আর মাত্র তিন ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ:
বাংলাদেশের পুরনো জার্সি পড়েই পতাকা একটা কাঁধে জড়িয়ে নিয়ে বসে পড়েছি খেলা দেখতে। সম্ভবত এ’বিশ্বকাপের সবচেয়ে সেরা ব্যাটিং শক্তির দলগুলোর একটি ভারত। তাই এদের বিরুদ্ধে জেতাটা হয়তো বেশ দুঃসাধ্য; তবে অসম্ভব নয়। অন্তত আশা আর বিশ্বাসের ককটেল নিয়েই বসেছি। হারলে পরের ম্যাচে ভালো করবার জন্য আশাবাদী হবো, আর জিতলে…… ঐটা না হয় জেতার পরেই দেখায়ে দিবানে (কপিরাইট: নড়াইল এক্সপ্রেস) !!!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. জুনায়েদ সিদ্দিকী
৪. মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক)
৫. রাকিবুল হাসান
৬. সাকিব আল হাসান (অধিনায়ক)
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. নাঈম ইসলাম
৯. আবদুর রাজ্জাক
১০. শফিউল ইসলাম
১১. রুবেল হোসেন
ভারতের সম্ভাব্য একাদশ:
১. বীরেন্দ্র শেভাগ
২. শচীন টেন্ডুলকার
৩. গৌতম গম্ভীর
৪. ভিরাট কোহলী / সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেট-রক্ষক)
৭. ইউসুফ পাঠান
৮. হরভজন সিং
৯. জহির খান
১০. আশীষ নেহরা
১১. মুনাফ প্যাটেল
(তথ্যসূত্র: ক্রিক-ইনফো)
ম্যাচ-পূর্ববর্তী কনফারেন্সে সাকিব আল হাসানের সাক্ষাতকারঃ
যারা মাঠে যাচ্ছেন তাদের প্রতি হিংসা 🙁 , যারা টিভি সেটের সামনে রয়েছেন তাদের জন্য সমবেদনা (আমিও এই দলে :bash: )।
খেলা দেখতে দেখতেই না হয় চলুক লাইভ আড্ডা / ব্লগিং।
বি.দ্র.: অনেকেই হয়তো অনলাইনে খেলা দেখছেন। সবার প্রতি অনুরোধ রইলো, ভালো কোয়ালিটির খেলার লিঙ্ক পেলে মন্তব্যের ঘরে শেয়ার করবার জন্য। আমি উপরে আপডেট করে দেবো।
হালুউউউউউউউউম :grr:
রেডী আছি :thumbup:
:teacup: :teacup: :teacup: :teacup:
রাত সাড়ে তিনটায় খেলা। আমার ঘুম টুম কই যেন উড়ে গেছে।
তৌফিক ভাইয়ের স্ট্যাটাসটাই বলিঃ
ওরা ১১ জন, আমরা ১৫ কোটি ......... :gulli2: :gulli2:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার এইখানে সন্ধ্যা সাড়ে ছয়টায় খেলা শুরু, তার উপর উইকেন্ড 😀 😀
বাট অনলাইন ই আমার এক মাত্র ভরসা, শালার অসি টিভির মায়রে বাপ x-(
রকিব ভাই,
আপনি sure আম্রিকায় ............ :awesome:
লিঙ্ক দেন তাড়াতাড়ি .......... 😀
নাইলে আমি .......... :bash:
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
নারে ভাই, আমি আম্রিকায় নাই, কানা-ডায় 😕 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
"ওরা ১১ জন, আমরা ১৫ কোটি ……… " :boss:
এইটা আসলে আমার স্ট্যাটাস না, কপিরাইট সাদ ভাই (৯৫-০১) -এর।
ভাইজানেরা,
কেউ link দেন পিলিজ,
আমি অসহায় মানুষ।
USA তে 150$ দিয়া দেখার মুরদ নাই ......... :((
ভাল লিঙ্ক পাইলে ......... :just: :awesome:
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
link den keu...
এই দুটো লিঙ্ক ট্রাই করে দেখা যায়ঃ
http://lankacricket.info/
http://crictime.com/
খেলা শুরু হবার আগে হাই কোয়ালিটির লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। পাইবা মাত্র আপডেট জানাইবো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
দুইডা পাইছি, কাম করে কিনা জানিনা
hitcric.info
extracover.net
ধন্যবাদ মরতুজা ভাই। কাজ হচ্ছে।
আমার বন্ধুয়া বিহনে
http://hqlive.net/
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
hitcric.info.com
myptp.eu
পরেরটা কাজ করবে কিনা শিউর না। আগেরটা কাজ করছে।
ঝেতা হারাটা বড় কথা না, বাঘের মত লড়ে আসো। আমার ফেসবুক স্ট্যাটাস এইখানে শেয়ার করে দিলাম
বাংলা মায়ের দামাল ছেলে এগিয়ে চল
লাল সবুজের এই পতাকা উর্ধ্বে তোল
পদ্মা মেঘনা যমুনার সুরমার ঢেউ
বিশ্ব দেখুক ............
myp2p.eu
হবে।
http://www.channel.cricket-365.info/2010/11/ch-1.html
ফাস কেলাস ............ :boss: :boss: :boss: :boss:
Proud to be a Cadet,
Proud to be a Faujian.
টসে জিতে ফিল্ডিং নিছে 🙁 বুঝলাম না :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধোনী মহা টেনশনে আছে, আশীষ নেহরার নাম ভুইল্লা গেছে :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শফিউল to শেহবাগ
শুরু মামা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কি সব বোলিং হইতাছে
একটু বোধহয় চেক দিচ্ছে এখন 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শচীন গেলো।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওয়ে ওয়ে 🙂
আমার সাথে আছেন বিশিষ্ট ক্রিকেটবোদ্ধা সীমান্ত আহমেদ 😛
ওয়াকা ওয়াকার বাংলা ভার্সন
খ্যাক খ্যাক
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শফিউল আসলেই ভয় লাগে !! 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ফিল্ডিং সুপার হইল এই ওভার এ।
শেবাগ ভালই টেনশন নিয়া খেলতেসে.......দেখা যাক
গেছে :awesome: :tuski:
আরেকটা গেলো অনেক দেরী হয়ে গেল যদিও
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শেভাগ শালারে শিগগিরি না ফালাইলে শ্যাষ 🙁
ওরে সেঞ্চুরী করতে দেয়া যাবে না x-(
টার্গেট তো মনে হয় ৩২০+ হয়া যাবে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
৩৫০ ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার ধারনা এটা ৪০০ এর কাছাকাছি চলে যাবে :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শেভাগের মাথায় ঠাডা পড়ুক........মর শালা....... x-( হারামিটা ঠাডায়ে না মরলে আমি গিয়া মারমু :gulli2: :gulli2: :gulli2: :gulli: :gulli: :gulli: x-( x-( x-( x-(
এই ভারতকে এবার ঠেকানো খুব মুশকিল হবে, বাংলাদেশে যেভাবে নার্ভ ধরে রেখেছে, নিজের মাঠে তো ফাটায় ফেলবে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
......হারলেও ১০০ এর বেশি গ্যাপ এ যাতে না হারে, এইটাই আশা এখন।
......শ্রীশান্ত এর এক ওভারেই তো মনডা ভালা হইয়া গেল। 😀
হারলেও আছি, জিতলে তো আছিই ...
শুধু এমন কইরা খেলতে থাক ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
......হ, তা আছি।
......ইমরুল আউট হইয়া গেল। 🙁
হারামীগুলা বল করতে পারে না??? শ্রীশান্ত এর কাছ থেকে শিখা নেয় না ক্যান????
......ভাল কইছস। =))
😀 😀 😀 😀
ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
ইয়া ইয়া ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
ছয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ইশশশশ...ব্যাথাটা শেবাগ অথবা শচীনও তো পাইতে পারত... :-B
ছক্কা ধরতে গিয়া অক্কা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
......ফিরা আইল দেখি। 🙁
মুনাফ শালারে পাইলে আজীবন :frontroll: লাগাইতাম । ব্যাটা বেয়াদব । x-( :gulli2:
মুনাফ মামুর গেটাপ দেইখা তো চাইল ডাইলের ব্যবসায়ী মনে হয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
......আমি তো ভাবছিলাম হুদা ডাইলের।
......ই এস পি এন এর ব্রেক এ দেখি খালি ধোনইর চেহারা দেখায়। x-(
......নামটাই তো অশ্লীল। x-(
:khekz:
=)) =)) ধোন-ইর খেলা ভাল্লাগেনা x-(
শুকরিয়া,
ঘাড় মটকাইয়া মরতে নিছিল আবার
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মরার আগে মাইরা মর !!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি পাঠান মামুর কথা কইছি ...
শুকরিয়া যে সে ক্যাচ ফেলছে ...
এবং না-শুকরিয়া যে সে দ্বিতীয় বার ঘাড় মটকাইয়াও মরে নাই
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ইন্ডিয়ানগুলা যদি বেশি তেরীবেরী করসে...সবগুলার ভুরু কামায় চুন ঘষে হাত গুলা ভেঙ্গে পায়ের জায়গায় সুপার গ্লু দিয়ে লাগায় দিব...
ইয়ে মানে সামিয়াপ্পু 😕 মানে আমি ত নতুন তাই মানে মনে কিছু নিয়েনা ইট্টু কম পিটাইলে অয়না মানে বুঝেনইত যদি পরে কিসু হয় ......... মানে শুনলাম আপ্নেরে নাকি সবাই "গুন্ডিব্যেটি" ডাকে
অই হারামী তুই কেডা?? যা দুইটা ফ্রন্ট্রোল দিয়া আয়, পিটাবো ইউন্ডিয়ানগো, তোর এত গা জ্বলে ক্যালা???
না না আপু আপ্নে মাইন্ড খায়েন না :no: :no: । আমি অক্ষনি :frontroll: লাগাইতাছি
সাবাস, হেব্বি কনফিডেন্স নিয়া খেলতেছে
দেইখাও শান্তি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
......গেল গা তো। 🙁
সাকিব আইছে..
আল্লাহ ভরসা.....
সামনে ঝুকে.....জোওওওরে পিছনে 😀
ছক্কা!!! 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অই চাওয়ালা চা দে তো...বসেরা জুত পাইতেসেনা...
(সম্পাদিত)
:teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি তো স্ট্যাট দেই নাই...:(
আমিন ভাই এর কমেন্ট্রি মিস্করি!! 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
সিধুর বলে লাত্থি মারা দেখ্বে খুবই মেজাজ খ্রাপ হলো...
সিধু ? :))
ইয়ে সিং 😛
যাউক.....যা হইছে হইছে..... 😐
আজকে বুঝলাম, ২য় রাউন্ড এ ইনশাল্লাহ আছি 😀
......ইনশা আল্লাহ্। 🙂
ইনশাল্লাহ ইনশাল্লাহ 😀
……ইনশা আল্লাহ্। 🙂 🙂
আরে ব্যাপার না স্পেনও তো ১ম ম্যাচ হারছিল
......যাক, ১০০ এর বেশি গ্যাপ এ হারি নাই। 😀
......৬ বল বাকি আছে, অল আউট হইবার চাই না। :no:
......ইয়াপ, অল আউট হই নাই।
খেলা দেখে মোটামুটি সন্তুষ্ট হইলাম ...
ব্যাটিং এ ম্যাচিওরিটি দেখার মত ...
নেক্সট ম্যাচ গুলো বোলিং আরেকটু ভাল হলেই
সেকেন্ড রাউন্ড ইনশাল্লাহ ...
সাবাস বাংলাদেশ
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমি খুশী 🙂
আজকে চায়ে লিকার কম দিয়ে ফেলছিলাম; তাই বোলাররা একটু ঝিমায়ে পড়ছিল। ব্যাপার না, আয়ারল্যান্ডে আয়রন (ইস্ত্রি) করেই জয়রথ চালু করবো।
হালুউ উ উ উ উ উ উ উ উ ম !!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শেবাগ হারামীটারে (দুঃখিত, কিন্তু গালি না দিয়ে পারলাম না) গলায় দড়ি পড়াইয়া পুরা ঢাকা চরানো উচিৎ। খেলোয়াড়সুলভ কোন মনোভাব নাই ওর।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:thumbup: লগে সিং এর সিংও বাইন্ধা দেয়া উচিৎ। কত্তবড় হারামী x-( বয়লে লাথি মারে :chup:
হরভজন বলকে লাত্থি মারে, এটা ওর সেলিব্রেশন স্টান্ট বলতে পার, এমন নয় যে বাংলাদেশের সংগেই করছে।
শেভাগের এটিচুডেও আমি আমাদের কোন সমস্যা দেখি না, সে বলে কয়ে প্রতিশোধ নিয়েছে, শান্তিমত কথা সে বলতেই পারে, আমাদের বরং ওর কথার জবাব মাঠেই দেয়া উচিৎ, তাহলে সে নিজেই নিজের কথা বদলে ফেলবে, অনেকেই বদলাচ্ছে, সেও বদলাবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাই আমার তা মনে হয় না ।ঐ যে কথায় আসেনা
"কুত্তার লেজ কখনো সোজা হয় না "
খারাপ কথা বলার জন্য সরি কিন্তু কি করব মেজাজ control করা ই কঠিন x-(
নেদারল্যান্ডস ভালো খেলতেসে নাকি ইংল্যান্ড খারাপ খেল্লো ??!!