মোড়ের আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলে তুমি,
রাস্তা পারের আশায়,
মৃদু বাতাসে উড়ছিল মাথার চুল, বুকের ওড়না।
শহরের বাতাস প্রচন্ড গরম,
হলুদ হাওয়ার রাজপথ। উর্ধ্মুখী ছুটে চলা জীবন।
তবুও,
আশ্চর্য্য সজীব তোমার চারপাশ।
তোমাকে ঘিরে থাকা ভিখিরী, ট্রাফিক পুলিশ,
তোমার খয়েরী জামা, সোনালী ব্যাগ, হালকা রঙের লিপস্টিক
অথবা, পিছনের সবুজ পাহাড়।
বোকা মেয়ে,
বুঝতেও পারোনি তুমি,
আজ শহরের সমস্ত জ্যাম শুধু তোমাকে ঘিরে।
🙂
ফয়েজ ভাই এর লেখা কতোদিন পর। তাও ১ম
ফটো ফিনিশে ধিরা পিড়লিরে :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইসব নিয়া হাসাহাসি করা ঠিক না কাইয়ূম, ধরা খাইতেই পারে, কিংবা ইচ্ছা কইরা ধরা খাইছে।
হইতে পারে না, কও? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এখনোকি আমার শোরুমটার সামনে দিয়া আসা যাওয়া করেন? সব ঠিকঠাক আছে নাকি খুইলা মুইলা পিড়া গেসে, আহারে আমার সবচে বেশিদিন চাকরি করা কোম্পানীটা :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
তুমি নাভানা ছাইড়া দিছ নাকি? 😮
কত অজানা রে.........।।
ঠিক্টাকই দেখি তো, কোন কিছু খুলে নাই 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি চমৎকার একটা রোমান্টিক কবিতা!
অল্প কথায় কত কিছুই না বলা যায়!
আরও অনেক কিছু কইতে চাইছিলাম, কইতে পারি নাই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
- ক্যান? ভাবীর ডরে?!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
কবিতাটা পইড়া মনে হইল আমি ওয়াসার মোড়ে দাঁড়াইয়া আছি :dreamy:
আর আমার সামনে......... :shy:
কদ্দিন পর ফয়েজ ভাই :hug:
এইটা ওয়াসার মোড়ের ঘটনা না ব্যাটা, এইটা টাইগার পাসের ঘটনা 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহারে টাইগার পাস এর সেই দোতলা রাস্তা :dreamy: :dreamy:
টাইগার পাসের কথাই কইতে নিসিলাম.......কসম 😀
পরে আরেকটা কাহিনী মনে পড়ায় ;;;
ফয়েজ ভাই এর লেখা কতোদিন পর।তাও ১ম কি চমৎকার একটা রোমান্টিক কবিতা!
অল্প কথায় কত কিছুই না বলা যায়! কবিতাটা পইড়া মনে হইল আমি ওয়াসার মোড়ে দাঁড়াইয়া আছি আর আমার সামনে কদ্দিন পর ফয়েজ ভাই ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রথমের স্মাইলি ইমোটিকন দিয়ে কপিটা শুরু করতি x-(
এইটার মানেটা কি? B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:no: :no: :no: :no: :no: :no:
তোমার টেনশিত হবার কিছু নাকি, আমি টিটোরে জিগাইছি, তুমি বরং "ক্লোজ ইউর হোলস" হই থাক :duel:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না ..মানে ...ইয়ে.... সবার কমেন্ট মিলা(কাম্রুলের প্রিয় গায়িকা না) যা দাঁড়ায় তাই দিলাম আর কি... :grr: :grr:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিম্পলি মুগ্ধ!! ফয়েজ ভাই রকিং :thumbup:
🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,বহুদিন পর এসেই আবার রক্কায়লেন 🙂 বস কবিতা হয়সে,আপনার মতই :thumbup: :thumbup: :thumbup:
কবিতা পড়ে আমার কিন্তু মনে হচ্ছে আমি খাস্তগীর স্কুল,সেন্টমেরীস স্কুল আর আইডিয়াল স্কুল এর তিন মুখী জ্যামে আটকে আছি।মানে,আমি ওই গোল চত্বরে দাড়াঁই আসি,আর চারপাশে জ্যাম! 😛 😀
সব্বোনাশ,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার গল্প কবিতার মেয়েরা এতো বোকা হয় কেন খালি?
সংসারে প্রবল বৈরাগ্য!
আসলে বোকা না কাইয়ূম, বোকার ভান কইরা থাকে সবডি 🙂
যাউজ্ঞা, গেঞ্জির কথা ভুলি নাই। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কইলেনতো খয়েরি জামা ওড়না এইসবের কথা, এর মইধ্যে আবার গেঞ্জি আইলো কইত্থেইকা 😛
বস্, গেঞ্জি এবং তারকা লেখকের অটোগ্রাফ সমৃদ্ধ বই দুইটাই নিরাপদ হেফাজতে আছে। পরবর্তী চট্টলা ভ্রমণের সময় হস্তান্তর করা হবে 😀 ততক্ষণ পর্যন্ত, বীর চট্টলার সংগ্রামী জনতা ধৈর্য্য ধইরা থাকবে আশা করি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
সব তারকা ব্লগার লেখা দিতাছে...... B-) B-) B-)
এইবার আপনার পালা :grr: :grr: :grr:
ঊক্কে, যদি হায়াত ভাই থাকেন আরকি আমার সংগে 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাওরান বাজার আর পান্থপথের দূরত্ব এখনো মনে হয় দিল্লী বহুত দূর।ফয়েজ ভাই,গেঞ্জি পাইবার আশা নিরাশার চাদরে আচ্ছন্ন। :-B :dreamy:
বাহ। ব্যাপক পছন্দ হইছে। হুদাই জ্যামে পইড়া বিরক্ত হই। এখন থেকে দেখবো কার জন্য জ্যামটা লাগলো। 🙂
অনেকদিন পড়ে আপনাকে দেখে যারপরনাই আনন্দিত, অনেক দিন পড়েই আসলেন, নাকি চুপে চুপে সব সময়ই আসেন।
আমি আসলে জ্যামে পড়লে টাইম পাসের জন্য ইতিউতি তাকাই, আপনিও করতে পারেন, সময়টা উপভোগ করতে চাই আরকি 🙂
এইটা কিন্তু সিক্রেট শওকত ভাই, ;;; ঘরওয়ালী জানে না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সবসময়ই আসি এবং লেখা পড়ে যাই। আর ইতিউতি তাকানো তো পার্ট অব লাইফ
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
ওরে নারে, ব্লগের তো রমরমা অবস্থা। সব তারকা ব্লগার রা ব্লগ দিচ্ছে।
ফয়েজ ভাই আপনি অনেক খারাপ মানুষ মাসে দুই মাসে একটা কইরা ব্লগ দেন। আর খেরোখাতা বন্ধ কইরা দিছেন। এই জন্য কবিতা ভাল হইছে এইটা কমু না...
কম কইরা কইলা মনে হচ্ছে, আমি তো মনে হয় জানুয়ারী পরে আর কিছু লিখিই নাই।
তুমি পুরা ঠিক্টাক হই গেছ তো? নাকি এখনো সমস্যা আছে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিছুক্ষন আগেই এই দৃশ্য দেখলাম। কবিতা ভালো ছিলো ফয়েজ ভাই। তা খেরোখাতার কি সমাধি দিয়ে দিলেন নাকি ???
সমাধির মতই। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জ্যাম নিয়া লেখা কোবতেটা ভালা লাগছে ...
এইবার জেলী নিয়া একটা কিছু নামাই দেন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জ্যামের মধ্যে ফ্রুটস, মিক্সড ফ্রুটস এখনো বাকী আছে, আর জেলী আপা কইছে সে নামতে পারবো না, উঁচা জায়গায় উইঠা বাতাস খাইতেছে 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =))
ফয়েজ ভাই,
এইডা কি লিখলেন :boss:
এক্কেরে সিরাম জটিল হইছে। :gulli2:
অতি সুস্বাদু কবিতা। :hatsoff:
আহারে, কত্ত কি যে মনে পইড়া যায় :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
ধন্যবাদ।
কেমন আছো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া, ভাল আছি। সপ্তাহ দুয়েক আগে চিটাগাং গেছিলাম ১ দিনের জন্য। সময় থাকলে আপনার সাথে যোগাযোগ করতাম।
চ্যারিটি বিগিনস এট হোম
অথবা, পিছনের সবুজ পাহাড়। -- টেনশনে পৈড়া গেসিলাম।
হইছে, গোলমাল মিটা গেছে, আর টেনশন করতে হইবো না তোমার 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরেহ! দারুণ লাগছে এই কবিতা, ফয়েজ ভাই। :clap:
আমি যে কবে এত ভালো লিখতে পারুম! এ জীবনে কিচুই হইলো না! 🙁
আন্দা, জট্টিল রসিকতা করলি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আজকে সব তারকা ব্লগার ব্লগে লগাইছে......
তাইফুর্ভাইস্যার, আপনেও দিয়া দেন একখানা 😀
ঐ 😀
(তাইফুর আর রেজওয়ানের কমেন্টে)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বড়ই ভালো পাইলাম, ফয়েজ ভাই :clap:
You cannot hangout with negative people and expect a positive life.
ধন্যবাদ 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই এর লেখা কতোদিন পর।তাও ১ম কি চমৎকার একটা রোমান্টিক কবিতা!
অল্প কথায় কত কিছুই না বলা যায়! কবিতাটা পইড়া মনে হইল আমি ওয়াসার মোড়ে দাঁড়াইয়া আছি আর আমার সামনে কদ্দিন পর ফয়েজ ভাই ;)) ;))
বড়ই ভালো পাইলাম, ফয়েজ ভাই :clap:
😀 😀
জোক্স এপার্ট, অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভাল্লাগতেসে ফয়েজ ভাই। কেমন আছেন আপনি?? আপনার এমবিএ???
কবিতা উপাদেয় হয়েছে। 🙂
এম বি এ এই বছর শেষ হবে আশা করি।
আর পড়তে ভালো লাগে না :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, তারকা ব্লগাড় কি?
পাঁচতারা।
আমার বন্ধুয়া বিহনে
কি জানি, এইটা যে কি? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বাসে চড়া পার্টির জন্য এই কবিতা না...গাড়ি কেনার পর পড়ে মন্তব্য করব... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কামরুল মত আবার ভুইল্লা যাইও না কিন্তু। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঢাকায় যাইতেই ইদানিং ভায় খাই । জ্যামের লাইগ্যা । তবে যাইতে হবে মনে হয়......
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
যাইও না, মেলা পাব্লিক ওইখানে, পচ্চুর গ্যাঞ্জাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কবিতা ভাল হইছে।
তবে বুঝা গেল ফয়েজ ভাইয়ের অভিজ্ঞতা কম, নইলে ওড়না বানান ভুল করলে কেম্নে? 😛
www.tareqnurulhasan.com
😀
মাত্র একখান বানান ভুল হইলো, ইম্প্রুভ করছি দেখা যায়।
একটা বানান ভুল হইলে কোন নাম্বার কাটা যায় না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তারমানে ঢাকা শহরে সবচেয়ে বেশি সুন্দরীর বসবাস? 😛
আবার জিগায়,
ঢাকার মোড়ে মোড়ে বিশ্ব-সুন্দরীদের বসবাস।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঢাকার মোড়ে মোড়ে বিশ্ব-সুন্দরীদের বসবাস।
😡 :chup: :bash:
এটা আগেই পড়েছিলাম, কিন্তু কেন যেন মন্তব্য করা হয়নি। এমন কবিতা আমরা আর পাচ্ছিনা কেন? এক কথায় দারুন একটা কবিতা হয়ে গেছে।
বস জটিল হইসে কবিতা টা :boss: