ফাঁকি

perseverance_red_abstract_painting
মানিক কিংবা বুদ্ধদেবের মতো যারা,-সকলে
পড়ে আছে ভাঙ্গা কাঠের বাক্সে,অবহেলে-
দুই মলাটের ভাজে!-পোকারা তাদের
বুক চিঁড়ে খুজে পেয়েছে পথ-স্বাদের!

একদিন আমিও খুঁজেছিনু পথ,ও পথে
পেয়েছি কত বোধ-প্রবোধ-সৎ বিজ্ঞাতা;সেই হতে
কত দর্শনে ভারাক্রান্ত হয়েছে হৃদয়,
এখন সেইসব কেবল ফাঁকি বলে মনে হয়!

৯৫৮ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “ফাঁকি”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)

    তোমাকে অন প্যারেড দেখলেই নতুন কবিতা আশা করতে থাকি।
    দুটো প্রশ্ন -----------

    সেই হতে
    কত দর্শনে ভারাক্রান্ত হয়েছে হৃদয়,
    এখন সেইসব কেবল ফাঁকি বলে মনে হয়!

    কেন ??

    তোমার হুজুর হবার পরে কি হলো ??

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।