পোষ্ট খুঁজিতেছি …

উচ্চ নম্বরের সিঁড়ি লেখতে মঞ্চাইতেছে …
তাই পোষ্ট খুঁজিতেছি …
ধণ্যবাদ। 😀

৫,৬১৯ বার দেখা হয়েছে

৮৬ টি মন্তব্য : “পোষ্ট খুঁজিতেছি …”

  1. গুলশান (১৯৯৯-২০০৫)

    আমার লেখা থেকে মানুষ আজকাল দূরে থাকতেছে। যদিও সেটা আন্দালিব ভাই আর সৌমিত্রদার মত ভাষার উচ্চমানের জন্য না। লেখা বেশি কাঠ-খোট্টা হওয়ার জন্য। কোন কমেন্টই পড়ে না। দেখবেন একটু বস?
    www.cadetcollegeblog.com/gulshan (সম্পাদিত)

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      বস ভাই,
      খুজতেছি আর আন্দা'রে মিস করতেছি
      মনে হয় ইদানিং কেউ আর দাত ভাংগা, মাথার তিন আংগুল উপ্রে দিয়া যাওয়া লেখা লেখে না।

      সুন্দর সুন্দর লেখা ... কিন্তু সংখ্যা অনেক কম (সম্পাদিত)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  3. কিবরিয়া (২০০৩-২০০৯)

    এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B
    সময় নিয়ে পড়তে হবে। 😛


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      মান্নার সাথে তো গতকালকেই কথা হইল ...
      আমারে খুজলে পায় না ... এমন কেউ আবার আছে নাকি
      আমার স্ট্যাটাস ... সবসময় available
      (বাজারে বুড়ি'র মাদুর আর বালিশ নিয়া ঘুরা'র jokes টা মনে পিরা গেল ... :khekz: )

      (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
      • মামা আইজকা সার্জেন্টদের পাসিং আউট প্যারেডে এই এলাকার র‌্যাবের সিও আসছিলো-লেঃ কর্নেল মইনুদ্দিন মাহমুদ মনে হয়।আমি আর মান্না ভাই ব্যাপক মিস করছি আপনেরে-আপনে আইলেন না ক্যান? পোলাপাইন বার্বিকু খাইয়া সব শ্যাষ্কৈরা ফেললো-আপনে আইলে এই অভাগা মাস্ফ্যু কিছুটা সান্তনা পাইতো 🙁 :((

        জবাব দিন
        • কিবরিয়া (২০০৩-২০০৯)

          (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)


          যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
          জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
          - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

          জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      আইজকা আমার কুনো কাম নাই ...
      তারমানে কিন্তু এই না যে কালকে থাকবে ... :khekz:

      (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন) (সম্পাদিত)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সদস্যপদ রক্ষা করতে সংসদে যাবে বিএনপি

    বছর সাতেক পর (তাও এই রকম) পোস্ট দিয়ে লেখকের উদয় হবার সাথে উপরের খবরের কোন সম্পর্ক নেই... O:-) :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      তাহলে নিশ্চই সাড়ে সাত বছর পর কোন মন্তব্য করার মাধ্যমে এই মন্তব্যক এর উদয় হবার সাথে এই খবরের কোন সম্পর্ক আছে ... :grr:

      (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    বস বহুবহুদিন পরে কেমন আছেন।
    আন্দারে জাস্ট একখান ঝাড়ি দিয়া লেখা দিতে বলেন। ও ছাড়া আপনার সিঁড়ি জমব না। তবে আমি আপনারে দুইখান লেখার খবর দিতে পারি। এইটা
    একটা আরেকটা হইল এইটা

    জবাব দিন
    • তাইফুর (৯২-৯৮)

      প্রথমটা encrypted, সাংকেতিক লেখা ... ~x(
      দ্বিতীয়টা পড়লাম ...
      রেশ কাটুক, একটু ধাতস্থ হইয়া নেই।

      (নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)


      পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
      মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

      জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    লেখকের নামটা পরিচিত লাগতেসে :-B
    পাশের সন দেইখা আমার দুস্ত মনে হইতাসে।
    আহারে, আমার একটা মাম্মা আছিলো 🙁
    বৃষ্টি মনে হয় টাঙ্গাইল গেসে ...


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. নেটের যা স্পিড,সিসিবির হোম পেইজ ডাউনলোড হতেই আধঘন্টা চলে যায় 🙁
    তারপর আর সময় কাটানো হয় না :(( :((
    অনেক দিন পরে তাইফুর মামার এত্ত বড় একটা পোস্ট দেখে খুশিতে নাচতে ইচ্ছা করতেসে :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন
  8. আন্দালিব (৯৬-০২)

    আপনেও সিঁড়ি বানানো বন্ধ করলেন, আমিও সেইরাম লেখা যোগান দেয়া বন্ধ করলাম। সিনিয়র যেইদিকে যায়, জুনিয়রও সেইদিকে যায়। এখন পোস্ট খুঁইজা পাইলেন না বইলা আমারই খারাপ লাগতেছে! 🙁

    দিমু নাকি একটা, বলেন তো তাইফুর্ভাই! 😀

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।