শুনেছেন নাকি দুর্দান্ত আনন্দের সংবাদটি? তাহলে একটু খুলেই বলি। ডয়েচ ভেলে(Deutsche Welle)– এর সাথে কি আপনি পরিচিত? ডয়েচ ভেলে মূলত জার্মানি ভিত্তিক একটি আন্তর্জাতিক সম্প্রচার ব্যবস্থা এবং গণমাধ্যমের নাম। ১১টি ভাষায় ডয়েচ ভেলের সার্ভিস সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে যার মধ্যে আমাদের বাংলা ভাষাও অন্যতম।
গত কয়েক বছর ধরেই ডয়েচ ভেলে ব্লগ মাধ্যমের বিভিন্ন বিভাগে বিশেষ কিছু স্বীকৃতি এবং পুরষ্কার প্রদানের প্রচলন করে আসছে। যা মূলত: “ডয়েচ ভেল ব্লগ অ্যাওয়ার্ড” নামেই বহুল পরিচিত। প্রাথমিক মনোনয়নের পর পাঠকদের ভোট এবং জুরি বোর্ডের বিবেচনায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়ে থাকে। বিভাগগুলোর মধ্যে রয়েছে সেরা ব্লগ, ১১ টি ভাষার সেরা ব্লগসমূহ, মানবাধিকার রক্ষায় বিশেষ টপিক, সামাজিক উন্নয়নে প্রযুক্তির শ্রেষ্ঠ ব্যবহারসহ সর্বমোট ১৭ টি বিভাগ।
এবারে মূল প্রসঙ্গে আসা যাক:
এ বছর সপ্তম ডয়েচ ভেলে ব্লগ পুরষ্কারের জন্য সেরা বাংলা ব্লগার হিসেবে যে ১১ জন মনোনীত হয়েছেন, তাঁদের মধ্যে একজন আমাদের এই প্রিয় সিসিবি থেকেই। ঠিক যা অনুমান করেছেন একদম তাই।
সাইফুদ্দাহার শহীদ, মানে আমাদের প্রিয় সাইফ ভাই এই মনোনীত এগারজনের মধ্যে অন্যতম এবং আরো খুশি হবেন জেনে যে উনাকে সিসিবির লেখক হিসেবেই মনোনয়ন দেয়া হয়েছে। এটা কেবল ক্যাডেট কলেজ ব্লগ নয়, বরং সমগ্র বাংলা ব্লগীয় পরিমণ্ডলের জন্যই দারুণ গর্বের একটা ব্যাপার।
সাইফ ভাইয়ের জন্য সিসিবি পরিবারের বিশেষ শুভেচ্ছা রইলো। কম্পিউটারে বাংলা ভাষার পথিকৃৎ সাইফ ভাইকে সকল সিসিবির সকল ব্লগার এবং পাঠকদের পক্ষ থেকে প্রাণঢালা নিরন্তর অভিনন্দন।
তাই আর দেরী না করে চলুন আমাদের ভোটটি দিয়ে আসি সাইফ ভাইকে।
যেভাবে মনোনীত করবেন:
ডয়েচ ভেলের ওয়েবসাইটে ভোটিং-এর পেইজে যেতে এখানে ক্লিক করুন।
এবার আপনার ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করুন পেজের উপরের দিকে ডান পাশের লোগোতে ক্লিক করুন।
ভোট প্রদানের বিভাগে (In the category) সেরা বাংলা ব্লগ (Best Blog Bengali) নির্বাচন করুন। তারপর ঠিক তার পাশের বক্সে I vote for এ গিয়ে বেছে নিন ক্যাডেট কলেজ ব্লগ (Cadet College Blog)। ছোট্ট একটা কাজ বাকী রইলো এখন; পাশের Vote চিহ্নিত বাটনে ক্লিক করুন। ব্যাস, হয়ে গেল। আপনি চাইলে ফেসবুক এবং টুইটার দুটো থেকেই ভোট দিয়ে দিতে পারেন।
ভাল কথা, আমাদের শওকত মাসুম ভাইও মনোনয়ন পেয়েছেন “আমার-ব্লগ” এর পক্ষ থেকে। উনি আজকাল সিসিবিতে শুধু লুকিয়ে থাকেন। মাসুম ভাইয়ের জন্যও শুভ কামনা রইলো।
আরো দুটি গুরুত্বপূর্ণ মনোনয়ন বিষয়ে:
**“সামাজিক উন্নয়নে প্রযুক্তির সেরা ব্যবহার”- এই বিভাগে সারা বিশ্বের মাঝে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত ১১ জনের মধ্যে অভ্র তথা ওমিক্রন ল্যাবের পক্ষ থেকে রয়েছেন মেহদী হাসান খান। ভোটটির যোগ্য দাবিদার নিঃসন্দেহে মেহদী হাসান খান। বর্তমান বাংলা ব্লগ মাধ্যমে বাংলা লেখার সহজ ব্যবহার উপযোগী অভ্র সফটওয়্যারটি বিনামূল্যে সারা পৃথিবীর সবার ব্যবহারের সুযোগ তৈরি করে দিয়ে বাংলা ভাষাকে অর্ন্তজালে জনপ্রিয় করে তোলার নেপথ্যে অভ্র তথা মেহদী হাসানের অবদান অনস্বীকার্য।
মেহদী হাসান খানের জন্য ভোট প্রদান করতে ক্যাটাগরির বক্সে Best use of Technology for Social Good বেছে নিন। এবারে I vote for- বক্সটিতে ক্লিক করে নির্বাচন করুণ মেহদী হাসান খান (Mehdi Hasan Khan)।
**সেরা সামাজিক আন্দোলন (Best Social Activism Campaign)- এই বিভাগে মনোনয়ন পেয়েছেন অমি রহমান পিয়াল। মুক্তিযুদ্ধ বিরোধী-শক্তি তথা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ব্লগীয় আন্দোলন গড়ে তুলেছেন অমি রহমান। ১৯৭১ এর গণহত্যার উপর ভিত্তি করে তথ্য নির্ভর সাইট দাঁড় করাতেও তাঁর কঠোর পরিশ্রম প্রশংসনীয়। অমি রহমান পিয়ালের জন্য ভোট প্রদান করুন Best Social Activism Campaign- ক্যাটাগরিতে গিয়ে।
খুব বেশি সময় নেবে না পুরো ভোট দান প্রক্রিয়াটি। সবচেয়ে ভালো দিকটি হল, ভোট প্রদান করার জন্য কোন অতিরিক্ত রেজিস্ট্রেশন করবার ঝামেলায় যাবার দরকার পড়বে না (যদি আপনার টুইটার কিংবা ফেসবুক অ্যাকাউন্ট থাকে)।
তাই আর কথা নয়, চলুন ঝটপট নিজ নিজ ভোটটি দিয়ে আসি। সেই সাথে পরিচিত বন্ধু-পরিজনদেরকেও উৎসাহিত করি বাংলা ব্লগ তথা বাংলা ভাষার এই দারুণ প্রাপ্তির অংশীদার হতে। বাংলা ভাষা এবং সংস্কৃতি আমাদের শিকড়, পরিচয় এবং অহংকার। বাংলা ভাষায় কথা বলি, বাংলা নিয়েই গর্ব করি।
বিশেষ দ্রষ্টব্য: সিসিবি কিংবা অন্য ব্লগ পরিমণ্ডলে যাদের সাইফ শহীদের লেখার সাথে এখনো পরিচিত হবার সুযোগ হয়নি তাদের জন্য রইল শহীদলিপির ইতিহাস (ই-বুক লিঙ্ক)।
ভোট বাটনে টিপি দেয়া যায় না 🙁
আর ফেইসবুক লগিনে গেলে সারভার লোড হয় না
কি করতাম 🙁
আপু, আমি কেবলই আরেকটা কোটায় ভোট দিলাম। একটু অপেক্ষা করে আরেকবার একটু চেষ্টা করুন। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
twitter থেকে log in করা যাচ্ছে
facebook থেকে যাচ্ছে না
আপাতত twitter থেকে সাইফ শহীদ ভাই আর মেহেদী কে ভোট দিলাম
facebook এর অপেক্ষায় থাকলাম ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাইফ ভাই রক্করেন... :guitar:
চামে অন্যান্য ক্যাটাগরিতে যাদের বাংলাদেশী মনে হয়েছে সবাইকে ভোট দিয়েছি... ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা,
সেরা কমেন্টক ক্যাটাগরি থাকলে তোর নমিনেশান আর সিলেকশান কেউ ঠেকাইতে পারত না ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর্ভাই,
আপনার মুখে চন্দন গাছের মগডাল ভাইংগ্যা পড়ুক... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমি তো চামে ফেসবুক থেকে-ই ভোট দিয়ে দিলাম............
সাইফ ভাই রক্করে...
ওরে...আমি কত ভস্ রে!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
এহ্, হ্যাজ কাম... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দিয়া দিলাম 🙂
সাইফ ভাইর জন্য শুভকামনা । এত বস মানুষটার বিভিন্ন এক্সপেরিয়েন্স জানতে পেরেই নিজেকে খুব সৌভাগ্যবান লাগে .... :hatsoff:
সাইফ ভাইর লেখনী আমাদের মত জুরিদেরও মন্ত্রমুগ্ধ করে দেবে এটাই আপাতত প্রার্থনা করছি। O:-)
অভিনন্দন সাইফ ভাই 🙂
দিলাম ::salute::
অভিনন্দন জানাই সাইফ ভাই, অমি পিয়াল ও অভ্রর মেহদীকে। নিঃসন্দেহে তাঁরা যোগ্য নির্বাচন।
সবার জন্য শুভকামনা থাকলো।
রকিব ও আমার সব ছোট ভাই ও বোনেরা,
তোমাদের সবাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই উচ্ছাস ও শুভেছার জন্যে। বয়সের ব্যবধান সত্ত্বেও তোমারা সবাই আমার অনেক আপনার। আমার খোলাখুলি লেখাতে সেটা দেখেছো।
আসলে আমি কোন লেখক না, আমি একজন নিরস মিস্ত্রী মানুষ (কপিরাইট - মমতাজ শহীদ)। বরং আমার পরিবারের অন্যরা সবাই নিজগুনে লেখিকা বলে পরিচিত। সব বোনের একাধিক প্রকাশিত বই আছে, স্ত্রীরতো বটেই। ফলে যতটুকু আমি পেয়েছি তাতেই আমি খুশী।
আমার এখন সন্দেহ হচ্ছে হয়তো 'হাসিনার সুক্ষ হাত' আছে এই এগারো জনের মধ্যে আমার নাম ঢোকানোর মধ্যে। খবরটা এখনো সাহস করে 'দীর্ঘদিনের হাসিনা সাপোর্টার' আমার স্ত্রীকে জানাতে পারিনি। মমতাজ খবরটা জানলে আমার খবর হয়ে যেতে পারে। বিশেষ করে সর্বশেষ লেখা 'ছাগলের' গল্পের ব্যাপারটাতে। হুম...নিশ্চয় আমার বন্ধুদের মধ্যে কেউ এই তথ্যটা হাসিনার কানে উঠিয়ে দিয়েছে...কে হতে পারে...
তোমরা কেউ কি এই কাজটি করেছো?
সাইফ ভাইকে সালাম, মেহেদী হাসান খান কেও সালাম, অমি হাসান খানকেও সালাম
বিশ্ব দরবারে বাঙ্গালীকে তুলে ধরার জন্য সবাইকে জানাই সাধারণ ::salute::
সাইফ ভাইকে অভিনন্দন! মনোনীত সকলের জন্য শুভকামনা।
খাড়া রোদে লম্বা লাইনে দাড়ায়ে ভুটায়ে আসলাম। যাদের ভুটায় আসলাম তারা যদি পাশ না করেন তাহলে বুঝবো এখানে বিরোধী দলের ষড়যন্ত্র ছিল এবং নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে রাজপথে আন্দোলন হবে। খালি আফসুস একটাই, এতো কষ্ট করে ভুটায় আসলাম এককাপ চাও কেউ সাধলো না 🙁
আমার বন্ধুয়া বিহনে
ভুটাইলাম তিনজনকেই । সাইফ শহীদ ভাই ২৯% ভোট নিয়ে এগিয়ে আছেন অন্যান্যদের তুলনায় তবে আরিফ জেবতিকের (৩১%) চেয়ে পিছিয়ে । সাইফুদ্দাহার শহীদ ভাইয়ের জন্য আরেকটু জোরালো প্রচারনা চালানো উচিত । সিসিবির সব গেরিলা ব্লগারদের এবার সম্মুখ ব্লগিং এর ডাক দিয়ে সমর্থন জোরালো করা হোক।
সাইফ ভাই, মেহেদী হাসান খান, অমি হাসান খানসহ যারা বাংলা ব্লগিং এর সাথে জরিত এবং প্রাথমিক সিলেকশনে স্থান পেয়েছে তাদের শুভেচ্ছা এবং শ্রদ্ধা রইল আমার পক্ষ থেকে।
ভোট দিয়ে দিলাম। অসাধারন অর্জন সিসিবি এর জন্য। সিসিবি আবার জেগে উঠো।
মারাত্মক সংবাদ বাচ্চু। যাই ভুটাই আসি। 🙂
আমারে নমিনেশন দেয় নাই ক্যান? আমার সমস্যা কি? :shy:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তোর তো সব ফাকিঁ বাজি পোষ্ট। কমিক ক্যাটাগরিটাই আসলে ছিল না সেখানে, এইজন্য মিস হইয়া গেছে। 😀
নিজ ভোট দিন এবং অন্যদের ভোট দিতে উৎসাহ করুন (আমি তাই করসি)।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
যাই ভুট দিয়া আসি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমি ভোট দিতে পারিনাই। 🙁
আবার ট্রাই দিয়ে আসি
Pronunciation = "ডয়েচে ভেলে"
(Not ডয়েচ ভেল )
শুধরে দিলাম। ধন্যবাদ 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হইতেসে না!! 🙁 🙁 টুইটার ফেসবুক কোনোটাতেই না!!!!! :((
রকিব ও অন্য সবাইকে,
অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে এই ব্যাপারে উৎসাহ দেখাবার জন্যে। আজ ফলাফল প্রকাশ হয়েছে। ১১ জনের মধ্যে ৪র্থ স্থান পেয়েছি আমি। ক্যাডেট কলেজে 'স্টিপল চেজ' দৌড়ে আমি একবার ৪র্থ হয়েছিলাম। তখনও খারাপ লাগেনি, বরং খুশীই হয়েছিলাম, আজও তাই।
শুভেছা রইল সবাইকে।