কলেজ থেকে চলে এসেছি আজ প্রায় ৬ মাস কিন্তু এখন মনে হয় আমি আমার ক্যাডেট জীবন সত্যিই মিস করছি।হয়ত অনেক ফেলে আসা খারাপ ইতিহাস আমাকে কষ্ট দেয়,তবুও আমার সেই জীবনই অনেক আনন্দের ছিল। আস্তে আস্তে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি। জানুয়ারীতে আর্মি পার্টি চলে যাবে,সবার ক্লাস শুরু হবে, সবার নতুন জীবন শুরু হবে।যদিও ভাল করেই জানি শত চেষ্টা করেও আর কখনই ৫০ জন একসাথে দেখা করা সম্ভব না,তবুও সবসময় নিজেকে সান্ত্বনা দেই ,হবে দেখা অবশ্যই হবে।শরীর খারাপ থাকায় একটা গেট টুগেদারে যেতে পারিনি,এটাকে দুর্ভাগ্য ছাড়া কি বলব? যাই হোক এই লেখা দিয়েই আমি CCB তে আমার যাত্রা শুরু করলাম ।
২৫ টি মন্তব্য : “আমার প্রথম পোস্ট”
মন্তব্য করুন
শুভ সুচনা।
ব্লগের ঐতিহ্য অনুস্মরণে প্রিন্সিপাল স্যারের সম্মানে ১০ ফ্রন্টরোল ( :frontroll: ) দেও জলদি।
আরোও ১০টা দেও নামের পাশে ব্র্যাকেটে কলেজে পড়ার সাল না লেখার জন্য।
এরপর :teacup: খাইয়া হাত খুইলা লিখতে থাকো।
নঈম, তোর রেসপন্স দেইখ্যা ক্যাডায় কইবো, তুই নিজেও ব্লগে নতুন আইছিস। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ক্যাডেটদের ব্লগ। নূতন আর পুরান কি? ঢুকা মাত্র ৮৭-৯৩ ব্যাচ হিসেবে নিজের অবস্থান নিশ্চিত। :)) (সম্পাদিত)
:just: ::salute::
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
:gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli2:
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
বুয়েটে ভর্তি পরীক্ষায় ১ম হওয়া্র পর তোমাকে নিয়ে একটা পোস্ট পড়েছিলাম। অভিনন্দন ভাইয়া।
ন্ঈম ভাইর কথা অনুযায়ী যাত্রা শুরু করো.........
ব্লগে স্বাগতম। যাত্রা হোক শুভ.... ;;;
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শুভ ব্লগিং।
ঐ
নঈম ভাই তেরামি করলাম 😀 ,আর প্রোফাইল আপডেট করলাম,সবাইকে অনেক ধন্যবাদ
জুনায়েদ
জুনায়েদ!!!!!!ছি!ছি!ছি!! বড় ভাইদের কথা শুনতে হয়।।। :no: :no:
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
x-( পাওনা রইলো। দেখা হউক। :grr: (সম্পাদিত)
নঈম ভাই এত দিতাছে ক্যান???সেই কখন থেকে খালি দিতেই আছে!!! =)) =))
গণ খায়া লাশ হয়ে যাবি.....বল যে ট্রিট্ দিতে হবে ভয় পাইসিলি। x-( x-(
btw শুভ ব্লগিং
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
::salute::
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
কোন গাধায় বলসে হবে না? ইচ্ছা থাকলে অবশ্যই হবে...
জুনায়েদ,
শুভ ব্লগিং।
আর বুয়েটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার জন্য অভিনন্দন। তবে, জীবন যেন শুধু ক্লাসের পড়া আর টিউশনিময় হয়ে না পড়ে............
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ঐ
স্বাগতম। তেড়ামি করা ভাল না।
বুয়েট-ভর্তি পরীক্ষায় শীর্ষে থাকার অভিনন্দন নাও।
আর প্রথম ব্লগ লেখার ডিগবাজি দাও।
চটপট
ফটাফট।
ডিগবাজি থেকে রেহাই নাই।দিবা না দেওয়াবো? :chup:
স্বগতম :hug:
ব্লগে স্বাগতম 🙂 তাড়াতাড় ডিগবাজি কমপ্লিট করে হাত-পা খুলে লেখা শুরু করো...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
পোলাডার আর রক্ষা নাই, বড় ভাইদের সাথে তেরামি!!!
শুইন্যা বহুত খোশ হইছি যে, “তুমি বুয়েট-ভর্তি পরীক্ষায় ১ম”। অভিনন্দন রইল। কিন্তু কোন ক্ষমা নাই।
লাগাও ১০০x :frontroll: , ব্লগে স্বাগতম। নিশ্চয়ই, দ্রুত নতুন নতুন আতলামিপূর্ন লেখা পাব।
স্বাগতম :boss: :boss:
পোলায় দেখি বুয়েটে আসতেছে। :frontroll: না দেয়ার কারণে :thumbdown:
শুভ ব্লগিং 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়