প্রেডিকশনের নিয়মসমূহ

খেলার ফলাফল অনুমান করুন

রাশিয়া বিশ্বকাপ ২০১৮ এর সকল ম্যাচের ফলাফল অনুমান করার খেলায় অংশ নিন। প্রতিটি ম্যাচের ফলাফল অনুমান করার জন্য আপনি ম্যাচের ঠিক আগ মূহুর্ত পর্যন্ত সময় পাবেন। সিসিবি সার্ভারের ঘড়িকে সময়ের মানদন্ড হিসাবে ধরা হয়েছে। এই ব্যাপারে কোন আপত্তি উত্থাপন করা যাবে না বরং সময় থাকতে খেলার সম্ভব্য ফলাফল এন্ট্রি দিন।
আপনারা হয়তো খেয়াল করবেন দ্বিতীয় পর্বের ম্যাচগুলো এখনো স্কোর অনুমানের জন্য খুলে দেয়া হয় নি। যেসব দল প্রথম পর্ব সফল ভাবে উৎরে যাবে সেসব দলকে পরবর্তী পর্বে অনুমানের জন্য যোগ করা হবে।

স্কোরিং

গ্রুপ পর্বের খেলায় প্রতিটি ম্যাচের শেষের ফলাফলের সাথে অনুমান করা ফলাফল মিলিয়ে স্কোর হিসাব করা হবে। ফাইনাল/নক-আউট পর্বের খেলার কোনটি যদি অতিরিক্ত সময়ে গড়ায় তবে অতিরিক্ত সময় শেষে ফলাফল মিলিয়ে স্কোর হিসাব করা হবে। এই ক্ষেত্রে অতিরিক্ত সময়ের পূর্বে ফলাফল পরিবর্তন করার কোন সুযোগ নেই। খেলা যদি টাই-ব্রেকার বা পেনাল্টি শুট-আউটে গড়ায় তবে সেটা ফলাফল গণনায় ধরা হবে না। খেলায় স্কোরিং নিম্নবর্ণিত উপায়ে করা হবেঃ

(ক) প্রাথমিক স্কোরঃ প্রতিটি খেলায় সঠিক বিজয়ী অনুমান কিংবা খেলা ড্র হলে অনুমান করার জন্য আপনি মোট দুই (০২) পয়েন্ট পাবেন।

অথবা

(খ) মূল স্কোরঃ আপনি যদি খেলার ফলাফলের পাশাপাশি দুই দলের সঠিক গোলের সংখ্যা আনুমান করতে পারেন তবে আপনি মোট তিন (০৩) পয়েন্ট পাবেন।

বোনাস পয়েন্ট
(ক) গোল বোনাসঃ আপনি খেলার মূল ফলাফল (বিজয়ী কিংবা ড্র) অনুমান করতে ব্যর্থ হন কিন্তু আংশিক ভাবে গোল সংখ্যা সঠিক অনুমান করতে পারেন তবে সেজন্য আপনি আংশিক অতিরিক্ত পয়েন্ট পাবেন। (উদাঃ ম্যাচের ফলাফল হয়েছে ১-১, আপনি অনুমান করেছেন ০-১: আপনি বোনাস এক (০১) পয়েন্ট পাবেন।)

(খ) গোল ডিফারেন্স বোনাসঃ আপনি যদি খেলার বিজয়ী সঠিক অনুমান করে থাকেন এবং খেলার ফলাফলে গোলের পার্থক্য সঠিক অনুমান করে থাকেন, তবে খেলার পূর্ণাঙ্গ ফলাফল সঠিক অনুমান না করা সত্বেও আপনি সঠিক গোল পার্থক্যের জন্য বোনাস এক (০১) পয়েন্ট পাবেন। (উদাঃ খেলার ফলাফল ২-০, আপনি অনুমান করেছেন ৪-২ কিংবা ৩-১)

স্কোরিং ক্যাটাগরি প্রাপ্ত স্কোর
প্রাথমিক স্কোর
অথবা
মূল স্কোর
গোল বোনাস
গোল ডিফারেন্স বোনাস

আপনি যদি বাকি প্রতিযোগিদের স্কোর ও অবস্থান দেখতে চান তবে এখানে ক্লিক করুন।

গোল্ডেন বল

একজন প্রতিযোগি এই টুর্নামেন্টে একবার গোল্ডেন বল ব্যবহারের সুযোগ পাবেন। স্কোরের ঘরের পাশে ফুটবলের আইকনে ক্লিক করে ঐ ম্যাচের জন্য গোল্ডেন বল স্কোরিং চালু করা যাবে। কোন ম্যাচে গোল্ডেন বল স্কোরিং চালু করলে সেই ম্যাচ হতে প্রাপ্ত স্কোর দ্বিগুণ হয়ে প্রতিযোগির একাউন্টে যোগ হবে। খেলার স্কোর অনুমানের পাশাপাশি আপনি গোল্ডেন বল স্কোরিং চালু করে নিতে পারবেন এবং খেলা শুরু হবার আগ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

সমান স্কোরের ক্ষেত্রে

একাধিক প্রতিযোগি যদি সমান পয়েন্ট পেয়ে সহাবস্থান করেন তবে সহাবস্থান ভেঙ্গে তালিকা চূড়ান্ত করার জন্য গুরুত্বের ভিত্তিতে সাজানো নিম্নোক্ত ক্যাটাগরীতে প্রাপ্ত পয়েন্টের সংখ্যা বিবেচনায় আনা হবেঃ

  1. মূল স্কোরে প্রাপ্ত পয়েন্ট;
  2. প্রাথমিক স্কোরে প্রাপ্ত পয়েন্ট;
  3. বোনাস স্কোরে প্রাপ্ত পয়েন্ট.

বিশেষ দ্রষ্টব্যঃ মূল স্কোর গণনার ক্ষেত্রে কিছুটা ত্রুটি চোখে পড়ছে। এই কারণে র‍্যাংকিং এর পাতায় ফাইনাল স্কোর আপডেট হচ্ছেনা। ত্রুটি মুক্ত করে তুলতে কিছুটা সময় প্রয়োজন। এই কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখিত।