রাতটা ছিলো ভীষণ রকম শীতের
পান্থশালায় কেউ ছিলো না আর
টিমটিমে এক বাল্ব ছিলো ওই কোণে
সে আলোতেও বাড়ছে অন্ধকার!
হাতে আমার একটা মদের গ্লাস
চারটে বোতল-সবগুলোই খালি
শেষ ফোঁটাটাও চেটেপুটে খেয়ে
আমি তখন বেহুশ হয়ে ঘুমে!
ঠিক তখনই সে মেয়েটি এলো
বাইরে তখন কুঁয়াশায় ভেজা চাঁদ,
আমায় ডেকে তুললো সে ঘুম থেকে
মাতাল আমিও অবাক তাকে দেখে!
পরের ভোরে ঘুমটা যখন ভাঙলো
আমি তখন নরম বিছানায়,
আশেপাশে কেউ ছিলো না আর,
সবকিছু ঠিক চলছে আগের মতোই!
সেই থেকে রোজ ভীষণ পাগল হয়ে
শহর থেকে শহর ঘুরে বেড়াই,
যদি আমি হঠাৎ দেখা পাই
পান্থশালার সেই মেয়েটিকে!
x-( x-( x-(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:shy: :shy: :shy:
😀 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:clap:
পোলাপাইন অল্প বয়সে পাইক্কা গেছে। :grr:
শাহরিয়ার
বানান গুলি ঠিক করে দাও। কবিদের বানান ভুল করা ঠিক না। 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
😀 😀 😀
😛
রোজ রাতে ওয়েষ্টার্ন সিনেমা দেখা হয় বুঝি!!???
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
:khekz: :gulti:
সংসারে প্রবল বৈরাগ্য!
:pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ডেসপারাডো আর ওয়ান্স আপঅন আ টাইম ইন মেক্সিকো......ব্যাস এতটুকু দেখেই এই কবিতা!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:clap: :clap:
পাইবা না পাইবা না যে হারায় তারে খুঁইজা লাভ নাই। নতুন কাউরে খুঁজো।
খাইছে রে! পোলাপাইন দেখি এখন অনেক বড় হয়ে গেছে!
ভাল, লেখালেখি চালায়ে যাও।
ভাইয়া ঠিক কথা কইছে :clap: :clap: :clap:
অভিজ্ঞতা থেকে কইলি নাকি????? 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.