ডিসক্লেইমার : ডিসক্লেইমার দেওয়ার জন্য একটা কম দিলাম…
১.
অদ্ভূত তো !
২.
একা একা বসে আছি,
কাজ নেই মারি মাছি।
৩.
কারন ছাড়াই বাসটা হঠাৎ গেল থেমে
একটা ভোদাই নষ্ট ভেবে পড়ল নেমে
নেমেই দেথে বাস পড়েছে টাফিক জ্যামে।
৪.
ছোট্ট ছেলে মিষ্টি খাবে
খুব ধরেছে বায়না,
বদলে সে পিট্টি খেল
সেই ব্যাথা তার যায় না।
৫.
সুন্দরী মেয়ে যায়..
কোনদিকে নাহি চায়..
আশেপাশে ডানে বাঁয়..
শত ছেলে খাবি খায়..
দেখে তার হাসি পায় !
৬.
রাস্তা মাঝে গভীর ভাবে
ভাবতে গিয়েই,
বেখেয়ালে ম্যানহোলেতে
না তাকিয়েই,
ভাবুক সাহেব পড়ল সেথায়
ভাবনা নিয়েই।
৭.
চারটেতে শুই আর বারটায় উঠি
সকালের নাস্তা কলা পাউরুটি
তারপর সারাদিন ছুটি আর ছুটি,
বেকার যুবক আমি
সবচেয়ে কমদামী,
বকা-ঝকা শুনে শুনে সয়ে গেছে সব
নিজেকে দেখে আমি নিজে তাজ্জব।
৮.
বাংলা সিনেমাতে গানে
হঠাৎ গোলাপ ফুল
আড়ালে তার কি হয় তা
ভেবে হই আকুল।
হিন্দী সিনেমাতে দেখি
গ্ল্যামার ভরা নাচ
সেই গ্ল্যামারে একটু আবার
উত্তেজনার টাচ!!
:dreamy:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:guitar: :guitar: :khekz: :khekz: :khekz:
পুরা কোপানি হইছে :duel: :duel: :duel: :duel: :duel: :duel:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধারাপাত স্টাইল টা ভালো লেগেছে।
ছড়াগুলোও মজার ।
বাংলা সিনেমাতে গানে
হঠাৎ গোলাপ ফুল
আড়ালে তার কি হয় তা
ভেবে হই আকুল।
;;; ;;; ;;;
কী কইবার চাস?? 😀 😀
জোসসসস হইছে ফুয়াদ!! =)) =))
স্টাইলটাও জোসসসস...... :thumbup:
তুখোড়! :gulli2:
বইন্য ... ভালো হয়েছে ... 🙂
এক্কেবারে :gulli2: :gulli2: :gulli2:
:-B :-B :-B ক্যাডা বন্য নাকি? শহরে আইলা কবে?
জোস হইছে........ :clap: :clap: :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
এক-এ এক লাইন
দুই-এ দুই লাইন
এইভাবে আট-এ আট লাইন
অসাধারণ অসাধারণ ... প্রিয়তে নিলাম ... ৫ দাগাইলাম
(৩ নম্বর টা চরম লাগছে ... নিজেকে নিয়ে লিখা বুঝি ।। 😛 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:gulli2: :gulli2: :gulli2: :gulli2:
:khekz: :khekz: :khekz: :khekz:
:goragori: :goragori: :goragori: :goragori:
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
জটীলস্য হইচে :clap:
দাররুন....... :clap: :clap: ।
Life is Mad.
শেষেরটা সবচেয়ে ভালো হইছে। :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পুরা কোপ্পা :duel:
তয় সবচেয়ে জোস হইছে গোলাপ কাহিনী :goragori:
অ
অর্হ
অনিন্দ্য
অভিনব
অভাবনীয়
অনির্বচনীয়
অনন্যসাধারণ
অভ্যূপগম্যপাখ্যাত
অনুক্তাদৃষ্টাশ্রুতপূর্ব
:(( :(( :(( সৌমি রে, মাপ করন যায় না? :(( :((
এইসব কি? :bash: :-/
চ্যারিটি বিগিনস এট হোম
😀 😀 😀 😀
অ
অর্হ
অনিন্দ্য
অভিনব
অভাবনীয়
অনির্বচনীয়
অনন্যসাধারণ
অভ্যূপগম্যপাখ্যাত
অনুক্তাদৃষ্টাশ্রুতপূর্ব
😀 😀 😀
:)) :))
পুরা :duel:
ফু ভাই,এই লেখা আগেও পড়ছি,কিন্তু নতুন করে আবার পড়ার লোভ সাম্লাই তে পারলাম না!
একদম শিরাম হয়ছে,বাদবাকি গুলার মত। :clap: :clap:
এখন বলেন খাওয়াবেন কবে??? 😀
:boss: