ভেবেছিলাম এই সিরিজের সমাপ্তি হয়ে গেছে। নানা কারনে। নিজেও অনেক “কুল ডাউন” হইছি। মাল মাল আইডিয়া গুলা সব মাথা থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। যা শালা, খাইট্টা খা।
কিন্তুক জিনিসটা আমার প্ল্যান মত হয় নাই। কোন বউয়ের ভাই কবে কি কথা কইছে, আজকে কি কথা কইছে এইটা নিয়া মাথায় আবার হিপোক্রেসীর খাইস্টা পোকাটা কিড়-কিড় কইরা মগজে কামড় দেয়া শুরু করছে।
আরে দূর, কি কইতে কি কই, আপনার বরং আগে এই রিপোর্টটা পড়েন। প্রথম আলো প্রত্থম পাতায় ছাপাইছে এইটা। পেপারে এনার তেল চক চকা একটা ছবিও ছিল, ই-ভার্সানে পাইলাম না।
দেখছেন কত্ত সুন্দর সুন্দর কথা কয় এই লোকে।
তা কইতেই পারে, সুশীল সমাজ, এসি গাড়িতে চইড়া ঘুরে, বাথরুমে তার এয়ার ফ্রেশনার লাগানো, তাই গন্ধ লাগে না। সুন্দর সুন্দর কথা এই লোক কইতেই পারে। কষ্ট নাই জীবনে।
আচ্ছা এবার আমাদের মাসুম ভাইয়ের এই ব্লগটা পড়েন। ডি আই জির নামটা চেনা চেনা লাগলে আমারে কইয়েন তো, এই দুইটা একই লোক কিনা?
তাইলে কোনটা আসল রূপ, ওইটা না এইটা, এইটা না ওইটা?
আপনার-আমার জন্মের অনেক অনেক দিন আগে রাজা কৃঞ্চ-কান্ত এক বিশাল সমস্যায় পড়ে গিয়েছিলেন। রাজ দরবারে এক বহু ভাষাবিদ পন্ডিত এসে অনর্গল একাধিক ভাষায় কথা বলা শুরু করলো। ভাষা, তা প্রায় দশ বারো হবে। কোনটা তার মাতৃভাষা কেউ বলতে পারে না। রাজা ডাকলেন গোপাল ভাড় কে। গোপাল ভাড় তুড়ি মেরে বললেন “এইটা কোন সমস্যাই না। পরেরদিন সকালেই সবার সামনে সে কবুল করবে তার আসল রূপ কোনটা।” পরেরদিন গোপাল ভাড় সবার আগে রাজ দরবারে এসে লুকিয়ে থাকলেন পর্দার আড়ালে, এরপর রাজ সভা বসার পর যেই না ভাষাবিদ পন্ডিত আসলেন দরবারে, গোপাল দিলেন তাকে ল্যাং মেরে মেঝেতে ফেলে, এরপর কাপড় দিয়ে মুখ পেঁচিয়ে ধুন্ধুমার মাইর, মাইরের উপরে ওষুধ নাই। পন্ডিত পালি ভাষায় চিৎকার করে গালাগাল শুরু করে দিল। গোপাল ভাড়ও বুক চিতায় রাজ দরবারে ঘোষনা করে দিল, পন্ডিত ব্যাটা পালি।
তাই ভাবছিলাম বিপদে পড়লেই মানুষের সব তত্ত্ব কথা উড়ে যায়, আসল রূপ বের হয়ে পড়ে। এই যেমন ধরেন এরশাদ, সুযোগ ছিল, যুদ্ধে যায় নাই, যেমন ধরেন মঞ্জুর, জিয়া কে মারেন নাই, কিন্তু দায়টাও এড়ান নাই, আপোষ করেন নাই।
আচ্ছা আমি তো শাহজাহান সাবের হাতে মঞ্জুরের রক্ত দেখি, ক্রসফায়ারের আদি ভার্সানে উনার গুরুত্বপূর্ণ ভুমিকা দেখি, আপনি দেখেন না? এখন তো মরে সন্ত্রাসীরা, তিনি তো মেরেছেন মুক্তিযোদ্ধা। এখন দরদ উথলায়, আর তখন গদি পোক্ত হয়।
আচ্ছা, এই সুশীল লোকটার যে একটা অতি সৌন্দর্য্যময় অতীত আছে এইটা কি আনিসুল হক, আর মতিউর রহমানরা জানেন না? পাঠক ভাই, আমার কেমন জানি সন্দ সন্দ লাগে।
তবে তারা এই লোককে প্রমোট করছে কেন তাদের পত্রিকায়? তাও আবার তেল চক চকা চেহারা সহ? প্রথম পাতায়?
কি জানি বাবা, আমি ম্যাংগো পাব্লিক, এত কিছু কি আর বুঝি? তবে এটাকেও যদি আনিসুল হক আর মতিউর রহমান সাবে দিন বদলের ক্যাম্পেইন-এড হিসাবে প্রচার করে তাইলে কইষা একটা হাততালি দিমু আমি, ঈমানে কইলাম এই কথা।
সবার আগে নিজেরে বদলাইতে হইবো কিন্তুক কইয়া দিলাম, হুহ।
:boss: :boss: :boss:
আমারে দিলা নাকি শাহজাহান সাবরে, নাকি মতিউর সাবরে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরে বস ...... হেদের দিয়া তো কোনো লাভ নাই। আপ্নেরেই দেই ......
আমি ম্যাংগো পাব্লিকরে আর তেনার লিখারে ভালা পাই।
:boss:
তয় এহেন তেলতেলাদের বিষয়ে আমার আর কিছুই বলার নাই।]
আমি ফেইল - এক্কারে ফেইল।
সৈয়দ সাফী
ঐ ফেল্টুস, তোমারে ঘন ঘন দেখা যায় সিসিবিতে, কেইস কি?
বউ এর লগে ঝগড়া চলে নাকি? দাম্পত্য কলহ? ;)) ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ে মানে ফয়েজ ভাইরে কিন্তু সিসিবি'তে একদম দেখা যায়না... এই কেউ কি ফয়েজ ভাইরে ঘন ঘন সিসিবি'তে দেখছেন???? 😮 :-/
ওবায়েদ,
বন্ধু আছো কেমন?
ওবায়েদ ভালাই আছে, বউ নিয়া ঘুরে, ইলেক্ট্রনিক্স জিনিস কিনে আর ধরা খায়। আর ধরা খাইয়া ক্যালায় ক্যালায় হাসে।
তুমি কেমন আছো এইটা কও? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
"কি জানি বাবা, আমি ম্যাংগো পাব্লিক, এত কিছু কি আর বুঝি?"
🙁 🙁 ...আসলেই কিছু বুঝি না মনে হইতেছে...মিডিয়া একবার কাউরে উঠায় আবার কাউরে নামায়...যেটা করলে উনাদের স্বার্থসিদ্ধি হয়...
হুমম
বদলে যাও, নাহলে বলদ হয়ে যাও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া
" ডি আই জি প্রিজনের " জায়গায় মনে হয় "চট্টগ্রামের ডিআইজি" হবে ...
😀 😀
গত দুই বছর ডি আই জি প্রিজন ডি আই জি প্রিজন নামটা এত বার শুনেছি আর পড়েছি যে, ডি আই জি এর সংগে অটোমেটিক প্রিজন শব্দটা চলে আসে।
ধন্য বাদ তোমাকে, ঠিক করে দিয়েছি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমি ভাবছিলাম ডিআইজি সাবের ডাকনাম মনে হয় 'প্রিজন'। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তেল তেলে ছবি

দেখছো কি সুন্দর সাধু বাবা।
জয় হো, জয় হো,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ম্যাঙ্গো পাবলিকের খাওয়া কোথাও নাই...... 🙁
কি খাইতে চাও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কোথাও খাওয়া নাই ম্যাঙ্গো পাবলিকের …… 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ,
কি খাইতে চাও খুইল্লা কও?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস্ কি আমারে খুলতে কইলেন নাকি যা খাইতে চাই তা খুলতে কইলেন ;)) ;)) ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :pira:
ইস কাইয়ূম তোমারে নিয়া তো ভাল বিপদে পড়লাম, খালি ডাউট দাও, খালি ডাউট দাও।
বর্নভিটার বাচ্চারা পর্যন্ত তোমার ডাউট নিয়া হাসাহাসি করে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) :khekz:
কাইয়ূম ভাই ভালো হয়ে যাও, খালি ডাউটের উপ্রে আসো। ফয়েজ ভাই পাইসে তোমারে। ;)) ;))
:boss: :boss: :boss:
আমারে দিলা, নাকি শাহজাহান সাবরে।
নাকি মতিউর সাবরে দিছ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আচ্ছা, এই সুশীল লোকটার যে একটা অতি সৌন্দর্য্যময় অতীত আছে এইটা কি আনিসুল হক, আর মতিউর রহমানরা জানেন না? পাঠক ভাই, আমার কেমন জানি সন্দ সন্দ লাগে।
তেনারা সবই জানেন নিশ্চয়ই...... আর এইটাই না দিন বদল... ... :goragori: :goragori:
স্বার্থ আর ব্যবসার প্রয়োজনে কত কী যে হবে! সবই ব্যবসার খেলা...
ব্রসনান অভিনীত জেমস বন্ডের কোন মুভিতে যেন মিডিয়ার এরকম একটা ভূমিকা দেখে অবিশ্বাসের চোখে দেখেছিলাম। ইদানিং আর এরকম মনে হয়না। নীতি-বিবেক শব্দগুলো মনে হয় শুধু কথার সৌন্দর্যবর্ধন আর অলংকরণে ব্যবহার করেন এইসব মানুষ...
ঘেন্না লাগে ভাইয়া...... ভিতরটা উগলায়া আসে ঘেন্নায়
//অনেক কথা বললাম... বলি নাই, বের হয়ে গেলো......
ভাই, মুভিটার নাম মনে হয়, Tomorrow never dies....এইটাই আসল সইত্য কথা। আজকে উনাদের তেল চকচকা ছবি থাকলেও এই ত্যালে উনাদের পাছাড় খাইবার মেলা চান্স আছে। সেই দিনবদলের অপেক্ষায় আসেন আমরা ম্যাংগোজনতারা বইসা ম্যাংগো খাই।
হ, নায়িকাটা খুব সুন্দর আছিল।
ব্রনসনের বন্ডের নায়িকা গুলা খুব সুন্দর আছিল সবডি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কিছুই বলার নাই... ম্যাংগো পাবলিক... খালি তামশা দেইখা যাই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে আমরা তো তাও আছি মোটামুটি, ডিফেন্সের লোকজন তো পুরা স্যান্ডউইচ হই থাকে। খালি আজাইরা বিপদে পরে এরা। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হুম 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বিয়াপক তামাশা দেখছি... 😀 😀 :clap: :clap:
😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে- ধর্মে বিশ্বাস না কইরাও এই সব হিপোক্রেটদের দেখলে এই কথাটা সত্য হউক এইরকম আশা করতে মঞ্চায়।সেইরাম দিছেন গো ফয়েজ ভাই,এক্কেরে হাতে বদনা ধরায় দিছেন :))
আইক্কা বাঁশ যে কবে দিতে পারুম,
উল্টাও হইতে পারে, বাঁশ খাইয়া গেলাম
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বদনাটা খালি থাকলে ভালো হয়। =)) =)) =))
ফয়েজ ভাই,
আগেও বহুত কইছি, আইজকেও কইতাছি, "ক্যামনে এত গুরুগম্ভীর ব্যাপারগুলোকে এত সহজ করে লিখেন?"
:salute:
আমিতো এমনে এমনে লিখি 😀
অই তুমি প্রোফাইল পিক বদলাও, তুমি বাপ হইতে চাইতেছো এইটা আমরা অনেক আগেই বুঝবার পারছি, আর কইতে হইবো না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =)) =)) =))
আহসান ভাই,
বিয়াপক খায়া গেলেন :khekz: :khekz:
ঠিক, ঠিক...
আহসান ভাই, আগে বিয়ার ছবি দেন...এরপরে বাচ্চার ছবি দিয়েন...
এসব সামাজিক ব্যাপার ধাপে ধাপে হওয়াই ভাল...
আহসান ভাই ভাবিসাবের ছবি দেখতে চাই :grr: :grr:
ছোট আপু,
ভাবী সাহেবান, এই যে আপনার একখানা দাবী আপাততঃ পূরণ করছি, এই বছরে দয়া করে আর কোন দাবী করবেননা... 🙂
জুনি,
অনেক অভিজ্ঞতা আছে মনে হইতাছে...?
তা কবে কি...? ক্যামনে????
ফয়সাল,
ব্যাটা চুপ... 😡
শুধু আমারে ঝাড়ি মারে 🙁
বিয়া করেন তারপর ঝাড়ি মারেন 😀
ফয়েজ ভাই...আপনে যে কি-না... :bash:
দেখ, তুমি কমান্ডো মানুষ, যেমন দেয়ালে বাড়ি দিতেছো, দেয়াল ভাইংগা যাইব, তখন জিহাদ আমারে গাইলাইবো, তুমি আমার জন্য ইমো নস্ট করি ফেলছো একটা।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুদ্ধিজীবিদের স্বরূপ বোঝার পর থেকে বাংলা পেপারের হেড লাইন ছাড়া অন্য কিছু পড়া ছেড়ে দিয়েছিলাম।
তোমার লেখাটা খুব নাড়া দিল।
ভাব আছে, ভাষা আছে, ভালো ভাবে তুলেও ধরতে পার - এবার নব্য বুদ্ধিজীবি ক্যাডারে নাম লেখাও। আবার পেপারের এডিটোরিয়াল পড়ার ইচ্ছা জাগবে।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
বুদ্ধিজীবি হইতে গেলে বুদ্ধি থাকতে হয়, সারা জীবন গরু আর গাধা গালি খাইছি, জ্যামিতি পড়াইতে গিয়া হুক (হুমায়ুন কবির) স্যার আমারে কইছে, আমার ঠেলা গাড়ি চালানোর যোগ্যতাও নাই, উপপাদ্যের অনুসিদ্ধান্ত করতে পারি না, আর আপনি কন এডিটোরিয়াল লিখতে 🙁
দুনিয়াতে ইনসাফ বইলা আর কিছু থাকলো না :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই এইটা কি দিলেন 😮
মতি সাহেব রে এই লেখা টা পড়াইতে পারলে ভাল হইত, তয় তার আগে ফয়েজ ভাইরে গা ঢাকা দিতে হবে :grr:
মতি সাব লোক ভালো, সমালোচনা সহ্য করে।
আমি আশা করি তিনি এগুলোর দিকে নজর দিবেন, বিতর্কিত লোকদের এড়িয়ে চলবেন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই লেখাটা প্রথম আলোতে আসা দরকার ছিল।
আউলা চিন্তাও পাথ্রায়
মাসুম ভাইরে একটা রিকুয়েস্ট করুম নাকি? আর সানা ভাই তো আছেই, ফোন কইরা দিব ;)) ;))
আমার সুশীল সমাজ হওয়াটা আর কেউ ঠেকাইতে পারলো না মনে হয় ;;) ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই দেখি সুশীল সমাজ হয়ে গেলেন... এখন মিষ্টি খাওয়ান 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
গুল্লি মারতে মঞ্চায়, কিন্তু নিরুপায়। দেখে যাওয়া ছাড়া আপাতত কিছুই করতে পারছি না।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছোট কালে কত গুল্লি মারছি, বাটুঁল দিয়া, কিন্তু একটা পাখিও মরে নাই, পাখির গোস্তও খাইতে পারি নাই তেমন 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না