সিসিবি কয়েকদিন ধরে খুব নিশ্চুপ ছিল। রকিব ভাই এর মেসেজ পেয়ে বিরাট এক ধাক্কায় অনেক গুলো লেখা আমরা পেয়ে গেলাম। পুরান ব্লগার সবাই মিলিত হল সিসিবিতে।
এখন আবার আগের মত না হলেও খারাপ না। ভালোই ব্লগ আসতেসে, ফেসবুকে প্রচুর সিসিবির লীংক দেখা যায়। খুব ভালো লাগে তখন।
আগে সিসিবিতে কামরুল ভাই, মাসরুফ ভাই, জিহাদ ভাই, মরতুজা ভাদের লেখা দেখলে খুব আগ্রহ নিয়ে পড়তাম।
আরো ভালো কিছু ব্লগারদের লেখা আমার কাছে একটু কঠিন মনে হতো।
কিন্তু সিসিবির এই কোয়াইট সময়ে রেজা ভাইএর ব্লগ আমাদের অনেকটা কষ্ট ভুলিয়ে দিয়েছে।
আমার প্রিয় ব্লগার এখন রেজা ভাই।
ইদানিং এর ব্লগ গুলাতো চরম।
গল্পটা ছিল অহংকারের, ঘাসফুলদের ইতিকথ, ঘাসফুলদের ইতিকথা, যে কথা বলা হয়নি… এবং বাকি গুলো।
তবে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে রেজা ভাই এর ব্লগ গুলার নামের শেষে “”………”” থাকে।
কারণটা এখনো জানিনা নিশ্চই কারণ কিছু একটা আছে।
ওহ আচ্ছা এটা একটা জন্মদিনের ব্লগ। আজকে আমাদের সবার প্রিয় ব্লগার রেজা ভাই এর জন্মদিন।
শুভ জন্মদিন রেজা ভাই। অনেক বড় লেখক হবেন সেই আশা রাখি।
** সুনরভাবে লিখতে পারলামনা বলে ক্ষমাপ্রার্থী 🙁 🙁
নাজমুইল্যারে ধন্যবাদ। আমিও একটা লিখতেছিলাম, ঐটা না হয় মন্তব্যেই দিয়ে দেই।
----------------------------------------------------------------------------------------
(বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠে যাবার অঙ্কটা যে কেবল রম্য না; সেটা দিব্যি টের পাচ্ছি। প্রায় ঘন্টা দুয়েক যাবৎ কী বোর্ডে হাত রেখে বসে থাকবার পর বুঝলাম প্রতি তিন লাইন পর পর আমি পুরো লেখা মুছে ফেলতেছি। সহজ কথায় কোন লেখা বের হয় না আজকাল। স্বল্প কথায় গল্প সেরে ফেলি বরং। )
ইন দ্যা ইয়ার টু থাউজেন্ড ফাইভের শেষ দিকে কলেজ থেকে সাত দিনের শিক্ষা সফরে বের হলাম। প্রথমেই যাত্রা বিরতি পড়লো পাবনা ক্যাডেট কলেজে। পিসিসির কেবল র্যাভেনকেই সেভাবে চিনতাম। তো ওর সাথে বসলাম টেবিলে আমি আর কাদির। র্যাভিনের সাথে দেখি এক চ্যাংড়া ছেলে এসে বসলো। চোখে মুখে একটু পার্ট পার্ট ভাব। 😛 সেদিন এই পার্টেন্ড নায়কের সাথে অবশ্য তেমন কোন কথাবার্তা হয়নি। গুণাবলীর অভাবে কখনো আইসিসিগুলোতে পা রাখিনি; আর কলেজ ছাড়ার পর তো সিধে কানাডায়; ফলে আর যোগাযোগের কোন সুযোগ হয়নি।
পৃথিবীটা নাকী ছোট; অন্তত ইন্দ্রজালের যুগে খোমাখাতা কিংবা ব্লগ পরিমন্ডলে একটু আধটু উঁকিঝুকি মারলেই পরিচিত, স্বল্প পরিচিত কিংবা অপরিচিত অনেক চেনা-অচেনা মুখ খুঁজে পাওয়া যায়। ঠিক সেভাবেই নায়ক সাহেবের সাথে আবার নতুন করে পরিচয় ঘটে। ব্যাটা পার্ট অবশ্য আগের চেয়ে কিঞ্চিৎ বেড়েছে; কালো রোদচশমা আর বাঁকা হাসি দিয়ে খোমাখাতায় ছবি ঝুলোন নায়ক। সেই ছবি দেখে বালিকারা বিগলিত হয়; নায়ক অবশ্য গলিত পানিতে ভেসে যান না, ঠায় দাঁড়িয়ে থাকেন। আফটার অল, তিনি কেবল কাছেই টানেন, বাঁধনে জড়ান না। এটা অবশ্য বেশিদিন ধোপে টেকেনি। সবল প্লাবনে একদিন নায়কের পায়ের নিচের মাটি হালকা হয়ে যায়, তিনি ভেসে যান। নায়িকার গল্পটা আরেকদিনের জন্য তোলা থাকলো; নচেৎ নায়িকা সুলভ ভগিনী আমাকে গুলি করতে পারেন।
দিন যায়, রাত আসে। আমি নায়ককে নতুন করে চিনতে থাকি। নায়কের পরিচয় অনেকগুলো। নায়ক ভালো লেখেন, আসলে ভালো লেখেন বললে ঠিক বোঝানো যাবে না। উনার লেখাগুলোতে একটা যত্ন্রের ছাপ খুঁজে পাই, একটা সবল আবেগের তোড় ছুঁয়ে যায় পঙ্গতিতে। মরচে ধরা আমার চিন্তা ভাবনাগুলো নাড়িয়ে দিয়ে যায়। নায়কের চোখ দিয়ে আমি নতুন করে দেখবার চেষ্টা করি। জানি আপনারাও দেখেছেন; আরো দেখবেন- গভীর আত্মবিশ্বাসের সাথে বলে গেলাম।
নায়ক দেশচিন্তা করেন। আমিও করি, কিন্তু আমার চিন্তাগুলো কোন রূপরেখা পায় না। নায়ক সে চিন্তাগুলো সাজিয়ে গুছিয়ে তৈরি করতে থাকেন। তাকিয়ে তাইয়ে চিন্তার কাঠামোগুলো যাচাই বাছাই করি, আমার পলকা কাঁধে এত ভার জায়গা পায় না। আমি ভয় পাই, হেরে যাবার ভয়ে শুরু করতেই গররাজি হয়ে উঠি। নায়ক হেসে দিয়ে বলে কাঁধে মিলিয়ে দাঁড়াতে; বাতাসের বেগ হার মানবে।
নায়কদের বেশি ভালো বলা ঠিক না; তাহলে ফুলে যায়; ইনি এমনিতেই শাকিব খানের মতো কিঞ্চিৎ ভূড়ি বাগিয়ে ফেলেছেন। রাতের বেলা ঘুমাবার সময় গুণাবলী সব বালিশের নিচে রেখেই ঘুমাতেন নায়ক। শোনা গেল এবছর নাকী আরব দেশ থেকে অর্ডার দিয়ে বিশেষ বালিশ বানিয়ে এনেছেন, ছোট বালিশের নিচে কী আর এত গুণ আটকে রাখা যায়। 😉
যা হোক, যা বলার জন্য আসা তাই বলে যাই। আজ এই মহানায়কের শুভ ধরিত্রী আগমন দিবস।
শুভ জন্মদিন নায়ক। অনেক অনেক ভালো থাকিস, আর সবাইকে এভাবেই ভালোবাসিস। শতেক সন্তানের জনক হবার আর্শীবাদটুকু ফয়েজ ভাই না হয় দেবেন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রিয় বংশী বাদক
ইমো খেয়ে গেলাম তো। আসলেই বেশি কিছু বলার ভাষা নাই। আমার ক্ষুদ্র জীবনে আসলে প্রাপ্তি বোধহয় এই ব্যাপারগুলোই। পরিবারের বাইরে পরিবার পাওয়া বিশাল ভাগ্যের । আমি হয়তো সেই অল্প কিছুদের একজন।
তবে কিছু ব্যাপারে অতিরঞ্জন ভাল লাগে নাই। আমার মোটেও ভুঁড়ি নাই। আর কালো রোদ চশমাও নাই। ধার করা জিনিষ দিয়ে চলতেছি।
আর একটা কথা বলে যাই আজকে। আমি হাবি যাবি যা লিখি, সেটা শুধু সিসিবিতেই। অন্যসব ব্লগে এক্সেস থাকেলও, কেন জানি লিখতে ভাল লাগে না। এই জায়গাটাকে নিজের মনে হয়, হয়তো এখানে তোর মত ইন্সপায়ারিং বন্ধু/ বড় ভাই/ আপুরা আছে তাই।
তোর কষ্ট করে বানানো পোস্টার আসলেই খুব ভাল লেগছে। তুই একটা জিনিয়াস, এটা আমি আগে থেকেই জানতাম।
শেষে এইটুকুই বলি, আজকের দিনটা সম্পূর্ণ অন্যরকম ছিল । একেবারে অন্যরকম।
তুই ভাল থাকিস। ভাল থাকুক তোর বাউলপনা কিংবা প্রেমিক মন অথবা এর আঁড়ালে বাঁশি বাজানোর সুতীব্র বাসনা।
সুজোগ নাই। থাকলে ভালোবাসি বলে যেতাম... 😛 😛
শতেক সন্তানের দোয়া দিলে আমারে আবার মারবো না তো 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ রকিব ভাই (সম্পাদিত)
সম্পা কি খালি রকিবরেই ধন্যবাদ দিত 🙂 🙂 🙂
চমৎকার! তোদের দুজনের দুটো লেখাই এত সুন্দর হইসে যে রেজাকে শুভেচ্ছা জানানোর কথা ভুলেই যাইতেসিলাম প্রায়। রকিব, যা রেজাকে দুইটা ক্যাডবেরী দে। রেজা অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের।
তবে নাজমুল্যা, তোর একটা ভুল হইসে। তো্র ব্লগের নাম দেয়া উচিৎ ছিল জন্মদিন ব্লগ...
হা হা হা হা......।। :))
রেজা ক্যাডবেরি খায় না। করল্লা ভাজি দিয়া কই মাছের চচ্চড়ি রাইন্ধা দিয়েন ওরে।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দিলেনতো ক্ষিধা লাগাইয়া 🙁
আপু অনেক ধন্যবাদ। ক্যাডবেরী আজীবনই বিলায়ে গেলাম। কখনো খাওয়া হয় নাই। কপালটা বেশিই খারাপ।
শুভ জন্মদিন নায়ক রেজা... 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাই ধন্যবাদ 😀 😀
নাজমুল বানান এতো ভুল কেন?? তোর জন্মদিনে আর কিছু দিতে পারি আর না পারি একটা "শিশুদের বানান শিক্ষা বই" অবশ্যই দিব।
আসলেই আপ্লুত। বিশাল ভাবে। বেশি কিছু বলার সুযোগ নাই। আরেকটা ব্লগ লিখতে হবে অনুভূতি প্রকাশের জন্য।
ভাল থাকিস। অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভাই আমি বাংলায় A- পাইসি 🙁
শুভ জন্মদিন রেজা শাওন ।
শুভ জন্মদিন রেজা শাওন । :clap: :clap:
নাজমুল স্টার্ট ফ্রন্ট্রোল... x-(
এইটুকু লেখাতেও তোর অনেক টাইপো আছে... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
🙁 এ আমার কি হলো কিছুতেই টাইপো দূর হয়না 🙁 🙁
রেজা শাওন ভাই আবারো শুভজন্মদিন :party: :party: :party:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
শুভ জন্মদিন রেজা, তোমার লেখা ভালা পাই :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তাও ভালো বলেন নাই তোমারে ভালা পাই 😉
ভাই কিন্তু আবার পিসিসি, তাই খুব খিয়াল কইরা :grr: :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এখানে এডু স্যারের একখানা কমেন্ট আশা করতেসি x-(
জুনিয়র পোলাপান আজকাল মাপ রাইখা কথা বলতে পারেনা x-(
x-( x-( x-(
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আরে এই কমেন্ট খেয়াল করি নাই তো। জুনিয়র পোলা পানগুলা তো আসলেই রসাতলে যাইতেছে।
পিসিসি'র কোন ব্যাপারে আপোষ নাই। পিসিসি নিয়ে কোন কথা হলে, আগুন জ্বালায়ে দিব তো। অল টাইম ম্যাচ পকেটে নিয়ে ঘুরি।
😛 😛 😛
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমি ভয় খাইনা সত্য বলতে, আমারে রাগ টাগ দেখাইয়া লাভ নাই B-)
কলেজ থেকে বেরোইসি সেই কবে। এখনো লেট করার অভ্যাস ছাড়তে পারলাম না।
বিলম্বিত শুভ জন্মদিন রেজা।
আমি তোমার গুণমুগ্ধ পাঠক।
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাই অনেক ধন্যবাদ। আমিও আপনার গুনমুগ্ধ পাঠক। আপনি দ্রুত লেখা দেন। B-) B-)