শরতের আকাশ সবচেয়ে সুন্দর। কি দিনে, কি রাতে।
এর অবশ্য একটা ব্যাখ্যা আছে। বর্ষার কারনে আকাশ এবং পৃথিবীর মাঝের ধুলোর পর্দাটা মুছে যায়। আকাশ হয়ে উঠে সদ্যস্নাতা যুবতীর মত। তার নীল ফুটে উঠে, ফুটে উঠে তার জ্যোস্না। শরতের মেঘ গুলো সুন্দর। সাদা তুলোর মত উড়তে থাকে পুরো আকাশে। বাধা দেবার কেউ নেই যেন। একটা একটা মেঘ আবার একেক রকম। কোনটা ঘোড়ার মত, হাতির মত কেউ, কোনটা আমার পড়ার ডেস্ক, কবিতার খাতা। কোন কোনটাকে ইচ্ছেমত যা খুশি তাই মনে করা যায়, আবার কোনটাকে মেলানো যায়না কোন কিছুর সংগেই।
তবে সবচেয়ে সুন্দর মনে হয় অমাবশ্যার আকাশ। চাদের আলোয় যেগুলো ম্ল্যান থাকে, নিজেকে দেখাতে পারে না, তারা সব সেজেগুজে ফুটে উঠে কি চমৎকার ভাবে। একেক তারার আবার একেক নাম, ধ্রুব, সপ্তর্ষি, কালপুরুষ। আমি অবশ্য কোন তারার কি নাম তা জানি না। জানতে ইচ্ছে করেনা। তবে সবগুলো তারাকে ক্যানভাসের বিন্দু ধরে কালোর পটভুমিতে ইচ্ছেমত আকা যায় “যা ইচ্ছে তাই”। কল্পনার রেখা ধরে। খোলা মাঠে কিংবা ছাদে সম্পুর্ন নগ্ন হয়ে অমাবশ্যার আকাশ দেখার একটা আলাদা মজা আছে। আকাশটা তখন অনেক নীচে নেমে আসে, কথা কয়। গান গায়। সংগে শরতের লীলুয়া বাতাস।
প্রকৃতিকে বুঝতে চাইলে এর অংশ হতে হয়। কারন সে বড় লাজুক, সবার সামনে ঘোমটা খুলতে তার ভারি লজ্জা।
পুর্নিমার জোয়ারটা আবার সেইরকম। তখন পুরো সাগরটাই একটা ক্যানভাস, তার উপর ঢেউ তুলে রুপালি আলোর নাচন, আলোর তরংগের উপর আবার সাদা ফেনিল ছোয়া। আহা। গলা পর্যন্ত পানিতে ডুবে সাগরের রুপ। কেউ কি আছে জলকন্যা, নিয়ে যাবে আমাকে? ওই মাঝ সাগরে, তার পিঠে নিয়ে। কেউ কি আছে?
কেউ কি নেই?
নাহ, এবারের শরৎ পুর্নিমায় একটা কক্সবাজার ট্রিপ দিতেই হয়। মাঝ সাগরে ভেসে না গেলেই বাচি।
|
আগে কমেন্টাই...ভাইয়া সাবাশ। এই গতিতে চললে সিসিআর-এর পোস্ট ১০০ হইতে আর বেশি দেরি নাই... :awesome:
তুমি লেখা শুরু না করা পর্যন্ত কিভাবে হবে সেঞ্চুরী? 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুঝলাম গাছে উঠছিলেন. হে হে হে
আহারে আমিও যুদি এইরকোম্লেক্তেপার্তাম 🙁 🙁 🙁
কক্সবাজার এক নম্বর পয়েন্টের রাস্তা ধরে সাগরের দিকে এগুলো একদম বীচের উপর একটা হোটেল পাবে, ওটাই সাগরের সবচেয়ে কাছাকাছি হোটেল। ওদের সী-ফ্রন্ট রুমে থাকলে আর গাছে উঠতে হবে না।
পিরা ভাষা ইন্টারপ্রেট করে পড়তে পড়তে গ্রে-ম্যাটার হোয়াইট-ম্যাটার সব ইয়োলো হই যায়। আর এই ভাষা তো হিব্রু হিব্রু লাগে আমার। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভূগোলের শহীদ স্যারের ক্লাস যারা করে তারা প্রথম রাতেই আকাশের দিকে তারা চেনার চেষ্টা করে। স্যারের চিনিয়ে দেয়া তারাগুলো চিনতে আজও আমার ভুল হয়না।
অমাবশ্যা রাতগুলো সবচেয়ে উপভোগ করা যেত কলেজে। জ্বলজ্বলে তারাগুলোকে খুব আপন মনে হত।
ফয়েজ ভাই, খুব ভালো লাগল লেখাটা পড়ে। :clap: :clap: :clap:
সপ্তর্ষি (লঘু-গুরু) ছাড়া আমি আর কোন তারা চিনি না। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি একটাই চিনি, তাও ঐটা দিনের বেলায় উঠে দেইখা 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
আমি চিনি কয়েকটা......।
Life is Mad.
এইখানে এত হাসাহাসি ক্যান? 😕
খেরোখাতা খেরোখাতা'ই ...
ভেসে গেলেও বাচি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাতার জানিনা রে ভাই। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ক্যাডেট আকাশ, পিসিসি'র কথা কইলেন নাকি বস ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যমুন হিমু হিমু ভাব... 😛 😛 😛
:awesome: :awesome: :awesome: :awesome:
আরে না পিসিসি না, একা তো কেউ নাই।
হিমু হইতে পারে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮 😮 😛 😛 😛
বস্, দেখবেন তো চোখ দিয়া, কাপড় খোলেন ক্যান :-/ ? লোকজন যদি টর্চ মারে আর পাগল ভাবে :-B
হে হে হে,
প্রকৃতির কাছাকাছি আর কি। কাপড় তো আধুনিক জিনিস।
খুব বেশি লজ্জা লাগলে গাছের পাতা নিতে পার। বড় বড় কচু পাতা আছে, কলাপাতা আছে এই সব আরকি। B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ দিলেনতো টারজান বানায়া, তখনতো জেন আপুরে ছাড়া আর কাউরে দেখবোনা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
বাংলাদেশী জেন 'নতুন' এর কথা মনে পড়ে গেল 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আহারে গান ডা মনে করায়া দিলি :khekz: :khekz:
এইডা ওয়ার্ল্ডের একমাত্র জেন আছিলো যে কিনা টার্জানের হাতিডার থেইকাও মোডা x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
:bash:
আমি মুডীটারে দেখুম... :((
তুইতো বন্য, বনেই আছোস, চোখ কান নাক সব খোলা রাখিস, তাইলেই দেখা পাবি B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
আপাতত জিপারটা খোলা রাক্সি... 😀
যেখানেই থাক আসতে তাকে হবেই... :grr: :grr:
যার যার মাল নিজ দায়িত্বে রাখুন। B-)
ফয়েজ বস,
আপনার খেরোখাতা পড়ে খুব খুব ভাল লাগলো।
আকাশ, মেঘ আর বৃষ্টি আমার তিনটি প্রিয় বিষয়।
আপনি এখানে দুটি নিয়ে এসেছেন।
আর দুটিও এসেছে দারুন ভাবে।
অদ্ভুত এক মাদকতা আছে এই ভাবনাটুকুতে।
:boss:
আমি ভাবছি - এর পরে বৃষ্টির একটি লেখা শেয়ার করবো আপনাদের সাথে। 🙂
শুভেচ্ছা নিন।
সৈয়দ সাফী
শুভেচ্ছে নিলাম। তুমিও নাও।
পুরান দিতেছ কিছু কইতেছিনা। কিন্তু নতুন না দিলে খবর করি দিব কইলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম :dreamy:
কিছু কইলা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ট্রাই মারসেন নাকি কখনো, ভাই?
এইটা সেকরেট, কওন যাইব না। 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রাত পৌণে বারটায় 'নীল চাঁদোয়া' শুনতে শুনতে তোমার লেখা পড়ে অমাবশ্যার রাত দেখতে স্বাদ হলো। এই বয়সে তো নগ্ন হওয়া যায় না। বাপের এই কাম দেখলে পোলা তাইলে নির্ঘাৎ পিসিসি x-( পাঠাইয়া দিবো!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =)) =))
😮 😮 😮
লাবলু ভাই, আপনাদের সময় ও কি পিসিসি এই ব্যাপারে বিখ্যাত ছিল 😉
শীতের আকাশে মজা কম। আকাশ ময়লা হয়ে থাকে। আর নগ্নও
হতেও প্রব্লেম, ঠান্ডা লেগে যাবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইজান আমার খুব তারা দেখতে ইচ্ছা করছে। শনিবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছি। বান্দরবন আর রাঙ্গামাটি যাবো। একটা আমাবস্যা মনে হয় পেতে পারি(নিশ্চিত জানি না)। ওখানে নগ্ন :shy: হয়ে আমাবস্যা দেখার ইচ্ছা আছে।
খুব ঠান্ডা কিন্তু। ভুলেও এই কাজ করিও না এখন। এইটা শরৎ কালের দৃশ্য।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস আপনার লেখা পড়লে সব ছেড়েছুঁড়ে দেশে ফিরতে ইচ্ছা করে। মনটা ভালো করার জন্য আটলান্টিকের পাড়ে কিছুক্ষন ড্রাইভ করলাম। কিন্তু মনটা আরো বিষন্ন হয়ে গেল।
এমন মর্মস্পর্শী লেখার ব্যান্চাই। :boss: :boss: :boss:
রংপুর দেখি সমানে আগাচ্ছে। সেন্ঞ্চুরীর বেশি বাকি নাই।
ও আমার দেশের মাঠি, তোমার পরে ঠেকাই মাথা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খেরোখাতা রকস :awesome: .......... (কপি,জুনা)
আপনার ব্লগ রজত জয়ন্তীর শুভেচ্ছা
:boss: :boss: :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ফয়েজ রকস (কপিরাইটঃ ফয়েজ) :boss:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুভেচ্ছা :thumbup: :thumbup: :guitar: :guitar: ।
Life is Mad.
তোমারে আর কি কমু? তুমি একা যত দিছ আমরা সবডি এত দেই নাই :boss:
আফসোস , ঢাকায় আকাশ দেখা যায় না, আর কক্সবাজার যাওয়ার সুযোগ পাইতেছি না। তাই সম্বল অঞ্জনের গান আকাশ দেখতে চাই 😀
দূর ঢাকায় উচা উচা ইট ছাড়া কিছু নাই।
ঢাকা মাইনাস :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিটাগাং রকস্ :boss: :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফয়েজ ভাইয়ের খেরোখাতা :party: :party: :party:
ও তৌফিক, কই গেছিলা? ব্যাস্ত নি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জ্বি ফয়েজ ভাই। 🙁
থিসিস এক সেমিস্টার আগে শেষ করার মিশন ইম্পসিবল হাতে নিছি। 😛
ফয়েজ ভাইয়ের খেরোখাতার তুলনা শুধু ফয়েজ ভাইয়ের খেরোখাতাই (কপিরাইটঃ আবুল হায়াত 😕 )
সংসারে প্রবল বৈরাগ্য!
এইডা কুন হায়াতের কথা কও? তাওয়াই সাহেবের নি?
সেই কবে চাঁদের আলোর পাশে ম্লান হয়ে যাওয়া তারার তুলনা পড়েছিলাম আইভান হো'র নায়িকার বর্ণনায়।
আপনার অমাবশ্যার আকাশের কথায় সেটা ফিরে এলো।
:boss: :boss: :clap: :clap:
Life is Mad.
সেই বাচ্চা কালে পড়ছিলাম, ফিগার ক্যামন মনে নাই 😀
কবিতা আমি খুব একটা পড়িনা। তবে আপনার এই গদ্য কবিতার ভীষণ ভক্ত আমি।
গদ্য কবিতার কপিরাইটা কিন্তু আনিসুল হক। সানাউল্লাহ ভাইয়ের কলিগ।
তোমার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। 🙂
গানটা চ্রম...অনেকদিন ধরেই খুজতেসিলাম... 😀
লিখা দুর্ধর্ষ :clap:
:clap: :clap:
গান খুজে দিলাম। কি খাওয়াবা বল?
রক্তের বদলে রক্ত,গানের বদলে গান... :grr:
একটা গান আসেনা...
😀
আর বেকুব এইটা হইব "গান গাই আর মনরে বুঝাই"
চাপা মারতে মারতে দেখি দিন দুনিয়া আউলায় ফেলছ :grr:
আপনেও জুক বুঝেন না... 🙁 🙁
খেরোখাতা রক্স... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ