আমার শৈশবের সবচেয়ে পুরনো স্মৃতি কোনটা ? স্মৃতির ডাটাবেইজ-এর প্রথম এন্ট্রি …
বাসা বদল হচ্ছে, শিলা আপাদের বাসার সামনে একটা রিক্সা থামল, রিক্সা থেকে নামার সময় দুধ ভর্তি জগ উপুড় হয়ে পড়ে গেল, ছলকে পড়া দুধ গড়াচ্ছে …
হ্যালো বাজান
মাও মাও, ক্যামন আছ
ভাল আছি বাবা
আচ্ছা মা, আমরা শিলাপা’দের বাসায় আসলাম কত সালে ??
তাতো মনে নাই বাবা … জিয়াউর রহমান মারা গেল, তার পর পর। তোর মিঞ্জু মামা পালায়ে গেল। বাসাটা মিঞ্জুই ঠিক করে দিছিল। আহারে বাসা বদলের সময়টায় মিঞ্জুর কোন সাহায্যই পাওয়া গেল না।
আচ্ছা তুমি ফোন রাখ, পরে ফোন দিচ্ছি।
গূগ্লিং … জিয়াউর রহমান … উইকি … ১৯৮১। ৭৯, ৮০, ৮১ … ধুর … দুই বছর বয়সের স্মৃতি ক্যাম্নে মনে থাকে …
কিরে বাজান
মাও মাও, শিলাপা’দের বাসায় প্রথম আসার দিন কি দুধের জগ গড়ায় পড়ছিল
তোর আবার কি হইল ?? মন খারাপ ?? আমাদের নিয়া দুঃশ্চিন্তা ??
যা জিজ্ঞেস করলাম সেইটা বল
রিক্সায় তোর নিলু খালা ছিল, নিলুটা যেন ক্যামন, এত কইরা বইলা দিলাম … কিন্তু এই ঘটনা তোর মনে আছে … ক্যাম্নে
শিলাপা’দের বাসায় আসার আগে আমরা কোন বাসায় ছিলাম
মির্জা গ্যারেজ, শাজাহান সাব’দের বাসা, তোর জন্মও তো ঐ বাসাতেই।
লাল রঙের বড় গেইট ছিল কোন ?? গেইট দিয়ে ঢুকতেই মাঠ, মাঠের কোণায় ইট-সুরকি’র স্তুপ ??
হ্যা … ছিল … তোর এইগুলাও মনে আছে ??
ইট-সুরকি’র স্তুপ থেকে পড়ে গিয়ে আমার পায়ের কোন আংগুলের নখ উপড়াই ছিল কি কখনো ?? গলগল করে রক্ত ??
তুই যেই দুষ্ট ছিলি। কনা, লীনা, শশী কত মাইর খাইছে তোরে ঠিক মত দেইখা না রাখার কারণে। বিল্ডিং বানানোর জন্য ইট আইনা রাখা ছিল, তুই ইটের উপর থেকে পড়ে গেলি। ডান পায়ের বুড়া আংগুলের নখ উল্টাই গেল। খুব রক্ত পড়তেছিল। শাজাহান সাবের বড় ছেলে, কি নাম যেন, তোরে খুব আদর করত। তাড়াতাড়ি তোরে নিয়া গিয়া ব্যান্ডেজ করায়া নিয়া আসল।
আচ্ছা মা ভাল থাইক, পরে ফোন দিবনে
তোর কি হইছে বাজান
ঘাপলা আছে নাকি কোন ?? ৮১’র আগের ঘটনাও দেখি ডাটাবেইজ-এ আছে। তাহলে যে মাঝে মাঝে চোখ বন্ধ করে অন্ধকার দেখি … মাতৃগর্ভের নিশ্ছিদ্র অন্ধকার … খুব পরিচিত মনে হয় … মাতৃগর্ভের কোন স্মৃতি ??
আমার শৈশবের সবচেয়ে পুরনো স্মৃতি কোনটা ? স্মৃতির ডাটাবেইজ-এর প্রথম এন্ট্রি …
একদম অন্যরকম একটা লেখা! :boss:
প্লিজ বস্, এটাকে একটা সিরিজ বানায়ে ফেলেন।
উৎসাহ দিয়া গাছে তুলিস না আমারে ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup: :thumbup:
Life is Mad.
:thumbup:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀 😀
😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দারুণ লেখা বস।
তাই নাকি ??
ধণ্যবাদ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বাহ, অন্যরকম একটা লেখা।
থ্যাংকু বস ...
আইডিয়াটা আরেক্টু ভাল মত ফুটাইতে পারলে হইত ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অনেক দিন পরে লিখলি দোস্ত। সিরিজ বানায়ে ফেলা ...... জটিল লাগসে।
হ'রে মামা
ম্যালাদিন পর ...
অনেকটা জোড় জবরদস্তি কইরা লেখাটা নামাইছি ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আরো পেছনে যাওয়ার চেষ্টা চালায়া যাও! মনে হয়, তুমি কনা, লীনা, শশীর জন্মের কথা এমনকি বাবা-মায়ের বিয়ের কথাও মনে করতে পারবা! আমরা এরপর কালাকুর্তা শাহ-এর মাজার বানামুই বানামু ..... 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কি জানি কইতে নিছিলাম, চাইপা গেলাম, 😀
ব্লগে বদ পোলা মাইয়াদের উৎপাত বাইড়া গেছে বহুত। অ তে অজগর তো বুজেই, অজগর সকালে কি দিয়া নাস্তা করছিল এইটাও বুইজা ফালায়। কলিকাল 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:(( :(( :(( :(( :(( :((
:no: :no: :no: :no:
O:-) O:-) O:-) O:-)
You cannot hangout with negative people and expect a positive life.
😀 😀 B-)
ভাইয়া আমার এটা নিয়া একটা কৌতুক মনে পড়ে গেল। :)) :))
তবে বলা যাবে না, তাতে আমার ক্রসফায়ারে পড়ার সম্ভাবনা শতভাগ। :grr:
দিলেন তো বস ... পোলাপাইন গুলারে চান্স কইরা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আমি আসলে করণ অর্জুন ছবির কথা ভাবতেছি। আপনি এক্কেবারে আগের জন্মটা ও টের পান নাকি, তাই একটু মশকরা করলাম। 😀
প্রোফাইল পিক্টা জব্বর হইছে, এইবার কনফুরে দিয়া নিজের একখান নীল ধামাকা বানায় ফেল। কনফু দেখলাম ধুমায় ফ্রী সার্ভিস দিতেছে খোমাখাতায়
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
নীল ধামাকা কি ?? :goragori:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নীল ধামাকা মানে হইলো ফাটাফাটি একটা ছবি, যেইখানে নীল রংগের আধিক্য আর কি 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বুঝছি ...
নীল হয়ে আছি টাইপ কিছু একটা ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সেইরকম স্টার্টিং করসেন দেখা যায় :grr:
দুই বছর বয়সের স্মৃতি মনে থাকা অস্বাভাবিক কিছু না মনে হয়। আমার আটাশির বন্যার সময় দুই বছর বয়স ছিল। সেই বন্যার কিছু কিছু ক্লিপিংস এখনো মনে করতে পারি। আম্মাকে জিজ্ঞেস করে মিলায়াও দেখসি। ঠিকই আছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
আয় ... বুখে আয় ... :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার বোনের জন্মের সময় আমার বয়স আড়াই হবে, (ক্যালেন্ডার গুনে দেখা)। কিন্তু সেই সময়ের কোন স্মৃতি আমার মনে নাই। আম্মার বাসায় না থাকা, বা বাসায় একটা পিচ্চি এগুলা কিসুই আমার মনে নাই। খালি স্কুলের প্রথম দিন মনে আসে, এর আগের কিছহুই মনে করতে পারি না। আমার আব্বায় আমারে স্কুলে দিয়া অফিসে গিয়া ভুইলা গেসিলো যে পোলা স্কুলে যাওয়ার লায়েক হইসে, পুরা ফা৬কা স্কুলে একা অনেক্ষন বারান্দায় বইসা কানছিলাম। এর আগে পুরাই ডার্কস্পট, কিসুই মনে নাই। তাইফুর ভাই এর দেখি অনেক কিসুই মনে আসে।
চেষ্টা কইরা দেখ ... মনে পড়লেও পড়তে পারে ... :dreamy:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি তো দুই মিনিট আগের জিনিসই মনে করতে পারি না 🙁
রাজশাহীর আম দেখা যায় স্মৃতিশক্তি বর্ধক!
এরাই তাইলে বাংলাদেশে প্রকৌশলী হয় ...
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইয়ে বস,প্রকৌশলী না,আর্টিস্ট থুক্কু আর্কিটেক্ট :-B
অসাধারন লেখা....... :boss:
কিন্তু কেন জানি মন খারাপ হইয়া গেল....
সুখের চাইতে দুঃখের স্মৃতি বেশী জমছে দেখে মনে হয়....কি জানি.....
মরার আগে নাকি পুরা জীবনের ঘটনা চোখের সামনে আসে ??? তাইলে একবার মইরা দেখলে মন্দ হয় না....
তাইফুর্ভাই আপনে একটা বস :salute:
:salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ব্লগে বদ পোলা মাইয়াদের উৎপাত বাইড়া গেছে বহুত।
😡 😡 :no:
প্রথমে একটু আগে কী করতেছিলেন সেইটা মনে করতে হবে। তারপর তার একটু আগে, তারপর তার আগের ঘটনা... এইভাবে ক্রমশ পেছনের দিকে যাইতে হবে। একেবারে জাম্প করে গেলে হবে না। ধারাবাহিকভাবে যদি যেতে পারেন তাহলে এক সময় নাকি মাতৃগর্ভের স্মৃতিও মনে করা সম্ভব।
এইটা আমার কথা না, অনেক আগে এক বিদেশী লেখকের বইতে পড়ছিলাম। লেখক ও বইয়ের নাম কিছুই মনে নাই। স্মৃতির পথে উল্টা যাইতে যাইতেও মনে করতে পারলাম না। 😀
ছোট হলেও লেখা ভালো লাগছে।
খালাম্মা আপনারে বাজান বলে ? আমারেও আম্মা বাজান ডাকে।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
এল এসডি খাইলে নাকি মাতৃগর্ভের স্মৃতিও মনে আসে...এটাও কোন এক লেখায় পড়সিলাম
কামরুল ...
তুই তো আমার মায়ের পেটের আপন খালাতো ভাই ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দোস্ত, লেখাটা অন্যরকম ভাল লাগলো। লাবলু ভাইয়ের কমেন্টে মজা পাইলাম। 🙂
আচ্ছা "শশী" কি আতিয়া আফরিন? শশী আপা, মামুন ভাই, মূর্ছনা?
আমার বন্ধুয়া বিহনে
হ্যা রাব্বী, শশী আমদের কালাকুর্তার বড় বোন। মামুন আমার সাবেক সহকর্মী। আর মূর্ছনা আমার মেয়ে 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সবাইরেই দেখি চিনেন। পুরাই ফেসবুক নেটওয়ার্ক! :-B
সাতেও নাই, পাঁচেও নাই
তাজ্জব ব্যাপার! শশী আপা এবং কালাকুর্তা দুইজনকে আলাদাভাবে চিনি। আসলে শশী আপার সাথে বেশি ভাল পরিচয়। আপনার মেয়েতো বেশ বড়ো হয়ে গেল, পোজপাজ মেরে ছবি তোলে ইদানিং 😀
আমার বন্ধুয়া বিহনে
মূর্ছনা আমার মা ...
আমি ফোনে "হ্যালো মা" বললে
মূর্ছনা বলে "হ্যালো বাজাং"
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভালো লাগ্লো লেখাটা। সামিয়া ভালোই কইসে...
রাজশাহীর আম দেখা যায় স্মৃতিশক্তির পরিধী বর্ধক হইলে ঠিক আছে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাইয়ের মস্তিস্ক চাচা চৌধুরীর চেয়েও প্রখর :-B
সাব্বির কি সাবু নাকি ?? :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😕 বিএমএ তে আমার সার্জেন্ট ৫০ লং এর মোহাম্মদ ভাই আমারে সাবু কইতো 😕
তোর জন্য ঠিকই আছে :grr:
তাইফুর ভাই তো আমারে দুষ্টামি কইরা কইছে :-B
তাইফুর ভাই, লেখা ভাল্লাগছে।
আমারও দুই বছরের কথা মনে আচে। একতলার ছাদ থেকে সিড়ি দিয়া গড়ায়া পইড়া গেছিলাম।
কারো স্মৃতি'তে দুধ গড়ায়
কেউ নিজেই গড়ায়
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জানি না ...পরে কল্পনা করছি কি না....তবে দেড়-২ বছরের সময় আমার এক কাজিন আমি কোলে থাকা অবস্থায় সাকো থেকে পড়ে গেছিল.... সেটা যেন আজো দেখতে পাই...সেটাই আমার সবচে পুরােনা স্মৃতি....
ভীন্ন রকম লেখা ....অসাধারণ লাগছে....
তবে আপনে সিরিঢাস পোস্ট দিয়া আমগো লগে এক্টা ফান করলেন্নি 😕 😕 😕 😕 😕 😕
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সিরিঢাস=সিরিয়াস হবে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
এই জন্যেই সিরিঢাস পোষ্ট দেই না ... নইলে আমিও বা কম কিসে ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সিরিঢাস=সিরিয়াস হবে 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি ভাবসিলাম, এইটা একটা সিম্বলিক শট! ;))
বস, কেমন আছেন?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভাই, প্রথমে আমিও মনে করসিলাম এইটা একটা সিম্বলিক শট, হাজার হইলেও লেখক তাইফুর ভাই তো, তাই :grr:
তবে লেখা খুবই সুন্দর হইসে ভাই, সিরিজ হইলে জমবে :boss:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
আমার রেপুটেশান তাইলে এই ... 🙁 ~x(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হা হা হা হা....কালাকুর্তা ভাই হামাগুড়ি দেয়া বয়সেই সিম্বলিক শট বুইঝা ফেলতেন,ভাই আসলেই ভস :salute:
লোকজন কি থেকে যে কি বের করে ফেলে =))
সাকেব ...
স্টাট ফন্ট্রোল ... বিগিন ... 😡
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
লেখাটা ভাল লাগল।
চ্যারিটি বিগিনস এট হোম
থ্যাংকু আহমদ ভাই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:thumbup:
ভাই ৮১৪,
আপনাকে / তোমাকে / তোরে ...
ধণ্যবাদ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর,
লেখা ভাল লেগেছে।
প্রোফাইলের ছবিটাও-----
আলীম ভাই,
আমার ব্লগে এটাই আপনার প্রথম কমেন্ট,
উৎসাহ পাইলাম, সেরাম ...
থ্যাংকু
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খুব সুন্দর হয়েছে বস...প্রথম এনট্রি তে '১' লাগালেন না যে? 🙂
প্রথম এন্ট্রি ... ??? 😮 😮 😮
কয়কি পোলা ...
ছিল্লা কাইট্টা ২৯ খান ব্লগ নামাইছি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মাম্মা আসো কিরাম? আরেকবার ফুন দিও, কথা দিচ্ছি সালামী আর চাইমুনা :grr:
তোর আন্সারিং মেশিনের মাইয়াডা ফাজিল টাইপ ...
আমি কি বলি, তা না শুইনা ...
খালি নিজের টুকু বইলা বিপ কইরা শব্দ করে ...
ফাজিল একটা x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আইচ্ছা একটা মাইর দিয়া দিমুনে তারে, কত্ত বড় সাহস আমার মাম্মা'র কথা না শুইনা বিপ শব্দ দেয়, ;))
আমারে ফালাইয়া খাওন খাও, খাঁড়াও তোমাগো খবর আসে। 😡 :chup:
তাইফুর ভাই, এইসব স্মৃতি চারণ কইরা আর কী হইবো; আপনে তো বুড়া হইয়া যাইতেছেন। শুনলাম চুলেও নাকী পাক ধরছে। :(( :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাইফুর মাম্মায় দুই বছরের গ্যাদা কালে ফেরত গিয়া কি মেমেন্টোতে আক্রান্ত হইলো? সিসিবিরে ভুইলা গ্যালো নাকি? :gulli:
সংসারে প্রবল বৈরাগ্য!