প্রেম, তুমি এত Awful কেন?

ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর,
যেখানে যাই, তুমি আছো মনের ভেতর;
যেখানে যাই, তুমি আছো মনের ভেতর।

আমি যে কি নিয়ে ব্যস্ত থাকি আমি নিজেই জানিনা। সপ্তাহে মাত্র ২ দিন ক্লাস, বাকি দিন গুলো ফাকা। মাস দুয়েক আগে এখানকার একটা ছেলের সাথে বসে শুরু করেছিলাম একটা মিক্সড এ্যালবামের কাজ; কথা ছিল জুনের মধ্যে কমপ্লিট করে ফেলবো। কিসের কি? জুলাই গড়িয়ে যাচ্ছে। ঐ ছেলে এখন বলছেঃ “ভাই, দুই মাসের মধ্যে এ্যালবামের কাজ নামাতে হবে সব, নাহলে আমার গার্লফ্রেন্ড বলে দিসে আমার চেয়ে বড় মিউজিশিয়ানের হাত ধরে চলে যাবে।” ওর গার্লফ্রেন্ডের জন্যে হলেও ও কাজে মন দিবে, আমার কাজে মন দেওয়ানোর মত তাগাদা তো কেউ দিচ্ছে না, কি করি?

সেদিন চরকাখালি গিয়েছিলাম আমাদের ঐ ‘গ্রুপ-অব-মিউজিশিয়ান্স’ (ব্যান্ড-এর আইডিয়া মাথা থেকে এখন বাদ)। সেখানে আবার সেই ৯ই মে ২০০৪-এর ঘটনার পুনরাবৃত্তি হল। সেবার সন্ধ্যাবেলায়, আর এবার ভরা দিনের আলোতে, ‘সূর্যেল’ দুপুরে মোবাইল সহ আবার পুকুরে চুবানি খেলাম। অবশ্য দু’টোই এ্যাক্সিডেন্টালি হয়েছে, ঘাটের স্টেপ গুলা খুব পিছলা ছিল। জুতা নিয়ে ‘আয়েশ করে’ বসতে যাওয়াটা হয়েছে বোকামি। তবে দুঃখ থাকত না, যদি শুধু আমরাই থাকতাম। সাথে আরো দুটো মেয়ে ছিল, একারণে ব্যাপারটা বড়ই বিব্রতকর আমার জন্য। আমার ‘না-চাইতেও-গোসল-হয়ে-যাওয়া’ দেখে আদনিন-এর সে কি হাসি!! শিট… নাম তো বলতে চাই নাই… ধুর! যাই হোক, আমার নামের ৫০% পজেস করে এই মেয়ে। তার ৫০% দুঃখিত হওয়া উচিৎ ছিল।

গত দুই মাস ধরে আদনিন আমাকে বলছে: “আদনান, আমার গানের ডেমো কোথায়?” দুই মাসে দুইটা এ্যালবামের কাজ শেষ করে ফেলা যায়, আর আমি তার এই সাধারণ আবদারটা রাখতে পারছিনা; বড়ই প্যাথেটিক! কি করলে একটু জোশ পাওয়া যেতে পারে যদি জানতে পারতাম!! শুধু আজাইরা চিন্তা – [ইজি কাজে] বিজি থাকা মানে যদি সারাদিন কাজের চিন্তা রেখে ‘ও’কে মনের ভিতর রাখা হয় তবে এ থেকে আমি মুক্তি চাই।

১৩ টি মন্তব্য : “প্রেম, তুমি এত Awful কেন?”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    শিরোনামটা ফালতু হইছে।

    এই ধরণের অর্ধেক বাংলা-অর্ধেক ইংরেজি শিরোনাম বিষয়ে মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আদনিন আর আদনান... ৫০% না, হিসাব করলে তো ৮০% মিল পাওয়া যাচ্ছে। ব্যাপার না আদনান মাঝে মাঝে এরকম হয়, এখান থেকে ভাল কিছুর সূচনা হয়। শুভ কামনা রইলো।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।