জ্যাম

মোড়ের আইল্যান্ডে দাঁড়িয়ে ছিলে তুমি,
রাস্তা পারের আশায়,
মৃদু বাতাসে উড়ছিল মাথার চুল, বুকের ওড়না।

শহরের বাতাস প্রচন্ড গরম,
হলুদ হাওয়ার রাজপথ। উর্ধ্মুখী ছুটে চলা জীবন।

তবুও,
আশ্চর্য্য সজীব তোমার চারপাশ।
তোমাকে ঘিরে থাকা ভিখিরী, ট্রাফিক পুলিশ,
তোমার খয়েরী জামা, সোনালী ব্যাগ, হালকা রঙের লিপস্টিক
অথবা, পিছনের সবুজ পাহাড়।

বোকা মেয়ে,
বুঝতেও পারোনি তুমি,
আজ শহরের সমস্ত জ্যাম শুধু তোমাকে ঘিরে।

৫,৭৫২ বার দেখা হয়েছে

৬৬ টি মন্তব্য : “জ্যাম”

  1. টিটো রহমান (৯৪-০০)

    ফয়েজ ভাই এর লেখা কতোদিন পর।তাও ১ম কি চমৎকার একটা রোমান্টিক কবিতা!
    অল্প কথায় কত কিছুই না বলা যায়! কবিতাটা পইড়া মনে হইল আমি ওয়াসার মোড়ে দাঁড়াইয়া আছি আর আমার সামনে কদ্দিন পর ফয়েজ ভাই ;)) ;))


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  2. ফয়েজ ভাই,বহুদিন পর এসেই আবার রক্কায়লেন 🙂 বস কবিতা হয়সে,আপনার মতই :thumbup: :thumbup: :thumbup:
    কবিতা পড়ে আমার কিন্তু মনে হচ্ছে আমি খাস্তগীর স্কুল,সেন্টমেরীস স্কুল আর আইডিয়াল স্কুল এর তিন মুখী জ্যামে আটকে আছি।মানে,আমি ওই গোল চত্বরে দাড়াঁই আসি,আর চারপাশে জ্যাম! 😛 😀

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    ওরে নারে, ব্লগের তো রমরমা অবস্থা। সব তারকা ব্লগার রা ব্লগ দিচ্ছে।
    ফয়েজ ভাই আপনি অনেক খারাপ মানুষ মাসে দুই মাসে একটা কইরা ব্লগ দেন। আর খেরোখাতা বন্ধ কইরা দিছেন। এই জন্য কবিতা ভাল হইছে এইটা কমু না...

    জবাব দিন
  4. মইনুল (১৯৯২-১৯৯৮)

    আশ্চর্য্য সজীব তোমার চারপাশ।
    তোমাকে ঘিরে থাকা ভিখিরী, ট্রাফিক পুলিশ,
    তোমার খয়েরী জামা, সোনালী ব্যাগ, হালকা রঙের লিপস্টিক
    অথবা, পিছনের সবুজ পাহাড়।

    কিছুক্ষন আগেই এই দৃশ্য দেখলাম। কবিতা ভালো ছিলো ফয়েজ ভাই। তা খেরোখাতার কি সমাধি দিয়ে দিলেন নাকি ???

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    জ্যাম নিয়া লেখা কোবতেটা ভালা লাগছে ...
    এইবার জেলী নিয়া একটা কিছু নামাই দেন ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    ফয়েজ ভাই এর লেখা কতোদিন পর।তাও ১ম কি চমৎকার একটা রোমান্টিক কবিতা!
    অল্প কথায় কত কিছুই না বলা যায়! কবিতাটা পইড়া মনে হইল আমি ওয়াসার মোড়ে দাঁড়াইয়া আছি আর আমার সামনে কদ্দিন পর ফয়েজ ভাই ;)) ;))
    বড়ই ভালো পাইলাম, ফয়েজ ভাই :clap:
    😀 😀

    জোক্স এপার্ট, অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভাল্লাগতেসে ফয়েজ ভাই। কেমন আছেন আপনি?? আপনার এমবিএ???
    কবিতা উপাদেয় হয়েছে। 🙂

    জবাব দিন
  7. রুম্মান (১৯৯৩-৯৯)

    ঢাকায় যাইতেই ইদানিং ভায় খাই । জ্যামের লাইগ্যা । তবে যাইতে হবে মনে হয়......


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।