[রূপকথার তো কোন শেষ নাই…তাই এই ব্যক্তিগত রূপকথাটাও শেষ করবোনা ভাবসিলাম…তবু একটা বিশেষ উপলক্ষ্যে তাড়াহুড়া করে লিখে ফেললাম…এবারো ক্ষমাসুন্দর দৃষ্টিতে :shy: ]
– “সে আমার হাত রাখে হাতে;
সব কাজ তুচ্ছ মনে হয়, পন্ড মনে হয়,
সব চিন্তা- প্রার্থনার সকল সময়
শূণ্য মনে হয়,
শূণ্য মনে হয়”-
অবারিত ঐশ্বর্য্য নিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে সন্ধ্যা নামে…’ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলা চিল’ দের সাথে নীড়ে ফিরে যেতে থাকে সৈকতের পথিকেরাও…নির্জন উপকূলে বালক-বালিকা তাদের এযাবত জীবনের সবচেয়ে অর্থবহ সন্ধ্যাটিকে গাঢ় হতে দেখে…হয়তো সন্ধ্যার সাথে সাথে রুদ্ধশ্বাসে গাঢ়তর হতে থাকে তাদের অব্যক্ত কিছু অনুভূতিও…শেষ হেমন্তের হালকা হিম বাতাসে ছোট্ট বালিকা তিরতির করে কাঁপে…বালকও কাঁপে; তবে কেবল হিম বাতাসে নয় বোধহয়…
: জানেন, আমি না কখনো সমুদ্রে নামি নাই…
:: বেচারী! আমি প্রথম নামসিলাম এক্সকারশনের সময় সবার সাথে মিলে …কি মাস্তিটাই না হইসিলো!
: উফ, বেরসিক!
: : মানে বুঝলাম না…
: আমি ঠিক করে রাখসি প্রথম সমুদ্রে নামবো আমার জামাইয়ের সাথে…আপনার মত বেরসিক না যে এক দঙ্গল ছেলের সাথে এমন রোমান্টিক একটা প্রথম অভিজ্ঞতা নষ্ট করবো…
: : আসল কথা বললেই হয় যে, পানিতে নামতে ভয় পাও…কবে যে ঘি যোগাড় হবে, আর কবে যে রাধা নাচবে?
: ধুর, আপনি এতো বাজে কেন?
আরো কিছুক্ষণ চলে তাদের অর্থহীন কথোপকথন…দুজনেই হয়তো মনে মনে অধীরে অপেক্ষা করতে থাকে অনেক অর্থময় কোন সংলাপের জন্য; অযথা খুঁনসুটি দিয়ে বৃথাই তাই ঢেকে রাখতে চায় অপেক্ষার সেই উত্তেজনাকে…
ভাটার টানে প্রশান্ত মহাসাগর একটু একটু করে দূরে সরে যেতে থাকে বালক-বালিকার থেকে…হঠাৎ করেই বালক এগিয়ে যায় সমুদ্রের দিকে, যেন অন্য কারো উপর অভিমানে পিছু নেয় সমুদ্রের…সৈকতে পড়ে থাকে তার চশমা; আর বালিকা, যে এখনো তার নয়…একপা-দুইপা করে যেতে থাকে গভীরে, একবারও পেছন ফিরে তাকায় না…কোমর পেরিয়ে জল বুক ছুঁইছুঁই হলে সে থামে, চশমা ছাড়া ঝাপসা চোখে তাকায় সাগরবেলায়…দূরে বিন্দুর মত বালিকাকে দেখা যায়, বালক রুদ্ধশ্বাসে বুকজলে দাঁড়ায়ে থাকে সরলরেখা হয়ে ওঠার পথে সেই বিন্দুর যাত্রা শুরুর অপেক্ষায়…
ঘড়ির কাঁটা হয়তো সেকেন্ড-মিনিট-ঘন্টা গোণে, বালকের কাছে অপেক্ষার একেকটা মুহুর্ত মহাকালের মত দীর্ঘ লাগে…অবশেষে অনন্তকাল পরে দূরে সেই বিন্দু দুলে উঠে, আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হতে থাকে…ঢেউদের ফসফরাস প্রভাকে ম্লান করে দিয়ে বালকের কাছে এগিয়ে আসে আরো এক অনন্য আলো…কয়েক হাত দূর পর্যন্ত এসে বালিকা এক মুহুর্তের জন্য থমকে যায় কি?…একটি ফেনিল ঢেউ তাকে সেই অবসর দেয়না, মৃদু ধাক্কায় সে টাল হারায়ে ফেলতে নেয়…থৈ হারাবার ঠিক আগমুহুর্তে বালক হাত বাড়িয়ে বালিকার হাত ধরে ফেলে…আরো কিছু দুষ্টু ঢেউ বালককে প্ররোচিত করে সমুদ্রের অবাধ্যতার অজুহাতে বালিকাকে আরেকটু কাছে টেনে নেবার, বালিকাও হয়তো এই অবাধ্যতাকে প্রশ্রয় দেয় অসহায়তার অভিনয়ে…
তারপর, সেই বুকজলে দাঁড়ায়ে হিমবাতাসে কেঁপে কেঁপে বালকের চোখের তারাটির সাথে বালিকার চোখের তারাটির কি যেন কথা হয়…কি যেন কি কথা হয়…
১ম 😀
ওহহহহহ.........ব্যাপক.........কঠিন............ :boss: :boss:
ওহহহহহ………থ্যানকু………ধন্যবাদ………… :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভালো চলছিলোতো। শেষ করলা কেন ????
খেলুম না কিন্তু.................................
বস,
এরপরে তো আর চলে নাই...
লাস্ট ট্রেনের সময় হয়ে গেসিল :((
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আরে ভাই, প্রেমের জন্য মানুষ কান কাইট্যা ফালাইল, পাহাড় থেইকা ঝাপ দিলো, সমুদ্রে ডুব দিলো - আর তুমি সামান্য ট্রেন মিস দিতে পারলানা ???
নাকি ট্রেনের তলায় পরতে নিসিলা ??
আগের পর্ব না পড়েই এই পর্ব পড়লাম, আর পড়ে আমি মুগ্ধ। শেষের লাইনটা অসম্ভব সুন্দর। বাকী পর্বগুলো এখন পড়ব।
শুভ কামনা
ধন্যবাদ, বস :shy:
আপনার যাতে কষ্ট কম হয়, সেই জন্যই আমি বেশি পর্ব লিখি নাই 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব, আমার সব গুলা প্রেম জোড়া দিলেও তো তোমারটার নাগাল পাবে না।
কেইস কি? বছর গড়াইছে নাকি আরেকটা? কত চলে এখন?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বস, লজ্জা দিবেন না প্লিজ... :shy:
আপনার সাথে আরো আগে থেকে পরিচয় থাকলে, অভিজ্ঞতা নিয়া আরেকটু জমায়া প্রেম করতে পারতাম 🙁
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
😮 😮 কার লগে বললেন? :frontroll: :frontroll: :frontroll:
সাতেও নাই, পাঁচেও নাই
কি দিনকাল পড়ল, একজন প্রেমিক বানায় পোষ্ট উৎসর্গ করে, আরেক জন অভিজ্ঞতা শেয়ার করতে চায়, আরেক জন আবার জমায় প্রেম করতে চায়।
আমি কি, পোলা, মাইয়া নাকি পি... 😕
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনি হইলেন বস, প্রেমকুমার...কিউপিড...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
পোলা, মাইয়া নাকি *সিসি? 😛
'অভিজ্ঞতা নিয়া' phrase টা যোগ করার পরেও শেষ রক্ষা হইলোনা :bash:
জিহাদ ব্যাটা ইদানীং এতো ডার্টি হয়া গেসে, ওরে পাঙ্গানির জন্য জুনারে ভাড়া করা লাগবে দেখতেসি 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বস, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দিমু...পাঙ্গানী কোন টাইপের হইব খালি আওয়াজ দিবেন... :grr: :grr: :grr:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বস, একটা সিরিজ নামায়া দেন। আমরা ছোটোরা কিছু শিখি।
বসের ধূলোমাখা শহর, ধূলোমাখা স্মৃতি সিরিজটা আছেনা?
এইটা তো প্রেমের বাইবেল :boss: ...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সব গুলা প্রেম জোড়া দিলেও
বস, ভাবী জানে সবগুলার কথা?
নাকি কইছেন , "তুমিই আমার জীবনের প্রথম?"
😀 😀
কয়া দিমু...... কয়া দিমু 😉 😉
সাকেব ভাই, কি বলবো। বেশি রোমান্টিক গল্প পড়লে কেন যেন মন খারাপ হয়।
সাতেও নাই, পাঁচেও নাই
নিজে যেই হারে 'মন খারাপ করা' অভিজ্ঞতা সঞ্চয় করতেসো, খেলতে নামলে তো আমরা আর বেইল পামুনা...
এমনো দিনে তারে বলা যায়...
এমনো ঘনঘোর 'বরিষায়' 😛
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:no: :no: যে কাল থেকেই শুরু করিনা ক্যান আপ্নেরা খালি ফিনিশিং টানেন বর্ষা কালে। এইটা মোটেও ঠিক না :no: :no:
সাতেও নাই, পাঁচেও নাই
যাহা রটে, তাহা বটে...
যতোই ভ্যালেন্টাইন্স ডে তে তথাকথিত :just: ফ্রেন্ডকে 'বেদনায় নীল করে দেওয়ার' কথা বলো, পাবলিকের চোখ এতো সহজে ধূলাবালি খাবেনা :thumbdown:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ঐ.. :-B
কঠিন হইছে.....................। :boss: :boss: :boss:
এতো বড় লেখায় এই বিশেষ অংশটুকু কোট কেন?
তোমার মনেও কি তাইলে চাপা কোন উত্তেজনা ;)) ?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভাই কি লিখলেন ভাই... ভাই...... ভাইডি... আমি নাই!!!
আহ্... কি প্রেম! কি কঠিন প্রেম!
চামে 'ভাইডি' ডাইকা নিলা মনে হয় 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡
😡 বাহির বলে "দূরে থাকুক,".. 😡
😡 ভেতর বলে "আসুক না!".... 😡
😡 😡 😡 😡 😡 😡 😡 😡 😡
কমেন্টটার ডেকোরেশন খুব খুউব সুন্দর হইসে রে, ভাইডি... :thumbup: দেইখাই মনটা ভালো হয়ে গেল...
গানটাও আমি খুউব ভালা পাই...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
গানের লাইন দুইটা আপনার বালক-বালিকারে উদ্দেশ্য কইরা লেখা। তাদের মনে তখন নিশ্চয়ই এরকম কিছু একটা চলতেসিলো!
শওকত ভাই কই? সাকেবের উপ্রে কয় কোটি ইয়েন ট্যাক্স বসামু ভাবতাছি
পুরা সিসিবিরে সাশিমি খাওয়াইলে অবশ্য আলাদা কথা
সংসারে প্রবল বৈরাগ্য!
গোস্তাকী মাফ করবেন বস...
হঠাৎ গরীবের পেটে লাথি মারার শখ হইলো কেন?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাশিমি আমি খাওয়াইতে পারি...তয় কতোজন হজম করতে পারবে, সেইটা হইল গিয়া কথা...শেষে না আবার আপনার মত টয়লেট পেপার কেলেংকারি হয়ে যায় ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:gulli: :gulli:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই হাউজ ফিলিংস দেখায়া রাজি হয়ে যান...ইয়েলো ইয়েলো আপ...সুরি...ডাউন ডাউন... =)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সাশিমি খায়া আমার কিছু হইবোনা, ইউ নো :grr:
কত্ত খাইলাম 🙁 আমাগো বুয়া মাছ যা রান্ধে, অটো সাশিমি :no:
সংসারে প্রবল বৈরাগ্য!
সিরাম, সিরাম :khekz:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:khekz: :khekz:
ইয়েলো ইয়েলো আপ আপ 😀
সাব্বাশ ব্যাটা :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
প্রেম আর রোমান্স 😡
ল্যান্ড এখোনো নোম্যান্স :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটা কিদলেন?
কিছুতেই পরের লাইন মিলাইতে পারতেসিনা ~x(
থাউক, ঘুমাইতে যাইগা...দেখি খোয়াবে গায়েবী কিছু মিলে কিনা...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আমার সেটটা সিমেন্স
নো অফেন্স :-B
=)) :khekz:
আর ইউ ইন ডিফেন্স?
ওকে, দ্যাট মেকস এ সেন্স...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
:gulli2:
দূর, এইটা কি হইল??? 🙁
এখন আপনারে এই লেখা কবে দিবেন বইলা পঁচামু কেম্নে??? :(( :(( :((
তয়, যে ফিনিশিং দিলেন... :thumbup: :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নামকরণে 'শেষ পর্ব' লেখার সময় জাস্ট তোমার আর কাইয়ূম ভাইয়ের কথা আমার মাথায় ছিল...তাই আর কোন রিস্কে যাইনাই 😀
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বিশেষ উপলক্ষ্যটার জন্য অনেক অনেক শুভ কামনা
সংসারে প্রবল বৈরাগ্য!
থ্যাঙ্ক্যু, বস :shy:
অচিরেই আপনাকেও অনেক অনেক শুভ কামনা দিতে মন চায় :grr: ...
কিছু একটা করেন প্লীজ ;;)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আপ্নে যেম্নে কইলেন... :khekz:
মনে হইতেছে আমাগো ভয়ে আপ্নে তড়িঘড়ি কইরা নায়ক-নায়িকারে মিলায়া দিছেন... =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=((
ভাই খুব ভালো লাগলো :clap:
কোনটারে ভাইডি?
লেখা নাকি গান :-/ ?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভাইয়া অসাধারণ
অবশেষে লেখলেন , এইটা কি সিউলের কিসব উপাধির ভয়ে?
আসলে চাকরীতে ঢুকার আগে না লিখলে আর সারা জীবনেও লিখা হবেনা...
সিউলের উপাধির ভয়টা একটা প্রভাবক হিসাবে কাজ করসে...
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অসম্ভব সুন্দর লেখা । সাকেব ভাই অনেক শুভেচ্ছা বিশেষ দিনের জন্য । :hatsoff:
শুভেচ্ছার জন্য ধন্যবাদ দিতে দেরী হয়ে গেলোরে, ভাই...
রহমানের সাথে এই ৪ দিন বহুত মাস্তি করসি :tuski:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাইইইইইইইইইইইইইইইইইই,
সিরিজটা শেষ করে দিলেন কেন :(( :(( :(( ?
তবে শেষটা মনে রাখার মতো করে রাখলেন, অসাধারণ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুধু কথায় চিড়া ভিজাইলে হবে?
চা কই? 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ভাইয়া সিরিজ টা কবে শুরু হচ্ছেয়
অসাধারন বস... অসাধারন :boss: :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এত সুন্দর কেন???
সাকেব ভাই, বস লাগলো আপনার লেখাটা পড়ে। রাতে আপনার পোস্ট টা পড়ব বলে বসলাম যখন বিদ্যুৎ বিভ্রাটে পড়ে ঘুমিয়ে যাই। এখন পড়ে এক রাশ মুগ্ধ ভাল লাগা রেখে গেলাম।
উরে বাপরে কি সুন্দর
আহসান, কনক, আমিন, সামিয়া,
সবাইকে অনেক ধন্যবাদ :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সাকেব ভাই, অনেক পরে কমেন্ট দিলাম, এইজন্য দুঃখিত! 🙁
খুব খুব ভালো লাগল! এত সুন্দর করে কিভাবে লিখেন রে ভাই! :boss: :boss:
বস্! আপনাকে :salute:
অনেক দেরি করে ফেললাম। ভাই অসাধারন। :boss: :boss:
ভাইয়া এত সুন্দর করে লিখেন, এখন আর লেখা দেননা কেন? 🙁
এইরকম সুন্দর সুন্দর প্রেম পড়তে মঞ্চায় 🙁 🙁 🙁
প্রেম করতে না পারি ... পইড়া মজা নিতাম ফারতাম 😛 😛
ভাইয়া অতি অতি অতি সুন্দর হয়েছে। :salute:
আমার বর অবশ্য আগেই বলেছিলো আপনি খুবই ভালো লেখেন।
আহা!
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx