খেরোখাতা – খিচুড়ী খাইতে মনডা কান্দে

চিটাগাং এ ধুমায় বৃষ্টি পড়ে। ইসসিরে………………..।

কলেজে থাকলে ডাইনিং এ নির্ঘাৎ খিচুড়ী দিত। মাসুদ স্যার এইটা কামটা করত পুরাই উড়াধুড়া। বৃষ্টি হইলে নির্ঘাৎ খিচুড়ী। আর শুক্কুরবার হইলে তো কথাই নাই, এক নম্বর ফুটবল গ্রাউন্ডে খেলাটা যা জমত না, ফাটাফাটি। ইসসিরে………।

খিচুড়ীর সাথে যদি গরুর ভূনা বা ইলিশের ভাজি হইত, তাইলে লা জওয়াব। পত্রিকায় দেখলাম সাগরে নাকি মেল্লা ইলিশ ধরা পড়তেছে। গত তিরিশ বচ্ছরের মইধ্যে রেকর্ড। এক মাঝি আবার সাংবাদিক ভাইকে রিকোয়েষ্টও করছে, খবর না ছাপাইতে, যাতে আরও দুই একদিন মজা কইরা ধরা যায়। খবর পাইলে দিক-বিদিক লোক ছুটবো সাগরে ইলিশ ধরতে, ভাগে কম পড়ব তার।

আইজকা জামাল খানে ডিউটি করি। গেষ্ট হাউজের লগে সুইচ রুম। গেষ্ট হাউজের পোলাটারে জিগাইলাম, খিচুড়ী পাকাইবো কিনা, মিচকা হাসি দিয়া “না” কইয়া দিল।

আমার বউ অবশ্য লাঞ্চ বক্স বাইন্ধা দিছে। দুইটা রুটি পুন্নিমার চাদের লাহান, আর কিছু সবজি। পেটের সাইজ কমানোর জন্য টোটকা। গত দুই বচ্ছর থাইকা এইটা আমার লাঞ্চ। কিন্তুক প্যাট কমে না, কমবো ক্যামনে? লাঞ্চে কিছু খাইনা জন্য রাইতে আর সকালে জমায় খাওয়ায় শারমিন। পতি ভক্তি বলে একটা ব্যাপার আছে না ।

বাসায় গরুর গোস্ত নাই, ইলিশও নাই, ধুররর। আইজকা আবার ক্লাসও আছে। এমুন বিখাউজ লাগতেছে।

১০,১৮০ বার দেখা হয়েছে

১৩০ টি মন্তব্য : “খেরোখাতা – খিচুড়ী খাইতে মনডা কান্দে”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)

    এই মুহুর্তে যেইটা মঞ্চাইতেসে -
    সাদা ভাতের লগে কলেজের ডাইল (আহারে কলেজের ডাইল, কইলজাটা ছিড়া যায় মনে পড়লে, আর কোথাও এরাম মজার ডাইল পাইলাম এখনও), বেশি কইরা পোড়া মরিচ দিয়া সইরশার তেলে কচলানো আলু ভর্তা আর সোহাগের কালা ভুনা --- আহ ......

    সবশেষে গাজরের হালুয়া (ঘী দিয়া বানানোটা)

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    ধুর! খিচুরীর জন্য প্রাণ আই-ঢাই করতেছে।
    নাহ্‌! ফয়েজ ভাই মানুষ ভালো না। :thumbdown: :thumbdown:
    তবে লেখা ভাল হইছে। :thumbup: :thumbup:
    এখানে আকাশের অবস্থা খারাপ, একটু পরেই দারুণ বৃষ্টি হবে।

    আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে,
    বেণু বনে বায়ু নড়ে এলোকেশ, মন যেন চায় কারে।
    😀 😀

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বৃষ্টি, খিচুড়ি, খেরোখাতা, ফয়েজ ভাই, শারমিন ভাবী, আকাশ, বাতাস, ইলিশ, বুয়েট, সি এস ই, আইস্ক্রিম, হালুয়া সব কয়ডার ব্যাঞ্চাই... 😡

    এক্কেবারে সব্বার ব্যাঞ্চাই.. :(( :((


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ধুর, খাওনের অর্ডারটা দেওনের আগে পোস্টটা পিড়া দরকার আছিল!! এখন তো খামু তন্দুরি আর ঝাল ফ্রাই!! কেম্নে কি? ধুর!!

    ফয়েজের ভ্যাঞ্চাই........................... B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. আহসান আকাশ (৯৬-০২)

    ফয়েজ ভাই, আগামী শুক্রবার চিটাগং আসতেছি... ছয় মাসের জন্য...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  6. সামিয়া (৯৯-০৫)

    য়াজকে আমরা খিচুড়ী খাই নাই, কিন্তু যা খেয়েছি...
    স্পেশাল ডিনার, সেই জালি কাবাব, মুরগী আর পোলাও ...সাথে ভেজিটেবল, সাথে কেক, সাথে...
    থাক আর না বলি, বেচারা ফয়েজ ভাইয়ের মন খারাপ হবে, আমি আবার ভাল মানুষ, মানুষের মন খারাপ করাই না O:-)

    জবাব দিন
  7. সামি হক (৯০-৯৬)

    হে হে হে 😀 ফয়েজ ভাই বৃষ্টির দিন খিচুরী আর হাঁসের গোস্ত ভুনা পুরা অমৃত। আফসুস আমার ভাগ্যে আর হাঁসের গোস্ত নাই 🙁 বউয়ের মতে হাঁস নাকি পাখি আর তা পানির সৌর্ন্দয বর্ধন করে তাই খাওয়া যাবে না হাঁস।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।