সেই পুতঃ প্রেম সাগর দোলায়
সেই পুতঃ প্রেম জানলা খোলায়
গ্রীলে ঠেকে মুখ,সে এসে দাঁড়ায়
বৃষ্টি ছুঁতে সে দু’হাত বাড়ায়
দু’হাত বাড়িয়ে জল ছুঁতে চায়
বৃষ্টিস্নাত প্রেম ছুঁতে চায়
বৃষ্টি জলের ঘূর্ণিমায়ায়
আজ কেন সে নীল ছুঁতে চায়!
জলে ভেজে গাল,কেন সে হাসে
জল চুমু খায় জানালার পাশে
তার ঠোঁটে হাতে জল ছুঁয়ে যায়
বৃষ্টির প্রেমে নীল ধূয়ে যায়
জলে ভিজে যেতে দুহাত বাড়ায়
কী নিবিড় হাসি চোখের তারায়!
শ্যামল হাতের চুড়ি ভিজে যায়
বুকেতে কাঁচের নুড়ি ভিজে যায়
আলো ভিজে যায়,চুল ভিজে যায়
প্রেমের প্রথম ভুল ভিজে যায়
তবু নির্মল হাসে সে বালিকা
বতিচেল্লীর আঁকা দেয়ালিকা
যেন জলে ভেজা আগুনের শিখা
যেন জলে ভেজা রাঙা মালবিকা!
সেই পুতঃ প্রেম ঝর্ণাধারায়
সে পুতঃ প্রেম হাতের নাড়ায়
কাকে সে ডাকে মৃদু ইশারায়
এমন শ্রাবণ বাদলধারায়
বহুদূরে আমি গাছের ছায়ায়
বালিকাকে দেখি খোলা জানালায়
খোলা জানালায় এসে সে দাঁড়ায়
আমাকেই ডাকে মৃদু ইশারায়
সেই থেকে শুরু প্রথম দেখায়
বালিকা আমাকে কবিতা শেখায়
বালিকা আমাকে বৃষ্টি শেখায়
প্রেম ভিজে যায় নীলাভ রেখায়
সেই প্রেম পুতঃ হাওয়ার দোলায়
সেই প্রেম পুতঃ সাগর দোলায়!
গোলে শট নিলাম, দেখি কি হয়... =))
এবং গোল :tuski: :goragori:
অসাধারণ হয়েছে 😀
এবং যথারীতি অসাধারন ...... :boss: :boss: :boss:
খুবি সুন্দর...... :clap: :clap: :clap: :clap: :clap:
😀 😀 😀
:clap: :clap:
পছন্দ হইল :clap: :clap: :clap:
:clap: :clap: :thumbup: :thumbup: কবিতা জিনিস টা সারাজীবন ই মতো ই মাথা র উপুর দিয়া গেলো......... 😐
আমি তো সহজ কবিতা লিখতে চাই! 😐 😐
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
ভ্রাত শাহরিয়ার, মন খারাপ করিওনা........স্বয়ং রবি ঠাকুর সাহেব ও আমার মাথার উপর দিয়া গেসেন...এজন্য ই তো তোরে :thumbup: দিলাম
সাব্বির তুই না বুইঝা এত হাতে তালি দিলি?
আর একবার পড়...দেখ মাথার ভিতর দিয়া যায় নাকি।
আপু , ব্রেইন এর ভিতর দিয়া গেলো......!!! 😐
ওই মিয়া এখন পড়ালেখা কর। কবিতা পরে লেখবা। আগে কোথাও চান্স পাইয়া লও।
DU তে তোমারে না পাইলে খবর আসে।
আব্বা তো DU তে দিতে চায় না!ভাইয়া আপনি কোন সাব্জেক্ট??
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আন্তর্জাতিক সম্পর্ক ।
DU তে না পড়লে আর পড়বা কিসে ?
আর্টস পার্টির তো এইটাই সহায় সম্বল। আর যদি মারামারির কথা ভেবে না পড়তে চাও তাইলে বলতে হবে হল এ না থাকলে আর পড়ালেখা নিয়ে থাকলে কোনো প্রবলেম না হওয়ারই কথা।
চমৎকার :clap: :clap: :clap:
কবিতা ভাল লাগছে শাহরিয়ার :clap: :clap:
মানুষ তার স্বপ্নের সমান বড়
তোমার কবিতাগুলো সবসময় সুন্দর হয় শাহরিয়ার। :thumbup:
থ্যাঙ্কু ভাইয়া!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আমার কবিতা জ্ঞান খুব বেশি না । ভাল লেগেছে।
তবে পুরা কবিতার সাথে পুতঃ শব্দটা আমার কাছে কানে ঠেকেছে। যতবার শব্দটা এসেছে ততবার মনে হয়েছে এই কবিতায় এই শব্দটা অন্য শব্দের সাথে যায়নি। আমার কথায় পাত্তা দিও না । কবিতা ভাল হয়েছে।
ভাল করে পড়ালেখা কর ভাল একটা জায়গায় টিকতেই হবে। বেস্ট অব লাক।