প্রথম কিভাবে ব্লগের ঠিকানা পেলাম মনে নেই, বোধহয় গুগলে সার্চ দিয়ে কিংবা ফেসবুকে কোন লিংক পেয়ে। তখন মাত্র কলেজ থেকে বের হইসি। সবকিছুতেই চরম মজা পাই।
কম্পিউটার ঝকঝকে বাংলা দেখা শুরু করলাম সব যায়গায়। অভ্র নিয়ে গুতাগুতি শুরু করলাম। অনেক কিছু পারতাম না। তারপরো ব্লগ লেখার চেষ্টা করতাম। আমি এখন পর্যন্ত আমি অন্য কোনো ব্লগে লিখার সুযোগ পাইনাই 🙁
আমাদের ব্যাচের অনেকেই ভাবতো তখন আমি বোধহয় ব্লগের এডমিন বা কিছু একটা কোনো সমস্যা হইলেই আমারে ফোন কিংবা মেসেজ। আমি সুন্দর করে কামরুল ভাইকে একটা ইমেইল পাঠাই দিতাম তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে এর আইডিটা ঠিক করে দেন। পরে আমি নিজে ট্রাই করে ঢুকতে পারলে ওই ফ্রেন্ড্রে মেসেজ পাঠাই দিতাম ঠিক করে দিসি 😀
কিন্তু তারা ব্লগে আসার পরই দেখে আমার প্রত্যেকটা ব্লগেই মডু স্যারের কড়া ভাষায় ২/৩ টা কমেন্টস করা। কি আর করবে তারা আমাকে স্বান্তনা দিত 😛
বিদেশে আসলেও আমি প্রচুর ক্যাডেট ভাইয়াদের কিংবা ব্যাচমেট দের সাথে থাকি, একা একা বিদেশে থাকার সমস্যাটা হয়নাই। কিন্তু এই ক্যাডেট কলেজ ব্লগের কারণে যারা একা একা থাকে বিদেশে থাকার সমস্যা ফেইস করে তাদের আর সেই সমস্যা নাই।
ক্যাডেট কলেজ ব্লগকে ধন্যবাদ। ধন্যবাদ সব ভাইয়াদের
আর অনুরোধ সবাই ফিরে আসুন 😀
আমরা আবার মজা করবো, আবার মিষ্টি খাবো।
শুভ জন্মদিন ক্যাডেট কলেজ ব্লগ।
আরো অনেক দূরে যাবে ক্যাডেট কলেজ ব্লগ, ক্যাডেটদের জন্য অনেক বড় একটা মাধ্যম হিসেবে কাজ করবে সেই আশারাখি।
বাংলাদেশ জিন্দাবাদ, বরিশাল ক্যাডেট জিন্দাবাদ, ক্যাডেট ক্লেজ জিন্দাবাদ 😀 ::salute::
ভুলোনা আমায় ... :))
এতদিন ধরে ব্লগ লিখেও এই অবস্থা ! বেলাডি জুনিয়র , লুঙ্গি পইরা লঙ্গাপ হইয়া থাক... x-( 😡
=))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
বন্য ভাই, খুব তাড়াহুরার মধ্যে দিয়া লিখসি, বানান গুলা ঠিক করে দিসি 😀
এখনও ঠিক করিস নাই...
নাজমুলের দেখা পাওয়া গেলো। শুনছিলাম,কার ফেইসবুক স্ট্যাটাস আর ছবিতে লাইক দিতে দিতে এখন আর ব্লগ লেখার সময় পাও না।কাহিনি কি সত্য নাকি? 😉
সুন্দর লেখা। 🙂
হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি
:duel: :khekz:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ফালতু কথা বলবানা দিবস x-(
সব কই? ব্লগ একদল ফুটবল খেলার গ্যালারী।
পুরানো সেই দিনের কথা ...
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
😐 সাঁই করে উপ্রে দিয়া চলে গেল ~x(
আমি আপার কথা বুঝে গেসি 🙂
মনে করেন একটা ফুটবলের পেছনে কিছু মানুষ ছোটাছোটি করে, আর বাকিরা বসে দেখে আমরাও ?? না আর তো কিছু বুঝতেসিনা ~x( ~x(
নাজমুল লঙ্গাপ।
🙁
তোর হাতের লেখার অবস্থা তো খুবই খারাপ। নেক্সট উইকে ৫০০ পেজ হাতের লেখা জমা দিবি বন্য ফুয়াদের কাছে।
:khekz:
:thumbup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
সাব্বির ভাই 🙁
বিয়াদব জুনিয়র। সবখানে চাপাবাজি। কামস ভাইয়ের কৃতিত্ব নিজের ঘাড়ে নেয়ার চেষ্টা...যা গিয়া লঙ্গাপ।
আপা মাঝে মাঝে একটু না করলে কি চলে ?? :grr:
যা দেবার বড় ভাই রা দিয়া দিছে। তুই পরে অনলাইন এ আইসা আমার সাথে সুখ দুক্ষের গল্প কইরা জাইস।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
কোনো সমস্যা নাই 😀
রাজীব,
নাজমুলরে তোর বাসায় দাওয়াত দিয়ে নিয়ে এসে হালকা ডলা দিস ত। পুলাটা ব্যাপক ফাঁকিবাজ হয়ে গেছে। এতোদিন পরে এইটুকু একটা ব্লগ লিখছে, তাও আবার কতগুলা বানা ভুল!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ভাই মাফ কইরা দেন, খুব তাড়াতাড়ি লিখসি 🙁
নাজমুল, এইটা কৈত্থিকা কপি পেষ্ট করছিস? :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাই এই কথা বলতে পারলেন 🙁
লুমজানকে আমি অনেকদিন কপি পেস্ট করতে দেখি না। শুনলাম লাইক দিতে দিতেই ছেলেটার দিন চলে যায়। তা ভাই ব্লগটা লেখার সময়ও কি লাইক দিচ্ছিলা? বানান ঠিক করতে মনে ছিল না? ;))