ফোঁপালো না?
আধভেজা তোয়ালেটা?
ফোঁস করে ফুলেছে
অভিমান,
বিরহের নরোম তান
গুনগুনিয়ে এগুতে’
ঝপ করে
পড়েছে র্য্যাকে –
মরুময়
ধবল ব্যারাকে
জুলুজুলু চোখে
সে-অজগর
অত:পর
শুষে নিতে চায়
তোমার স্নানাবশেষ –
তুলতুলে হরিণছানার মতন
বিন্দু বিন্দু জল
ফোঁপালো না?
আধভেজা তোয়ালেটা?
ফোঁস করে ফুলেছে
অভিমান,
বিরহের নরোম তান
গুনগুনিয়ে এগুতে’
ঝপ করে
পড়েছে র্য্যাকে –
মরুময়
ধবল ব্যারাকে
জুলুজুলু চোখে
সে-অজগর
অত:পর
শুষে নিতে চায়
তোমার স্নানাবশেষ –
তুলতুলে হরিণছানার মতন
বিন্দু বিন্দু জল
"তুলতুলে হরিণছানার মতন
বিন্দু বিন্দু জল.." আমি পরিষ্কার দেখতে পেলাম নূপুর। দারুণ উপমার সমাহার। লিখেই চলো।
Pride kills a man...
ওমর ভাই,
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা!
"তুল তুলে হরিণছানার মতন
বিন্দু বিন্দু জল..."
আমিও উপলব্ধি করতে পারলাম ওমর আনোয়ার ভাই এর মতই....
নূপুর দা, আপনার কবিতার আমি ভক্ত।লেখার সাধ জাগে,তবে বুঝি অত কঠিন কাজ আমার দ্বারা নয়..... 🙂
তানভীর আহমেদ
তানভীর,
তোমার মন্তব্য পেতে বরাবর ভালো লাগে। একদম সেই প্রথম থেকেই।
আমার দৃঢ় বিশ্বাস, লিখতে শুরু করলে তুমি অন্তত আমার চে' ভালো লিখবে।
আমি যা লিখি, তাকে 'লেখা' বলি, কবিতা হয়ে ওঠে কি না সন্দেহ থেকেই যায়। সিসিবি বলে সাহস করে কবিতা ট্যাগ করে দেই।
ভবিষ্যতে স্নানপর্ব সমগ্রের হার্ড কপি পাব কি? নূপুর ভাই? :dreamy:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
🙂 🙂
জানিনা আসলে।
আলসেমি একটা অভিশাপ
শুরুর নাটকীয়তাটা সবচেয়ে বেশী কেড়েছে নজর ...
আর ~
"ঝপ করে
পড়েছে র্যাকে –
মরুময়
ধবল ব্যারাকে"
বলতে বলতে এভাবে হয়তো নানা উছিলায় সব ক'টি লাইনই চলে আসতে পারে উদ্ধৃতিতে।
আপাতত অজগরের কথা ভেবে থামি তাতে ...
🙂 🙂
লুৎফুল ভাই,
অনেক প্রেরণা পাই আপনার মন্তব্যে।
🙂 🙂
😉 😉
দারুণ
পুরাদস্তুর বাঙ্গাল
ভাই চোখ মারেন ক্যান?
🙂 🙂
শেষ স্তবকটা সুপার্ব!
অনেক দেরীতে উত্তর দিচ্ছি খায়রুল ভাই।
মার্জনা করবেন।
অনেক ধন্যবাদ!
কী স্নিগ্ধ, সুন্দর একটা ছবি আঁকলেন, ভাইয়া! আর উপমা গুলো এতই জীবন্ত, যেন হাত বাড়ালেই ছুঁতে পারবো...!
তবে, আপনার কবিতা নিয়ে যতই বলি না কেন, এর বাইরেও কী যেন একটা থেকে যায় সবসময়!! :boss: :boss: :boss:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
অনেক অনেক ধন্যবাদ!
অনেক দেরী করে উত্তর দিলাম। সরি!
স্নানপর্ব এট ইটস বেস্ট!
ভাই, সেরকম হইসে।
আপনার এই সিরিজটা পড়লেই তীব্র স্নানাকাঙ্খা জাগে... :shy:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
অনেক ধন্যবাদ সাকেব! ভালো আছো?
দেরীতে উত্তর দিলাম। ক্ষমাপ্রার্থী।
You seem very active in this blog. There is something very important that I want to share with you about some of the post.....Your help is very much appreciated.
-Sanjoy
Hi Sanjoy,
Please share whatever you wanted to.
Will be eagerly waiting.
Thanks!