরানের গহীন ভিতর’ পড়ছিল। চোরাচোখে সেদিকে তাকিয়ে আমি অন্যমনস্ক হবার ভাব করলাম আর মনে মনে অপেক্ষা করতে লাগলাম যদি আমার কোন লেখা নিয়ে কিছু বলে। কয়েক পাতা পড়ার পর মুখ তুলে জিজ্ঞেস করলো , ‘আচ্ছা এইটা কি সেই তাইফুর ভাই? যার কথা তুই বলিস সব সময়?’
কোনটা?
এইযে এইখানে ‘আর্টসফিকশন’ লিখছে? মোহাম্মদ তাইফুর মাহবুব পাভেল?
হুম। কালাকুর্তা-সাদামন।
গুরু এইটা কি লিখলো?
‘আর্টসফিকশন’ ?
হ! অসাধারণ। কিন্তু এতো তাড়াতাড়ি লেখাটা শেষ হয়ে গেল!
দারুন লিখছে না?
মারাত্মক। আরেকটু বড় করলে কি হইতো? একবার পইড়া শখ মিটে নাই, তাই আবার পড়লাম।
বুকের মধ্যে চিনচিন করছে না?
মাসুদ উঠে যেতে যেতে বললো, ‘মনের সাথে গণিতের চিরস্থায়ী শত্রুতা- এই লাইনটা গুরু কিভাবে লিখলো?’
আমি হেসে দিলাম।
‘আর্টসফিকশন’ আমারো সবচেয়ে পছন্দের লেখা। সিসিবিতে সবার প্রিয় পোস্টের তালিকায় এই লেখাটিকেই সবচেয়ে বেশি দেখেছি আমি। মনে আছে , প্রায় এক বছর আগে প্রথম পড়ে আমি সবার আগে বলেছিলাম ‘এটা এখন পর্যন্ত তাইফুর ভাইয়ের সেরা লেখা।’ এখনও একই মতামত আছে। এইরকম কিছু আর লিখতে পারেননি তাইফুর ভাই, যেটা পড়ে অচেনা কেউ বলবে, ‘গুরু, এইটা কি লিখলেন?’
‘আর্টসফিকশন’ বারবার লেখা যায় না।
কিন্তু আমি আশায় আছি, তাইফুর ভাই হয়তো এইরকম কিছু আবার লিখে ফেলবেন।
গুরু’র জন্মদিনে সেই অগ্রিম মুগ্ধতাই জানাতে এলাম।
সেই সঙ্গে প্রথম কান্নার দিনের শুভেচ্ছা।
:grr: পরথম
x-( ওই মিয়া এই পোস্ট আমার দেওনের কথা আপনে দিলেন ক্যান? আর জন্মদিনের পুস্ট আমি যে শুরুতে বুঝতে না দিয়া লাস্টে টুইস্ট মারি সেইটা করতে দিলেন না ক্যান? x-( কপিরাইট ভঙ্গের দায়ে আপনার ভ্যাঞ্চাই x-( x-(
মাসরুফ
ভাই আমারে মাফ কইরা দাও।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই আপনের এস এম এস পাইলাম।ইয়ে বস আমি খুব ভয়ে ভয়ে আছি, আবার কোন জায়গায় উলটাপালটা কিছু করলাম নাকি? আর আপনে আমারে তুমি কইরাই বা কইতাছেন কেন? 🙁 🙁 🙁 🙁 বস উলটাপালটা কিছু করলে ঠাডাইয়া একটা থাবড়া দিবেন তাও এইরকম কইরেন না প্লিজ।
কামরুল ভাই কিছু মনে না করলে থাবড়া ডা আমি দিয়া দেই 😀
দে দে, আমরা কিছুমনেকর্তাম্না 😛
🙁 🙁 🙁
বিলাডি ম্যাশফুউউউউউউউউউউউ
আমার হাউস লিডার অর্ডার দিছে তোর আর রক্ষা নাই :grr: :grr:
থাব্রাইয়া তোর প্যাডা গালাইয়া দিমু আজকে :goragori: :goragori:
দোস্ত, সবার পক্ষ থেকে দিতেছস...তাই থাবড়াডা সেইরকম জোরে দিস...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দোয়া রাখিস B-)
😕 😕 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাস্ফ্যুটা কই গেল :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মনে হয় কইলকাইত্যা গেছেগা। 😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোর টুইস্ট আর টুইস্ট নাইরে মাস্ফ্যু। জুনা ভাইর মত তুই লেখা দিলেই আমি সবার আগে লাস্ট লাইন পড়ে নেই কার জন্মদিন দেখার জন্য। আমি কালকে মনে মনে ভাবতাছিলাম জন্মদিনের লেখা একজনেই লেখার থেকে যার মনে আসে সে লেখলেই ভাল হবে। একটা ওপেন কন্টেস্ট হইল। বাই দ্যা ওয়ে তোর জন্মদিন কবে?
মাস্ফ্যু নিজেই দেখি টুইষ্ট-এ পিরা গ্যালো ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন ভাই...কেমন কাটাইলেন...।????
২য় 😉
শুভ জন্মদিন বস :party: :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহ আকাশ
ধণ্যবাদ ভাইডি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তইফুর ভাই,
হেপী বাড্ডে + ঈদ মোবারাক 😀
থ্যাংকু
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা আপনার লগে কথা হলো, অথচ তখন শুভেচ্ছা জানালাম না,
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। :party: :hug:
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন, তারপর একটা জম্পেশ পার্টি দেন। 😀
বইনঝি,
ফোন করার জন্য ধণ্যবাদ ...
আমি ব্যাক্কল কিসিমের মামা, বইনঝি'রে ঈদেও একটা কল দেই নাই
মাফ করি দিও
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই লোকটা নিশ্চয়ই জানে, তাও কই-তাইফুর ভাই আপনেরে আমরা খুব ভালা পাই....
হেপি বাড্ডে বস....
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কি দিলি রে জুনা ...
কি দিলি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন তাইফুর।
বস, আপনার জন্যও লাল গোলাপের শুভেচ্ছা
(আপনারে নিয়া কামরুলের লেখা দ্রষ্টব্য)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই মাত্র তাইফুর ভাইয়ের এস এম এস পাইলামঃ
জ্বরে পড়ছি।এইমাত্র থার্মমিটার ঘোষণা দিল ১০৪ ডিগ্রি।জন্মদিন এইবার শুভ হয়নাই,সুস্থ হইয়া সবাইরে কৃতজ্ঞতা জানামু।লাভ য়ু অল।
আসেন সবাই সিসিবির জাতীয় মামা তাইফুর ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করি।আর উনি সুস্থ হওইয়ার পর যাতে তাড়াতাড়ি উনার কাছ থিকা জন্মদিনের ট্রিট আদায় করতে পারি সবাই মিল্লা চলেন সেই প্রার্থনা করি
আমিন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমারে ডাকলি মনে হয়!!!
তাইফুর ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করি।
আমিন।
শুভ জন্মদিন তাইফুর ভাই।
মাস্ফ্যু, আকাশ, আমিন ...
আ-মি-ন
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই শুভ জন্মদিন এবং একি সাথে জন্মদিনের শুভেচ্ছা :party:
আশা করি উনি খুব তাড়াতারি সুস্থ হই যাবে 🙂
ধণ্যবাদ ভাইডি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন তাইফুর ভাই। ঈদ মোবারাক। তারাতারি ভালো হয়ে উঠেন।
ভাল হয়ে উঠতেই হচ্ছে দেখি ... দ্রুত ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন তাইফুর ভাই। 🙂
হাস্না ... ইফতার মাহফিলে তোর লগে ভাল মত কথা কইতে না পারার কষ্ট আমার এখনও যায় নাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন বস। শেষবারের দাড়ির গবেষণাটা শেষ হয় নাই। 😀 ফাঁক ফোকড় খুঁজতাছিলাম কথা বলার লাইজ্ঞা, কিন্তু আপনে ছিলেন বড় ভাইগো লগে। কত ইফতার আইব মাহফিল সংগে কইরা। :grr: :grr:
উনার সাথে একবার কথা কইছিলাম ফুনে, মনডা জুড়ায় গেছিলো। লুকডারে আমি বড্ড ভালা পাই।
সুস্থ্য হয়ে উঠুন তাড়াতাড়ি।
শুভ জন্মদিন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তোরে কথা দিছিলাম ... ফোন দিমু ... কিন্তু আর দেই নাই
পাপীষ্ঠ আমি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz:
এই লোকটারে আমিও বড় ভালা পাই , আমার লেখায় তার কমেন্ট না থাকলে একটু খালি খালি লাগে। শুভ জন্মদিন ভাইয়া। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
আর্দ্র হইলাম কামতপু ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শুভ জন্মদিন তাইফুর ভাই। তারাতারি ভাল হয়ে যান, আর একটা জম্পেশ লেখা দেন......
থ্যাংকু শোয়েব ...
কামরুল নামে এক গুণিজন বলেছেন ...
😀 😀 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিসিবি'তে "পাওনার চেয়ে বেশি" পাইতে পাইতে বদ-অভ্যাস খারাপ হয়া যাইতেছে ...
ম্যালা দিন পর জ্বরে কাবু হইলাম ...
ফোন, এসএমএস, আর ব্লগে যারা শুভকামনা জানাইলেন ... ঋণী হয়া থাকলাম।
শরীরেরও তো একটা শরীর আছে, নাকি ?? কুলাইতেছে না বইলা ইন্ডিভিজুয়ালি জবাব দিতে পারলাম না ... ক্ষমা সুন্দর দৃষ্টি ...
(এইডা তুই কি করলি কামরুল ?? লেখা হিসেবে লেখাটা খুব ভাল হইছে ... 😀 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখা কিছুই হয় নায়, তারপরেও জ্বর কমলে একদিন তিন্তলায় দুই গেলাস আপনার সৌজন্যে............... 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল লেখা সুন্দর। আর তাইফুর শুভ জন্মদিন। তোমার জন্মদিনটা আমার সব সময় মনে থাকবে কারণ এদিনে আমার মেয়েরও জন্মদিন।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ভাগ্নী'কে আমার পক্ষ থেকে "শুভ জন্মদিন" বইলেন আপু ...
২৩ সেপ্টেম্বরের পোলাপাইন দিন আর রাত কে সমান করতে জানে ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি '৭৯র পরের পোলাপাইনের কথা বলেছি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
taifur re ei pots e Happy Birthday dimu na .... halay amar kono post e comment kore na ....
(sorry for english letters guys)
দোস্ত আব্বা,
কাংগাল টাইপের পোলাপাইন খুব সস্তায় বিয়াপওক ভালবাসা পাইলে যেমন হয় ... ক্ষমা ঘেন্না কইরা দিস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাড়াতাড়ি সুস্থ্য হইয়া আরেকটা ঝাকাস লেখা দেও মামা ...... সেই আরেফিনের বিয়াতে তোরে লাস্ট দেখসি ...... তোদের সবগুলারে হেব্বি মিস করিরে .........
তাইফুর ভাই, শুভ জন্মদিন।
আপনার জ্বর তাড়াতাড়ি সেরে যাক, এই প্রার্থনা রইল।
অফটপিকঃ আপনি আর আপনার লেখারে খুব ভালো পাই। :hug:
কামরুল ভাইয়ের সুন্দর লেখা...
ভালো লাগলো।
তাইফুর ভাই,
হেপি বাড্ডে 😀
শুভ জন্মদিন তাইফুর ভাই।
শুভ জন্মদিন তাইফুর ভাই,
ঘুচে যাক সর্দি কাশি, দূর হোক জ্বর, ইত্যাদি ইত্যাদি। 🙂
www.tareqnurulhasan.com
দেরি হইলেও অসুবিধা নাই, চিক্কুর দিয়া কই, তাইফুর শুভ জন্মদিন। ভালো থাকিস ভাইয়া। সব সময় এইরকম সবুজ-তরুণ-উচ্ছল থাকিস। (কপিপেস্ট : ফেসবুক)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শুভ জন্মদিন তাইফুর ভাই :hug: তাড়াতাড়ি সুস্থ হন এবং ঈদ পরবর্তী গেট-টুগেদারের স্পন্সর হন 😀
শুভ জন্মদিন তাইফুর ভাই 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন তাইফুর ,
দূর হোক সর্দি কাশি, ঘুচে যাক জ্বর, ইত্যাদি ইত্যাদি। 🙂
মাম্মা, ক্যামন আছিসরে 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনে চিটাগাং থেইকা আইসা পরছেন আর এক কাপ চা খাওয়াইতে ডাকলেন না!
খুব কষ্ট পাইছি, এইভাবে ভুইলা গেলেন ইত্যাদি ইত্যাদি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল রে, চিটাগাং থেইকা ভালোবাসা নিয়া আইসি বস্তা ভইরা, আর কস মোটে এ কাপ চা!
এইভাবে কইলি, দিলে চোট খাইলাম ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাল তাইলে শামীমের দোকানে ঈদের তৃতীয় দিনের আড্ডা হবে।
চা, সিগারেট , আপনার শালি, চ্যানেল আইয়ের সংবাদ পাঠিকা ইত্যাদি ইত্যাদি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কাইয়ূম ভাই এই ঈদে আমারে একটা এসএমএসও করলো না। মনে খুব কষ্ট পাইলাম, দিলে বড় সদমা লাগল ইত্যাদি ইত্যাদি...
তানভীররে, আমি একজন বিশিষ্ট একটেল ইউজার,
আর তোরা ভাই রুমকির বাবা, রুমকির মা'র হাজব্যান্ড ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুধু রুমকি আর রুমকির মা'রেই দেখলেন?
আপনার এসএমএস না পেয়ে আমার যে কষ্ট আর অভিমান হয় তা বুঝলেন না...
মনে খুব কষ্ট পাইলাম, দিলে বড় সদমা লাগল ইত্যাদি ইত্যাদি… 🙁
দিলে শুধু সদমা না লাগায়া আরো কিছু লাগা, যেমন, চাক্কু, তীর কিংবা রিং ইত্যাদি ইত্যাদি । 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আরো আছে বাইপাস, ওপেন হার্ট সার্জারী...ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এক্টেল থেইকা এসেমেস করা যায় না নাকি? আর কতো ভুয়া অজুহাত দিবেন , জুনিয়র বইলা আমরা কি মানুষ না ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তোরা ক্যামুন জুনিয়াররে ব্যাটা, ভুয়া অজুহাত না বইলা বলতে পারতি একটেল টা ফালায়া দেন, আমরা আপ্নারে এখনি ক্কিন্যা দেইতাছি গেরামিন, ওয়ারিদ, বাংলা লিং ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরও অনেক কিছুই তো বলতে পারতাম কাইয়ূম ভাই। যেমন- আপনি তাড়াতাড়ি বিয়া কইরা আমাদের লাইন ক্লিয়ার করে দেন ইত্যাদি ইত্যাদি...... :grr: :grr:
লাইন আর কি ক্লিয়ার করমু ক', তার আগেই দেখি কতজন চইল্যা আইছেম যেমন রুমকি, রুমকির মা ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত।
কাইয়ুম ভাই লাইনে পুরা জ্যাম লাগাইয়া রাখছে। গাড়ি চলে না, চলে না ইত্যাদি ইত্যাদি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুধু কাইয়ূম ভাইনা, জ্যামে সামনে থেকে নের্তৃত্ব দিতেছেন সর্ব্জনাব আহসান ভাই, মাহমুদ ভাই ইত্যাদি ইত্যাদি । 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
নাহ্! দুনিয়া জুড়া প্রচুর গিয়াঞ্জাম, আমাদের কথা কেউ ভাবে না ইত্যাদি ইত্যাদি ...... 🙁
এই দুক্ষে আমরা জ্ঞান হারাবো, মরেই যাবো বাঁচাতে পারবে না কেউ ইত্যাদি ইত্যাদি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অনেক কিছুই কইতে চাইছিলাম...কাইয়ূম ভাই কখন আইলেন, কামরুল ভাই কবে আইবেন, কে কেমন আছেন ইত্যাদি ইত্যাদি...তা থাক,চেপে গেলাম...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ, তুই এই গভীর রাইতে টপিক ধরাইতে চাস, তোর তো সাহস কম্না x-(
তোরে কি পাঙ্গা দিমু ভাবতাসি, লঙ্গাপ? হ্যান্ডস ডাউন না ফ্রগজাম্প ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরো কিছু বাদ পইরা গেছে । ফ্রন্টরোল, সাইডরোল, দৌড়ে তালে তালে ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নিজেই হুমকিতে আছি তাও আরো কিছু কই চিকেন, ডাক, মি ইন্ডিয়া...ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শর্ট পড়লে কইস, স্যামগো কিছু জিনিসও তোর উপ্রে এপ্লাই করুম্নে, যেমন মোটর সাইকেল, হোন্ডা, ভ্যাস্পা ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
তার সঙ্গে সিএনজি, ময়ূরী, রিক্সা ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আপনেরা শুধু টপিক ধরানো দেখলেন...আর কিছু দেখলেন না...টাইপ করতে করতে আংগুলে ব্যাথা ধরানো, সিগারেট ধরানো ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাইলে এখন আরো কিছু ধর, যেমন সিগারেত মুখে দিয়া কানে ধর, কিংবা হাত মুঠ কইরা ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও আসি বস...
কিছু টপিক ধরায়া দিমুনে...বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও আসি 😀
জুনা কি বলতে চাইলি, বুঝলাম না...ইত্যাদি ইত্যাদি
আমরা এইসব ফালতু টপিক নিয়া কথা বলি না। দেশ ও সমাজের জন্যে গুরুত্বপূর্ণ কোন টপিক থাকলে আসতে পারিস। যেমন ধরঃ মাশাক্কলি জামা, ইভা রহমানের শাড়ি ইত্যাদি ইত্যাদি
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এইবার ঈদে ইত্যাদি দেখা হইলো না, কোনও নাটকও দেখা হইল না...ইত্যাদি ইত্যাদি 🙁
নাটক তো দেখার জিনিসনা, দেখার জিনিস হইলো নাটকের দেখার জিনিসরা যেমন, উনি তিনি ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আর উনি তিনি...কষ্টের বেড়াজালে আটকে থাকা জীবনে কিছুই দেখা হইল না ইত্যাদি ইত্যাদি...... 🙁
:pira:
'ইত্যাদি'ও দেখার জিনিস না।
কেউ কেউ অবিরাম চুপি চুপি
চেহারাটা পালটে সাজে বহুরূপী
বোঝাতো যায়না তাদের মতিগতি
সমাজে ছোটবড় অসঙ্গতি
ইত্যাদি ইত্যাদি । 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কত কিছুই তো কইলাম, আর পারুম না...
মোবাইল থেকে কমেন্ট করা কষ্ট, কমেন্ট কমেন্ট খেলা যায় না...ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কমেন্ট কমেন্ট খেলা মানে?
অনেক আগেই তো এইটা ফাইন্যাল হয়ে গেছে যে সিসিবি কোন খেলার জায়গা না ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত। সিসিবি খেলার জায়গা না। এখানে শুধু লেখালেখি চলে। পোস্ট লিখা , কমেন্ট করা ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সাথে আরো আছে, ইমো দেয়া, ইবুক বাইরা করা, মাহফিল করা আর জামাইরে পাঙ্গানো ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
লুঙ্গি উপরে থাকবে না নিচে থাকবে, পাগ্রী কি লুঙ্গি দিয়া হবে নাকি রুমাল দিয়া লুঙ্গি পরানো হবে ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,
লাস্ট দুইদিন (গত রাত্রে আমারে এস এম এস পাঠানর পর থিকা) আমারে যেই "সাইলেন্স ট্রিটমেন্ট" দিতাছেন তার তুলনায় জেল জরিমানা তো কোন ছার,ফাঁসী-দ্বীপান্তরও তুচ্ছ(কপিরাইটঃপ্রেমেন মিত্তিরের ঘনাদা)।
বস না ভালা,দোহাই লাগে এট্টু খুইলা কন কি পাপে এমন সাজা দিতাছেন 🙁
জুনা দেখি সব ভুইল্যা গেছে...
ওরে ভালো কইরা রগড়া দিলেই সব মনে পড়ে যাবে ইত্যাদি ইত্যাদি... :grr: :grr:
সহমত।
তখন দেখবি সুরেলা গলায় গান গাইতেছে-
মনে পরে, মনে পরে হৃদয় মেলতো পাখা, রেড কাউ ইত্যাদি ইত্যাদি । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দি, তুমি আইবা কেমনে?
তুমি না অনেক দূরে, ভাই এর অফিস, বাচ্চারে স্কুলে দেয়া ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাও ঠিক,
ভাবসিলাম ভাইরে অফিসে আর বাচ্চাদের স্কুলে দিয়া আইমু ইত্যাদি ইত্যাদি
ও তাই! আমিতো ভাবসিলাম বাচ্চাদের অফিসে আর ভাইরে স্কুলে পাঠানো হবে ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আরে! আমিও তো কাইয়ূম ভাইয়ের মত ভাবছিলাম বাচ্চাদের অফিসে আর ভাইরে স্কুলে পাঠানো হবে ইত্যাদি ইত্যাদি...... 😀 😀
যাক তাও ভালো ভাবিসনাই যে দুই পার্টিরেই স্কুলে পাঠায়া অফিসে চইল্যা যাবি তুই, রবিন কামরুল জুনা ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি ভাবছিলাম বাচ্চাদের অফিস থেকে স্কুলে আর ভাইরে স্কুল থেকে অফিসে পাঠানো ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তুমিও তানভীর ভাইয়ার মত চুমকি, চুমকির মা'রে আনার ব্যবস্থা করো, তাইলে তোমারে নিয়াও আমরা এমন ভাববো ইত্যাদি ইত্যাদি
হায় হায়! রুমকির সাথে চুমকিও চইল্যা আসছে! খাইছে!
আমার ইজ্জত এখন হুমকির সম্মুখীন, ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি... 🙁 🙁
ইজ্জতের খালি ফালুদা হচ্ছে??? লাচ্ছি, দই, মিল্কশেইক বাদ যায় ক্যান ইত্যাদি ইত্যাদি
সঙ্গে আইস্ক্রীম, কেক, পুডিং ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ভাবিদের নাম তো বেশ রুমকি, চুমকি ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাদাভাইয়ের হইসে কি? রুমকি, চুমকি ভাবীদের নাম না, বাচ্চাদের নাম ইত্যাদি ইত্যাদি
আমার তো শুধু চুমকির মা না, সাথে আরো লাগবে ঝুমকি'র, নিমকি'র, শিমকি'র মা ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আগেতো চুমকি'র মা'রে আনার ব্যবস্থা করো, তারপর দেখা যাবে ঝুমকি’র, নিমকি’র, শিমকি’র মা ইত্যাদি ইত্যাদি । :grr:
নিয়া আসবো চুমকির মা'রে?? তাইলে নিশ্চয়ই আমার ভইনে খুশি হবে, পার্টি দিবে ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
জ্বীনা, আম্মা'রে কইসি, উনি খালি পার্টি না, সাথে দিবে হলুদ, রিসেপশান, ইতাদি ইত্যাদি 😛
তারপর শুরু হবে বাসর , হানিমুন , বেবি কামিং ইত্যাদি ইত্যাদি।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
তারপর সেই বেবির স্কুলের ভর্তি কোচিং, ভর্তি......ইত্যাদি ইত্যাদি
তারপর আবার সেই বাচ্চদের স্কুলে পাঠিয়ে ভাইকে অফিসে পাঠানো ইত্যাদি ইত্যাদি। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেই অবচ্ছেদ্য চক্র আবার, মানে বাচ্চাদেরকে স্কুল থেকে অফিসে আর ভাইকে অফিস থেকে স্কুলে পাঠানো ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই
চুমকি'র মা , ঝুমকি’র মা, নিমকি’র মা, শিমকি’র মা। আপনার কোটা শেষ।
ইস্লামে ৪টার বেশি জায়েজ না। এর বেশি হইলে জেল, জরিমানা, ৩০২ ধারা ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চাইরটার মা কি একজনই হইতে পারে??? ;)) ;))
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-(
ভুল হয়ে গেছে, ক্ষমা কইরা দেন, মাফ চাই ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্ষমা কি এত সহজে মিলে রে বোকা! নিষ্ঠুর এই দুনিয়ায় অনেক কিছুই যে দেখার বাকি তোর ইত্যাদি ইত্যাদি... :grr: :grr:
আমি আরো দেখতে চাই শুনতে চাই বুঝতে চাই ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে টিভি দেখতে হবে ইত্যাদি ইত্যাদি ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
টিভি দেখতে চাইলে টিভি কিনতে হবে, ডিশের লাইন আনতে হবে ইত্যাদি ইত্যাদি :grr: :grr:
তারপর ডিশের লাইন টিভির ব্যাক সাইডে লাগায়া টিভি অন করতে হবে চ্যানেল পাল্টাইতে হবে ইত্যাদি ইত্যাদি । :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাহলে তোকে যেতে হবে সেই চীন তাইওয়ান হংকং ইত্যাদি ইত্যাদি ।
সংসারে প্রবল বৈরাগ্য!
১০০ B-)
১০১, ১০২, ১০৩ ইত্যাদি ইত্যাদি
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
১০৪, ৫, ৬, ৭ ......... ইত্যাদি ইত্যাদি B-)
কামরুল।
থ্যানক্স ভাইয়া।
শুভেচ্ছা নিও।
সৈয়দ সাফী
গ্রেট বডিজ এক্ট এলাইক। আমারও জ্বর ছিল। তাইফুর ভাইয়ের মতো আমার বডিও সেইরকম। মাসল আর হাড্ডি ছাড়া কিছু নাই।
দেরী হইল, তবু শুভ জন্মদিন তাইফুর ভাই। ভালো হয় ওঠেন তাড়াতাড়ি। 🙂
😮 😮 😮
এইডা কি কইলেন?
আমরা কি চাচা ডাক শুনুম না?
[এইবার পালাই :frontroll: :frontroll: :frontroll: ]
ব্লগে বইনেরা আর ভাবীরা আছে। নাইলে তোরে আমি রোস্ট বানায়া খাইয়া ফেলতাম...... x-( x-( x-( 😡 😡 😡
তাইফ মামা আর কামরুল ভাইরে নিয়া একটা কোবতে লেক্সি
"চলেন চলেন চলেন
আপনেরা বসেন"
[তাইফ মামার অনুরোধে ঈষৎ পরিবর্তিত :-B ]
অফটপিক: জ্বর গেছেগা আশা করি।
হেপি বাড্ডে :party: :party:
তাইফুর ভাই শুভ জন্মদিন :goragori: :awesome: ... লেট করার জন্য :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
লেইট করে হলেও শুভ জন্মদিন বস।
দ্রুত আরোগ্য লাভ করুন।
------------------------------------------------------------------
কামলা খেটে যাই
উরিসব্বোনাশ, নয়দিন পার হইয়া গেছে 🙁
আরে বিয়াপার না,
হেপি বাড্ডে তাইফুর, ধনে মানে বড় হও, শতেক সন্তানের জনক হও এই দোয়া করি 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮