সোনামণি আফরার চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন

হাসিখুশি ছোট্ট মেয়ে আফরা। বয়স কতই বা হলো; মাত্র চার। ওর বয়সী শিশুরা যখন চারদিকে ছোটাছুটি করে মাতিয়ে রাখে, সে বয়সেই তাকে বড় রকমের অপারেশন টেবিলের দারস্থ হতে হয়েছে। হেসে খেলে কাটাবার প্রহরগুলো এখন শুধুই সুস্থ্য হয়ে উঠবার আকুতিতে বাঁধা।
আফরা
মাত্র দুবছর বয়সেই প্রথমবারের মতো জানা যায়, আফরার কিডনীতে বাসা বেঁধেছে ক্যান্সার (উইল্ম’স টিউমার বা নেফ্রোব্লাস্টোমা)| প্রকৃতপক্ষে, এরোগ মূলত শিশুদের মাঝেই সচরাচর দেখা যায়। ঢাকার স্থানীয় একটি হাসপাতাল থেকেই অপারেশনের মাধ্যমেটিউমার অপসারণ করা হয়েছিলো। এরপর থেকেই ছোট মেয়েটিকে নিয়মিত ক্যামোথেরাপী দিতে হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, গত ১০ জানুয়ারি,২০১০ এ জানা যায়; আফরার দেহে এখনো ক্যান্সার সেলগুলো বাসা বেঁধে আসে। অপারেশনে সম্পূর্ণভাবে রোগ নির্মূল করা যায়নি। আবারো অবেলায় মৃত্যুর সাথে যুদ্ধ শুরু করতে হয় আফরাকে।

আফরার বাবা দিদার (ফকক, ১৯৮৪-১৯৯০) মেয়েকে সুচিৎসার জন্য নিয়ে গিয়েছেন সিঙ্গাপুরে। কিন্তু, তার পক্ষেও চিকিৎসার এই বিশাল অঙ্কের ব্যয়ভার বহন করা সম্ভব না।

ছোট্ট আফরার জন্য আমাদের কী কিছুই করার নেই? আসুন না সবাই হাতে হাত মিলিয়ে আফরার জন্য এগিয়ে আসি। আরেকবার জানান দেই, মানবতা মৃত্যুকেও হার মানায়।

আফরার চিকিৎসার অর্থ-সংগ্রহের জন্য “ক্যাডেটস’৮৪ অ্যাসোসিয়েশন”- এর মাধ্যমে ক্যাডেট কলেজ ক্লাবে একটি কনসার্টের আয়োজন করা হয়েছেঃ

“Fund Raising Concert”- Save AFRA- Fight Cancer
তারিখঃ মার্চ ৪, ২০১০, বৃহস্পতিবার
সময়ঃ সন্ধ্যা ৬:৩০ ঘটিকা
স্থানঃ ক্যাডেট কলেজ ক্লাব, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
শিল্পীঃ ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, বালাম, জুলি, ন্যান্সি।
টিকেট মূল্যঃ ৭০০ – ১,৫০০ টাকা।
টিকেট প্রাপ্তিস্থানঃ ক্যাডেট কলেজ ক্লাব, ফ্রন্ট ডেস্ক।

ফেসবুকে এবিষয়ে মোহাম্মদ আলী সুমন ভাই (মকক, ১৯৮৪-১৯৯০) কর্তৃক একটি ইভেন্ট পেজ খোলা হয়েছে।

চাইলে পেপাল এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমেও সাহায্য করা সম্ভব; বিশেষত প্রবাসীদের জন্য।

নিচের লিঙ্কে গেলে পেপালের মাধ্যমে আপনার সাহা্য্য পৌঁছে দিতে পারবেনঃ
পেপাল ডোনেশন

ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য তথ্যঃ

নামঃ জিন্নাত উর নাহার
অ্যাকাউন্ট নাম্বারঃ ০০১৬-০৩১০০৩১২৬৮
সুইফট কোডঃ TTBLBDDH016
ব্যাঙ্কের নামঃ ট্রাস্ট ব্যাঙ্ক, গুলশান কর্পোরেট ব্রাঞ্চ, ঢাকা, বাংলাদেশ।

বিস্তারিত তথ্যের জন্য এই লিঙ্কে একটু দেখে নিতে পারেন

অসময়ে এই হাসিটুকু আমরা ঝরে যেতে দিতে পারি না

অসময়ে এই হাসিটুকু আমরা ঝরে যেতে দিতে পারি না

৭ টি মন্তব্য : “সোনামণি আফরার চিকিৎসার জন্য সাহায্য প্রয়োজন”

  1. ইফতেখার (১৯৮৪-১৯৯০)

    ধন্যবাদ, রকিব, ক্যাডেটস '৮৪ কনসার্টের ঘোষণা ব্লগে দেয়ার জন্য। আমরা আশা করছি, ভালো রেসপন্স পাওয়া যাবে। টেলকো ডোনেশনের চেষ্টা চলছে। সবাই দোয়া করো। ভালো থেকো।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।