(সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ ১। এটা পুরুষ জাতির পোষ্ট। নারী জাতি নিজেদের সংগে মিলাতে পারেন, তবে নিজ দায়িত্বে।
২। যারা “কোয়ালিটি পোষ্ট চাই” বলে অনবরত টেবিল চাপড়াচ্ছেন, তাদের পোষ্টে ঢুকতে নিরুৎসাহিত করছি 😀 )
১।
আমি তখন ঢাকায়, গুলশানে-১ নম্বরে অফিস, বনানীতে বোনের বাসায় থাকি, গায়ে মোটামুটি টাইপের হাওয়া লাগিয়ে ঘুরি। আর বনানী গুলশান মানেই তো, মাশ-আল্লাহ, পুরাই সেই রকম জায়গা। আর সব পয়সাওয়ালা লোকের ঝুনঝুনানি। বনানী মসজিদ কেন্দ্রীক ফকিরদের একটা গ্রুপ ছিল, এরা প্রতি রমজানের শেষে ঈদের আগে আগে গাড়ি রিজার্ভ করে দেশের বাড়িতে বেড়াতে যেত। এটা অবশ্য আমি শুনেছি, কারন ঈদের চার-পাচদিন আগেই আমি রংপুর চলে যেতাম। তবে গুলশানের আজাদ মসজিদের জুম্মার নামাজের খুতবায় ঈমাম সাহেব জাকাত প্রদান সম্পর্কে বলতে গিয়ে একবার মজা করে বলেছিলেন “গুলশানের পয়সাওয়ালারা জাকাত দিতে চায় না, কারন তাদের ব্যাংকে প্রচুর লোন আছে, আর এলাকার মিসকিনরা, যারা আমার কাছে তাদের আয় আমানত হিসাবে রেখেছেন, তাদের যাকাত ফরজ হয়ে গেলে তারা বলেন, আমি তো মিসকিন, আমি কিভাবে যাকাত দেই” ”।
যাক, যা বলছিলাম, গুলশানে চেম্বার আছে এমন এক খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ কথায় কথায় একবার আলোচনা করছিলেন, “লাইফ বিগিংন্স এট ফিফটি সেভেন””। তিনি এটা ব্যাখ্যাও করলেন, আমি শুনলাম দূর থেকে, কিন্তু আমার কারন গুলো পছন্দ হলো না। কারন আমার বয়স তখন মাত্র ২৫, যা কিনা ৫৭ থেকে অনেকটাই দূরে।
২।
আমার বাবার একটা অদ্ভুত দর্শন ছিল। ইন্টারের পরে ইউনিতে ভর্তির আগ পর্যন্ত তিনি কঠোর ভাবে আমাদের নিয়ন্ত্রন করতেন। তিনি যা বলবেন তাই আইন। আমার এক ভাই মেরিনে চাকুরী পেল, বাবা যেতে দিলেন না, কারন তার ডাইরীতে তিনি লিখে রেখেছেন সেই ভাইকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। চিকেন পক্স নিয়ে ভাইয়া বুয়েটে পরীক্ষা দিলেন এবং ফেল মারলেন। বাবা তাকে জেদ করে ভর্তি করালেন রাজশাহী বি আই টি তে। তবু মেরিনে যেতে দিলেন না। এক ভাইকে হতেই হবে উকিল, আইন পড়তে চাচ্ছিলেন না জন্য হুমকি-ধামকি দিয়ে বাসা থেকে বের করে দেব হ্যান-ত্যান করে তাকে আইন পড়তে বাধ্য করলেন।
আবার এই বাবাই, ইউনিতে ভর্তি হয়ে যাবার পর আর কিছু বলতেন না। বরং বলতেন এখন তুমি সিদ্ধান্ত নেবে কি করবে। আগে যেখানে সান্ধ্য আইন (সন্ধ্যা লাগলেই বাসায়), ইউনিতে পড়লে রাত করে ফিরলেও কিছু বলতেন না। উলটো যেচে কোন ভাই পরামর্শের জন্য গেলে বাবা হয়তো কিছু একটা বলতেন, অনেকের মত করে বলা, কিন্তু চাপিয়ে দিতেন না কিছুই। এমনি কি হালকা পাতলা প্রেম করলেও তেমন একটা পাত্তা দিতেন না, ছ্যাকা দেয়া আর খাওয়া তো জীবনের একটা অংশ মাত্র।
আমার সে সময় মনে হত জীবনের শুরুটা আসলে ইউনিতে ভর্তির পরেই শুরু হয়। মাস্তির আসল সময়। রং, রূপ আর ঘ্রান। হলে থাকবো, ইচ্ছেমত পড়বো, ইচ্ছেমত ঘুরবো। আর দেশ নিয়ে চিন্তা করবো, দেশের নেতারা সব বিখাউজ হয়ে গেছে, সংসদে চায়ের আড্ডা ছাড়া আর কিছু হয় না। আমার দেশ, আমাকেই বানাতে হবে। কত চিন্তা, কত প্ল্যান।
“আমরা যদি না জাগি মা, কেমন সকাল হবে”
আর ছিল জুহির চওড়া মুখের হাসি। আহারে মরি মরি। আমির খান নিজের পেটে চাক্কু চালায় মরে গেল, দিব্যা ভারতীর সুইসাইড। সুন্দর সুন্দর মেয়েগুলো কেন যে এভাবে মরে-টরে যায়?
বলা চলে অধীর আগ্রহ নিয়েই বসে ছিলাম ইউনির জীবনের জন্য, সেক্ষেত্রে জীবনের শুরুটাই আসলে আঠারোতে। লাইফ বিগিংন্স @ এইটট্টিন।
৩।
২৫ বছরের দিকে কর্ম-জীবন শুরু হয় আমার। তখন একজন গার্ডিয়ান আমাকে বলেছিলেন, জীবনের আসল খেলা আসলে শুরু হল এখন। এর আগের গুলো সবই প্রিপারেশন। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে শুরু হবে ৩৫ থেকে।
অধিকাংশের কর্ম-জীবনের শুরুটাই হয় বড় এবড়ো খেবড়ো ভাবে, আমাদের মত তৃতীয়-বিশ্বের দেশে তো অবশ্যই। ছাত্রজীবনের বর্নিল স্বপ্নের সংগে কঠোর বাস্তবতা, বাস্তবতাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া, বিয়ে করা, বাবা হওয়া, সামাজিক দায়িত্ব আর কর্পোরেট ব্যস্ততা, সব মিলিয়ে এক এলাহী ব্যাপার।
এটাকে ইচ্ছা করলে অবশ্য এড়িয়ে যাওয়া যায়, অনেকেই হয়ত তাই করেন। তবে সমস্যা কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাওয়াতে একটা আনন্দ আছে বৈকি।
সবচেয়ে বড় সাফল্য গুলিকে দুটি ভাবে ভাগ করা যায়, একটা পারিবারিক, অন্যটা পারিপার্শ্বিক। ব্যক্তিগত জীবনে দুটোরই প্রভাব। অনেকে সামাজিক প্রতিপত্তিতে মজে গিয়ে ভুলে যায় পারিবারিক দায়িত্বের কথা, বউ অসুখী, ছেলে বিপথে, মেয়ে বিপথগামী, যদিও সমাজে সে ভালই প্রতিষ্ঠিত। আরেকটা বড় শ্রেনী, যারা পারিবারিক ভাবে দারুন সুখী, কিন্তু দারুন ভাবে ব্যর্থ তিনি সমাজে, কেউ তাকে চিনেই না। তার মাঝের প্রতিভা তার মাঝেই থেকে যায়, আলোর মুখ দেখেনা।
কোন বছরে বিয়ে করবো, তাও হিসেব করা দরকার। আমি যদি ৩৫ পেরিয়ে বিয়ে করে ৫৫ তে মারা যাই, প্রথম সন্তানের বয়স তখন হবে ১৮ বা ১৯। বড় বিপদেই পড়ে যাবার কথা তাদের সেই সময়। তাড়াতাড়ি বিয়ে করে ফেলা তাই এক অর্থে ভাল, সন্তানের প্রতিকূল সময়টাতে সে বাবাকে কাছে পায়। অনেকে সবকিছু গুছিয়ে বিয়ে করতে চায়, যাতে বউ এসেই একটা সাজানো সংসার পায়। এটার সমস্যা হচ্ছে, বউয়ের মায়া কমে যেতে পারে সংসারে, কারন সব কিছুই সে বিনা পরিশ্রমে পেয়েছে। বরং সংসার গুছানোতে তারও শ্রম মিশে থাকলে মায়া বেড়ে যাবে। যুক্তি তাই বলে।
৪।
৫৭ পেরিয়ে যাওয়াদেরও দর্শন আছে। তবে আমার মনে হয়েছে এটা শুধু মাত্র বিত্তবানদের জন্যই তৈরী হয়েছে। এদের দর্শন খুব সিম্পল, কারন তারা সমাজ এবং পরিবারে তাদের গুরুত্ব হারানো শুরু করে এই সময়টাতে। ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রায় সবাই সেটেল্ড করে দেশের বাইরে। ফাদার্স এবং মাদার্স ডে ছাড়া তারা তেমন সময় দেয় না বাবা মা দের। হঠাৎ করেই প্রচন্ড পরিশ্রমী এই মানুষ গুলো ভীষন রকমের একা হয়ে পড়ে। একাকীত্ব গ্রাস করে তাদের। এই একাকীত্ব জয় করে নেয়াই তখন তাদের কাছ জীবন শুরুর গল্প। এমনও শুনেছি তারা বলছেন, “হয়ত আমি মরে গন্ধ না বেরুনো পর্যন্ত কেউ বুঝবেই না, আমি মরে গেছি”। আমার চোখে ভাসে গড-ফাদার ছবির মাইকেলের মৃত্যুর দৃশ্যটা। শুধু মাত্র একটা কুকুর ছাড়া কেউ নেই তার পাশে।
এরকম হতে পারে, তাই তাদের দর্শনটাও সঠিক মনে হয় ঈদানীং।
৫।
কথায় কথায় একদিন শারমীনের কাছে জানতে চাইছিলাম, “বলিউডের হট নায়িকা গুলি সব ম্যারিড লোকজনের পিছে কেন লাগে? অন্যের স্বামীরে খেদায় আনে কেনো নিজের কাছে”
হতে পারে ম্যাচুউরিটির জন্য। মেয়েরা খুব তাড়াতাড়ি বাস্তববাদী হতে শেখে। গজনীর আমির খানের সংগে কেয়ামত সে কেয়ামত তকের আমির খানের তুলনা করা যেতে পারে, এরপর যদি পছন্দ করতে বলা হয় বডিগার্ড হিসেবে যে কোন একজনকে, তাহলেই বুঝা যাবে ৩৫ পেরুনোদের পিছনে কেন তারা লাগে। কারন আবেগ দিয়ে হয়ত ভালোবাসাবাসি আর কান্নাকাটি করা যায়, কিন্তু দিনের শেষে সবাই নিরাপদ আশ্রয়ই খুজে নেয়, বিশ্রামের জন্য।
ক্যারিয়ার দিয়ে ভাবলেও এটা ঠিকাছে। মোটামুটি সবাই একটা রাস্তা তৈরী করে ফেলে এই সময়ের মাঝেই। জীবনের একটা অর্থবহ মানে হয়ত খুঁজে পায় সবাই, নতুন করে আর খুঁজতে হয় না। এর পরে শুধুই সিড়ি ভেঙ্গে উপরে উঠার পালা।
কি জানি, হবে হয়তো, তবে আমার কাছে এখন মনে হচ্ছে, লাইফ বিগিংন্স @ থার্টি ফাইভ।
ফয়েজ ভাই, বুড়া হয়ে গেছেন তো, এখন এসব কথাই বলবেন। :grr: :grr:
অবশ্য আমি যখন ৩৫ হব (নাও হইতে পারি, চিরতরুণ থাকার একটা ইচ্ছা এখনও আছে 😀 ) তখন অবশ্য আপনার মত করে বলতে পারি।
এইটার মানে কি, ভার্জিন থাকবা তুমি? ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:)) :)) :))
ভার্জিনিটির ব্যাপারটা আলাদা ফয়েজ ভাই। :-B :-B
ওহ বুঝলাম, ভার্জিনিটি আলাদা। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:shy: :shy: :shy: :shy:
সকল ভার্জিন অবিবাহিত :-B
সকল অবিবাহিত ভার্জিন নয়। :khekz:
তাই নাকি? 😉 😉
দুপুরে জম্পেস লাঞ্চ করে ডেজার্ট হিসেবে ফয়েজ ভাইয়ের পোস্ট ......
😀 😀 😀
ব্যক্তিগতভাবে, এখনো বুঝতে পারতেসিনা লাইফ শুরু হইসে কিনা, তবে জীবনটা মোটামুটি ভালোই লাগতেসে ......
৩৫ হোক তোমার, তখন কইবা ফয়েজ ভাই একটা জিনিস আছিল, ঠিক কথাই কইছিল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
৩৫ হওয়া লাগবোনা, আমরাতো এখনই কই, ফয়েজ ভাই একটা 'জিনিস' :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup: :thumbup:
কাইয়ুম : তুমি এইখানে কি করো?? এইডাতো আমাদের প্যারেড গ্রাউন্ড, তোমার না ............. কেয়ামত তক!! x-( কুইক!!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
চল্লিশোর্ধ কাইয়ুম ভাইএর সাথে সহমত প্রকাশ করতে চাই...কিন্তু বয়স পারমিট করছে না... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হয়নাই। কথাটা হইবোঃ
ফয়েজ ভাই একটা মাল
:boss: :boss: :boss: :boss: :boss:
৩৫ হওয়া লাগবোনা, আমরাতো এখনই কই, ফয়েজ ভাই একটা ‘জিনিস
:boss:
😮 😮 😮 😮 দিহান ভাবীও এই ডায়ালগ দ্যায় এখন!
সাম্প্রতিক কর্মজীবনে কিছু কারণে খুব ভেঙে পড়েছিলাম, ভাবছিলাম ত্রিশ হয়ে গেল এখনো ঠিকমত গুছিয়ে উঠতে পারলাম না। আপনার লেখা পড়ে ভাল লাগল, অন্ততঃ এখনো পাঁচ বছর সময় আছে...ধন্যবাদ ফয়েজ ভাই।
শুকনা ধন্যবাদে চিড়াও ভেজে না, আর আমিতো মানুষ।
যাউজ্ঞা, ঘাবড়াইও না, শেষ মিনিট পর্যন্ত লাইগা থাক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমারতো তাহলে আর কিছুদিনের মধ্যে লাইফ বিগিন করার কথা। 😕
বিয়া কইরাও যদি কও বিগিন হয় নাই, তাইলে তো বিপদ।
নাহ, তোমার বউ তোমারে নিয়া বিপদেই আছে মনে হয়। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, আমির খান'কে আপনার সুন্দর মাইয়া মনে হইল ?? 😮
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀 😀
ফয়েজ ভাই আপনিও সেই রকম... হায়রে দুনিয়া... এই জন্যই বলেছেন এটা পুরুষ জাতির পোষ্ট। ভালোই বস। ডিস্ক্লেইমার দিয়া দিসেন। কিন্তু আমরা সবাই (পুরুষ জাতি)কিন্তু সেই রকম না।
:khekz: :khekz: :khekz:
:-B
এইখানে এত হাসাহাসির কি আছে? এইটারে কয় চোরের মন পুলিশ পুলিশ B-)
আমি তো জুহির কথা কইছি, আমিরের আগে জুহি মরছে না, আমির তো মরছে জুহির জন্য।
বুঝলাম না, তোমরা বাংলায় পাশ করলা কেমনে? খাতা কাটছিল কোন স্যারে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
;;; ;;; ফয়েজ ভাইয়ের কাছে "কেয়ামত সে..." এর আমির খানরে মনে হয় মাইয়াই মুনে হইছে...পিসিসির দোস্তরা কই? 😀 😀
ফয়েজ ভাই, রক করে 😛
তুমিও রক কর।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তানভীর তোর জন্য কইছে ফয়েজ ভাই। 😉
আর সংসার.........
কি বলেন কাইয়ূম ভাই? 😀
ক্যাডা কাইয়ূম ভাই এর কথা কস? থাক, কিছু কইলাম না।
ব্যচেলার গুলা দেখলাম সন্তান কই পড়বো এইটা নিয়া মাথার চুল ছিড়ে।
আমি তো তাজ্জব, আরে তোর হবু বাপে তো এখনো তোর হবু মায়েরে খুইজ্জা পায়ই নাই, তুই আইবি কইতে?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই আলোচনায় আমি যাইনাই, কারণ ওইটা আমার জন্য আছিলোনা।
আমি আমার নাতিরে কই দিমু সেইটা নিয়া হালকা টেনশিত :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:goragori: :goragori: :goragori:
:boss: :boss: কঠিন বাস্তব কথা।
সব ক্ষেত্রে সত্য না .........
কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই
:-B :-B
এই দুইটার কারও ৩৫ হয় নাই, নাদান আছে এখনো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই কি সুন্দর দুই জন্রে এক লগে বয়েসের বাশ দিয়া দিলো ...
ওইটা এখন অতীত ......... এখন দিন বদলাইতেসে ......
তারমানে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। এই তো? 😛
হ, কইরা ফেল। দ্যা সুনার দ্যা বেটার।
যারা পড়ে বিয়া করে তাদের সাহসের ঘাটতি আছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এক্কেরে হাছা কথা বস ...... :boss: :boss: :boss:
যারা পরে করে তাদেরই বরং দুর্দান্ত সাহস, কারণ উপ্রে ফয়েজ ভাইয়ের পোস্টে উল্লিখিত একগাদা চ্যালেন্জ তখন সামনে চলে আসে
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbup: :thumbup:
হ, ২০ বছরে এস, এস, সি পাশ করতে সাহস তো লাগবোই। আফটার অল চার বছর ট্রাই তো করছে নাকি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাইয়ের সাথে সেই বিখ্যাত লেজ কাটা শেয়ালের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি। :-B :-B
ফয়েজ ভাইরে লেজ কাটা শিয়াল বল্লা, আর তুমি তো লেজ গিলোটিনে ভইরা বইসা আছো, জল্লাদ নাই দেইখা কিছহু হইতেসে না - এই টা তো বলো না ......
"আংগুর ফল টক" এই গল্প পড়ায় নাই তোমারে বাচ্চা কালে?
না পড়লে তো বিরাট মিস করছো। ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মইনুল ভাই, ভয় দেখাইয়েন না! 😕 😕
ফয়েজ ভাইও মনে হয় লেজ কাটা শেয়ালের গল্প পড়েন নাই। ;)) ;))
ফয়েজ ভাই
কেমন আছেন ? :dreamy:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😮
ওমা তুমি আইলা কখন?
ডিসক্লেইমার পড় নাই ক্যান? :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনারে একটা গান শুনাইতে আইলাম।
নেন এইটা শুনেন, ভালো লাগবে না, আপনার পোস্টের উল্টা কথা বলছেন গায়ক কবীর সুমন।
😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সুমন তো গুরু, এর আবার চালসে, সাবিনারে বিয়াই করলো ৫০ এর পরে।
সে গানে যে কথা কইছে সেটা সে নিজেই বিশ্বাস করে না, বিশ্বাস করলে আর এম্পই ইলেকশনে খাড়াইতো না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এহ্ কামরুল, কি কুক্ষনেই যে কোয়ালিটি চা নিয়া কথা কইতে গেছিলা 😛
কন্কি?? 😮 😮 😮 😮
আমার তো জন্মের পরই শুরু হইল ;)) ;)) ;)) ;)) ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:chup: :chup:
পার্ট পার্ট করছি এইটাও বুঝ নাই তুমি।
ভাগ্যিস কইয়া ফেল নাই, জন্মের পরই একটা বিয়া করছো, টাই পইড়া চাকুরী শুরু করছো।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাসছিলাম তো.........
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এইটা ভালই করছিলা, এপ্রিসিয়েট করার মত :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই পুরা পাথরায় :hatsoff: :hatsoff:
আহ... এখনো দেখি অনেক সময় হাতে আছে... ভাল কইরা ওয়ার্ম আপ কইরা নেই 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে বেকুব, এখনই শুরু কইরা দাও, ৩৫ গিয়া বুঝবা কই আসছো, এরপর কি করতে হবে, ৩৫ এ শুরু করলে তো বুঝবা গিয়া ৪৫ এ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এতো বাচ্চা বয়সে এইটা পড়া ঠিক হয় নায় 😛 এখন খালি বিয়ে করতে ইচ্ছা করতাছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
পাত্রী ঠিক থাকলে কও ......... বিয়া পড়ায়ে দেয়ার লোক আছে ......
গুড, দ্যা সুনার দ্যা বেটার।
আমার আরও পাচ বছর আগেই বিয়া করা দরকার আছিল। বিরাট ভূল করছি। ওয়ারেন বাফেট নাকি ১৩ বছরে স্টক বিজনেসে নামছিল, এখন আফসোস করে, কয় "লেট করি ফেলছি, আরও আগে নামা উচিৎ ছিল"
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮 😮
আমার তো দুই বছর আগে লাইফ শুরু হইছে, ৪৫-এ রেডিওতে আসার পর!! 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀 😀
খারাপ না। "বেটার লেট দেন নেভার", কি বলেন ভাইয়া। ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুরু যখন হবার তখন এমনি এমনিই হবে এত চিন্তা কইরা কি লাভ ফয়েজ ভাই। চিন্তা করতাছেন মানেই তো বয়স হয়ে যাইতাছে। তার চেয়ে কত দরকারী চিন্তা আছে আমি এখন সিসিবি ফুটবল টিম বানাইতাছি আপনি হেল্প করেন। গোলকিপারে রিবিন ভিই নাকি শার্লী। সিনিয়র হিসেবে রিবিন ভিই তো অগ্রাধিকার নাকি বলেন।
কামতপু, আমি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে।
হ্যা ভাইয়া মনে আছে। আপনি আর ফয়েজ ভাই মিডফিল্ড সামলাবেন। ফয়েজ ভাই হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড ওনারে আরেকটু নামিয়েও দিতে পারি যদি ৩-১-৩-৩ এ খেলি। এটা আমার পছন্দের আর যদি ৪-৪-২ হয় তাহলে আপনারা দুজন মিডফিল্ড। ডিফেন্স গুলা ঠিক করতে পারতাছি না।
@ তপু।
টিম দুইটা বানাও। বেঞ্জ মার্ক ধর আবাহনী আর মোহামেডান, কিংবা ব্রাজিল আর্জেন্টিনা এর সাপোর্টাররা, তাইলে হাউ কাউ সহজে ম্যানেজ হবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবার ডাউট কিসের x-(
সিনিয়র হইয়া জুনিয়রের পেটে লাথথি মারতাছেন :(( :(( (আমি আবার ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলি মাঝে মাঝে 😀 )।
আমি রাইট আউট ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি কিন্তু স্ট্রাইকার 😀
জীবন যখন এখনো শুরুই হয়নাই, ভাবতেসি তাইলে আর হুদাহুদি শুরু করার কি দরকার 😀
সাতেও নাই, পাঁচেও নাই
পোষ্টে তো এই মতবাদও কাভার করছি দেখ নাই, ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অপেক্ষায় আছি-জুনা :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
যা আছে তাই নিয়া আজিকেই ঝাপায় পড়, বাকী হিসাব কইরো ৩৫ এ গিয়া।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সত্যজিতের কাঞ্চনজঙ্ঘা ছবিটার কথা খুব মনে হচ্ছে। মধ্যবয়স্ক হবু বর মেয়েটিকে এরকম কিছু একটা বলেছিল- দার্জিলিং এর এই পাহাড় আর মেঘের মধ্যে থেকে তোমার কাছে হয়ত রোমান্সটা বড় হয়ে উঠেছে; কিন্তু কোলকাতায় গিয়ে যখন আবার ব্যস্ত জীবনে প্রবেশ করবে তখন যদি মনে হয় রোমান্সের চেয়ে সিকিউরিটিটাই বড় তাহলে আমাকে মনে করো।
দুইটারই দরকার আছে।
ক্যাডা মাসরুফ নাকি? 😛
:khekz: :khekz: :khekz:
ভাবীও ছাইড়া কথা কয় না
@ মুহাম্মদ
হ, ঠিক কইছো, আমিও দেখছি সত্যজিৎ প্রায়ই আমার আইডিয়া কপি করত, সে যদি বয়সে আমার বড় না হইত 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পূরূষ মানুষ দু' প্রকার :grr:
জ়ীবিত, বিবাহিত
বিয়া করিও না, দেখি কত দিন চিল্লাইতে পার তুমি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbup: :thumbup:
😀
:hatsoff:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বাহ। খুবই ভাল লাগলো। ৫ রেটিংও দিলাম। আসলেই জীবনটা বড্ড দেরীতে শুরু করছি বলেও মনে হচ্ছে।
😀 😀
যাক স্বীকার করলেন তাইলে।
তাইলে এখন কন, বিয়া কইরা ভূল করছেন কি করেন নাই? 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিয়া করপোওওওওওওওওওওওওওও :(( :(( :((
x-( ব্যাদ্দপ পোলা তোর বড় ভাই করছে যে তুই এখনি কর্তে চাস? x-(
কি জামাই ভাই, আমাদের ভাস্তি মারছে নাকি আপনারে? মুখ দেখি লাল হয়ে গেছে :-B
Onek kotha kowoner asilo. Kisu koilam na. Meye jati nia Khali koi, bilai norom mati tei toilet kore. Hurrr
(kaj kam nai bisanay shuye sharadin chinta kori)
prochondo bastobbadi post foyez vai.
তোমারে ফোন দিমুনে। প্যাটের ব্যাথা কমছে নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কী কমু বুইজ্জা পাইতাছি না।
কাইল্কা প্রজেক্ট শো দিয়া আসি। তারপর কমেন্টামু।
আপাতত ৫ তারা আর প্রিয়তে যোগ। :hatsoff: :hatsoff:
এত বুইজ্জা কাম নাই, যা আছে তাই নিয়া ঝাপায় পড়
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz:
আসলেই কি তাই বলে? আমি অবশ্য গুছানোতে ব্যস্ত এখনও... 🙂
ভাইয়া, যদিও বলে দিয়েছেন, পুরুষ জাতির পোষ্ট, নিজ দায়িত্বে পড়ার পর মন্তব্য করার লোভ সাম্লাতে পারলাম না। আফটার অল আমাদের ফয়েজ ভাইয়ার পোষ্ট বলে কথা। ;;;
আবারো :boss:
ভাবী সাব, নারী জাতিরে ডুকতে নিষেধ করছি কারন তাদের জীবন কোন বয়সে শুরু হয় আমার জানা নাই, তবে শুনেছি মায়ের বয়স ২২ আর মেয়ের ১৮ এই রেকর্ডও নাকি আছে তাদের 😀
তাই আর রিস্ক নেই নাই, বাবা তোমাদের হিসাব তোমারাই মিলাও।
সব মেয়ে যদি তোমার মত হত তাহলে কি আর তানভীরের মত ছেলেদের কান্নাকাটি করে চির-তরুনের শপথ নিতে হয় বল 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, আমার মনে হয় বছর পাঁচেক পরে আপনি আরেকটা পোস্ট দিবেন- লাইফ বিগিংন্স এট ফরটি। 😀
কাইয়ুম ভাই চাইলে এটা নিয়ে এখনি লিখতে পারে :-B :-B
=)) =)) :khekz: :khekz:
আসলে লাইফ বিগিন্স এট ৬৯
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =)) :clap:
তৌফিক, ৬৯ এর কথা শুইনা এতো খুশি ক্যান? বুঝলাম না তো?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮 😮 😮 😮
:bash: :bash:
মাহমুদ, অনেক দিন তোমার লেখা পাওয়া যায় না ...... কাহিনী কি ???
@ তৌফিক
হইতেও পারে আবার নাও হইতে পারে। তবে ৩৫ টু ৫০ একটা স্টেজ,
আমি কিন্তু নিজের বানানো কথা কম বলেছি পোষ্টে। বুইঝো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুঝলাম বস 🙂
ফয়েজ ভাই, লেখাটা পইড়া তো এখনই লাইফ বিগিন করতে ইচ্ছা হইতাছে।৩৫ অনেক দূরের পথ।
"তবে সমস্যা কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে যাওয়াতে একটা আনন্দ আছে বৈকি।"
চ্যালেঞ্জ নিলে আগেই নেয়া ভাল
ঠিক, নিয়া ফেল।
দ্যা সুনার দ্যা বেটার। :thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরে অনেক পরে পড়লাম। টিপসগুলি কাজে লাগবে শীঘ্রই....... 🙂 🙂 🙂
বিয়া কইরা ভুল করছি বইলাই মনে হয়। তবে বাচ্চা দুইটারে দেখলে তা আর মনে হয় না।
দোস্তো ঠিক কথা কইসো। 🙂
লাইফের আসলে কোন থিউরী নাই । যার যেমনে কাজে দেয়, কারো ২০তে শুরু করলে হয় কারো হয়ত ৩৫ এ । এত চিন্তার কিছু নাই, আর বেশি দূরের কথা চিন্তা করারো কোন মানে নাই । জীবনটা অনেক ছোট, তাই ছোট ছোট আশা করে নিকট ভবিষ্যতের কথা আমি ভাবি । ফয়েজ ভাই লেখা উত্তম হয়েছে, নিজের কথা কম লিখলেন যে ।
দিহান ভাবীও এই ডায়ালগ দ্যায় এখন!
৩৫ হওয়া লাগবোনা, আমরাতো এখনই কই, ফয়েজ ভাই একটা ‘জিনিস
ও বশির ভাই, আপনি কে ভাই? দেখা দেন না, চেহারা দেখান না 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাবীও ছাইড়া কথা কয় না