গত ২৯ই জুলাই উইন্ডোজ তাদের নতুন অপারেটিং সিস্টেম “উইন্ডোজ ১০” নিয়ে এসেছে বাজারে। কিন্তু এবারে দেখা গেছে কিছুটা ভিন্নতা। অন্যবারের মত এবার সিডি কিংবা ডিভিডি কেনার প্রয়োজন হয়নাই, যাদের উইন্ডোজ ৭ এবং ৮.১ আছে তারা ফ্রি আপডেট করতে পারবেন। কিন্তু যেহুতু এটা অনলাইনে দিচ্ছে সে কারণে সবাই একসাথে এই সুযোগ পাচ্ছেননা। সবার আপডেট সহজ করার জন্য স্লট অনুযায়ী এ সুযোগ কেউ কেউ পাচ্ছেন এবং কেউ কেউ অপেক্ষা করছেন নিজেদের স্লটের জন্য। আবার অনেকের সমস্যা হচ্ছে “উইন্ডোজ আপডেট” এর মাধ্যমে আপডেট করতে। যারা আমার মত অপেক্ষা করতে চাচ্ছেননা কিংবা সমস্যা হচ্ছে “উইন্ডোজ আপডেট” ব্যাবহার করে আপডেট করতে তারা নিচের উপায় অবলম্বন করে ম্যানুয়ালি আপডেট করে নিতে পারেন।
এর জন্য আপনার প্রয়োজন হবে মাইক্রোসফট উইনডোজ মিডিয়া ক্রিয়েশান টুল এবং ইন্টারনেট কানেকশান। তবে এতে অনেক বেশি সময় লাগবে উইনডোজ আপডেট এর মাধ্যমে আপডেট করার তুলনায়।
আপনি যদি উইন্ডোজ এর ৩২ বিট ব্যাবহার করেন তাহলে এখানে ক্লিক করুন “মাইক্রোসফট উইনডোজ মিডিয়া ক্রিয়েশান টুল” ডাউনলোড করার জন্য।
এবং
৬৪ বিট ব্যাবহার করলে ক্লিক করুন এখানে।
আর যদি নিশ্চিত না থাকেন কত বিট ব্যাবহার করছেন তাহলে উইন্ডোজ বাটন চিপে ধরে pause/break বাটন চাপুন জানার জন্য।
উইনডোজ মিডিয়া ক্রিয়েশান টুল ডাউনলোড এবং ইন্সটল করার করে রান করার পর নিচের উইন্ডো আসবেঃ
নেক্সট বাটনে ক্লিক করুন, উইনডোজ ডাউনলোড হওয়া শূরু হবে। আপনার স্লো কানেকশান থাকলে একটু ভালো সময় নিতে পারে।
তারপর ইউন্ডোজ ভেরিফাই করা শূরু হবেঃ
উইন্ডোজ এখন মিডিয়া ক্রিয়েট করা শূরু করবেঃ
ইন্সটলার এখন লোড হওয়া শুরু হবেঃ
এখন কিছু চেকিং সেরে নিচ্ছেঃ
আরো কিছু চেকিংঃ
এখন অবশ্যই “Accept” ক্লিক করুন না হলে আবার শুরু থেকে করতে হবেঃ
এই সময় আটোমেটিক কাজ হয়ে যাবে তবে পরে পছন্দ ক্রার সুযোগ থাকবে কোন ধরণের ফাইল আপনি রাখতে চানঃ
তারপর আরো কিছু চেকিং এবং সব শেষে ” Ready to Install”ঃ
এখন ইন্সটল এ ক্লিক করুন এবং আপনার পছন্দ অনুয়াযি অপশন সিলেক্ট করুনঃ
এখন উইন্ডোজ ইন্সটল হওয়া শুরু হবেঃ
একবার রিস্টার্ট এর কথা জানিয়ে উইন্ডোজ আপডেট হওয়া শূরু হবে এবং অনেক সময় নিবেঃ
তারপর রিস্টার্ট হয়ে ওয়েলকাম স্ক্রিন আসবে, পাসওয়ার্ড দেয়া থাকলে পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্টে ঢুকুন এবং উইন্ডোজ টেন আপনার জন্য রেডি টু সার্ভঃ
ধন্যবাদ
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
🙂
কাজ হয় নাই টেকি নাজমুল।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কাজ হবেনা কেন ভাইয়া ? কোথায় সমস্যা দেখাচ্ছে?? ঠিক হয়ে যাবে চিন্তা করবেননা
প্রথমবার কাজ হয় নাই। অর্ধেক করার পর বলে, There is a problem in the installation. এরপর আর শুরুই করে না।
২ দিন পর আবার চেষ্টা করেছিলাম তোমার দেয়া লিঙ্ক থেকেই। কাজ হয়েছে।
জয়তু টেকি লুমজান :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
B-)
ধন্যবাদ। এখনই ট্রাই দিচ্ছি। না হলে তোর খবর আছে।
চ্যারিটি বিগিনস এট হোম
না হওয়ার কিছু নাই ভাইয়া 😀 হয়ে যাবে
অসংখ্য ধন্যবাদ ভাই। সমগ্র প্রক্রিয়া চমৎকার ভাবে কাজ করেছে। সবচে মজার ব্যাপার হল ডাউনলোড করার পর থিম পছন্দ করতে গিয়ে দেখি আমার তোলা তিনটা ছবি আছে............ঃ)
লিংক গুলো নিচে দিলাম.........
http://windows.microsoft.com/en-us/windows/community-showcase-art-download-theme
http://windows.microsoft.com/en-us/windows/community-showcase-fauna-3-download-theme
http://windows.microsoft.com/en-us/windows/community-showcase-fauna-2-download-theme
Major Abu Md Shahnoor Shawon
শাহনুর ভাই জানতামনা আপনার ছবি মাইক্রোসফট এ আছে। খুব ভালো লাগলো দেখে 🙂
আপনার কাজ হয়েছে শুনেও ভালো লাগলো 🙂
আর ভাইয়া আমি আপনার কলেজের ছোট ভাই ঃপ
আমি জানি তুমি আমার কলেজ এর ... 😛
Major Abu Md Shahnoor Shawon
শাওন ভাই এই তিনটা ছবি যে ওরা ব্যবহার করলো আপনার অনুমতি কি নিয়েছে?
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ওরা আমাকে মেইল করে জানিয়েছিল। (সম্পাদিত)
Major Abu Md Shahnoor Shawon
ভাল লিখেছ। কম্পুকানারাও সহজেই ইনস্টল করতে পারবে। আমি গতকাল একটা রিভিউ লিখেছিলাম, উইন্ডোজ ১০ এর সুযোগ-সুবিধা নিয়ে। 🙂
ধন্যবাদ আন্দা ভাই। একটা রিভিউ এর খুব প্রয়োজন ছিল। পড়ে আসি 🙂
আমার পিসি উইন্ডোজ xp, তা কি সরাসরি windows 10 এ আপডেট করা যাবে???
আমি নতুন পিসি ইউজার।উইন্ডোজ ১০ আপডেট করতে কি ইন্টারনেট কানেকশন লাগবে?
জনাব হৃদয়, আমি এ ব্যাপারে নিশ্চিত না যে উইন্ডোজ এক্সপি থেকে সম্ভব কিনা। আমার জানামতে এটা ফ্রি করা হয়েছিলো উইন্ডোজ ৮ এবং ৮.১ ব্যাবহারকারিদের জন্য। তবে এ ব্যাপারে নিশ্চিত যে আমার পক্রিয়া অবলম্বন করতে হলে অবশ্যই ইন্টারনেট প্রয়োজন। আমার মনে হয় এতদিনে সিডি বের হয়ে গেছে। কিনে নিতে পারেন।