একটু পরেই চলে যেতে হবে। শুধু মনে হচ্ছিল কী দরকার ছিল এভাবে বন্দী এক জীবনে আমাকে পাঠিয়ে দেবার? কিন্তু মুখ দিয়ে টু শব্দটি করার উপায় নেই। এতদিনে যে শাসনে ছিলাম । সবার ছোট হলে যা হয় আর কী। এতদিন বড় আপুর ছায়াতলে ছিলাম। যা কিছু অর্জন আমার তার ৮০%তার অবদান। যা ভেবেছিলাম তাই। আপু জিজ্ঞেস করে বসল-
– এবার তো একা থাকতে হবে। পারবি তো?
অপমানজনক কথা। সেদিনই বড় মুখ করে বললাম –
“অবশ্যই পারব”। আজ তো তার এতটুকু ও সত্য মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে পারব না। সবাইকে ছেড়ে কখননও থাকিনি। কিন্তু ইগো বলে একটা কথা আছে না। বলতে পারলাম না। মনে মনে নিজেকে বোঝাতে শুরু করলাম “কোন উপায় নেই আমাকে একাই থাকতে হবে।”
দুপুর ১২টায় রওয়ানা দিব। ২টোর দিকে রিপোর্ট করতে হবে। চিন্তায় আমার দুপুরের খাবার গলা দিয়ে ঢুকলো না। এর আগে এত বছর পার হয়ে গেল সময়ের মূল্য বুঝতেই পারলাম না। আর আজ ১১টায় আমার মনে হতে লাগল সময়ের সাথে যেন দম ও ফুরিয়ে আসছে। সবার সাথে দেখা করার সময় মনে হল এটাই মনে হয় শেষ দেখা।
বলছিলাম ৮বছর আগের এক বুধবারের কথা। আবারো ফিরে আসে ৩০ এপ্রিল।
সেদিন গিয়ে পদ্মা ভালো লাগল না।
বন্দী জীবন শুরু হয়ে গেল বোধহয়। খালিদ হাউসে কেন জানি যেতে ইচ্ছে করেছিল।
সবুজ রঙ এর প্রতি ভালোলাগা থেকেই বোধহয়। একাডেমিক ব্লকে মুরাদ ভাই (২০৬২) আমার গাইড হিসেবে আমাদের নিয়ে গেলেন হাউসে।
হাউসে হাউস মাস্টার, হাউসের বড় ভাইয়েরা আমাদের টাই পরালেন। হাউস ব্যাজ পরালেন। এরপর আমার নতুন জগৎ ৮নং রুমে নিয়ে গেলেন। গিয়ে দেখি আমার আলমিরা মেট আমার পরিচিত। একটু ভালো লাগল। কিন্তু তখন ও আশেপাশে দেখার মতো সৌভাগ্য হল না। একটু দেখলাম সবাই উদ্বিগ্ন মুখে বসে আছে। তাড়াতাড়ি করে অডিটোরিয়াম এ যেতে হলো। শিক্ষকদের সাথে পরিচয় করানো হল। ইতিহাস জানানো হলো। নিয়ম কানুন বলা হলো। সময় দেখতে দেখতে চলে গেল। এবার শেষ দেখা।
ডাইনিং হল এ চা চক্র শেষে চলে যাবে সবাই। কিছু ভালো লাগছিল না।
এরপর যখন সবাই চলে আসল। একা আমি বারান্দায় দাড়িয়ে একবার রুমে তাকাই একবার শেড এর দিকে তাকাই।
সবাই চলে যাচ্ছে আমাকে রেখে। দেখার মতো একটা ছবি। এবার আমি আমার কাছে হেরে গেলাম।
চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। কেউ জানেনি। কাউকে জানতে দেই নি।
আজ ৮বছর পর হঠাৎ নিজেদের কলেজের কয়েকজনকে একসাথে পেয়ে আজ লিখছি। ক্যাডেট কলেজের ৬ বছর আর বিএমএতে ১.৫বছর এর মতো। বাইরে ৬ মাস আমরা প্রায় একসাথে। যারা নেই তোদের খুব মিস্ করি। কী আর করা বল তোদের সাথে তো আর পৃথিবীটা থাকতে দিল না। আসলে ৫০জন একসাথে বড় হয়ে ওঠা বন্ধু যে কি জিনিস শুধু তোরাই জানিস।
আজ আর খারাপ লাগে না। শুধু মনে হয় সে জীবনটাই ভালো ছিল। প্যারেন্টসকে আর দোষ দিই না। আজ আমরা যে যেখানে আজ আসতে পেরেছি তার জন্য ক্যাডেট কলেজ যে আমাদের মঞ্চ।
নিজের কলেজের ৪০তম ব্যাচ
college days গানটা মনে পড়ল। collegedays02(www.songs.pk)কলেজে থাকতে টিভি রুমে শুনেই খারাপ লাগত। আজ আরো লাগছে।
কলেজের বিভিন্ন জায়গার ছবি দেখে নষ্টালজিক লাগল। শপথ করে বলতে পারি জীবনে যে মজা পেয়েছি বা যে অর্জন আমাদের তার সবই এই দিনে শুরু। ক্যাডেট কলেজ মানে অন্য কিছু। অন্য পরিবার। অবিচ্ছেদ্য ভাইদের, স্যারদের কথা মনে পড়ছে। ভুলতে পারি না চাইও না।
কলেজের রাতের ছবিগুলো দেখে এত্তো ভালো লাগলো। তারিক হাউসের ছবি থাকলে আরো খুশি লাগতো 😛 । কলেজ লাইফ অসম্ভব মিস করি।
শুভেচ্ছা ৪০ তম ব্যাচ।
ভাই সব নাই। চেষ্টা করব দিতে। আমার ক্যামেরায় হয়তো আছে। ধন্যবাদ শুভেচ্ছার জন্য।।।
নস্টালজিক হয়ে গেলাম :dreamy:
ও রে দোস্ত, কী লিখলি রে!!! আমার কেন জানি কান্না কান্না আসতেছে!!! আর গান টা তো আসলেই জোস!!!! দাড়া, কাইন্দা লই একটু।।। :(( :(( :(( ।।। আর লেখাটার জন্য ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: পুরা :gulli2: :gulli2: :gulli2: :gulli2: :gulli: :gulli: :gulli:
দোস্ত তোকে অনেক অনেক ধন্যবাদ ..অনেক অনেক ..অসাধারণ একটা লেখার জন্য !!! আমার ও কান্না পাইতাসে নাসিমের লাহান ..এই গলা ধরাধরি কইরা কান্দি কিস্ক্ষণ ..সেই জীবনটাকে প্রতিটি দিন মনে পরে.. ::salute:: ::salute:: ::salute::
ছবিগুলো কেমন একটু আউলা করে দিলো 🙁
আবারও কোনো রাতে টি.ডি. বিল্ডিংয়ের ছাদে অথবা কলেজ পালিয়ে পদ্মা পাড়ে আড্ডা দিতে ইচ্ছা করছে 🙁
ছবি গুলোর জন্য ধন্যবাদ। :clap:
খুব ই ভালো লাগলো তোমার কাছে নিজের কলেজের স্মৃতিচারণ শুনে। ছবিগুলো ভীষণ নস্টালজিক। সামি ভাইয়ের মত আমারও তারিক হাউসের ছবি দেখতে ইচ্ছে করছে। থাকলে আপলোড কোরো...
কামডা ভাল করলেন না 😡
এহন মনে লয় মাথায় জোড়ে টাক দিয়া সঞ্জয় সিংহানিয়া হইয়া যাই :bash: :bash: :bash: ......এইসব স্মৃতি বড্ড পিড়া দেয় !
কেন আপ্নে এইসব মনে করায় দেন বার বার ...... :(( :(( :(( :((
আমাদের ব্যাচের জন্য ২৪শে মে ১৯৮৮ ভুলে না যাবার একটা দিন।
চ্যারিটি বিগিনস এট হোম
ভালো লাগলো 🙁
নাসিম আর তৌসিক এর সাথে আমিও কান্দুম :(( :(( :(( :(( আর আওয়াল কি আর কইতাম ... ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute:: ::salute::
৮ বছর এর ৮ টা
🙂
ইশ!! RCC পদ্মার পাড়ে?? কি মজা রে!!!
আসলেই মজা পাইলাম। যত দিন যাইতেসে তত নষ্টালজিয়ায় ভুগতেসি।
Saleh