আমার লেখা থেকে মানুষ আজকাল দূরে থাকতেছে। যদিও সেটা আন্দালিব ভাই আর সৌমিত্রদার মত ভাষার উচ্চমানের জন্য না। লেখা বেশি কাঠ-খোট্টা হওয়ার জন্য। কোন কমেন্টই পড়ে না। দেখবেন একটু বস? www.cadetcollegeblog.com/gulshan (সম্পাদিত)
মান্নার সাথে তো গতকালকেই কথা হইল ...
আমারে খুজলে পায় না ... এমন কেউ আবার আছে নাকি
আমার স্ট্যাটাস ... সবসময় available
(বাজারে বুড়ি'র মাদুর আর বালিশ নিয়া ঘুরা'র jokes টা মনে পিরা গেল ... :khekz: )
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা আইজকা সার্জেন্টদের পাসিং আউট প্যারেডে এই এলাকার র্যাবের সিও আসছিলো-লেঃ কর্নেল মইনুদ্দিন মাহমুদ মনে হয়।আমি আর মান্না ভাই ব্যাপক মিস করছি আপনেরে-আপনে আইলেন না ক্যান? পোলাপাইন বার্বিকু খাইয়া সব শ্যাষ্কৈরা ফেললো-আপনে আইলে এই অভাগা মাস্ফ্যু কিছুটা সান্তনা পাইতো 🙁 :((
বস বহুবহুদিন পরে কেমন আছেন।
আন্দারে জাস্ট একখান ঝাড়ি দিয়া লেখা দিতে বলেন। ও ছাড়া আপনার সিঁড়ি জমব না। তবে আমি আপনারে দুইখান লেখার খবর দিতে পারি। এইটা
একটা আরেকটা হইল এইটা
বিশ্বাস করবেন কিনা জানিনা ...
বউ সেদিন বলল, "তুমি যে কোন কিছু নিয়ে মাতামতি বেশী কর, আবার কিছুদিনের মধ্যেই সেটা পুরাই ছেড়ে দাও"
খেইপা যখন উদাহরণ চাইলাম সে তখন সিসিবি'র কথা বলল।
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফয়েজ ভাই,
এই কমেন্টটা জুনিয়ার কেউ করলে আরাম কইরা উত্তর দেয়া যেত
alas ...
@কামতপু,
খেপস্ক্যা ??
দুই কলম লেখার পর ফোন আসছিল ... 😀
উপরে দেখ এই কমেন্ট করার আগেই তোরে কমেন্ট দিছি (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নেটের যা স্পিড,সিসিবির হোম পেইজ ডাউনলোড হতেই আধঘন্টা চলে যায় 🙁
তারপর আর সময় কাটানো হয় না :(( :((
অনেক দিন পরে তাইফুর মামার এত্ত বড় একটা পোস্ট দেখে খুশিতে নাচতে ইচ্ছা করতেসে :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
হারিকেন লাগবে না কুপিবাতি হইলেই চলপে বস??? খোঁজাখুঁজিতে হেল্প লাগলে কইয়েন 😀
১ম ইটা ''বস ইন ব্ল্যাক'' এর মাইক্রো পোস্টে 😀
আপাতত আংগুল গুলা ঝালায়ে নিতেছি ...
পরে ব্লগ ঝালামু
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এত্তদিন পরে আইসে এইটুকু 🙁 🙁
রায়েদ সাহেব আপনারটা কতটুকু ??
(মানে আপনার ব্লগের সাইজ ক্যামন ??) (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কি সাইজ টাইজ নিয়া কথা হইতেসে...এর মধ্যেও সম্পা আপা আইসা দিয়া গেসে ! :boss: :boss:
:)) :))
এতদিন কুথায় ছিলেন বণ্যলতাসেন ?? ;;) ;;) ;;)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার লেখা থেকে মানুষ আজকাল দূরে থাকতেছে। যদিও সেটা আন্দালিব ভাই আর সৌমিত্রদার মত ভাষার উচ্চমানের জন্য না। লেখা বেশি কাঠ-খোট্টা হওয়ার জন্য। কোন কমেন্টই পড়ে না। দেখবেন একটু বস?
www.cadetcollegeblog.com/gulshan (সম্পাদিত)
হুমমমম ...
কে কয় তোমার লেখা কাঠ-খোট্টা ...
জলবৎ তরলং অসাধারণ সব লেখা লেইখা বইসা আছ দেখি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অবশ্য অধিকাংশ গাছই কাঠ-খোট্টা ...
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
......সিরামমম পুস্ট তো। পইড়া আরাম পাইলাম। :grr:
তুই ক্যারারে ??
আমার ক্লাস্মেটদের শুকাইতে দেওয়া আন্ডিও তো মনে হয় চোখ তুইলা দেখতে পারস নাই ।
পাংগা নিস্না কইলাম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =))
......পাঙ্গা নেই নাই, আপ আপ দিছি। :no:
এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তোর সাহস তো কমনা রে আকাশ ...
তোর ইসে কয়টা ইয়া ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
যার কমেন্ট কপি মারছিস ...
তার কমেন্টে আমার উত্তরটা কপি-পেষ্ট কইরা
সেইটা দিয়া সকালে দাত মাইজা আমার সাথে আফটার গেমস দেখা করবি
তোর সাথে পাশা খেলুম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz:
ভাইজানের কি ধরণের সিঁড়ি লাগবো, ইটপাথরের সিঁড়ি নাকি চলন্ত সিঁড়ি
সিঁড়ি তো আমি বানামু,
তুই শুধু আমারে সিঁড়ি ছাড়া দশ বার তলা বিশিষ্ট একটা লেখার সন্ধান দে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার পরিচিত লেখা নামের একটা মেয়ে আসে, বারতলা অ্যাপার্ট্মেন্টের দশতলায় থাকে, চলবো?
তোর চলে ?? ;;;
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার তো দৌড়ায় 😀
আমার আবার দৌড়াইলে চলে না ... 😀
(দৌড়াইয়া ধরস ... হাপাস না ?? :khekz: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পাইছো??
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস ভাই,
খুজতেছি আর আন্দা'রে মিস করতেছি
মনে হয় ইদানিং কেউ আর দাত ভাংগা, মাথার তিন আংগুল উপ্রে দিয়া যাওয়া লেখা লেখে না।
সুন্দর সুন্দর লেখা ... কিন্তু সংখ্যা অনেক কম (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B
খ্যাপ্লে কইলাম খবর আছে ...
বুইন কিন্তু বিয়া দিমু না ...
খিয়াল কইরা ... খুউউউউব খিয়াল কইরা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সময় নিয়ে পড়তে হবে।
=)) =)) =))
এই হারানো বিজ্ঞপ্তিটি জনস্বার্থে স্টিকি করা হোক :-B
সময় নিয়ে পড়তে হবে। 😛
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ইদানিং লেখার পরিমান খুব কমে যাচ্ছে। এর মধ্যে এরকম একটা লেখা পড়ে নির্মল আনন্দ পেলাম। আরেকটা কথা সিড়ি লেখা হলে জানিও।
চ্যারিটি বিগিনস এট হোম
সিসিবি তে নিয়মিত হইতে মঞ্চায় 😡
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইকে স্টিকি করা হোক। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
স্টিকি মানে কি ?? :-B
আঠা জাতীয় কিছু ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz:
এই পোস্টটাকে বিবেচনায় রাখতে পারেন। এমন উচ্চমার্গীয় লেখা এর আগে কখনো আসেনি, কখনো আসবেওনা।
সাতেও নাই, পাঁচেও নাই
নারে জিহাদ
ঐ পোষ্ট এবং উহার স্রষ্টা ... দুই'ই আমার মার্গের অনেক উপরে
(btw ... মার্গ জিনিসটা কিরে ?? :-B )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা,মামাগো...আমি আর মান্না ভাই আপনেরে খুজতেছি-আপনি কুথায়... :((
মান্নার সাথে তো গতকালকেই কথা হইল ...
আমারে খুজলে পায় না ... এমন কেউ আবার আছে নাকি
আমার স্ট্যাটাস ... সবসময় available
(বাজারে বুড়ি'র মাদুর আর বালিশ নিয়া ঘুরা'র jokes টা মনে পিরা গেল ... :khekz: )
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামা আইজকা সার্জেন্টদের পাসিং আউট প্যারেডে এই এলাকার র্যাবের সিও আসছিলো-লেঃ কর্নেল মইনুদ্দিন মাহমুদ মনে হয়।আমি আর মান্না ভাই ব্যাপক মিস করছি আপনেরে-আপনে আইলেন না ক্যান? পোলাপাইন বার্বিকু খাইয়া সব শ্যাষ্কৈরা ফেললো-আপনে আইলে এই অভাগা মাস্ফ্যু কিছুটা সান্তনা পাইতো 🙁 :((
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
ওরে ভাই লেখা দিছে।
ওরে ছেলোগ্রাফি কমেন্ট দিছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ছোট মরিচে ঝাল বেশি
ছোট পোস্টে কমেন্ট বেশি 😛
দূর হ পামর ... :duel:
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বছরে একদিন সারাদিন অনলাইন থাকলে কি আর মাফ পাইবেন প্রিন্সু স্যার এর কাছ থেকে?
আইজকা আমার কুনো কাম নাই ...
তারমানে কিন্তু এই না যে কালকে থাকবে ... :khekz:
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন) (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সদস্যপদ রক্ষা করতে সংসদে যাবে বিএনপি
বছর সাতেক পর (তাও এই রকম) পোস্ট দিয়ে লেখকের উদয় হবার সাথে উপরের খবরের কোন সম্পর্ক নেই... O:-) :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তাহলে নিশ্চই সাড়ে সাত বছর পর কোন মন্তব্য করার মাধ্যমে এই মন্তব্যক এর উদয় হবার সাথে এই খবরের কোন সম্পর্ক আছে ... :grr:
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস বহুবহুদিন পরে কেমন আছেন।
আন্দারে জাস্ট একখান ঝাড়ি দিয়া লেখা দিতে বলেন। ও ছাড়া আপনার সিঁড়ি জমব না। তবে আমি আপনারে দুইখান লেখার খবর দিতে পারি। এইটা
একটা আরেকটা হইল এইটা
প্রথমটা encrypted, সাংকেতিক লেখা ... ~x(
দ্বিতীয়টা পড়লাম ...
রেশ কাটুক, একটু ধাতস্থ হইয়া নেই।
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর, বউ এর কবল থেইক্কা তাইলে মুক্ত হইতে পারলা শেষ পর্যন্ত
;;;
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিশ্বাস করবেন কিনা জানিনা ...
বউ সেদিন বলল, "তুমি যে কোন কিছু নিয়ে মাতামতি বেশী কর, আবার কিছুদিনের মধ্যেই সেটা পুরাই ছেড়ে দাও"
খেইপা যখন উদাহরণ চাইলাম সে তখন সিসিবি'র কথা বলল।
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস মিনিটে মিনিটে কমেন্ট করলেন কিন্তু আমার কমেন্টে কিছু কইলেন না। মাইন্ড খাইলাম।
তাইফু তপু মাইন্ড খাইছে, তাড়াতাড়ি সিঁড়ি বাইর কর একখান
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,
এই কমেন্টটা জুনিয়ার কেউ করলে আরাম কইরা উত্তর দেয়া যেত
alas ...
@কামতপু,
খেপস্ক্যা ??
দুই কলম লেখার পর ফোন আসছিল ... 😀
উপরে দেখ এই কমেন্ট করার আগেই তোরে কমেন্ট দিছি (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সালাম, ভাই। লেখাটা অসাধারণ ছিল। এমন অসাধারণ আরো লেখা নিয়মিত পড়তে মঞ্চায়। :hatsoff:
অফটপিকঃ ভাবীকে সালাম।
বস, খুইজ্যা পাইলেন কিছু?
এখনই ... ??
(নিয়মিত লেখা দিন, কমেন্ট করুন … প্রতিদিন অন্তত আধ ঘন্টা হলেও সিসিবির সাথে থাকুন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইতিহাস, তুমি স্বাক্ষী রইলা ...
(সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইতিহাস তুমি আবারও সাক্ষী থাকলা, 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
মইনুল আইসা চিক্কুর দেয় না ক্যান ... 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর্ভাই, আপনার ব্রাউজারে 'বিএনজি', 'সোলাইমান লিপি' কিংবা 'রুপালি' (এইডারে নতুন দেখতাছি) নাই ক্যান???
আপনার সিসিবি প্রীতির উপরে নিচে ডাইনে বায়ে প্রশ্ন রাইখ্যা গেলাম... x-( :thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
screen shot কি তবে আমাকে ধরিয়ে দিল ??
তাও পরবি তো পর জুনা মালি'র হাতে ??
অন্তরা মালি ... নিদেন পক্ষে বনমালি হলেও কথা ছিল ... ~x(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস, আপনার দেখি সবডি চলে... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার তো খালি চলে ...
তোর তো দৌড়ায় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দৌড়ায়? 😮
হাঁপায় না? :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দৌড়াইলে তে বস হাপানো স্বাভাবিক ...
তবে অনেকেই হাপায় না ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখকের নামটা পরিচিত লাগতেসে :-B
পাশের সন দেইখা আমার দুস্ত মনে হইতাসে।
আহারে, আমার একটা মাম্মা আছিলো 🙁
বৃষ্টি মনে হয় টাঙ্গাইল গেসে ...
সংসারে প্রবল বৈরাগ্য!
শুনলাম আর কার কার জীবনেও যেন বৃষ্টি নামানোর ব্যবস্থা হইতেছে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা, আম্রাও শুনতাম চাই :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
তুই শুইনা কি করবি ??
পরাবাস নকশা করতে থাক যা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই দেখছেন কত্ত বড় পোষ্ট!!!
পরে পড়মু।
ভাই দেখছেন
কারে কইলি ?? :grr:
পড়ে পরিস ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নেটের যা স্পিড,সিসিবির হোম পেইজ ডাউনলোড হতেই আধঘন্টা চলে যায় 🙁
তারপর আর সময় কাটানো হয় না :(( :((
অনেক দিন পরে তাইফুর মামার এত্ত বড় একটা পোস্ট দেখে খুশিতে নাচতে ইচ্ছা করতেসে :tuski: :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
(নেটের স্পিড যা-ই হউক, সিসিবির সাথে থাকুন) 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিসিবিতে দেখি ফাকিবাজি পোষ্ট গুলাই বেশী মার্কেট পায়।
লেখা ও লেখক, দু'টোই স্টিকি করা হউক। :))
এইটা তো ভাই পোষ্ট না ... কমেন্ট পোষ্ট ...
পোষ্ট পড়ার দরকার নাই ...
কমেন্ট মারতে থাকেন বস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮
চক্ষু কচলাইয়া গরম পানি দিয়া ধুইয়া আই......যাই 😐
চোখটাই খালি কচলায়া চইলা আয় ...
আপাতত অন্য কিছু আপাতত দরকার নাই ... (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
২ বার আপা আপা করলেন দেখে সম্পা আপা আপনাকে ঠিকই দিয়ে দিল.....দেখলেন ? :grr:
আপনেও সিঁড়ি বানানো বন্ধ করলেন, আমিও সেইরাম লেখা যোগান দেয়া বন্ধ করলাম। সিনিয়র যেইদিকে যায়, জুনিয়রও সেইদিকে যায়। এখন পোস্ট খুঁইজা পাইলেন না বইলা আমারই খারাপ লাগতেছে! 🙁
দিমু নাকি একটা, বলেন তো তাইফুর্ভাই! 😀
তুই যোগান দেয়া বন্ধ করলি ... তাই আমিও ...
আবার জিগস ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥