১.
পুরানো কাগজপত্রগুলো গুছাচ্ছিলাম। হঠাৎ কাগজটা চোখে পড়লো, ১২ লাইনের ছোট্ট একখানা কবিতা। আমার খুব প্রিয় একজন মানুষের লেখা। বয়সটা আমার চেয়ে খানিকটা বড়, কিন্তু মনটা বোধহয় বয়সের সাথে পাল্লা দেয়া গাম্ভীর্যের আতিশায্যে আটকা পড়েনি। দেশ ছেড়েছে প্রায় বছর আটেক হলো, আর দেশে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছিল বলে বাংলার সাথে তার সখ্যতাটা সেভাবে গড়ে উঠেনি। কথা ঝরঝরে বাংলাতেই বলেন, কিন্তু লিখতে গেলেই অশনি সংকেত। যাই হোক, ক’দিন আমার জন্মদিনে বন্ধুরা আমাকে বিশাল একখান সারপ্রাইজ দিয়েছিলো। তবে সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম, যখন তিনি হঠাৎ পকেট থেকে কাগজটা বের করে দিয়ে বললেন, “নে ব্যাটা, এটা তোর জন্য লেখা। খুব তো বলিস আমি বাংলা লিখতে পারি না, এবার?” দু’চারটা বানান ভুলকে অগ্রাহ্য করলে আমাকে নাড়িয়ে দেবার জন্য কবিতাটায় অসামান্য আবেদন ছিল। ঘরে এসে বারবার উলটে পালটে দেখেছি। বোধহয় জীবনে কখনো না কখনো ভুল করে দু’একটা ভালো কাজ করেছিলাম।
২.
গত ক’দিন সিসিবিতে আমি উঁকি মারার খুব কমই সু্যোগ পেয়েছি; পরীক্ষা আর ক্লাশ অ্যাসাইনমেন্টের চাপে খানিকটা বিধ্বস্ত ছিলাম। তো মাঝখানে একদিন আবিষ্কার করলাম সিসিবির একজন নিয়মিত মন্তব্যকারী অনুপস্থিত। খুব বেশিদিন হয়নি উনি সিসিবিতে আড্ডা দিচ্ছেন, খুব কম সময়ই দেখেছি উনি নেই। সহজে লিখতে চান না, কিন্তু প্রতিটা লেখায় উৎসাহ দিতে তাঁর কোন ক্লান্তি নেই। সত্যি বলতে আমার মতো আনাড়ি লেখকরা ওনার কাছ থেকে যথেষ্ট সাহস এবং অনুপ্রেরণা পেয়েছে। আর লেখক হিসেবে উনি যে কতটা দুর্দান্ত তা বোধহয় কারুরই জানতে বাকী নেই। অবশ্য বেশ কিছুকাল উনি সিসিবিতে মাথায় হাত দিয়ে বসে ছিলেন, কারন জানা যায়নি। ডিসপ্লেতে হায় হায় অবস্থার ঐ ছবি দেখে বইন্যদা তো মাঝে মাঝেই উনার পিছে লাগতো ;)) । পিড়া ভাই(রিবিনভি), আদনান ভাই আর আমাকে মাঝে মাঝেই অসমাপ্ত সিরিজের জন্য ঝাড়ি দেন। আমি ঝাড়ি খাই আর ভাবি, ব্যাপার না, দুইদিনের মধ্যেই উনি ভুলে যাবেন। কিন্তু কেমনে কি, দুই দিন কেন; দশ দিন পর ঠিকই চায়ের দোকানে আইসা খপ করে কলার চেপে ধরে জিজ্ঞেস করেন, “ঐ ব্যাটা বিলিওয়ানার জামাইল্যা, লেখা কই?” :((
আরেকটা কাজ উনি খুব ভালো পারেন, সেইটা হলো খোমাখাতায় বসে কুইজ খেলতে। 😛 সবাই বোধহয় চিনে ফেলেছেন তাই না, কী চিনেন নাই 😡 ? ধুর দুইন্যাটা টিউব লাইট, না না হ্যাজাক বাতিতে ভইরা গেছে। আচ্ছা শেষ একটা হিন্টস দিচ্ছি, যদি বলতে পারেন তাহলে স্টারে মাস্ফ্যুদার পক্ষ থেকে ৫০০০ টাকার ফ্রি খানাপিনা উইথ :just: ফ্রেন্ড (মাস্ফ্যুদারটা না, যার যার নিজেরটা) ফ্রি। ভাইয়ার একখান ফুটফুটে কন্যা আছে, কালো সানগ্লাসে পিচকিটাকে অসম্ভব কিউটু মিউটু (ক.রা.- জিহাদ ভাই) লাগে। যাই হোক অবশেষে উনি আজ আবার প্রত্যাবর্তন করেছেন সিসিবিতে।
আমাদের সবার প্রিয়, সদা স্বপ্নে চরিয়া বেড়ানো স্বপ্নচারী ভাইয়া আ.কা. মইনুল ভাইয়ের আজ শুভ জন্মদিন। :goragori: :awesome: :party: :hug:
শুভ জন্মদিন ভাইয়া। এত দূর থেকে দেবার মতো কোন গিফট পাচ্ছি না, তাই নিচে ভালোবাসাটুকুই দিয়ে গেলাম। জন্মদিন কাটুক স্বপ্নীল আনন্দে।
আপনারে নিয়া একখান আট লাইনের গান লিখছিলাম, কিন্তু দোস্ত মিচকার ডরে দেবার সাহস পাইতেছি না, আমার লেখা দেখলেই মাথাউল্টা গাধাটা বলে এইরকম কিছু নাকি আগেও কেউ লেইখা ফেলছে। ওরে বুঝাইতেও পারলাম না, great minds think alike. :-B । তাও দিয়া দেইঃ
আইজকে টিস্টলে অনেক কাস্টোমার,
কেটলি ছিল চায়ে ভরা।
আইজকের কাপগুলো বড় সুন্দর,
চুলাটা আগুনলাগা।
তুমি এইদিনে দোকানে এসেছিলে,
তাই শুভেচ্ছা তোমায়;
তবে যাইবারকালে চাঁন্দা চেয়ে গেলে
দেখিয়ে বন্দুক আমায়।
আইজ জন্মদিন তোমার…… আ আ আ আ :guitar: (এই উছিলায় সিনিয়ররে তুমি কইয়া ডাকছি :goragori: )
Jonmodine Ki are.m… |
(তাড়াহুড়ায় এমন খাপছাড়া পোষ্টের জন্য মঈনুল ভাইয়ার ক্ষমাপ্রার্থী। একটা সুসংবাদ হইলো আমি কিন্তু এখন সিসিবির অ্যাসিসট্যান্ট কলেজ প্রিফেক্ট থুক্কু জন্মদিন প্রিফেক্ট। B-) )
হিসেবে এইবার ভুল হয় নাই। বাংলাদেশের সময়ে এখন ৪ আগস্ট রাত ১২:৩০ :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
নিজের পোষ্টে ১ম হওয়ার নিয়ম নাই। ঝাতি এর ঝবাব ছায় 😛
শুভ জন্মদিন স্বপ্নচারী ভাই।
ধন্যবাদ কামরুল ...
হেপী বাড্ডে মইনুল ভাইয়া 😀
ছোট ভাইয়া কমেন্ট অফ করে রেখেছিলো বিধায় ২য় হলাম, ব্যাপার না। আমরা আমরাইতো B-)
আমি নিজেই প্রথমে বুঝতে পারি নাই যে কমেন্ট অফ হয়ে আছে :bash: :bash:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ ভাবী ......
জুনিয়রদের সাথে দেখা করলে না আবার ট্রিট দেয় এই ভয়ে এইবার তো দেশে আইসা ফাঁকি দিয়া গেলেন মইনুল ভাই। :grr: কোন সমস্যা নাই, পরেরবার আমি আপনারে তিন প্রহরের বিল দেখাইতে নিয়া যামু।
শুভ জন্মদিন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
অনেক ধন্যবাদ রকিব ......... খুবই ভালো লাগলো ......... 😀 😀 😀
শুভ জন্মদিন :party:
ধন্যবাদ এহসান ভাই ......
আমার টিম কেমন হইসে বললেন না তো ......
ভাইয়া একটা গান করতেসি আমরা সবাই মিলে, :guitar:
হেপী বাড্ডে টু ইউ, হেপী বাড্ডে টু ইউ, হেপী বা...............ড্ডে,
ডিয়ার মইনুল ভাইয়া, হেপী বাড্ডে টু ইউউউউউউউউউউউউউউউ :party: :tuski:
লজ্জা পেলুম ...... :shy: :shy: :shy:
জন্মদিনের শুভেচ্ছা স্বপ্নচারী ভাই। আপনার স্বপ্নচারণা পৃথিবীর দীর্ঘতম হোক। 🙂
অনেক ধন্যবাদ তৌফিক ......
শুভ জন্মদিন মইনুল ভাই :party: জন্মদিনে আপনাকে লাল হাউসের লাল রঙের শুভেচ্ছা 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ রাশেদ ......
অনেক দিন লেখ না যে ...... ব্যস্ত নাকি ???
শুভজন্মদিন স্বপ্নচারী ভাই। :guitar: :guitar:
আমাদের মতো স্বপ্নাহতদের জন্যও কিছু স্বপ্ন এইদিকে পাস করেন ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জিহাদ ......
কিন্তু স্বপ্নাহত কেনো ????
মনে হয় বর্ষা (বৃষ্টি) পড়ছেনা বেশী :grr:
:party: :awesome: :tuski: :guitar: :hug:
বুড়া হই যাইতেসি ...... :no: :no: :no:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মইনুল ভাই।
ধন্যবাদ শার্লী ...... 🙂 🙂 🙂
তা তোমার সাধারন মানুষের কি অবস্থা ????
হেপী বাড্ডে ভাই :party: :party: :party:
ধন্যবাদ মাহমুদ ... 🙂 🙂
ঐ...... 😀 :awesome: :guitar: :party:
🙂 🙂 🙂
সহমত সহমত সহমত।
হেপি বার্থডে ভাই। এস এম এস করছিলাম। পাইছেন কি না বুঝতেছিনা।
ধন্যবাদ রবিন ... তোমার এসএমএস পেয়েছি ... 🙂 🙂
আমিও মাত্র আপনার টা পাইলাম।
হেপি বার্থডে ভাই ... 😀 😀 ।। কবে ট্রিট দিবেন, আমি তো কাছা কাছি থাকি, আমাকে ফাঁকি দিতে পারবেন না ... :goragori: :goragori:
ধন্যবাদ মেহেদী ......
হবে হবে ... সব হবে ... 🙂 🙂
আজ অফিসে আসার আগে চিন্তা-ভাবনা করছিলাম মইনুল ভাইয়ের জন্মদিনের পোস্টটা কে দিবে? কাল মাস্ফ্যুকে ফোনও দিয়েছিলাম। ব্যাটা নির্ঘাৎ জাস্ট ফ্রেন্ডের সাথে ছিল, আমারে বলে কিনা সে ব্যস্ত, পরে কথা বলবে হেন-তেন...... x-(
যাক, আসল কথায় আসি। শুভ জন্মদিন মইনুল ভাই 😀
স্বপ্নগুলোর সাথে আপনার বাস্তবটাও অনেক সুখের হোক। 🙂
ধন্যবাদ তানভীর ...... 🙂 🙂 🙂
ভাই, আমার কয়েকটা লেখায় আপনার কমেন্ট পেন্ডিং আছে :grr: :grr:
:grr: :grr: :grr: :grr: :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভ জন্মদিন...। :party: :party: :party:
ধন্যবাদ জাফর ... 🙂 🙂 🙂
শুভ জন্মদিন ভাই........:party: :party: :party: :party: :party: :party: :party:
স্বপ্নের মত বাঁচুন :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy:
কেটলি মিয়া, গানটা সেইরম ভালো হইছে.....................:guitar: :guitar: :guitar: :guitar: :guitar:
:awesome: :awesome: :awesome:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ধন্যবাদ টিটো ..।...... 🙂 🙂
ও... মইনুলের বাড্ডে পোস্ট এইটা।
হেপী বাড্ডে মইনুল, শতেক সন্তানের জনক হও এই দোয়া করি 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আর শত সন্তান ...... বউ বলসে বড়জোড় তিনটা ...... 🙁 🙁 🙁
যাহোক, ধন্যবাদ বস ...
ফয়েজ ভাই খালি সবাইরে শতেক সন্তানের জনক-জননী হওয়ার দোয়া দিতাছে। 😕
শুভ জন্মদিন :party:
ধন্যবাদ শওকত ভাই ......
শুভ জন্মদিন ভাইয়া । অনেক রক করেন :tuski: :tuski: :tuski: :tuski:
ধন্যবাদ আদনান ...
শুভ জন্মদিন মইনুল ভাই :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ আহসান ...
জন্মদিন শুভ হোক মইনুল। অনেক অনেক ভালো থেকো। স্বপ্ন দেখতে থাকো আজীবন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানা ভাই 🙂 🙂 🙂 🙂
শুভ জন্মদিন ভাইয়া.... :guitar: :guitar: :goragori: :awesome: :awesome:
ধন্যবাদ বন্য ...... 🙂 🙂
হ্যপিবাড্ডে :goragori:
ধন্যবাদ সাব্বির 🙂 🙂 🙂 🙂
আমার অনুপস্থিতিতে রকিবের এই দায়িত্বপালন দেইখা আনন্দে চউক্ষে পানি আয়া পড়ল... :(( :((
মইনুল ভাই,হেফি বাড্ডে-পরীক্ষা দেইখা মাইঙ্কা চিপায় পইড়া টিরিট আদায় করতে পারতেছিনা কিন্তু পরের বার সুদে আসলে তুইলা নিমু এই পাকা কথা দিতাছি-এখজন থিকাই টেকা জমানি শুরু করেন... B-)
অনেক ধন্যবাদ মাসরুফ।
পরের বার আসতে আসতে আশা করি তুমি হানিমুন করতে মালেয়শিয়া চলে আসবে ...... 🙂 🙂
হেপি বাড্ডে স্বপ্নচারী ভাই :party:
ধন্যবাদ তুহিন ... 🙂 🙂
ফেস বুকে আয়