চিটাগাং এ ধুমায় বৃষ্টি পড়ে। ইসসিরে………………..।
কলেজে থাকলে ডাইনিং এ নির্ঘাৎ খিচুড়ী দিত। মাসুদ স্যার এইটা কামটা করত পুরাই উড়াধুড়া। বৃষ্টি হইলে নির্ঘাৎ খিচুড়ী। আর শুক্কুরবার হইলে তো কথাই নাই, এক নম্বর ফুটবল গ্রাউন্ডে খেলাটা যা জমত না, ফাটাফাটি। ইসসিরে………।
খিচুড়ীর সাথে যদি গরুর ভূনা বা ইলিশের ভাজি হইত, তাইলে লা জওয়াব। পত্রিকায় দেখলাম সাগরে নাকি মেল্লা ইলিশ ধরা পড়তেছে। গত তিরিশ বচ্ছরের মইধ্যে রেকর্ড। এক মাঝি আবার সাংবাদিক ভাইকে রিকোয়েষ্টও করছে, খবর না ছাপাইতে, যাতে আরও দুই একদিন মজা কইরা ধরা যায়। খবর পাইলে দিক-বিদিক লোক ছুটবো সাগরে ইলিশ ধরতে, ভাগে কম পড়ব তার।
আইজকা জামাল খানে ডিউটি করি। গেষ্ট হাউজের লগে সুইচ রুম। গেষ্ট হাউজের পোলাটারে জিগাইলাম, খিচুড়ী পাকাইবো কিনা, মিচকা হাসি দিয়া “না” কইয়া দিল।
আমার বউ অবশ্য লাঞ্চ বক্স বাইন্ধা দিছে। দুইটা রুটি পুন্নিমার চাদের লাহান, আর কিছু সবজি। পেটের সাইজ কমানোর জন্য টোটকা। গত দুই বচ্ছর থাইকা এইটা আমার লাঞ্চ। কিন্তুক প্যাট কমে না, কমবো ক্যামনে? লাঞ্চে কিছু খাইনা জন্য রাইতে আর সকালে জমায় খাওয়ায় শারমিন। পতি ভক্তি বলে একটা ব্যাপার আছে না ।
বাসায় গরুর গোস্ত নাই, ইলিশও নাই, ধুররর। আইজকা আবার ক্লাসও আছে। এমুন বিখাউজ লাগতেছে।
প্রথম হইছি।।
বৃষ্টির দিনের দারুণ লেখা !!
:awesome: :awesome:
এত লাফানির কি হইলো, মায়ে খিচুড়ী পাকাইছে নাকি? নাকি ক্যান্টিনে গিয়া খিচুড়ী খাইবা দুপ্রে,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস,
ডাইনিং এ খাইলাম অল্রেডি-- সাদা ভাত-- নো খিচুড়ি...
ইলিশ এর কথা শুইন্না জিভায় পানি আইসসা পরছে 🙁 🙁
কিন্তু নো ওয়ে ... ক্যাফে তেও শুনলাম ভাত :(( :((
খিচুড়ি খেলাম একটু আগে......।। ওয়ে ওয়ে :awesome: :awesome: :awesome: :awesome:
(বৃষ্টি হলে ভালো জমতো)
:thumbdown: :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:thumbdown: :thumbdown: কেন ভাইয়া......।।
মাছ ভাল্লাগে না ............ তবে খিচুরী আর ভুনা গরুর কথা বইলা তো মনটা উদাস কইরা দিলেন বস। 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
আহারে তোমার ইলিশ ভাজি ভালো লাগেনা, 🙁
ব্যাপার না, তোমার পাতের টা আমারে দিয়া দিও। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অবশ্যই বস।...... তাইলে আমার জন্যে গাজরের হালুয়াটা একটু বেশী কইরা ......... 🙂 🙂 🙂 🙂
গাজরের হালুয়া তো মেনুতে নাই, তয় কাচা মরিচ আর পিয়াজ এক্সট্রা আছে, লইবা নাকি? ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কি কন বস ???? ভালা খাওনের পরে মিষ্টি টাইপের কিছু না খাইলে সুন্নত আদায় হইব কেমনে ??
আইস্ক্রীম আছে, ভেনিলা আর স্ট্রবেরী ফ্লেভার, তয় এইটা তোমারে এক্সট্রা দেওন যাইবো না, সুরি। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আইচ্ছা ভ্যানিলা তাইলে ... স্ট্রবেরী ভাল্লাগেনা।
আমিও ইলিশ মাছ খাবো......... 😀 😀
জন্যঃ খাবো
পড়ুনঃ খাপো (ক.রা. মাস্পু বাই 😀 )
ফয়েজ ভাইয়ের খেরোখাতা ... না লগাইয়া থাকতে পাল্লাম না।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ও তাইফুর, তোমার বউয়ের খিচুড়ী রান্না কেমন? ঘি দিয়া পাকায়? উপ্রে লাল লাল ভাজা পিয়াজ ছিটায়?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মিয়া আপনেতো লোক ভালা না, এই কথা কইয়া জিহ্বায় পানি আইনা দিলেন 🙁
আরীঈঈঈ
তাইফুর ভাই কত্তদিন পর !!!
কালা কুর্তা পড়ে তো, বুঝো না, নিজেরে ঢাইকা রাখে, আন্ধারে আন্ধারে মিশায় রাখে নিজেরে। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই,খিচুড়ীর Scent পাচছি লেখা পড়ে 😛
ওরে '৯৬ আরেকটা বাড়ছে রে......... পিসিসির
ওয়েল্কাম ওয়েল্কাম। তয় '৯৪ থেইক্কা সাবধান, এরা চান্স পাইলেই পাংগা দেয় '৯৬ রে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আবার গিয়াঞ্জাম লাগাইয়া টি আর পি বাড়ানোর ধান্ধা
হ 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আজ কিন্তু আমরা ফয়েজ ভায়ের অসৎ উদ্দেশ্য সফল হতে দিব না। আজ ৯৪ আর ৯৬ এক জোট...... :thumbup: :thumbup:
:awesome: :awesome: :awesome:
🙁
টি আর পি কি জিনিস?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
টি আর পি কি???
😮 😮
টি দিয়া ট্রাফিক হইতে পারে, আর পি মাথায় ঢুক্তেছেনা। ~x(
এই মুহুর্তে যেইটা মঞ্চাইতেসে -
সাদা ভাতের লগে কলেজের ডাইল (আহারে কলেজের ডাইল, কইলজাটা ছিড়া যায় মনে পড়লে, আর কোথাও এরাম মজার ডাইল পাইলাম এখনও), বেশি কইরা পোড়া মরিচ দিয়া সইরশার তেলে কচলানো আলু ভর্তা আর সোহাগের কালা ভুনা --- আহ ......
সবশেষে গাজরের হালুয়া (ঘী দিয়া বানানোটা)
এইটা কেডায়? বুয়েটের নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আরে না বস ..।... চাঙ্খারপুলে একটা হোটেল আছে সোহাগ নামে। আমার ভুড়ির জন্যে এই হোটেল দায়ী। সোহাগের কালা ভুনা আর সোহাগের চাপ সেরাম জিনিস।
ইসসিরে... কালা ভুনা... এক রোজার সময় বুয়েটের হলে থাকছিলাম রাত্রে। সেহরিতে কালা ভুনার সেই স্বাদ এখনো মুখে লাইগা আছে। আহহহহ
আবার জিগস! বুয়েট সিএসই '৯৮। B-) B-)
তোমারও ভূড়ি আছে নাকি :awesome: :awesome:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ বস ...... কিসুতেই সাইজে আনতে পারতেসি না। 🙁 🙁
@ তানভীর,
কালা সোহাগ কি তোমারও ভূড়ি বানায় দিছে নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কালা সোহাগের জন্য না বস্, আমার ভূড়ি বাড়ছে ঘুমের জন্য। অবশ্য যখন ভূড়ি বাড়তেছিল, তখন অনেক বেশী খাইতাম। 🙁 🙁
আর ঘুমাইও না কইলাম, ভূড়ি আরও বাড়বো তাইলে। জাইগা থাকবা ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
এই জন্যই তো কই আমার ভুড়ি হয় না কেন
জাইগা থাকেন আর লাইগা থাকেন......... :thumbup: :thumbup:
(কপি রাইটঃ সায়েদ ভাই)
ভাইজান,
কুমিল্লার না? জোওওওওসসসসস...... আমরা ইলেভেন এক্সকারশনের সময় কুমিল্লার ডাইল খাইয়া সেইরকম জোস পাইছিলাম। আমাগো ডাল ইরাম কখনো ছিলনা :(( :(( :((
মইনুম ভাই আপনেও কালা ভুনা পসন্দ করেন!!!!আহ সে যে কি স্বাদ গো মামা...
মাসরুফ ভাই, আপনে কোন জিনিসটা খান না?
মাসরুফ, তোমার ডায়েট শেষ হইলে সোজা নিরবে যাবা। খাসির মগজ আর বাড়ি দেওয়া পরোটা অর্ডার করবা। আর বলবা কাটা পেয়াজ আর লেবু দিতে। পেয়াজের মধ্যে সামান্য লবন আর লেবু মাখায়া কচলায়া পরোটার সাথে খাইয়া দেইখো ...... মনে হবে বেহেস্তে চইলা গেসো।
আহারে এক বসায় ১২-১৪টা পরোটা নাই কইরা দিতে পারতাম এক সময়ে ...... :(( :(( :((
ধুর! খিচুরীর জন্য প্রাণ আই-ঢাই করতেছে।
নাহ্! ফয়েজ ভাই মানুষ ভালো না। :thumbdown: :thumbdown:
তবে লেখা ভাল হইছে। :thumbup: :thumbup:
এখানে আকাশের অবস্থা খারাপ, একটু পরেই দারুণ বৃষ্টি হবে।
আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলছল জলধারে,
বেণু বনে বায়ু নড়ে এলোকেশ, মন যেন চায় কারে।
😀 😀
ফয়েজ ভাই, এই তানভীর পোলাডার গতি একটা কইরাই দেন। এই দেখেন ... এই খাওনের থেইকা বৃষ্টি বাদল, বৃষ্টি-বাদল থেইকা কার চোখ আর চুল নিয়া ঘাটাঘাটি শুরু কইরা দিসে।
কি তানভীর, চোখ আর চুল নিয়া খেলা করতে মন চায় নাকি? ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কত কিছুই তো মন চায় ফয়েজ ভাই। আফসুস আর আফসুস......... 🙁 🙁
আপসুস আপসুস :(( :(( :((
মন চায় খিচুড়ীরে............।।
কোবতে ভালা হইছে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কোবতেটা আমাদের পল্লীকবি জসীমউদ্দীনের। 😀 😀
পল্লীকবি জসীমুদ্দীনের কোবতে ভালা হইছে 😀 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহ, জীভে জল এসে গেল।
এই মাত্র ঝড় শুরু হলো। বাসায় খিচুড়ি আর গরু ভুনার অর্ডার দিছি।
😀 :awesome: :awesome:
তোমার প্যাটে ঠাডা পরুক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😕 😕
যান, অর্ডার ক্যান্সেল। আপ্নের লাইগা শান্তিমত খাইতেও পারলাম না।
:bash: :bash:
ভাগ্যিস খাও নাই, নির্ঘাৎ প্যাট খারাপ হইতো তোমার, এক্কেরে ডাইরেক্ট.........
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কার দোয়ায় যেন কি মরে না :grr: :grr: :grr:
বৃষ্টি, খিচুড়ি, খেরোখাতা, ফয়েজ ভাই, শারমিন ভাবী, আকাশ, বাতাস, ইলিশ, বুয়েট, সি এস ই, আইস্ক্রিম, হালুয়া সব কয়ডার ব্যাঞ্চাই... 😡
এক্কেবারে সব্বার ব্যাঞ্চাই.. :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug:
বস্! আমিও সব কয়টার ব্যান চাই। 🙁 🙁
হ রে 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যাঞ্চাই
ব্যাঞ্চাই
সহমত :thumbup: :thumbup:
ঐ
কিরে তোর আবার কি হইলো দোস্ত ???? মন খারাপ কেন ??
দোস্ত এই রোমান্টিক ওয়েদারেও কামলা দিতাছি। ব্যাঞ্চাই না চায়া কি চামু ক :(( :((
সংসারে প্রবল বৈরাগ্য!
@ কাইয়ুম
সবার ব্যান চাইছো কুনু আপত্তি নাইক্কা, কিন্তুক বউয়ের ব্যান চাইছো জন্য তোমার ব্যান না চাইয়া থাকতে পারলাম না।
তয় মুড খারাপ হইতে দেয়া যাবে না, এইগুলা সব কাইয়ুমের ষড়যন্ত্র,
ইজি ফয়েজ ইজি.........
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr: :grr:
নেক্সট সিটিজি ট্যুরে ভাবী একটা জমাইন্যা লাঞ্চ পাট্টি দিবেন এই আশায় ব্যাঞ্চাইছিলাম 😀 সেইখানে ফয়েজ ভাইকে যথারীতি দুইটা রুটি আর সব্জি দিয়া সামনে বসায়া রাখা হইবেক :grr: :grr: তখন পর্যন্ত ইজি থাইকেন বস্ ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যাচেলর লোকরে দাওয়াত দিমু না ঠিক করছি, বিয়া কইরা বউ নিয়া আইতে হইবো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
প্রেজেন্ট প্লিইইইজ। 😀
আমিও আমিও 😀 😀 😀 😀
একটু ফেভার করা যায় না বস্? এই যেমন গিয়া বিয়া করানির কুনু কায়দা যদি নিতেন তাইলে খুব উপকার হইতো আর কি ;;)
সংসারে প্রবল বৈরাগ্য!
এইবার রোজার ঈদের পড়ে আর কুরবানীর আগে একটা ধামাকা পাট্টি দিমু ঠিক করছি বাসায় তোমাগো নিয়া। বাকী আল্লাহ ভরসা। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:awesome: :awesome: :hatsoff: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
পুলাপাইন অ্যালাউড তো?
সহমত। :thumbup: :thumbup:
আমিও
ব্যাচেলররা নিমন্ত্রন চাই............ নইলে লাগাতার কর্মসূচী ঘোষনা করা হবে... 😡 😡 😡
:shy: বালিকাবন্ধু নিয়া আসা যাবে স্ত্রীর পরিবর্তে? :shy:
আমার্জন্যেক্টা নিয়াইসেন 😡 😡 😡
আমিও সব কয়টারে ব্যান চাই
;;;
কি আজিব, মাত্র অফিসে খিচুড়ি খাইয়া আইসা বইসাই দেখি ফয়েজ ভাই এর খিচুড়ি নিয়া পোষ্ট।
কপাল ভালো আগেই খাইয়া আসছ। নাইলে তোমার পেডেও ঠাডা পরত।
:chup: :chup: :gulli2: :gulli2:
@ রবিন
:thumbdown: :thumbdown:
@ আরিফ
:thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
;)) ;))
ধুর, খাওনের অর্ডারটা দেওনের আগে পোস্টটা পিড়া দরকার আছিল!! এখন তো খামু তন্দুরি আর ঝাল ফ্রাই!! কেম্নে কি? ধুর!!
ফয়েজের ভ্যাঞ্চাই........................... B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😀
বস আমিও খিচুড়ী খাইতে পারি নাই, পুন্নিমার চাদের লাগান দুইটা রুডি খাইছি মাত্র।
খিচুড়ীর ব্যাঞ্চাই, সেই লগে যারা যারা খিচুড়ী খাইছে তাদের ডাইরেক্ট হই যাক এই বদ্দুয়া দেই।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বড় বাচা বাইচ্চা গেছি। 🙂
=)) =))
পুর্নিমার চাঁদের মত সৌভাগ্যের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার প্রয়াস-
খাওনের পোস্টে এখনো "খাদক" মাস্ফুর খিচুরি খাপো মার্কা :just: কুনু কমেন্ট নাই! জামাই কি এখন খাইয়া ঘুম দিসে নাকি?
নাহ, কাকলীর মোড়ে কান ধইরা দাড়াইয়া আছে
কান ধইরা না ডালপালা ধইরা?
=)) =))
বৃষ্টির মইধ্যেও কি কান ধইরা দাঁড়ানো??
হাহাহাহা
দারুণ মজার দৃশ্য !! মিস করলাম। জামাই দাদা কলকাতা থেকে এসে কাকলীর মোড়ে দাঁড়িয়ে কি যে কচ্চেন মনে মনে কে জানে?
ওরকম দশাসই সাইজের লোককে অমন করে দাঁড়িয়ে থাকতে দেকতে কেমন যে লাগচে গো =)) =))
:)) :))
x-( x-( x-( বলি মাহমুদ ছোঁড়াটা ইদানীং যা ফিচলে হয়ে গিয়েচেনা ওক ধরে কুন্ডু ওঝার প্যাঁদানী না দিলে আর চলছে না x-(
:(( :(( :(( ভুড়ি বাইড়া গেছে দেইখা আমার সারাদিনের খোরাকি ছিল ৪ টা আপেল,এক বাটি সুপ আর ৫ গেলাস পানি,সাত দিনের ডায়েট কর্মসূচীর অংশ-দুপুর আর বিকাল ইয়ের সাথে কাটাইছি,ইয়ের ছুডু ভইন ফেরেরো রচে চকলেট সাধছে সেইটাও খাই নাই ডায়েট করতাছি এইজন্য :(( :(( :((
তয় সাত দিন যাউক,এমুন খাওয়া দিমু......সব উসুল হয়া যাইবো x-( ভাবতাছি ফয়েজ ভাইয়ের বাসায় গিয়াই উপোস ভাঙ্গুম।
অন টপিক-আমিও খিচুড়ি খাপো :(( :(( (সৌজন্যে সামিউর)
ভূতের মুখে রাম নাম 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মানে আমার ইয়ে :shy: :shy: :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
😮 😮 😡 😡 x-( x-( ~x( ~x(
:)) :)) =))
মারেন ক্যান?? :(( :(( :((
আমি এট্টু কম খাই, তাছাড়া বাকি সব কোয়ালিটি 😉 আমার আছে। কই আপনার শ্যালিকা দেইখা ভরসা পাইছিলাম, এখন আপনি আমারে গুল্লি কইরা মারার হুমকি দেন। দুনিয়ায় কি কুনু ইন্সাফ নাই 😕 ।
মাস্ফ্যু ভাইয়া, পুরা সদরঘাট খুজলেও আমার মতো সুপাত্র পাইবেন না, আর ভাবীর বোন মানে তো আপনারো ছুডু বোন, তো ওরে সুপাত্রস্থ করবেন না B-) ?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সহমত
রবিন ভি, আমি কিন্তু আমার কথা কইছি, অন্য কাউরে ভাগ দিমু না 😛 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ বেলাডি বেটা তোর জন্য কইলাম আর তুই ডাউট দেস? যা লুংগি পিরা লং আপ হইয়া থাক x-(
রিবিন ভিয়ের চিয়ি ইমির শিলি লিম্বা তিছিড়ি রিবিন ভি খিলি রিবিবি ইন্টইর সিথে ইটিশ পিটিশ কিরে,চিরিত্রিহীন 😀 😀 😀
:shy: বউয়ের বোন মানে আধা ঘরওয়ালি :shy:
নাহ রকিব পুলাডা খারাপ না দেখি ভাইবা দেখি।এইদিকে রেজোয়ানের নাকি র্যাবে পুস্টিং হইবো রকিব দেশে আসতে আসতে তাই কইছিলাম কি...এট্টু খিয়াল কইরা...ও আবার আগে লাইন দিছিল কিনা... 😀
সিনিয়র্রা সব্খানেই অফচান্সার 🙁
ফয়েজ ভাই, আগামী শুক্রবার চিটাগং আসতেছি... ছয় মাসের জন্য...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দেখা হবে নিশ্চয়ই,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙁 🙁 খিচুড়ি কই পামু বাসায় থাকি কিন্তু বাসায় খাইতে পারিনাই এক জায়গায় গেসিলাম :(( :((
য়াজকে আমরা খিচুড়ী খাই নাই, কিন্তু যা খেয়েছি...
স্পেশাল ডিনার, সেই জালি কাবাব, মুরগী আর পোলাও ...সাথে ভেজিটেবল, সাথে কেক, সাথে...
থাক আর না বলি, বেচারা ফয়েজ ভাইয়ের মন খারাপ হবে, আমি আবার ভাল মানুষ, মানুষের মন খারাপ করাই না O:-)
স্যাম, ভেজকারিটা জোস ছিল না? আহ, অনেক দিন পর ভেজকারি খাইলাম।
এইডার্নাম ভেজ্কারি? ইয়ে মানে, আমি আসলেই জান্তাম্না 😀
আমরা বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্মদিন পালন করে আসলাম। মুড়ি পার্টি ছিল এক্সট্রা 😀
মুড়িডার স্বাদ এখনো মুখে লাইগা আছে রে...
আমারো খিচুরি খাইতে মন চায় :((
নিজে রান্না করে আর কত :dreamy:
আরো বহুদিন...
আপনার বউ যখন আদুরে গলায় কৈবো, ওগো আজ না তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করছে... :grr: :grr: :grr:
তুহিন ছোট ভাই বদ্দোয়া দিসনারে তোর পিলিয লাগে :((
:frontroll: :frontroll: :frontroll:
তাড়াতাড়ি তাইলে রাধুনী নিয়ে আসেন।
আম্রা বিয়াখাপো...
@আদু ভাই-তাইলে আর কি এইবার একটা রাঁধুনী নিয়া আসেন 😀
আমারও একটা রাঁধুনী দরকার ... জামাই, একটা কিছু কর ... =)) =)) =))
রহিমার মারে খবর দিতেছি সুমন ভাইয়ের জন্য :grr: :grr: :grr:
কেলনো হচ্চে তাও আবার দাঁত দেকিয়ে x-( । তোরে.. 😡
হে হে হে 😀 ফয়েজ ভাই বৃষ্টির দিন খিচুরী আর হাঁসের গোস্ত ভুনা পুরা অমৃত। আফসুস আমার ভাগ্যে আর হাঁসের গোস্ত নাই 🙁 বউয়ের মতে হাঁস নাকি পাখি আর তা পানির সৌর্ন্দয বর্ধন করে তাই খাওয়া যাবে না হাঁস।
ব্রংকাইটিস আছে, হাসের গোস্ত হইলো গিয়া আমার জন্য "বাতুল" 😀
আমার ভাগ্যেও হাসের গোস্ত নাই রে ভাই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না