দৃষ্টি একটি মেয়ের নাম। লম্বা, একহাড়া গড়ন, যতটুকু কালো হলে উজ্জ্বল শ্যামলা বলা যায়, ততটুকু কিংবা তার কাছাকাছি কালো। অসম্ভব শান্ত চোখ। ক্লাসে মেয়েদের মধ্যে সে ছিল সবচেয়ে লম্বা। মেয়েরা সবাই যখন একসাথে দাঁড়াতো, দৃষ্টির চোখ ওদের সবার মাথার উপরে থাকতো। ওর দাঁড়ানোর ভংগিটা ছিল ঋজু, যদিও তাকে যখন শেষ দেখি, তখনও এই “ঋজু” শব্দটার সংগে আমার পরিচয় হয়নি। কতইবা বয়স, নয় কিংবা দশ। কিন্তু পরে যখন এই শব্দটার মানে বুঝতে পারলাম, তখন কেন জানি মনে হয়েছিল “দৃষ্টিটা ঋজু ভংগিতে দাড়াতো”।
প্রাইমারী স্কুলে সবাই দল বেধে চলাফেরা করে। স্কুলে বসা, খেলা, এমনকি টিফিন খাওয়াটাও এই গ্রুপের সাথে। কো-এডুকেশন সিসষ্টেমের পুলিশ প্রাইমারী স্কুলে আমার গ্রুপে কিছু মেয়ে থাকলেও দৃষ্টি ছিল না। কারন দৃষ্টির কোন গ্রুপ ছিল না। মেয়েটা একা একা থাকত, কথা তেমন একটা বলত না কারও সাথে। স্কুলের ঠিক পাশে, একটা সরকারী বাংলোয় দৃষ্টি তার এক বোন আর বাবা সহ থাকত। সেটাও জানতে পারি যখন ওই বাসার পেয়ারা চুরি করে, বাসায় পানি খেতে গিয়েছিলাম। দরজা খুলেছিল দৃষ্টি। আমি তখন জানতে পারি এটা ওদের বাসা।
ওর মা যে অনেক আগেই মারা গিয়েছেন এটা জানি আরও অনেক পরে। খুব মায়া লেগেছিল ওর জন্য। আহারে, ওর মা নেই, বাসায় ফিরে মায়ের হাতের মাখানো ভাত ও খেতে পায়না। একটা অপার্থিব মায়ায় আমার ছোট্ট মনটা ভরে উঠেছিল। বাসায় ফিরে মাকে বলেছিলাম, “দৃষ্টির মা নেই”। মা তাকে দেখতে চেয়েছিলেন। ব্যাস এইটুকুই।
প্রথম শ্রেনীর অপরাধ করার কারনে একদিন বিশাল পিটুনী দিলাম লাকিকে। বল দিয়ে মেরে বসলাম ওর পেটে। অপরাধ? আমাদের ফুটবল খেলার একটা গোল পোষ্টে সে “ছিঃবুড়ি” খেলার বউ বসিয়েছে। অবশ্য এর প্রায়শ্চিত্ত করতে হল একগাদা খামছি খেয়ে। সব মেয়ের দল একসাথে আচ্ছা মত খামছি দিল আমার পিঠে। “মেয়েদের কাছে মার খাচ্ছি” এই অপমানে কোন ছেলেবন্ধু আমাকে বাচাতে আসল না সেদিন। সবাই খামচি মারলেও দৃষ্টি দিল না। কিন্তু না দেয়ার কোন গ্রহনযোগ্য কারন ছিল না। কেন দেয়নি খামছি সেদিন ও আমাকে?
দৃষ্টির দিকে প্রথম সমীহ করে তাকালাম সম্ভবত ক্লাস ফাইভের প্রথম সাময়িক পরীক্ষার পর। ক্লাসে আমার রেজাল্ট সব সময় প্রথম দিকেই থাকত। অবাক হলাম যখন দেখলাম সব স্যার এসে দৃষ্টির নাম ধরে ডাকছেন, আর লম্বুটা মেয়েদের মাঝে থেকে টুপ করে দাড়াচ্ছে। স্যারেরা সবাই তার প্রশংসা করছে, আর মেয়েটা কেমন একটা লজ্জা লজ্জা হাসি দিচ্ছে। বুঝলাম এবার ভাল করেছে এই মেয়েটা। কত ভাল বুঝলাম পুরো রেজাল্টের পর, যতদুর মনে পড়ে ৪র্থ কিংবা ৭ম হয়েছিল সে।
একদিন সন্ধ্যায় বাসায় পড়ছি, হঠাৎ আম্মা বললেন দৃষ্টি আমার সংগে দেখা করতে এসেছে বাসায়। মা মিটিমিটি হাসছিলেন। দৃষ্টি খুব সাবলীল ভাবে বাসায় ঢুকল, সংগে আর কেউ একজন ছিল, মনে নেই এতদিন পরে, তবে তার বাবা নয়। মায়ের সংগে জড়তা ছাড়াই কথা বলল সে, বাসা ঘুরল, আর এই আমি, স্কুলের মাস্তান, নিজের বাসায় সহপাঠিনীর সামনে লজ্জায় লাল হয়ে গেলাম, ভাষা হারিয়ে ফেললাম।
পরদিন স্কুলে গিয়ে শুনলাম দৃষ্টির বাবা বদলি হয়ে গেছেন। দৃষ্টি শেষ দেখা করতে গিয়েছিল আমার বাসায়, এবং শুধু আমারি বাসায়, আর কোথাও নয়।
এর পর অনেক বার গিয়েছি ওর বাসার আশেপাশে। যখন জিলা স্কুলে পড়তাম, ক্যাডেটে পড়তাম। কি জন্য যেতাম তাও এক রহস্য, কিন্তু যেতাম।
দৃষ্টির বাসা সহ পুরো জায়গা ঘিরে এখন রংপুর চিড়িয়াখানা। বাসাটা নেই, শুধু বেচে আছে পেয়ারা গাছগুলো।
এক ঝটকায় ছোটবেলার কুমিল্লা শহরে ফিরে গেলাম যেনো। আহা! আমার ছেলেবেলা, প্রাইমারী স্কুলের বন্ধুরা, বাসার পাশের ধর্মসাগর আর আমার শহর।
ফয়েজ ভাই , আপনার লেখা নিয়ে নতুন করে বলার কিছু নাই। এই সিরিজ যেনো চলে অনেকদিন।
আপনার জন্যে একটা গান... কেমন লাগলো জানাবেন।
ডাউনলোড লিঙ্ক
আমার শহর-চন্দ্রবিন্দু
এভাবেও ফিরে আসা যায়-চন্দ্রবিন্দু
এটাও শুনে দেখুন কেমন লাগে 😀
২য় গানটা সুন্দর। গানের লিংক দেয়ার জন্য থ্যাংকু।
কামরুল, সিসিবি আবার গ্রীন গ্রীন লাগে।
সিসিবি আসলে গ্রীন ছাড়া মানায় না কি বল। 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
"চন্দ্রবিন্দু" সত্যিই বস।
Life is Mad.
আরো কি যেন একটা ছিল শুনছিলাম (দৃষ্টি আপুর মত)। লেইখা ফালা 😉
ইঙ্গিতে ব্যাক্তিগত আক্রমন করার জন্যে শোয়েবের ব্যাঞ্চাই 😉
কামরুলের লেখা চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঝাতি লেখা চায়......
ঝাতির ব্যাঞ্চাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জাতির ব্যান চাওয়া মানে তো বলিউডের কাজলাপুর ব্যান চাওয়া.. :dreamy:
কেননা, উনি একবার কারণ-অর্জুন শাহ্রুখ ভাইকে ছবিতে বলেছিলেন..'জাতি হু মে...' :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কারণ-অর্জুন ছবিতে শাহ্রুখ ভাইকে বলেছিলেন..
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওরে ডান্স যা একটা দিছে না। আমরা টিভির তলে বসে থাকতাম। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইশ, আমার শহর ময়মনসিংহের অনেক কথা মনে পড়ে গেলো
আমার দেখা বাংলাদেশের সুন্দর শহরগুলোর মধ্যে একটা এই ময়মনসিংহ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিরিজ তো প্রথম পর্বেই হিট। আজীবন চলুক.........
ওই শোয়েব, তুমি লেখ না ক্যান? ঘটনা কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনার লেখা সম্পর্কে আসলেই কিছু বলার নাই :hatsoff:
বস,আপনি সিসিবি'র সাকীব আল হাসান...(বাংলাদেশ দলের সাথে পার্থক্য শুধু এই যে, আমাদের এইখানে আরো কিছু নির্ভরযোগ্য পারফর্মার আছে...)
ঢাকা শহরে জন্মানো এবং লালিত-পালিত হওয়ার জন্য আজীবন কিছু দুঃখ থেকে যাবে...আপনার এই লেখা এবং ঋজু ভঙ্গিতে দাঁড়ানো 'দৃষ্টি'টা আমার দুঃখ আরো বাড়ায়ে দিলো :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঢাকায় যারা শৈশব কাটিয়েছে তাদের জন্য আমার মায়া লাগে। আহারে, কত কিছু তাদের অজানা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
মজা লাগসে আপনার গল্পটা। ছোট্ট বেলার প্রেম আমার সেই... 🙂
অনুভূতিটুকুও কামরুলের মতোই। গান গুলো সুন্দর। সুন্দর চাঁদ ধন্যবাদ তোমাকে।
ছোট্ট বেলার প্রেম গুলা কেমন জানি আলাদা, আলাদা, নিষ্পাপ নিষ্পাপ অনুভুতি তাই না।
অফটপিকঃ তোমার জন্য খারাপই লাগল কালকে রাতে, ভাবছিলাম ম্যান ইউ ড্র করবে। লাষ্ট মিনিটে লম্বা চুলের পোলাটা গোল দিল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পুরো লেখা আসলেই হিট। :hatsoff:
এ লেখা থামলে ফয়েজ ভাইর খবর আছে
অফটপিক: ভাবীর দিকে দৃষ্টি আছে তো??? 😉
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঘরওয়ালা তো ঘরওয়ালা, বাহারওয়ালার কোন খবর তার দরকার নেই।
জীবন এখন অনেকটাই বাধা, স্মৃতির মত লাগামছাড়া নয় বাচ্চু।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইশশ আমিও আমার ছোটবেলা সিলেটে চলে গেলাম। ছোট্ট শহরের মজা গুলা সেইরকম হয়। সেটা বেশি বুঝার আগেই আব্বুর বদলি হয়ে ঢাকায় চলে আসার জন্য আব্বুর বসের ব্যঞ্চাই।
ফয়েজ ভাই কঠিন ভাল লাগল। চোখের সামনে যেন পেয়ারা গাছ গুলা দেখতে পারছি।
তোমার আপু সিরিজ দেখে অনুপ্রানিত হয়েছি। আমার অবশ্য আপু সিরিজ না, প্রেমিকা সিরিজ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:clap:
বস,
অসাধারন ছাড়া অন্য কোন শব্দের এত সাহস নেই যে এইখানে স্থান পায়।
:boss:
চলুক এই মিষ্টি সিরিজটি।
:salute:
সৈয়দ সাফী
থ্যাংকু ওবায়দুল্লাহ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দৃষ্টি এখন কোথায়????? কেমন আছে?
মনের ভিতর এই প্রশ্নগুলোই উঠে আসল।
অসাধারণ ভাইয়া, অসাধারণ :clap: :clap: ।
Life is Mad.
দৃষ্টি কই আছে জানি না।
জানার দরকার আছে নাকি বলতো, মা হয়ে গেছে নিশ্চয়ই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সাকেব ... x-(
আপু কিংবা ম্যাডাম বল ব্যাটা ... x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ও তাইফুর কি বাত্তি লাগাইলি.........। নাম দেখছ না। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
আপনার লেখা পড়ার পর একটা কবিতা লিখে ফেললাম..
দৃষ্টি, প্রদীপ জ্বেলে খুঁজেছি তোমায়
ফেলে আসা দিনগুলো মনে পড়ে যায়
এ জীবনে তুমি ছাড়া আর কেহ নাই
হারিয়ে যাওয়া স্মৃতি- ফিরে পেতে চাই..
*'দৃষ্টি' র পর কমা ইচ্ছে করেই দিয়েছি.. B-) 😉
* কবিতাটা কেমন জানি আগেও শুনেছি টাইপ হয়েছে.. :-B
জন্মাতে মনে হয় দেরী করে ফেলেছি.. :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😀
কই আমি তো শুনি নাই। তোমার কাছে প্রথম শুনলাম।
কোবতে ভাল হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ক্যামুন মাস্তান বুঝছি ... মাইয়াগো খামচি খাওয়া মাস্তান। 😀
আর দৃষ্টি ম্যাডামের রুমটা ... হরিণি'র খাচা। (বড় ভাইয়ের ছোট বেলা'র প্রেম ।। ম্যাডাম না বইলা উপায় আছে ??)
ফয়েজ ভাই, লেখাটা পড়ার পর থেকে, বুকের মধ্যে কেমন খালি খালি লাগতেছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দৃষ্টি আর বৃষ্টি দুই বোন, কই নাই বুঝি তোমাকে? 😉
আরে না, ওইটা এখন চিড়িয়াখানার লেক। মাছেরা ঘোরাঘুরি করে আরকি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দিলেন তো ম্যাডাম থিকা বড় বইন বানাইয়া। :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সেইফ সাইডে নিলাম, কি নাকি কইয়া ফালাও আবার 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
খুউউবি আলাদা, খুউবি নিষ্পাপ, একদম ইনোসেন্ট। 😉
ভাইয়া, জাপান থাইকা এক্কেবারে রংপুরে বাসার পাশে চইলা গ্যাছিলাম কিছু সময়ের জন্য। অনেক কিছু মনে করায়ে দিলেন। থ্যাঙ্কু থ্যাঙ্কু 😉
কষ্ট করে এতোদূর বাসার পাশে যখন চইলাই গেসো, তাইলে পাশের বাসার কোন কোন মেয়ের কথা মনে পইড়া গেল- সেইটাও যদি একটু বইলা যাইতা... :grr:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
@ ছন্নছাড়া, বাসা কোথায় তোমার রংপুরে?
@ সাকেব এই পোলা বহুত পিছলা, ধরা দিবার চায় না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপু কে ফোনে কমু নে...বড় ভাইদের ডাইরেক্ট কইতে শরম্পাই তো :shy: আপুর কাছ থেকে শুনে নিয়েন :awesome:
😀
ফোন নাম্বারটা কত আপুর?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জী ভাইয়া, বাড়ি মোর অম্পুর।এডিসন ভাইও নাকি অম্পুর জিলা স্কুলত পরছে।হামরা ৩ জন এ তাইলে অম্পুরের। :awesome: :awesome: :awesome:
আমি পিছলা না মোটেও। খুউউউবি ভদ্র ,চুপচাপ পোলা 🙂 । সাকেব ভাইরে কইয়া কুনো লাভ হইবো না। আমারে উনি চিনে ভাল কইরা।... :dreamy:
আপুর নাম্বার দেয়া যাইবো না। সাকেব ভাই মাইর লাগাইবো আমারে। শেষে টোকিও যাওয়া বন্ধ হইব 😮
আহা! এক দৃষ্টির কথা বলে কয়েক ডজন দৃষ্টি কে দৃষ্টির সামনে এনে হাজির করিয়ে দিলেন। :dreamy:
তাদের মধ্যে প্রথমজন ছিল আমার চেয়ে দুই ইঞ্চি লম্বা 🙁
চলুক সিরিজ। রইলাম অপেক্ষায়। :awesome:
সাতেও নাই, পাঁচেও নাই
ছিঃ কি অশ্লীল ইঙ্গীত।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
শিশুতোষ জিনিসে অশ্লীলতার গন্ধ পাওয়ায় তাইফুর ভাইয়ের ব্যাঞ্চাই
সাতেও নাই, পাঁচেও নাই
প্রাপ্তবয়স্ক 'জিনিস'কে শিশুতোষ ভূয়া ফ্লেভার প্রদানের চেষ্টা করায় জিহাদ সহ সকল শিশুতোষ জিনিসের ব্যাঞ্চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই সহ দুনিয়ার সব 'জিনিস' এর ব্যাঞ্চাই
সাতেও নাই, পাঁচেও নাই
@ জিহাদ, সিনিয়র কেউ নাই তোমার তালিকায়? আমি তো সিনিয়রদের প্রেমে কত হাবুডুবু যে খাইছি। একজনকে তো বউ বানায় ফেলছিলাম।
আহা, দিন গুলো আর নেই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বড় ভালো লাগলো, পরের পর্ব কবে পাবো :(( :(( ?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কবে পাবা জানিনা, তবে পাবা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ, তোমার সিরিজ চলুক। আর এই সুযোগে আমরাও টাইম মেশিনে যার যার অতীতে ফিরে যাই। ইন দ্যা ইয়ার ..............
কি করবো বলো, বুড়াদের এই এক দোষ!! :bash: :bash: :bash:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস আপনার গল্প শুনতে মন চায়। :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হায়, ফয়েজ ভাই কত্ত লাকি আছিলেন :bash: :bash:
ইশ, কি যে কপাল নিয়া আইলাম দুইন্যাতে ~x( দৃষ্টি, বৃষ্টি, সৃষ্টি, মিষ্টি কারো ধারে কাছে যাইতামপার্লামনা :khekz: :khekz:
আহারে পেয়ারা গাছ ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
একটার কথাই না মাত্র কইছি। আরও আছেনা, কত্ত আছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জেসিসি আপ আপ... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পেয়ারা গাছ আপ আপ :thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মন খারাপ করে দেয়ার জন্য ফয়েজ ভাইয়ের ব্যঞ্চাই,,,,,,,,,,,,,,,,
তোমার মন কি আমি খারাপ করছি। তুমি নিজে নিজে মন খারাপ করছ। মন খারাপ করার জন্য তোমারও ভ্যান গাড়ি চাই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহা :dreamy: :dreamy: :dreamy:
ফয়েজ ভাই, অসাধারণ :thumbup: । সিরিজ আকারে চলুক :boss:
তোমার কাহিনী নাই এই রকম। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:no: না ভাই। আমি আবার একটু বেশি :shy: ছিলাম তো 😛 । একবার আমার এক সুন্দরী ভাবীকে দেখে ঘন্টা খানেক লুকিয়ে ছিলাম। সারা এলাকা খুজে আমাকে পাওয়া যাচ্ছিল না। শেষে খাটের নিচে উবু হয়ে প্রচন্ড ঘর্মাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করা হলো। (৫ বছর বয়সের ঘটনা 😀 )। সেই :shy: কাটার আগেই ক্যাডেট কলেজে ঢুকে পড়ি 🙁
ক্যামনে কি? পাব্লিক তো ভাবীর উপর দাবি কইরা বসে, আর তুমি কিনা খাটের তলে।
নাহ তুমি পোলাটা আসলে খুব ভালা মনে হইতেছে। বিয়া করছ? মাইয়া খুজুম?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
রি-ইউনিয়ন এ পরিচয় হওয়া এক ভাবিরে তো আমি চিঠিই পাঠাইছিলাম মূগ্ধ হইয়া। উত্তর আসে নাই। আমি যদিও অবুঝ মনে দিছিলাম, ভাবি মুনে অয় বুঝতে পারছিলো ।এখন যেমন আমি বুঝতাছি =(( ।
😛
২ বছর হই গেল ভাই 😀 অহন আর লইজ্জা নাই 😛
বস,
অনুসন্ধিৎসু এই মানবমন জানতে চায় যে- সুন্দরী ভাবীকে দেখে খাটের তলায় ঢুকার পরে আপনি ঘর্মাক্ত হয়ে গেলেন কিভাবে? ;;)
খুব গরম ছিল বুঝি? 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
নিষ্পাপ জিনিসে পাপের ফ্লেভার দেয়ার জন্য এই পুলার ভ্যান গাড়ি চাই।
আমিতো আগে থেকেই ফয়েজ ভাইয়ের পাঙ্খা। অনন্যসাধারন হয়েছে। :boss: :boss: :boss: আমার গাজিপুরের জীবনের কথা মনে করিয়ে দিলেন ভাই।
বল আমাদের, আমরা শুনি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আপনার লেখনী নিয়ে কিছু বলব সেই দুঃসাহস আমার নেই।
আমরা যারা মফঃস্বল শহরে বড় হয়েছি তাদের জীবনে কত ছোট ছোট ঘটনা থাকে। ইমোশনাল করে দিলেন রে ভাই!
খুব, খুব ভালো লাগল। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
😀
অনেক কিছু কিন্তু কইলা। থ্যাঙ্কু
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহারে পরথম পিরিতে কথা মনে পৈরা গেল... আহারে...
বিদ্র: প্রায় পনের মিনিটের চেষ্টায় এক্টা কমেন্ট দিতে পার্লাম। মিজাজ বোহুত গ্রম হৈছে।
কই ছিলা বাচ্চু এতদিন?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমার বাল্যবেলার প্রথম প্রেমকে দেখছিলাম অনেক বছর পর ধানমন্ডি লেকপাড়ে। একটা হোদল কুতঁকুতঁকে নিয়া বইসা আছে। x-(
তৎকালীন প্রেমিকা, বর্তমান বউ সাথে ছিল। তারে দেখায়া বললাম, বাচ্চাকালে এই মাইয়াটারে আমি খুব ভালা পাইতাম। 😀
বউ মাইন্ড খায় নাই। খালি বলছে, তোমার চয়েজ তো বাচ্চাকাল থাইকাই ভালো। 😉
অনেক কথা মনে করায়া দিলেন ফয়েজ ভাই।
বাহ, কুটনৈতিক ডায়লগ দিছে তো। নিজেই ক্যামুন সুন্দর কইরা নিজেরে ভাল কইল। :salute:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বড়ই সৌন্দর্য।
বস আপনি কী জানেন এমন একটা লেখা আমিও লিখছিলাম। আপনার লেখাটা পড়ে মনে হলো- আমার নিজেরই কোন ঘটনা। হায়রে ছোট বেলা।
তোমার ছুটুবেলা তো শেষ হয় নাই। চালাইতে থাক।
আমরা আর কিছু না হলেও ব্লগ তো পাব মিনিমাম। 😀
ভাই আপনি তো পুরা আমার মত। 😛