গর্জে উঠুক বাংলাদেশ – লাইভ ব্লগিং / আড্ডা

আর মাত্র তিন ঘণ্টা বাদেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচ:

বাংলাদেশ vs. ভারত

বাংলাদেশের পুরনো জার্সি পড়েই পতাকা একটা কাঁধে জড়িয়ে নিয়ে বসে পড়েছি খেলা দেখতে। সম্ভবত এ’বিশ্বকাপের সবচেয়ে সেরা ব্যাটিং শক্তির দলগুলোর একটি ভারত। তাই এদের বিরুদ্ধে জেতাটা হয়তো বেশ দুঃসাধ্য; তবে অসম্ভব নয়। অন্তত আশা আর বিশ্বাসের ককটেল নিয়েই বসেছি। হারলে পরের ম্যাচে ভালো করবার জন্য আশাবাদী হবো, আর জিতলে…… ঐটা না হয় জেতার পরেই দেখায়ে দিবানে (কপিরাইট: নড়াইল এক্সপ্রেস) !!!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. জুনায়েদ সিদ্দিকী
৪. মুশফিকুর রহিম (উইকেট-রক্ষক)
৫. রাকিবুল হাসান
৬. সাকিব আল হাসান (অধিনায়ক)
৭. মাহমুদুল্লাহ রিয়াদ
৮. নাঈম ইসলাম
৯. আবদুর রাজ্জাক
১০. শফিউল ইসলাম
১১. রুবেল হোসেন

ভারতের সম্ভাব্য একাদশ:
১. বীরেন্দ্র শেভাগ
২. শচীন টেন্ডুলকার
৩. গৌতম গম্ভীর
৪. ভিরাট কোহলী / সুরেশ রায়না
৫. যুবরাজ সিং
৬. মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেট-রক্ষক)
৭. ইউসুফ পাঠান
৮. হরভজন সিং
৯. জহির খান
১০. আশীষ নেহরা
১১. মুনাফ প্যাটেল

(তথ্যসূত্র: ক্রিক-ইনফো)

ম্যাচ-পূর্ববর্তী কনফারেন্সে সাকিব আল হাসানের সাক্ষাতকারঃ

যারা মাঠে যাচ্ছেন তাদের প্রতি হিংসা 🙁 , যারা টিভি সেটের সামনে রয়েছেন তাদের জন্য সমবেদনা (আমিও এই দলে :bash: )।

খেলা দেখতে দেখতেই না হয় চলুক লাইভ আড্ডা / ব্লগিং

বি.দ্র.: অনেকেই হয়তো অনলাইনে খেলা দেখছেন। সবার প্রতি অনুরোধ রইলো, ভালো কোয়ালিটির খেলার লিঙ্ক পেলে মন্তব্যের ঘরে শেয়ার করবার জন্য। আমি উপরে আপডেট করে দেবো।

৪,৫৪৭ বার দেখা হয়েছে

৯২ টি মন্তব্য : “গর্জে উঠুক বাংলাদেশ – লাইভ ব্লগিং / আড্ডা”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    hitcric.info.com
    myptp.eu
    পরেরটা কাজ করবে কিনা শিউর না। আগেরটা কাজ করছে।
    ঝেতা হারাটা বড় কথা না, বাঘের মত লড়ে আসো। আমার ফেসবুক স্ট্যাটাস এইখানে শেয়ার করে দিলাম

    বাংলা মায়ের দামাল ছেলে এগিয়ে চল
    লাল সবুজের এই পতাকা উর্ধ্বে তোল
    পদ্মা মেঘনা যমুনার সুরমার ঢেউ
    বিশ্ব দেখুক ............

    জবাব দিন
  2. রায়হান আবীর (৯৯-০৫)

    😀 😀 😀 😀

    ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
    ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
    ইয়া ইয়া ইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ
    ছয়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    খেলা দেখে মোটামুটি সন্তুষ্ট হইলাম ...
    ব্যাটিং এ ম্যাচিওরিটি দেখার মত ...
    নেক্সট ম্যাচ গুলো বোলিং আরেকটু ভাল হলেই
    সেকেন্ড রাউন্ড ইনশাল্লাহ ...

    সাবাস বাংলাদেশ


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    আজকে চায়ে লিকার কম দিয়ে ফেলছিলাম; তাই বোলাররা একটু ঝিমায়ে পড়ছিল। ব্যাপার না, আয়ারল্যান্ডে আয়রন (ইস্ত্রি) করেই জয়রথ চালু করবো।
    হালুউ উ উ উ উ উ উ উ উ ম !!!


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. রকিব (০১-০৭)

    শেবাগ হারামীটারে (দুঃখিত, কিন্তু গালি না দিয়ে পারলাম না) গলায় দড়ি পড়াইয়া পুরা ঢাকা চরানো উচিৎ। খেলোয়াড়সুলভ কোন মনোভাব নাই ওর।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।