( বুঝলাম না, রোমান্স দেখি আমার ভিত্রে ঝরঝরাইয়া পড়তেছে 🙁 )
একটু পাশে পাশে হাঁটি তোমার?
একটুখানিতো পথ,
যেন হাত বাড়ালেই ছুঁতে পারি,
বাতাসে টেনে নিতে পারি তোমার ঘ্রান।
একটু ছুঁয়ে দেই তোমায়,
ঠোঁটের উপরের কালো তিলটি,
কিংবা গালের টোল।
কপালের চুল গুলো সরিয়ে দেই আলতো করে?
বিবর্ন এই ব্সবাসে,
একদিন বিবর্ন হবো আমরাও।
তারচেয়ে বরং কোথাও বসি একসাথে, চলো।
হাতে হাত ধরে শক্ত করে,
থামিয়ে দেই সময়ের এই ছুটে চলা।
সুর মিলিয়ে গুন গুন করে বলে উঠি
“তুমি আছো তাই আমিও আছি”
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup: :thumbup: :thumbup: অসাধারণ হইছে ভাইয়া।।
;)) ;)) ;))
দারুন লাগলো এই কবিতাটা :boss: :boss: :boss: । তবে রোমাঞ্চ না রোমান্স উঠলায়ে পড়তেসে বলে মনে হলো।
উঠলায়ে না, উথলায়ে হবে মনে হলো।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মন্তব্যটা ক্যাপ্টেন তাইফুর এর না হয়ে মেজর তাইফুর এর বলে মনে হলো
সাতেও নাই, পাঁচেও নাই
চ্রম হইছে, চ্রম
নিয়মিত লিখতেছেন ... এইটাই সবচেয়ে আনন্দের কথা ...
বাইরে পড়লে ভাল হইত 😛
(স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি কি মাসুদ রানা নাকি? :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =))
বস, রোমাঞ্চ না রোমান্স?
দুইটা কিন্তু দুই জিনিস। 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
দুইটা দুই জিনিস হইলেও, দুইটাই কিন্তু ঝরঝরাইয়া পড়ে ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বানান ঠিক কইরা দিছি ব্যাটা, দেখছ না, আন্ধা কোনখাঙ্কার। x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না মানে, কবিতা পইড়া মনে হইলো ফয়েজ ভাইয়ের নিচেরটা ঝরঝরাইয়া পড়তেছে। কিন্তু উনি ব্র্যাকেটে লিখলেন উপরেরটা। এই আর কি 😉
(স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নাদান পোলাপাইন, প্রেমের মর্যাদা বুঝলো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দারুণ লাগল কবিতাটা।
বিশেষ করে কবিতার প্রথম লাইনটা- ( বুঝলাম না, রোমান্স দেখি আমার ভিত্রে ঝরঝরাইয়া পড়তেছে ) অসাধারণ হয়েছে। 😀 😀
বেকুব, এইটা কবিতার লাইন না, এইটা ডিসক্লেইমার টাইপ কিছু একটা।
এত বুঝ, আর এইটা বুঝ না, না। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনি এত বুঝেন কিন্তু আমার ডাবল হাসির মানে বুঝেন না, না? 😀 😀
সিনিয়র এর লগে দাঁত বাইর কইরা হাসো আবার "না না" নাও কর x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কঠঠিন কবিতা :boss:
এখন একটা ভাব সম্প্রসারন দরকার :grr:
তাইফুর্ভাই তো মনে হয় ১ম লাইন দিয়া আলাদা একটা উচ্চ নাম্বারের সিড়ি লিখে ফেলতে পারবেন মনে হয় 😛 😛 :frontroll: :frontroll: :frontroll:
একই লাইনে একই জিনিস দুইবার মনে হওয়ায় মনে হওয়া'র ব্যাঞ্চাই ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:frontroll: :frontroll: :frontroll:
খামোখা আমার পোস্টে ফন্ট্ররোল দিতেছে, এইটা কি বি এম এ নাকি ক্যান্টনমেন্ট? তার তাইফু পাংগাইবো আমার পোস্টে, তুমি এইটা ভাবলা x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহ.....সিনিয়রের ডাউট পাইলে কিসের ভয় B-) B-) B-)
তাইফুর্ভাই ভালা আছেন নি :grr: :grr:
কবিতার থেকে দেখি
বেশী হিট!
You cannot hangout with negative people and expect a positive life.
আরে বদপোলাপাইন সব, বুঝছোনা।
তুমি আবার তাগো ফাঁদে পা দিয়া নাচানাচি করিও না কিন্তুক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
You cannot hangout with negative people and expect a positive life.
ঝরঝরা কবিতা বস!
তবে এখানেই থেমে গেলে চল্বেনা কিন্তুক(কপিরাইটঃ ভুলে গেছি :no: )
এইটার কপি রাইট নাই, এইটা ওপেন হই গেছে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কঠিন ভাব ধরসিল মনে ফয়েজ ভাই, আপনার কবিতা পইড়া, তয় এইডা কি লিখলেন...। মন্ডা খারাপ হইয়া গেল :((
ব্যাঞ্চাই!!!
You cannot hangout with negative people and expect a positive life.
ক্যান বুড়ি হইতে মন চায় না 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:no: :no: :no: বুড়ি হউক আমার দুশমন !
You cannot hangout with negative people and expect a positive life.
চলেন ... ;;;
বসি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:goragori:
আমি তো বসতেই পারলাম না ......পুরা :pira:
এই কবিতা যদি সিরিজ হয় তাহলে কি পরেরটার নাম হবে - আমি আর তুই, চল্ এবার শুই ? :-B
সাতেও নাই, পাঁচেও নাই
নাউযুবিল্লাহ.... 😛
উহু, এখনি না। নাউযুবিল্লাহ হবে সিরিজের তৃতীয় কবিতার নাম :))
সাতেও নাই, পাঁচেও নাই
মাল্কবিইইইইইইই :khekz: :goragori: =)) :pira:
বসতে দিলে, শুইতে চাস
হাতে হারিকেন, ঃগায় বাঁশ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আহেম,
এইটা সিরিজ হবে না। এখানে সমাপ্তি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অনেক দিন পর একটা কবিতার সিরিজ পড়লাম। ফয়েজ ভাই এর অনেকগুলা লেখা একটাতেই দিয়া দিলেন
কি কইবার চাও তুমি? x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আমরাও আছি 😉 😀
You cannot hangout with negative people and expect a positive life.
এইটা তো কাবাবে হাড্ডি হই গেল,
এইখানে সব দুই দুই পার্টি, থার্ড পার্টি সব তিশার বিয়া খাইতে গেছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, ছোটোকালে মনে আছে আপনাত্মীয় কার বিয়ে হলে বাসর ঘরে খাটের নিচে লুকায় থাকতাম... কাবাব মে হাড্ডি হওয়ার জন্য 😉
সুরী ভাইজান :frontroll: , স্বভাবডা মনে হয় যায় নাইক্কা!!!
You cannot hangout with negative people and expect a positive life.
ফয়েজ একটু দেরিতেই "নীল হয়ে আছি" পড়ে তোমার অসামান্য কাব্যপ্রতিভার পরিচয় পেলাম এবং বুঝলাম কলিকালের এই দ্রুত পরিবর্তনশীল সময়েও কবিতা দিয়ে ভালোই ্পোলাপানের মাথা খারাপ করা যায়।
যেমন আগের জ্যাম কবিতা দিয়ে দেখলাম অল্পবয়সী মেয়েদের মাথা খারাপ করছো এখন দেখি ছেলেদের মাথা (পড়তে হবে স্বভাব) খারাপ করে দিচ্ছ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
=)) =)) =))
@ আপু
নীল হয়ে আছি আসলে মাসুম ভাইয়ের কবিতা, মানে মাসুম ভাই পুরান প্রেমিক নিয়া একবার ব্লগে খুব হা-হুতাশ শুরু করছে, আর দেখা হইবো কিনা এই সব নিয়া মন খারাপ, তখন নিজেরে মাসুম ভাইয়ের জায়গা ফিট কইরা দেখলাম গড় গড় কইরা শব্দ বাইর হইয়া গেল। সব সমস্যা আসলে মাসুম ভাইয়ের।
পড়ের দুইটাতেও আমার হাত নাই, দুই সুন্দর মত আস্ত মেয়েমানুষের কীর্তি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ : কবিতাটা ভালো হয়েছে। তবে আরো রোমান্টিক হওয়ার অবকাশ ছিল! ~x( (সম্পাদিত)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হুম, এইটা আসলে মোটামুটি মার্কা কবিতা হইছে। "চলে আরকি" টাইপ।
আপনাদের পিকটা দেইখা মনে হইতেছে সময় থাইমা গেছে। বিবর্ণ হন নাই 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিবাহ বার্ষিকী নাকি ভাইয়া?
আরে না না। এইটা স্রেফ একটা কবিতা। বিবাহ বার্ষিকী ডিসেম্বরে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হালুম ভাই, শুনছি চল্লিশের দিকে গিয়া লোকজনের রোমান্সবোধ একটু বেড়ে যায়...এতে দোষের কিছু নাই... :-B
আপনার একটু আগেই হইছে...এই যা... ;))
(স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন। কপিরাইটঃ মিজার সাব... 😀 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কই থাইকা শুনছো? আমি তো শুনি নাই এমন কিছু............... 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কবিতা পিড়া মিরব নাকি কমেন্ট পিড়া মিরা যাব বুঝতেসি না...
আমিও তানভীর ভাইয়ের সাথে একমত, কবিতার পিরথম লাইন সবচেয়ে ফাটাফাটি... B-)
এমনেই মইরা আছো, নতুন কইরা আর মরার দরকার আছে নাকি? 🙂
যাউজ্ঞা, ব্যাপারটা ঝুইলা রাখছো ক্যান তোমরা দুইজন? সমস্যা কোথায়?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এইটা কি বললেন ভাই? এখন কেমনে কি করুম? হেও বাচ্চা, আমিও বাচ্চা। গার্জিয়ানগো কাছে গেলে ঠাডায় দিবে দুই থাপ্পর...
আমাদের তৌহিদ (আইসিসিএলএম এ ব্যান্ড টীমের গায়ক) এই মাসে বিবাহ করতেছে। আমাদের জেসিসির ৯৯-০৫ ব্যাচের উদ্বোধন হচ্ছে...
কমেন্ট পিড়া মিরা যাব নাকি কবিতা পিড়া মিরব বুঝতেসি না…
আমিও সামিয়ার তানভীর ভাইয়ের সাথে একমত হবার সাথে একমত, কবিতার পিরথম লাইন সবচেয়ে ফাটাফাটি… B-) B-)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওরে,,,, না রে!!!!!!
ফয়েজ ভাই, কাহিনী কবে থেকে শুরু,ভাবী কি কিছু টের পাইছে :-B
(চারটা পর্যন্ত যায়েজ আছে O:-) )
অ ট স্যরি বস, সীমানা পেরিয়ে গেলে ক্ষমা করে দিয়েন। কপিরাইটঃ মিজার মামা 😀
বিয়া কর নাই তো এখনো, তাই চাইর চাইর কইরা চিল্লাও। আগে একটা কইরা দেখাও দেখি কত বড় বুকের পাটা তোমার :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: :khekz: :khekz: :khekz: :pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি লিখলেন ভাই? ভাবী আর জিহান মা কেমন আছে? 🙂
আমিও তানভীর ভাই আর সামিয়ার সাথে সুর মিলিয়ে বলি, পরথম লাইনটা ফাটাফাটি হইসে 😛
আছে আলহামদুল্লিলাহ মোটামুটি।
তোমার ঘোরাঘুরি কেমন হইলো? বাচ্চারা ভালো তো? বাচ্চাদের বাপ?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,কবি হইলেন কবে?দারুণ হইছে।
কিন্তু সবকিছুতে একটু একটু কেন,যা করার বেশি কইরাই করেন,নীল কেন লালও করেন। =)) =)) =)) =)) =))
অসম্ভব রোমান্টিক কবিতা।জায়াগা মত ছাড়তে পারলে বেশি বেশি করেই ছুইতে দিবে। =)) =))
😀
মাথায় থাকলো কথাটা 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চলো শুই, কোথাও ...
সরি, বস সীমানা পেরিয়ে গেলে ... 😉
ঠাডায়া দিবনে দুই থাপ্পড়, বুইজো কিন্তুক :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দেরীতে পড়লাম বস্।
যাউকগা আপনার কবি খ্যাতি নিয়ে আমি শুধু বাহবাই দিতে পারি।
লিখতে থাকুন - আরো বেশী বেশী।
:clap:
সৈয়দ সাফী
তলে একটা হান্ডি রাখ। রোমান্স জ্বালাইয়া রস বানাইয়া খাইস।
=)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))
কি দিলা এইটা! =)) =)) =)) =)) =)) =))
অসাধারণ লেখা ফয়েজ।
আগে চোখে পড়েনি।
মন্তব্যগুলা তো ফাটাফাটি।
রোমান্স আছে নি এখনো, না শুকায় গেসে?