১.
তাইফুর ভাইয়ের আসার কথা ছিল বিকাল ৫টার মধ্যে। কাইয়ুম ভাই আর আমারে তুলে নিবেন পান্থপথ থেকে, সেখান থেকে যাবো মিঃ বেকারের কেক নিতে, তারপর বেঙ্গল ক্যাফেটেরিয়া।
ঘড়ির কাটা পাঁচটা পার হয়ে যাবার পর আর থাকতে না পেরে কাইয়ুম ভাইরে ফোন দিলাম,
বস, তাইফুর ভাই কই?
মৌচাক পর্যন্ত আসছিলো, এখন আবার বাসায় ফেরত যাইতেছে
ক্যান কি হইছে?
মনটা নাকি ভুলে বৌয়ের কাছে রাইখা আসছে , নিয়া আসতে গেছে
আরে ধুর, মন থাকুক না কিছুক্ষন ভাবির কাছে, বডিটা নিয়া আসলেই হবে
খালি মন না, মন এবং মানিব্যাগ দুইটাই রাইখা আসছিলো
হায় হায়, কন কি? উনি মানিব্যাগ ছাড়া আসলে ক্যামনে হবে? ‘বেকার’এর কেকের বিল কেডা দিবে?
চিন্তায় পরে গিয়েছিলাম। শেষ পর্যন্ত অবশ্য তাইফুর ভাই মনটা ভাবির কাছে রেখে মানিব্যাগ নিয়ে আসতে পেরেছেন। বেকারের চকলেট আর ভ্যানিলা ফ্লেভারের কেক দুইটাও সেইরকম ছিলো। আফসুস, জুনিয়র পোলাপাইনের জ্বালায় মাত্র দুই পিস খাইতে পারছি।
২.
মাহমুদ ভাই মিষ্টি খাওয়াবেন কথা দিছিলেন। কিন্তু ইফতারের আগে খালি হাতে উনারে বেঙ্গল ক্যাফেটেরিয়ায় ঢুকতে দেখে ভাবলাম, আজকেও জনপ্রিয় বিজ্ঞান নিয়ে লেকচার দিয়েই কেটে পরার ধান্দা করতেছেন মনে হয়। কিন্তু ঢুকেই আমারে আর কাইয়ুম ভাইরে ডাক দিয়া চিপায় নিয়া গেলেন, তারপর মানিব্যাগ থেকে টাকা বের করে হাতে দিয়ে বললেন, কি মিষ্টি আনবো বুঝতেছিলাম না, তোমরা পছন্দ মতো নিয়া আসো, যাও।
ছয় কেজি মিষ্টি আনা হলো। আমি বলছিলাম পাঁচ কেজি নিলেই হবে, কিন্তু নতুন জামাই বললো, মাস্ফ্যু ভাইয়েরইতো এক কেজি লাগবে!
৩.
দস্যুরানী ফুলন সামিয়া দেবীর আসার কথা ছিলো। আর সামিয়া আসবে অথচ লাবলু ভাই আইসক্রীম আনবেন না এমন কি হইতে পারে! ছোটভাইদের জন্যে শুধু চা আর ছোটবোনদের জন্যে যতো ইচ্ছা আইস্ক্রীম। লাবলু ভাইয়ের পক্ষপাতিত্ব দিন দিন চরম আকার ধারণ করছে। আল্লায় বাচাইছে শেষ পর্যন্ত ইন্ডিয়া ট্যুর বাতিল করতে না পারায় সিসিবির ত্রাস, ডাকু ফুলনদেবী ইফতার মিস করছে। নইলে বাক্সভর্তি আইসক্রীমের এক চামচও পাইতাম কিনা সন্দেহ! তবে উনি না থাকলেও উনার প্রতিনিধি ঠিকই ছিলো। এট্টু পর পর নতুন জামাইরে শুধু আইসক্রীমের বাক্সের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে।
৪.
মাসুম ভাই আর এহসান ভাই এক টেবিলে বসছিলেন। উনাদের দুই জনের পাশে ছিলো মাহমুদ ভাই। দূর থেইকা ধারনা করলাম, খুব গুরুগম্ভীর আলোচনা হইতেছে। সিদ্ধান্ত নিলাম ওইদিকে না যাওয়াই ভালো। একটু পর মাহমুদ ভাই উঠে যাওয়ায় চেয়ার খালি হলো। এইবার সাহস করে গিয়ে বসলাম। আস্তাগফিরুল্লাহ! এনারা প্লেবয় পত্রিকা নিয়া কথা বলতেছেন। দুইজনেই নাকি একসময় প্লেবয় পত্রিকা খুব পছন্দ করতেন। অজু ভাইঙ্গা যাওয়ার আগেই আমি সইরা আসলাম।
৫.
এহসান ভাই আর মাহমুদ ভাইয়ের প্রথম দেখার দৃশ্য। (পুরোপুরি সত্য, আমি নিজে দেখেছি)
মাহমুদ ভাইঃ আমি মাহমুদ, ৯০-৯৬ ব্যাচ, সিসিআর। (হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্যে)
এহসান ভাইঃ আমি মিশেল ফুকো, দার্শনিক। (হ্যান্ডশেক করলেন)
৬.
ইফতারের পর আড্ডার সবচেয়ে বড় ইস্যু ছিলো আহসান ভাইয়ের বিয়ে। কবে উনি শেরওয়ানীর অর্ডার দিবেন, কবে আমরা বিয়ের পার্টিতে গিয়া তার শালীদের দিকে চোরা নজরে তাকাবো। তারপর মাহমুদ ভাই, তারপর কাইয়ুম ভাই, তারপর রবিন, তানভীর আর মেরা নাম্বার আয়েগা………………… ধুর, বহুত দেরি!
আহসান ভাই কথা দিছেন এই ডিসেম্বরের মধ্যে ঘটনা ঘটাইতে না পারলে মান-সম্মান নিয়া রিটায়ার্ড করবেন। জোরে বলেন , আমিন।
৭.
ইফতার শেষ হওয়ার প্রায় আধা ঘন্টা পরে আসলেন মোসাদ্দেক ভাই। আমরা তখন তার এক পোস্টে মিষ্টি খাওয়া কমেন্ট নিয়া ব্যাপক হাসাহাসি করতেছি। মোসাদ্দেক ভাইকে দেখে দৌড়ে কাছে গেলাম। ইফতারি কিছুই তখন আর নাই। জিজ্ঞেস করলাম, ভাইয়া কি দেব, কেক না মিষ্টি?
আবার মিষ্টির কথা শুনে উনি ভয় পেয়ে গেলেন। বললেন, না না কেকই দাও।
৮.
যারা আসবে বলেছিলেন তাদের সবাই এসেছে। প্রায় সবাই। নাম লিখতে গেলে পোস্ট ভরে যাবে। তারচেয়ে যারা আসেনি বা আসতে পারেনি তাদের কথা বলি।
টিটো, তুই একটা হারামি। এইভাবে কেউ ফাঁকি দেয়? কী এমন কাজ ছিলো যে আসা গেলো না।
রকিব, তৌফিক, তারেক আরো যারা দেশের বাইরে আছো, তোমাদের কথা বারবার ঘুরে ফিরে এসেছে। আমরা যে তোমাদের কতোটা মিস করি এখানে বললে বুঝবে না। দেশে আসো, অনেক আড্ডা হবে, এই রকম, বার বার।
দিহান, সবচেয়ে বেশিবার তোর কথাই মনে হয়েছে, আমাদের সবার। সিসিবির সবাইকে তুই মায়ার বাঁধনে জড়িয়ে ফেলেছিস। দূরে থেকেও অনেক কাছে ছিলি। (ইমোশনাল হয়ে তুই-তোকারি করে ফেললাম! মাফ কৈরা দিয়েন ভাবি।)
**********************************************************
কথা শেষ, এইবার ছবি । । আর কারো কাছে ছবি থাকলে কমেন্টে দিয়ে দিয়েন।
**********************************************************
তাইফুর ভাইকে দেখে কী ভদ্র মনে হচ্ছে না? ইফতারে যারা আসছিলো তাদের কাছ থেকে উনার কিছু কর্মকান্ড জেনে নিয়েন, ছবির সাথে মিলবে না।
এহসান ভাই আর কাইয়ুম ভাইয়ের হাসি খিয়াল কইরা!
ভাবিবৃন্দ । ব্যস্ততার কারনে আপনাদের ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। নিজগুনে ক্ষমা করে দিয়েন।
মাসুম ভাই আর লাবলু ভাই।
বেদ্দপ জামাইরে দেখেন। কোথায় গিয়া খাড়াইছে। সারাক্ষন সিনিয়দের তেল দেয়ার তালে ঘুরে।
এটা কি ভালোবাসা ?
ইয়ে মানে, আইসক্রীম গুলি যা ছিলো না! মাইরি বলছি ।
উই লাভ সিসিবি
জন্মদিন ছিলো টুম্পার। একটা কেক তাই তার কাঁটতে হয়েছে। সিসিবির সবার হয়ে অন্য কেকটা কাটছে জিহাদ। আইসক্রীমের বাক্সগুলি দেখা যায় তো, নাকি?
নতুন জামাইয়ের টি-শার্ট খিয়াল কইরা। বুকের মধ্যে কিন্তু ‘বাউনিয়া কিং’ লেখা।
হাঁসের ছানা (সবুজ গেঞ্জি) নাকি এখন বহুত টাকা পয়সার মালিক, কিন্তু মুখ এতো বিষন্ন কেনো ?
হাসির নমুনা দেখেন !
জনপ্রিয় জ্ঞান আর মিশেল ফুকো বিষয়ক আলোচনা। লাবলু ভাইয়ের সঙ্গের লোকটাকে কি চিনিয়ে দিতে হবে?
সবচেয়ে মজার অংশ ছিলো এই সময়টা। আড্ডা। ছবি দেখে বুঝা যায় না?
** ** **
পুনশ্চঃ
এহসান ভাইকে আলাদা করে ধন্যবাদ না দিলে বিশাল ভুল হবে। থ্যাঙ্কস এহসান ভাই। আল্লাহ আপনাকে আরো সিল খাওয়ার তৌফিক দান করুন, আমিন।
পুনঃপুনশ্চঃ
আড্ডায় আগত সবার জন্যে কুইজ- (মন্তব্যে উত্তর জানিয়ে দিলেই হবে)
১. সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেছে কে?
২. আড্ডায় সবচেয়ে বেশি কথা বলেছে কে?
৩. সবচেয়ে চুপচাপ ছিলো কে?
৪. কাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিলো ?
৫. কে সবচেয়ে বেশি টিজ খেয়েছে?
😀
সাতেও নাই, পাঁচেও নাই
২য় 😛 😀
🙁 ছবিগুলা দেইক্ষা মন খ্রাপ হয়া গেল।ধুর,আনন্দের সময়গুলা এত্ত তাড়াতাড়ি পার হয়া যায় ক্যাআআআআআআন? :(( :(( :((
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
হাসো কেমতে?? ফুনেতো কথাই বের হয়নাই মুখ থিকা 😡 😡
আসলে :just: ফ্রেন্ড না হইলে এত কথা বাইর কইরাই বা কি লাভ বলেন ? ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:just: সিন্সিয়ারলী ইন্সিন্সিয়ার কামু :gulti: :goragori: :khekz:
জটিল ......
খুবই ভালো লাগলো পোস্টটা ......
কি মিসটাই না করলাম 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আর কয়টা মাস, আমি আইতাছিইইইইইইইইইইইইইইইই। :hug: :hug:
বিশাল একখান পাট্টি হইবো, স্পন্সর সাব্বির ভাই আর রবিন ভাই (দুজনই প্রস্তাব দিছে স্পন্সরশীপের ব্যাপারে 😀 )
অফটপিকঃ আসতে না পেরে মন খারাপ হচ্ছিলো, কিন্তু পোষ্ট পড়ে কিছুটা দূর হলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি ৭.৫% এইটা উল্যেক্ষ করলি না।
ও ভুলেই গিয়েছিলাম, সাব্বির ভাইয়া ৭৫% বাজেট যোগাবেন, আর বাকী ১৫% রবিন ভাইয়া, আর বাকীটা আমি দিবো উইথ দ্যা হেল্প অফ নাজমুল। B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জ্বী বড় ভাইয়া আমি ATM বুথ থেকে আপনার কার্ড দিয়ে টাকা উঠিয়ে আনবো 🙂
:boss: :boss:
দারুণ ছল পার্টিটা কিন্তু আমাদের কথা কেউ লিখলো না ক্যান 🙁
লিখছি তো।
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কেমস্ ভাই আইচ্ছা, শেষের দুইটা ছবি তে কালা টুপি পরা একজন ভন্ড টাইপের হুজুর দেখা যাইতাছে উনি ক্যাডা 😕 :grr:
উনি তোর বড় ভাই। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
যে যে আসেনাই বিরাট মিস করছে 😀 😀
সহমত
ঐ
:(( :(( :(( :((
Life is Mad.
১. দারুন একটা মাহফিল হলো। সিসিবির একেকটা মাহফিল আগেরটাকে ছাড়িয়ে যাচ্ছে, কি দারুণ একটা পরিবারের সাথে বেড়ে উঠছি আমরা।
২. মাহমুদ ভাই আর এহসান ভাইয়ের পরিচয় পর্বের আমিও স্বাক্ষী 😀 তবে এইখানে অতিরিক্ত আরো কিছু কথা ছিলো।
৩. তাইফু মাম্মা সেরকম দুইটা কেক নিয়া আইছিলো, দেখতে হবেনা কার দোস্ত :hug:
৪. ডিসেম্বরের ডেড লাইন শুইন্যা আহসান ভাইয়ের উপ্রে থেইকা ব্যান টা সাময়িক ভাবে স্থগিত করা হইছে
৫. মোসাদ্দেক ভাইয়ের সাথে পরিচয় হইয়া খুব ভালো লাগছে। বস্ অনেক কষ্ট করে হলেও শেষ মুহূর্তে এসেও মাহফিলে যোগ দেয়ায় অনেক কৃতজ্ঞতা।
৬. আসলেই সবচে বেশি মিস্ করছি আমার ভইনডি দিহানরে
৭. অল্পের জন্য পেলামনা তৌফিককে, বেচারার পাসপোর্টের ঝামেলা মিটলো কিনা কে জানে!
৮. কতকথা লিখতে ইচ্ছে করছে। কামরুল এক লেখাতেই প্রায় সব তুলে এনেছে। ইশ কত সুন্দর একটা আবেগময় লেখা লিখলো ছেলেটা, কত্তদিন পর।
সংসারে প্রবল বৈরাগ্য!
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কারণে অকারণে ব্যান চাইলে ব্যানের মাহাত্ম্য নষ্ট হইয়া যাইবে...।
অকারণে ব্যান চাওয়ার জন্য কাইয়ূমের ব্যান চাই...
কি বলেন কাইয়ূম ভাই? 😛
কুইজের উত্তর -
১- মাস্ফু ভাই :khekz: :clap: :clap: :clap:
২- তাইফুর ভাই :boss: :boss: :boss: :clap: :clap: :clap:
৩- আমরা ০২-০৮ ব্যাচের ৮ জন 😐 😐 😐
৪- তাইফুর ভাই ;;) 😉 :dreamy:
৫- মাস্ফু ভাই :khekz: :goragori: :clap:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) =))
x-( x-( x-(
ম্যাশ পটেটো কানে ধইরা কি এখনো আস?
ভাইয়া কালকে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ফোনের তুমি আর ব্লগের তুমি দেখি বিস্তর পার্থক্য 😮 😛
😮 কন কি ভাভিপ্পু!!!
ফাহাদ মিয়া ...
খুব রস জমা হইছে মনে হয় ... 😉
নেক্সট মিটিং-এ আস ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি আবার কি করলাম তাইফুর ভাই ?? :no: :no: আমি ত আম্নের প্রশংসা করলাম। :boss: :salute: এমনি মাস্ফু ভাই কইসে আমারে nsu তে গেলে :just: খবর কইররা ফালাইব। 😡 তাই ভাবলুম আম্নে একটু মাস্ফু ভাইরে বইল্লা দিবেন কিন্তু আম্নেই দেখি... 😮 :no: :no: :bash: :(( :(( :((
আইচ্ছা যা, :-*
মাস্ফ্যু'রে কয়া দিবানে ... O:-)
তোর খবর যেন ভালমত করে ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:no: :no: :no: :bash: 🙁 :(( :(( :((
একটা ইমোতে খটকা লাগলো 😕
কোনটা? 😕
কেমস্ ভাই আমি আপনার বাংলা লিঙ্কের নম্বরে ট্রাই করসি, বাট যায় নাই 🙁
ভুল হইছে আরো ২/৩ জনের নম্বরে ট্রাই মারা উচিত ছিল :bash: :bash:
কুইজের ৪ নম্বরের উত্তর কাইয়ুম ভাই 😀
কি বলেন কাইয়ু ভাই??
এক নাম্বার ছবিতে আমিও হাসছিলাম। আমার হাসিডা কারো মনে ধরেনাই 🙁 🙁
Emo dite chai :grr:
ধন্যবাদ এডু মডুদের সত্যি সত্যি গেট টুগেদারটা করে ফেলার জন্য। আমি ভেবেছিলাম অনেক বেশী প্ল্যান কইরা এইটা একটু পিছায়া যাইবো; কিন্তু ব্যাপারটা তা না। আমি সত্যি খুব খুশী হয়েছি বেশ কিছু প্রিয় ব্লগারের সাথে দেখা করতে পেরে।
ইফতার পার্টিতে আসলে স্পন্সর হিসাবে আমার নাম বইলা আমারে ফাসানোর চেষ্টা করা হইলেও আসলে বেশ কিছু নীরব ডোনার ছিলো। এইসব প্রচার বিমুখ ছেলেগুলো বিশেষ করে একজন অনেক বেশী পরিমানে কন্ট্রিবিউট করেছে। বেশ বিব্রত হলেও বুঝতে পারলাম ছেলেটা সিসিবি কে আমার চেয়ে অনেক বেশী ভালোবাসে। :boss:
এহসান ভাই কি আমার কথা কইলেন :grr: :grr:
না না বস্ কী যে বলেন, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি (ক.রা। বাংলা ছবি) :grr: :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
নাম প্রকাশে অনিচ্ছুক কাইয়ুম ভাইয়ের জন্যে একটা জোরে হাততালি। :clap:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :)) =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap: :clap:
কস্কি মমিন!!! আমাদের কাইয়ূম ভাইডি, নাম প্রকাশে অনিচ্ছুক ভাইয়া 😮
:clap: :clap: :clap:
কি বলেন কাইয়ূম ভাই? :grr:
কামরুল এই জিনিস্টাকে শিল্পের কাছাকাছি নিয়ে গ্যাছে,
বাঁশ যখন দেয় তখন টের পাওয়া যায় না ... হেঁটে চলে যাবার সময় পিছনে হাত গেলে টের পাওয়া যায় ... ঝাড় আর ঝাড়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাঁশ যখন দেয় তখন টের পাওয়া যায় না … হেঁটে চলে যাবার সময় পিছনে হাত গেলে টের পাওয়া যায় … ঝাড় আর ঝাড়
মামা এইডা কি কৈলেন =)) =)) =)) =)) =)) =))
কি বলেন কাইয়ুম ভাই ... :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
১. সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেছে কে?
মনে হয় মাস্ফ্যু। আমি নিজে খেয়াল করসি সবাই যখন গনহারে বিড়ি ফুকতে গেসিলো তখন চুপি চুপি কেক সাটাইতাসে।
২. আড্ডায় সবচেয়ে বেশি কথা বলেছে কে?
তাইফুর
৩. সবচেয়ে চুপচাপ ছিলো কে?
ড্যারেন স্যামী... রায়হান আবীর...
৪. কাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিলো ?
পোলাদের আমার সুন্দর লাগে না, পরের বউ ভাবীদের দিকে আমি তাকাই নাই; তাই জানি না।
৫. কে সবচেয়ে বেশি টিজ খেয়েছে?
ফ্ল্যাশব্যাক কইরা মনে করতে পারতেসি না
:khekz: :khekz:
আব্দুল্লাহ ভাই কিন্তু একটা হিট রস করছিলো, এখন ভুইলা গেছি। মনে হইলে বইলা যামু। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাহ, এহসান ভাই।
মুহাম্মদের কম কথা কেউ বলে নাই মনে হয়।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
রুম্মান আছিলো, স্ট্রং কন্টেন্ডার 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আমি নাকি বেশি কথা কইছি ... x-(
(রমজানের পবিত্রতা রক্ষা করতে গিয়া কমের উপর দিয়া গ্যাছে তাতেই এই 😕 )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নাহ, পুলাপাইন খাইতেও পারে রে ভাই!
এই জন্যেই রবি কবি বলে গেছেন- খাওয়া খাওয়া সারা বেলা, ইত্যাদি ইত্যাদি। 🙁
www.tareqnurulhasan.com
দেখছেন নি কান্ডটা তারেক ভাইয়া?? এরা পারেও 🙁
আমি কি একবার টেরাই নিবো? দেখি বিসমিল্লাহ করে, ;))
১. সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করেছে কে?
এইটা কি উত্তর দেওন লাগে নাকি??? ম্যাশ পটেটো আর কে? B-)
২. আড্ডায় সবচেয়ে বেশি কথা বলেছে কে?
ছবি দেখে তো মনে হইলো আমাদের ভাইজান থুক্কু প্রিসিপাল স্যার 😀
৩. সবচেয়ে চুপচাপ ছিলো কে?
কাইয়ূম ভাইডি 🙂
৪. কাকে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছিলো ?
আবারো ছবির উপর'ই ভরসা কইরা কই, মাসুম ভাইয়া :ahem:
(ক্যান যে মাইয়ারা উনারে আংকেল ডাকে? ~x( )
৫. কে সবচেয়ে বেশি টিজ খেয়েছে?
আমাদের আদরের নয়া জামাই কি? ;;; ;;)
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr: :grr:
কি দেইখ্যা মনে হইলো আমি সবচে চুপ আছিলাম 😛 উলটা বিশাল একটা ভাষণও দিছিলাম কিন্তু :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিতো আগেই কইসি ছবিই ভরসা, আর
ভইনরে মিস করলেতো মুখ দিয়া কথা বাইর হওয়ার কথা না :-B
খোচা দিতাছে ভইনে এখন :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
হায় হায়, ভাইডি এইডা কি কন? আমি আপনেরে খোঁচা মারতে পারি? 😕 :no:
আগেই বুঝছিলাম, দিহানের মতো ভাল মেয়েই আর নাই। 🙂
এইমাত্র 'এইম ইন লাইফ' ঠিক করলাম।
বড় হইয়া আমি মাসুম ভাই হইতে চাই। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হ ...
ছোট বেলায় মাসুম ভাইও কামরুল ছিল ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাসুম ভাইয়া খাওয়াচ্ছেন কবে? B-)
কবে খেতে চান??
দেশে এসেই, :grr: আপনার ফুন নাম্বারটা দিয়েন। 😀
দিহান,
তুমি ৫ এ ২ পাইছ ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঈশ!!!! :no:
তবে ব্যাপার না, আমরা আমরা'ইতো 😛
ইয়াল্লা কি মিস করলাম । নাহ দেশে এসে একটা গেট টুগেদার করতে হবে । দোস্ত সেরকম করে লিখছিস, শালা খালি মিস আর মিস :((
ভাইসব, আমি টিকেট কিনে ফেলছি, ১৯ তারিখ দেশে আসছি। ঈদের পরে একদিন একটা ছোট খাটো ঈদ পূনর্মিলনী আয়োজন করেন। টাকা পয়সা যা লাগে দিব গৌরি সেন আংকেল। ওনার সাথে কথা হইছে। কামরুল ভাই, আপনার নাম্বার টা দেন, তাহলে দিন তারিখ ঠিক করে ফেলা যাবে ...
:thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মেইল কইরো।
kame955[এট]gmail [ডট]com
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কতজনের নাম একলগে 😮
মিস ~x( ~x( :bash: :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোরে কঠিন একটা ধাতানি দিতে হইবো এর পরে 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, টিটো ভাইয়া আপনেরে মিস করসি, মিষ্টি খাইতে পারলাম না, 😛
টিটো
দেখ বালদেশে আরেকটা বচিপ্লব করাইতে পারস কি না ... :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
x-( x-( আমি মোটেও সবচেয়ে বেশি খাই নাই-এইগুলা আমার বিরুদ্ধে চারদলীয় জোটের অপপ্রচার-জাতি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে x-( x-(
জবাব দেয়ার জন্যে কিছু ব্যালট অন্তঃত রাখিস। সব ব্যালট খাইয়া ফালাইলে জাতি জবাব দিবে ক্যাম্নে? :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ব্যালট বাক্স শুদ্ধা খায়া ফেলসে ব্যাটা :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
;)) ;))
:khekz:
চ্রম একটা লেখা লিখছেন।
****
আড্ডা চমৎকার জমছিল। একটাই দুঃখ, এহসান ভাইয়ের সাথে আর্সেনাল কেন ভুয়া দল এইটা নিয়া আলোচনা করার ইচ্ছে ছিল। কিন্তু প্লে- বয় আলোচনায় বস এতোই ব্যস্ত ছিলেন যে, আমার মতো নাদান পাবলিককে বেশি সময় দিতে পারেন নাই।
****
দিহান ভাবী, সিসিবির অন্যতম জনপ্রিয় ব্যক্তি। সবাই খালি দিহান, দিহান। ভাবী শুধু ব্লগে না ব্যক্তিগত মেইলেও অনেকের সাথে নিয়মিত যোগাযোগ করেন। ফোন করেন। আড্ডার যাবার আগ পর্যন্ত আমি অবশ্য ভাবছিলাম এই প্রিভিলেজ টা শুধু আমিই পাচ্ছি 😀
****
তাইফুর ভাইয়ের মতো ফানি মানুষ আমি খুবই কম দেখছি। পুরা আড্ডা উনি এক মুখ দিয়ে জমায় রাখছিলেন। তয় সবচেয়ে মজা ছিল বসের ড্রাইভিং করার পার্টটা। ক্যামনে যে উনি গাড়ি চালান- আল্লাগু!!!
****
মারাত্মক ফ্লপের উপরে ছিলেন আবদুল্লাহ ভাই। তার প্রতি সমবেদনা। 😀
****
চা' ওয়ালা পোলাডা, তৌফিক ভাই সহ সকল প্রবাসী ব্লগারদের অনুপস্থিতি নিয়ে মাঝে মাঝে নাকি কান্না কেঁদেছি আমরা।
****
আর নাম না জানা মানুষটি খুব সম্ভবত কামরুল ভাই। কামরুল ভাই আর কাইয়ূম ভাই এইদুজন মানুষ সিসিবিকে কী পরিমাণ ভালোবাসেন এইটা টাইপ করে বলার দরকার নেই। সবাই জানে।
****
গেট টূগেদারে আটান্ন জন উপস্থিত ছিল। চমৎকার। অসাম অভিজ্ঞতা।
আমার আর কাইয়ুম ভাইয়ের নামে এইসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।
আমাদের কি খাইয়া-দাইয়া কাম নাই নাকি যে সিসিবিকে ভালোবাসবো।
সিসিবি খুব খারাপ। কইষা মাইনাস। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কি বলেন কাইয়ূম ভাই? ;))
রায়হাইন্না ... x-(
নেক্সট গেট্টুগেদার-এ তোর অপেক্ষায় রইলাম ... :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আবদুল্লাহ ভাইয়ের মতো অবস্থা করবেন আমার? :khekz: :khekz:
এইটা সম্পূর্ণ তার ষড়যন্ত্র যার বাইরেও কালা ভিতরেও কালা।আমার মত সাদা মনের পিছনে লাগছে ভাল হইবনা।কালার উপর সাদা স্পট পইড়া যাইব। :goragori:
আসলে ঘরের মানুষই শত্রু হয়, ইতিহাস তাই বলে। :((
আবারো সুন্দর করে ফুটিয়ে তুলে মন ছুঁয়ে যাওয়া একটা লেখা লিখেছো, কাইয়ূম ভাইয়ের মত পুরা ইমোশনাল হইয়া গেলাম। ভাইয়াআআআআ, ভ্যাআআআআআআআ :(( :(( :((
ইচ্ছে ছিলো আমার প্রিয় দুইটা বিখ্যাত ব্যক্তি'র সাথে কথা বলার, উপায় থাকলে অটোগ্রাফও নিয়া নিতাম। 😀 ( কমেন্টশিল্পী মাম্মা আর জুনা )
তাইফ মাম্মা'র সাথে কথা বলে উনার লিখার মত'ই সেরম লাগসে, পুরা ফাটাফাটি :boss:
জুনায়েদ কবির ভাইয়া সেটি হচ্ছেনা, ভাব রাইখা আমারে লাইনে আগে রাখতে হইবো অটোগ্রাফের জন্য 😛
নয়া জামাইয়ের সাথে মিস করলাম, ফোনটা কেটে গেলো । পরের বার একসাথে দুইজনের সাথেই নাহয় কথা বলে নিবোনে ;;;
মুহম্মদ তার লেখার মতই গুরু গম্ভীর, গলা শুনেই মনে হইসিলো এইটা মুহম্মদ না হয়ে যায়না।
জিহাদ মিয়া দুষ্টু, আছো। :-B
হাসুঁ ছবির জন্য ধইন্যাপাতা 😀
সবার শেষে আমার ভাইয়াটার কথা না বললেই নয়, তোরে আমিও খুব মিস করসিরে। 🙁
:(( :(( আমি কথা কইয়াও কমেন্ট থিকা বাদ পড়ছি :(( :((
আরে বেটা কান্দিস না? উপ্রে গিয়া পইরা দেখো, আলাদা ভাবে কমেন্ট করেছি। :grr: :grr:
দিহান,
সিসিবিতে তোমার মত ভইন/ভাগ্নি দরকার আছে ...
তাড়াতাড়ি দেশে আস, ঋণ শোধ করি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মাআআআআআআআআআআ 😀
দেশেতো আইমু, কিন্তু চিন্তা নিয়েন্না, আমি আপনারে এইখান থিকাও জ্বালাতে পারমু। :grr: :grr: :grr:
তুমি জ্বালাও ...
নাতি দুইডারেও কও শুরু করতে ...
তাড়াতাড়ি ... স্টার্ট ... কই ?? ... অখনও জ্বালাও নাই ... :grr:
তোমার ক্যাল্কুলেশন ভাল ...
ভাই না কইয়া মামা কইছ ...
আমি আবার মামা হিসাবে ফাটাফাটি (certified by my ভাগ্নিs)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা জ্বালানো নাম্বার ১, ফুন দিবেন, শিগগির শিগগির ... :grr:
২, দেশে আইলে আপনের গাড়িটা চালাইতে দিবেন :grr: :grr:
বাকী লিষ্ট পাঠায়ে দিচ্ছি, মেইল চেক কইরেন :grr: :grr: :grr:
মাম্মাতো বানামুই, আমার ভাইয়ে আপনারে মাম্মা ডাকে, তাই ভাইয়ের একমাত্র বোনের সুবাদে আমিও মাম্মাআআআআআআআ 😀
ভাবীপ্পু আমার কথা কৈলেন নাকি? :shy: :shy: :shy:
খিয়াল কইরা মাস্ফু ( ম্যাশ পটেটো ), উপ্রের মন্তব্য আবার পইড়া দেখো। :grr: :grr:
তাও ভালো হগগলে মাম্মাই ডাকতেছে, টাইপো মাইরা মাম্মি ডাইকা ফেলেনাই তাইফু ভাইরে। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
=)) =))
কামরুল ভাই, সামনে গিয়া ডানে
তারপর প্রথম বামে দুই নম্বর বিল্ডিং ...
কালের কন্ঠ অফিস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঈদের পরে একদিন একটা ছোট খাটো ঈদ পূনর্মিলনী 😀
সহমত সুমন ভাই :thumbup: :thumbup: :thumbup:
মুই এহনি রেডী... 😛
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
:thumbup:
:thumbup: :thumbup: :awesome:
:shy: :shy: নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিডা আসলে আমি :shy: :shy:
মাস্ফু ভাই আমার ক্রেডিট কার্ড দিয়াও হাল্কা কাটাকাটি করছেন আর আমার নামটা কইলেননা 🙁
😛 😛 😛 মাস্ফ্যু ভাই 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
টেবিলে মাহমুদ নিজের পরিচয় দিয়ে আমাকে কি বলেছিল জানো, "ভাই আমি মাহমুদ। ওই যে বেশি তর্ক করি।"
আর আমার জবাব ছিল, "এইডা কোনো ব্যাপার না। মাস্টাররা একটু বেশি তর্ক করেই!"
:chup: :chup: :chup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এটাকে কি ঈর্ষা নাকি প্রশংসা হিসাবে নিব?? আমাদের চার ভাইয়ের এক বোনের মধ্যে মেয়ের প্রতিও বাবার স্পষ্ট পক্ষপাত ছিল!! আমি ওই বাবারই পোলা কিনা!!!
:grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
🙁 🙁 :thumbdown:
সংসারে প্রবল বৈরাগ্য!
ভাইয়ার কাহিনী কি? মুখ বাঁকা ক্যান???
পক্ষপাতিত্ব কি শুধু ভাইজানের হয়সেনি? আপনের হয়নাই? :grr: :grr: :grr:
😀 :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
একই সঙ্গে ঈর্ষা এবং প্রশংসা দুইটাই। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ওই ব্যাডা, ইফতার পার্টিতে বোন ছিল কয়ডা?? ছয় লিটার আইসক্রিম মাত্র চাইরটা বোন শ্যাষ করছে!! 😡 😡 😡 বাকি বায়ান্নডা কি আঙুল চুষছে!! মাস্ফ্যুর প্লেটটা দেখ!!! :duel: :duel: :duel:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:(( :(( আবার মাস্ফ্যুরে নিয়া টানাটানি করেন ক্যান?
পোলাডারে সবাই টাইনা লম্বা কইরা ফালাইছে! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
১। ভ্যেনু সিলেকশান ও রেডি করা, কেকের অর্ডার দেয়া, সব কো-অর্ডিনেশান করে প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করে আবার চমৎকার একটা ব্লগ দিয়ে সবার সাথে শেয়ার করা ... নামটা নাই বললাম ... (কাইয়ুম এর একটা চান্স থাকল ...)
২। ৯২-৯৮ ব্যাচের ... আমি কথায় আর কাইয়ুম কাজে ...
৩। লাবলু ভাই, মাসুম ভাই, এহসান ভাই, মাহমুদ ভাই ... যাদের উপস্থিতিই আমাদের জন্য অনেক বড় পাওয়া ... (সিল দেয়ার পর বহুৎ পাম দিছি ... এহসান ভাইরে আর পাম নাইবা দিলাম)
৪। আফসোস, হাস্না'র দিকে খুব একটা মনোযোগ দিতে পারি নাই, "আমি হাসনাইন" বইলা পোলা সেই যে ভাগল ... আর খুইজা পাইলাম না
৫। রসিক ফুয়াদ কি খানিকটা নিস্প্রভ ছিল ?? কেন ??
৬। জিহাদ-রায়হান 'দের একটা সিরিয়াস প্রশ্ন করছিলাম 'ওদের বাড়িঘরে অন্যদের বাড়াবাড়ি রকম উপস্থিতি ওদের ক্যামন লাগে ?? সিরিয়াস কমেন্ট এর মত সিরিয়াস প্রশ্নেরও বেইল নাই ...
৭।ছানাপোনা'র ছুরি খাওয়া নিয়া রসিকতা যে করলাম, যারা ছুরি মারল তাদের সাথে তো এখনও রসিকতা করা হইল না
৮। মুহাম্মদ ... বড় বড় কমেন্ট কইরা স্টক ফুরায়া ফেলছে মনে হয় ... কথা কম বলে ... অন্তত আমার চেয়ে তো অবশ্যই কম
৯।।অ-নে-ক দিনের স্বপ্ন পুরণ ... জুনা'রে এইবার আসর জমানোর চান্স দেই নাই ... মু হা হা ...
১০। আর যারা ছোট বড় ... যারা না আসলে মাহফিল কে মাহফিল মনে হইত না ...
পরিশেষে অ চো ... আহসান স্যার তো অল্রেডি থ্রেট মারছেই ... লাগাম ছাড়া ফান করতে গিয়া কাউরে আবার কষ্ট দেই নাই তো ...
মাস্ফ্যু ... ভাগিনা ... আয় বুখে আয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা, ব্লগ দিয়ে সবার সাথে শেয়ার করা এইটা দিয়াই তো ভাত টা মাইরা দিলি 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
টিটো হারামি'র মত তাইলে ফেয়ার প্লে করি ...
এডিট কইরা ফেলি ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বালদেশে কি আরেকটা বচিপ্লব ঘটানোর চেষ্টা করবি :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
বালদেশে আপাতত টিটো'রে পাঠাইছি ... ও যদি বচিপ্লব ঘটাইতে ব্যর্থ হয় ... তখন তুই আর আমি যামুনে ... :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz:
এইখান কি??? 😮
মাম্মা আমার কথা বাদ গেসে, আমি সেই পরথম থিকাই আপনেদের সাথে ছিলাম, আপনার গাড়ি চালানো থেকে শুরু কইরা 😛
আপনারও দেখি ভাইয়ার মত মেমোরী :grr:
কি বলেন কাইয়ূম ভাই? :grr: :grr:
দৃষ্টি প্রসারিত কর হে ভগিনি ... O:-)
তোমার কথা বাদ গ্যাছে কই ?? 😮
তুমি যেমন ফুনে ফুনে গায়েবি আওয়াজে ছিলা ... :-/
কমেন্ট'এও তেমন গায়েবি হালতে আছ ... :duel:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :pira: :pira: 😛
আদনান ভাই রে একটু জিজ্ঞাস করেন 😛
আদনান নামে কেউ ছিল নাকি ?? x-(
কি ভাবস আর কি লেখস ?? :grr:
ট্র্যাকে দৌড়া ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:(( মামা,মামাগো,আমিও ঠোলা থিকা র্যাবে ঢুইকা আপনের মত বিশাল পাজেরো চালাপো :(( :((
ছিঃ ...
বিসিএস দিয়া ড্রাইভার হবি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
😛 =)) বেচারা মাস্ফু :))
পায়ে গুলি'র যেই কাহিনি শুনাইলেন হেইডা? 😀
স্যার, আমিও িলাম
এইবার তাইলে ফান না করার জন্য ডলা খাবি... ব্যাটা বেগাইরত, ডজিং করতে ইচ্ছা হইলেই আরেকজনের কান্ধে বন্দুক রাখো না? খুব খ্রাপ... x-(
ব্যাপক মজা হইছে!
আরেকটা গেট-টুগেদারের জন্য এখনই প্রাণ আই-ঢাই করতেছে! :dreamy:
ইশশ আমি তো অফিস থেকে একটা ছবি ও দেখতে পাচ্ছিনা! 🙁 ফেসবুকে দেখছি অবশ্য..
গেট টুগেদার এ এসে খুব্বি ভাল্লাগসে। আমি লাস্ট মনে হয় ৪ বছর বয়সে এতো লোকের সামনে কেক কাটছিলাম!! সিসিবি'র সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনেকের সাথে ভালো করে পরিচয় করতে পারিনি, দুঃখিত সেজন্য। ইনশাল্লাহ নেক্সট টাইম।
ইয়ে মানে টুম্পা , তাইলে কত বছর পর আবার এতো লোকের সামনে কেক কাটলা? একটা জিনিস হিসাব করতাম ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 😀 😀
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:)) :))
আমি বরাবরই লেট। (এডু স্যার আবার পাঙ্গায়েন না)।
ভার্চুয়াল কমিউনিটির লোকদের সাথে দেখা করতে আমি বিব্রত বোধ করি।
এর কারণ ভার্চুয়াল জগতে কথা বলার সময় যে ধরণের একটা ইম্প্রেশন থাকে সেটা নষ্ট হয়।
যেমন আমি মাহমুদ ভাইরে ভাবছিলাম বয়সের চেয়ে বেশি বয়সী একজন রাশভারী লোক।স সামনা সামনি দেখে মনে হয় আয় হায় উনারে দেখতে তো পিচ্চি পিচ্চি লাগে। সেটা ওনারে কওয়াতে আমি ভাবছিলাম চেইতা যাবেন। সেটাও চেতলেন না।
সানাউল্লাহ ভাইরে ভাবছিলাম মাথায় টাক থাকবো ( প্রিন্সিপাল আর টাক আমার কাছে প্রতিশব্দ রইসুদ্দিনের কল্যানে)।
কামরুল ভাইরে লম্বা ভাবছিলাম তা আর কাইয়ুম ভাইরে শুকনা। কোনটাই মিললো না।
তানভীর ভাইরে আর রবিন ভাইরে যেমন ভাবছিলাম উনারা তার চেয়ে গম্ভীর।
তাইফুর ভাইরে আগেই চিনতাম। রায়হানরে আগে চিনতাম তবে রায়হান হিসাবে না। মুহাম্মদ আমার কলেজের হলেও ওর চেহারা ভুলে গেছিলাম। জিহাদরে আমি চিনতে না পারার জন্য তো জিহাদ মনে হয় মাইন্ডই খাইলো। তারপরে অবশ্য সাবধান হয়ে গেছি। নাম শুনে তারপর কথা বলি।
জুনা ভাইয়ের সাথে কথা কয়া খুব ভালো লাগছে। ক্যামেরা দেইখা হাঁসের ছানা লোকেট করছি। মোসাদ্ডেক ভাইরে জটিল লাগছে। টানা কথা বলে যাওয়া লোকটার মাঝেকার সারল্যের ছাপটুকু ব্লগে অল্পই পড়ে।
রাশেদ মহিবের লেখা আমি ভালা ভাই। কিন্তু লেখক গুলোরে লেখার তুলনায় পিচ্চি পিচ্চি লাগছে।
আহসান আর রাশেদের সাথে রিকশায় আসায় ওদের সাথে টাইম করে আড্ডা দেয়া হলো।
আর হ্যা একজনরে দেইখ্যাই বুঝছি সে কে?
সে হইতেসে জামাই মাস্ফ্যু।
আমার কমেন্টের প্রথম অংশের কথাটা অন্যান্য ভার্চুয়াল কমিউনিটির জন্য সত্য হইলেও সিসিবির জন্য কারণ ....... কারণ সিসিবি আমার ঘরের মত। আর পরিচয় হমু না কেন??
আমরা আমরাই তো।
আমিন ভাই,মোসাদ্দেক ভাই সম্পর্কে আপনি যা লিখলেন,আমিও সহমত।
উনার সাথে কথা বলে আমারো অনেক ভালো লেগেছে।
আর আপনার আর রাশেদের সাথে পলাশী ফেরার পথে এতটা সহজভাবে কথা বলতে পারবো,তা আগে ভাবি নাই।কলেজে আপনারা ৩ ব্যাচ মুরুব্বি ছিলেন,তাই সামনে দিয়ে হাঁটলেও ডর ডর লাগতো।
সেই আপনার সাথে রাত ১১টার দিকে চা বিড়ি খেয়ে বড়ই তৃপ্ত হয়েছি।আপনাকে এত কাছ থেকে আগে দেখা হয়নি,আগে ভাবতাম আপনি খুবই রাগী মানুষ।কিন্তু এত সহজভাবে আমাদের সাথে কথা বলে আমার সেই ধারনাকে ভুল প্রমান করে দিলেন।
ওই তুই এখনি লং আপ। গম্ভীরের দেখছোস কি? x-(
:khekz: এইটা ভাব, বুঝলানা? ;))
একদম সত্যি 😛
টুম্পা কথা কম বলো। বুঝতেই তো পারতেছো...
ঐ :grr: :grr:
:no: নাহহ দুইন্যা থিকা ভয়ডর এক্কেরে উইঠা যাইতাছে...আমারে বলে কথা কম বলতে!! কত্তবড় সাহস।x-(
আসো নেক্সট দিন, তোমার খবর আছে :gulli2: :gulli2:
আমি কি একটা পোষ্ট দিবো?
x-( রবিন কি বাচ্চি, তোমারে পায়া লই.. 😡 :gulli2: :gulli:
রবিন তোর বাচ্চা হইল কবে? 😮 খবর যে দিলি না :no: :thumbdown: :thumbdown: :thumbdown: :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz: :khekz: :pira:
আমার বাচ্চারে তো পাইতে দেরি আছে, আর পোষ্ট তো দিবো আমি, আমার বাচ্চা কি করলো? :grr: :grr:
পাইতে দেরি আছে মানে কি?? হইতে পারল না এর মধ্যে হারাইয়াও গেলো??? ~x( 🙁 :bash:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:khekz:
ছি রবিন,একটা বাচ্চাকেও ঠিকমত দেখেশুনে রাখতে পারলা না!!! :grr: :grr:
:khekz: :khekz: :khekz:
এক্টা বাচ্চাকেও মানে কি আরো আছে নাকি?? রবিন কয় গন্ডা??? 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিসিবির ইফতারে দারুন মজা পাইছি, আমি বেশী কথা বলি না তাই অন্যদের প্রাণখোলা আড্ড দারুন উপভোগ করছি। অনেককেই প্রথমবারের মত দেখেছি, অনেকের লেখা পড়ে একরকম ভাবছিলাম কিন্তু দেখি না ব্যাপার আসলে অন্যরকম। বিশেষ করে তাইফুর ভাইয়ের গল্পে দারুন মজা পাইছি। আর অনেক কথাই লিখতে চাইছিলাম কিন্তু তাইলে সেইটাই একটা আলাদা পোস্ট হয়ে যাবে তাই আজকে থাক।
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমার বুকে যে দীর্ঘশ্বাস জমছে সেইটা বাইর কইরা দিলে তড়িৎ গতিতে বাংলাদেশ পৌছায়ে যাবে। খুবই ইনটেন্স দীর্ঘশ্বাস... :((
😕 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কারেকশনঃ শুধু ইনটেন্স না , াকিং ইনটেন্স 😛
সিসিবির প্রতিটি সদস্যই যেন সিসিবির একেকটা আলাদা আলাদা প্রাণ...
নিজেদেরকে যারা নিবেদিত করে সিসিবিকে একটি কঠিনতম ভালোবাসার জালে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে, তাদের প্রতি শ্রদ্ধাবনত আমার এই সত্ত্বা...
অনেকবার বলেছি, তাও বারবার বলতে ইচ্ছে করে... "এমন অকৃত্রিম ভালোবাসা পৃথিবীর আর কোথায় পাওয়া যাবে?????"
:boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি একটা জিনিস বুঝি না,কঠোর কমান্ডো আহসান ভাইয়ের ভিতরে এইরকম আবেগ আর ভালবাসা কিভাবে যে থাকে!!!! :boss: :boss:
মাস্ফু,
তোমার খুব একটা বাজে অভ্যাস আছে...
তুমি আমাকে খুব বেশী ইমোশনাল করে দাও মাঝে মাঝে...
কেন এমন করো??????????? :((
আমারো একি প্রশ্ন 🙂 কিভাবে আহসান ভাই? 😕
আসুন এই প্রশ্নের উত্তর জানতে শ্লোগান তুলিঃ
এক দফা এক দাবী
আমাদের চাই আহসান ভাবী
মাসরুফ আর কত খাবি?
(ছন্দ মেলানোর জন্য তুই করে বলা। বিশ্বাস করেন, আর কোন বদ উদ্দেশ্য নাই :no: )
সাতেও নাই, পাঁচেও নাই
x-( x-( x-( x-( x-( তোরে লবন ছারাই কাঁচা খায়া ফালামু সামনে পাইলেই
ছবিগুলা দেখে ভালো লাগছে কিন্তু ইফতারির প্লেট দেখে বড়ই কষ্ট পাইছি, আহারে আমার বেগুনী 🙁 🙁 ।
পোলাপানের লেখা পড়ে যতো বড় বড় লাগে এখন তো দেখি সবাই বাচ্চা কাচ্চা। কামরুলের টুপিটা পছন্দ হয়েছে।
আসলে আমরা এখনো যৌবন ধরে রাখছি! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সবাই কি বুইড়া নাকি যৌবন ধরে রাখার কথা হচ্ছে?তুই বুড়া হলেও আমি কিন্তু যৌবনেই আছি :khekz: :pira:
:shy: আমিও :shy:
😀 :)) 😀
কি যে একটা মিস করলাম :bash: ~x(
ব্যাপক একটা গ্যাদারিং ছিল...প্রিন্সিপ্যাল স্যার একবার এডজুট্যান্টকে খুজলেনও না, ব্যাপক মাইন্ড খাইলাম। 🙁
🙁