এই তো বেশ কিছুদিন আগের কথা, সম্ভবত ২০০৯ এর অক্টোবরের কিঞ্চিত জেঁকে বসা শীতের এক দুপুর। জমে থাকা তুষার মাড়িয়ে কম্পিউটার ল্যাবে এসে বসেছি সবে মাত্র। বই পত্র খুলে মহা সমারোহে প্রস্তুতি নিতে গিয়েই মনে হলো, এই যা পড়াশুনার আগে ওয়ার্ম আপই তো করা হলো না। ঝটপট খোমাখাতার কপাট খুলতেই দেখি একখানা দু’বাক্যের মেসেজ এসে জমা রয়েছে। নামটা পরিচিত হলেও খোমাখাতার ফটুক অ্যালবামের ছবিগুলো ঘেঁটে স্মৃতির জোড়াতালি দেয়া পকেটে তেমন কোন সাড়া পেলাম না। লেখা ছিলঃ “রকিব, সিসিবিতে তোমার লেখা পড়তাম। ভাল লাগতো।”
খানিকটা সঙ্কোচ আর খানিকটা খুশীর চালে (নিজের অখাদ্য লেখাগুলোর প্রশংসা শুনতে কার না ভালো লাগে) দুলে প্রত্যুত্তরে ধন্যবাদ জানালাম, সাথে চিনে না উঠতে পারায় ক্ষমাসূচক কিছু কথাবার্তা। জানা গেলো, তিনি সিসিবির চল্লিশোর্ধ কাইয়ুম ভাইয়ের ব্যাচের, যদিও অন্য কলেজ থেকে। টুকটাক কথা বলতে গিয়ে একটু একটু করে সঙ্কোচটা কেটে গেল। প্রায় প্রতিবেশীই বলা চলে তাকে, অটোয়ার অধিবাসী। ক’দিন পরি আচমকা ফোন পেয়ে বেশ অবাকই হয়ে গিয়েছিলাম।
এরপর বহুদিন, বহুকাল পেরুলো। মঈন ভাইয়ের গুতো খেয়ে তাহাকে জানালাম অটোয়া আসি, একখান ক্যাডেট গেট-টুগেদার করেন। ঢাকাবাসী সিসিবিয়ানদের চার-পাঁচ জনের ঐ ছোট গেট টুগেদার ( 😛 ) দেখতে দেখতে পেটে মরিচা ধরে গিয়েছে। বেশ সানন্দেই প্রস্তাব লুফে নিয়ে অটোয়াবাসী ক্যাডেটদের অনেককে স্বল্পসময়ের নোটিশেই তিনি জড়ো করে ফেললেন। আর এসুযোগে উনার দর্শন লাভ করে আমিও কৃতার্থ হলাম। চললো আড্ডা, জমলো আসর; আর নাদান চাওয়ালা বুঝিল, প্রায় চল্লিশোর্ধ এই ভদ্রলোকের রসের (পাঠক এই রস হোল রসবোধ নিঃসৃত, অন্য কিছু ভাববার অবকাশ নেই) অভাব নেই মোটেও। আরো কিছু গুণের কথা বলবো নাকী? বলেই ফেলি।
ফটুক তোলায় বিশেষ পারদর্শী তিনি। যদিও প্রকৃতিতে এতকিছু থাকতে ঘুরেফিরে খালি বালিকাদের ছবি তোলাতেই উনার সবিশেষ মনোযোগ। এসম্পর্কে আবার আমাকে প্রায় ঘন্টাখানিকের এক ঝাড়া লেকচারও শুনতে হয়েছে(বেশি কিছু না বলাই ভালো)। হান্টসভিল নামক এক শহরের প্রতি তার বিশেষ আকর্ষণ আছে। দুষ্ট লোকে অনেক কথাই বলে, তবে আমি কিন্তু বলছি না যে উনার প্রেয়সী ওথায় থাকেন। আরে ভুরু কুচকাচ্ছেন কেন!!! আচ্ছা এইখানে ঢুঁ দিয়ে নিজেই বিচার করুন।
লেখার হাত সবিশেষ চমৎকার, যদিও তা স্বীকার করতে উনি নারাজ। বিনয়ী হইলে যা হয় আর কী! স্মৃতিচারণ বলুন আর ব্লগর ব্লগর, কিংবা গল্পোচ্ছলে কিছু সিরিয়াস গতানুগতিক ধারাপাতের আলোচনা- সব খানেই বেশ দৃপ্ত পদচারণা। আর গান গাইতে বিয়াপক পছন্দ করেন, যদিও শুনতে তেমন কোন কাউকে আগ্রহী হতে দেখি নাই। :no:
চাপার রেট বেশি হয়ে যাচ্ছে মনে হয়। এবার একটা দুটো সত্য কথাও বলি। পরিচয়ের পরিধি দু’বছরও বোধহয় পার হয়নি; কিন্তু সম্পর্কের গাঢ়ত্বটা সময়ের পরিমাপে মাপা যায়নি; অন্তত উনার বেলায় পারিনি। মাথা গুবলেট হলেই উনাকে ফোন দিয়ে জ্বালাতন চলে, সময়ে অসময়ে খোমাখাতায় গুতোগুতি তো বাদই দিলাম। পুরোটাই উনি মুখ বুজে সহ্য করে নেন। যখন আমার সাথে কথা বলেন, কখনোই বুঝতে পারি না, এই মানুষটা আমার থেকে ৯ বছর আগে কলেজ ছেড়েছেন, জ্ঞান-গরিমায় যার উচ্চতা আমার থেকে চতুর্গুণ তো বটেই। দারুণ একটা সংবেদনশীল মন আছে, যদিও মুখ ফুটে তা বলতে গররাজি। ওহ হ্যাঁ, কাউন্সিলিং এর কাজেও উনি দারুণ অভিজ্ঞ ( :shy: )। সত্যি বলছি, এই লুকটারে আমি (বোধহয় যারা চেনেন, তারা সবাইই) বিয়াপক ভালু পাই।
ওহ হ্যাঁ এই চল্লিশোর্ধ এই মাঝ বয়সী ভদ্রলোক আজ একচল্লিশে পা দিয়েছেন। যদিও কয়েকবার গুতাগুতি কইরাও কেক-কুক খাওয়ার দাওয়াত আদায় করতে পারি নাi। কিঞ্চিত কিপটাও বলতে পারেন। 😛
শুভ জন্মদিন মিঃ হান্টসভিল থুক্কু রাব্বী ভাই।
দোয়া করি হান্টসভিলে অন্তত একটা বাংলাদেশি ফুটবল টিম খুলবেন (ফয়েজ ভাইয়ের বিখ্যাত দোয়ার বদৌলতে)।
কেক্কুক কী গিয়ে খাবো নাকী এসে খাওয়াবেন?
হেহ,দুরে আছি বইলা পরথম হইতে পারুম না তা তো না... B-)
মাস্ফ্যুদাআআআআআআআআআআআআআ,
কেমন আছেন? সারদায় শীত কেমন? আপনি অনেক শুকিয়ে গেছেন 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব, এই অকাজটা না করলেও পারতি। :grr: :grr:
আমার বন্ধুয়া বিহনে
নাহ, দূরে থাকলে পরথম হওয়া যাবে না, এমন কোন আইন, প্রজ্ঞাপন বা সরকারি আদেশ এই মূহুর্তে কার্যকর নাই।
পরথম হবার জন্য প্রাণঢালা অভিনন্দন।
আমার বন্ধুয়া বিহনে
হায় হায় লাভ-বী ভাইয়ের জম্মোদিন আজকে????
পূতপবিত্র( 😉 ) পিসিসির প্রাক্তন ক্যাডেট লাভ-বী ভাইকে আমার এবং আমার সহকর্মী আশিষের(পিসিসি) পক্ষ থেকে শুভেচ্ছা :boss:
কথা সত্য, এই দিনে সুবহে সাদিকের মোলায়েম আলো দক্ষিন বাংলার চোখে চোখ রাখার ঠিক আগ মূহুর্তে জন্মেছিলেন এই গরীব কিন্তু মেধাবী নয় এমন বিদেশী ছাত্র।
ডিআইজি মাস্ফ্যু এবং তার সহকর্মী আশিষকে শুভেচ্ছা ব্যাক।
আমার বন্ধুয়া বিহনে
গুরু সব সময় সেই সুদূর প্রবাস থেকে আমার খোঁজ খবর নিতেন...উনারে মিস্করি 🙁
আমাকে কেন বলিস গুরু? আমি কিন্তু নার্সারীতে নয়, করেছি অনেক দেরিতে শুরু ... 😛
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী ভাই। :party:
ধন্যবাদ রেশাদ 🙂
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন কচুপাতা ভাই। 🙂
(দেখছো, তোমার পুরান নাম আমি ভুলি নাই, চাওয়ালা ভুইল্লা গেছে) 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ধন্যবাদ ফয়েজ ভাই। আমার মনে হয় সিসিবি'তে প্রথম আপনার সাথে কমেন্টে কথা হয়। আমার কচুপাতা নিক দিয়ে একাউন্ট খোলার আগেই। ভাল থাকবেন সবসময়। 🙂
অফটপিক: চাওয়ালা বদের বাসা।
আমার বন্ধুয়া বিহনে
হ, রাব্বী মনে আছে, আমি তো ভাবছিলাম তুমি নন-ক্যাডেট পোলা 😛 ।
যাউজ্ঞা, আশা করি তুমি অনেক বড় মাপের কেউ হবে, এবং আমরা গর্ব করার মত আরেকটা পয়েন্ট পাব। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শুভ জন্মদিন রাব্বী ভাই। :party:
ধন্যবাদ রায়েদ 🙂
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বি ভাই। রাব্বি ভাইরে ভালা পাই , এম্নেই .....(ক ।রা: ফয়েজ ভাই)
ধনেপাতা আমিন সাহেব 🙂
আমার বন্ধুয়া বিহনে
একটা অফটপিক কমেন্ট। জন্মদিন প্রিফেক্টস,আজকে আমার বন্ধু কামরুল তপুর বার্থডে । এইজন্য পুস্ট না দেওয়াতে তোদের কী করা যায় ভাবতেসি ??
তুমি এইটা নিয়া পোস্ট না দেয়াতে তোমার কি করা আমিও তাই ভাবছি 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হ্যাপি বাড্ডে তপু ভাই...নাহ,রকিব্বা শালা ফাঁকিবাজ হয়া গেছে x-(
শুভ জন্মদিন কামরুল তপু!
আমার বন্ধুয়া বিহনে
এইটায় কিন্তু আমার কুনু দোষ নাই। আজকে যে লাভ ভী ভাইয়ের বাড্ডে এটাও আমি টের পাইছি ফেসবুকে উনার দেয়ালে লোকজনের লেখা দেখে. উনি এবং তপু ভাই দু'জনই বাড্ডেট লুকিয়ে রাখছেন। তপু ভাইয়ের দেয়ালে কোন শুভেচ্ছাসূচক মন্তব্যও নাই, ফলাফলঃ বুকাসুকা চাওয়ালা টের পাইবে কেমনে বলেন। 🙁
অফটপিকঃ আপনি কিন্তু জানতেন এইটা, আমারে একটু আওয়াজ দিলেও তো হইতো, আর যখন দিলেন তখন অলরেডি আমি বাসার বাইরে ভার্সিটিতে 🙁 ।পোষ্টটা দিলেও তো হইতো 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:party:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy:
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন।
বড় হওয়ার পর আমার বউ যদি পারমিশন দেয় তাহলে আপনাকে নিয়ে তিন প্রহরের বিল দেখতে যাবো। 😉
ধন্যবাদ কাম্রুল্সান! বড় হওয়ার পর আমার বউ যদি শাশুড়ির সাথে পরামর্শ করে পারমিশন দেয় তাইলে এই অফার লুফে নিয়ে তিন প্রহরের বিল দেখতে যাওয়া হইবেক।
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী। ফেসবুক থেকে জেনে ব্লগে লগ-ইন করলাম তোমাকে আর তপুকে শুভেচ্ছা জানাতে। ভালো থেকো। জীবনটার শেষ বিন্দুটুকু শুষে নিও, উপভোগ করো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক ধন্যবাদ লাবলু ভাই।
সেটাই চেষ্টা যাচ্ছি সবসময়। আপনিও ভাল থাকুন। দেখা হবে একদিন।
আমার বন্ধুয়া বিহনে
রাব্বী ভাই এর সাথে আমার "তারে আমি চোখে দেখিনি, তার কন্ঠ শুনেছি" টাইপের সম্পর্ক। কিন্তু মানুষটারে আমিও ব্যাপক ভালা পাই। বেশ ভালো রকমের ব্যাপক আর কি 😀
হ্যাপি বাড্ডে রাব্বি ভাই। ছোট জীবনে আপনার মত বড় মাপের গুণীর সাথে পরিচয় থাকাটা অবশ্যই রাশির গুণ। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
রাশির গুন মানে? মকর নাকি?
এইসব কথা কয়ে আমারে জনগণের সামনে শরমিন্দা করার কোন মানে আছে? যাইহোক, তারপরও ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী। ভালো থাকিস ...
মুইনুভাই কোটি কোটি ধন্যবাদ। ভাল থাকার চেষ্টা করবাইম।
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী ভাই...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ তারা ভরা আকাশ! 🙂
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী।
চাওয়ালা, বয়স কম হইছে বলে চল্লিশোর্ধ ব্যক্তিবর্গের বয়স নিয়া হাসি তামাসা করবা?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ধন্যবাদ শান্তা আপা।
সমাজে আপনার মতো সংবেদনশীল মানুষের সমর্থন খুব প্রয়োজন। 'এনডেনজারড' সংখ্যালঘু আইবুড়ো ছেলেদের নিয়ে যেভাবে সামাজিক নিপীড়ন, বক্রোক্তি এবং আড়েঢ্যাড়ে টিপ্পনী করা শুরু হয়েছে, তাতে উচ্চ আদালত তাদের অধিকার সংরক্ষনে যদি স্বপ্রণোদিত হয়ে এগিয়ে না আসে, আপনি নিশ্চিত থাকেন যে এরা ধীরে ধীরে হারিয়ে যাবে সবার অলক্ষ্যে।
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী ভাই
ধন্যবাদ হাসান! 🙂
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী ভাই… :party:
ধন্যবাদ মেহেদী! দেরি হবার জন্য দুঃখিত - ব্যস্ততা।
আমার বন্ধুয়া বিহনে
শুভ জন্মদিন রাব্বী ভাই :tuski:
কেক্কুকের দাওয়াত এর সাথে একটা ঢাকা-কানাডা-ঢাকা প্লেন এর টিকেট ও পাঠান তাত্তাড়ি 😀
ধনেপাতা রেজওয়ান। নাচ ভাল ছিলো!
কোন অসুবিধা নাই, লকিভুলের (ড়ক্কিব) সাথে যোগাযোগ করো, সব দাবিদাবা পূরন হয়ে যাবে।
আমার বন্ধুয়া বিহনে
কচুপাতা,
শুভ জনদিন 🙂
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
অনেক ধন্যবাদ, মাহমুদ ভাই।
আমার বন্ধুয়া বিহনে
বহুদিন পর লগইন করলাম। রাব্বী ভাই শুভ জন্মদিন।জানুয়ারী ফেব্রুয়ারীতে সব কুল লোকজনের জন্ম দেখা যায়। পরের বার অটোয়া গেলে আমাদের কে কেক খাওয়াইতে হবে।
রকিব দাদা, জানানোর জন্য ধন্যবাদ। বড় হও। সুখে থাকো। B-)
ধন্যবাদ মেলিতা। কেক গ্রানটেড। সুখে থাকো।
আমার বন্ধুয়া বিহনে
দেরি কইরা ফেললাম দোস্ত!
তারপরেও লেইট দ্যান নেভার বেটার 😛
শুভ জন্মদিন দোস্ত। ভালো আছিস এইটুকু জানলেই ভালো লাগবে।
তোর লেখার ভক্ত। ফটগ্রাফিরও। চিন্তা চেতনারও, এইটা নিশ্চয়ই আর কওয়া লাগবেনা 🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
দেরি করলেও কোন সমিস্যা নাই দোস্ত, এইটা তো আর ট্রেন মিস করার রিক্স থাকবে।
ভাল থাকা, সুখে থাকা - এসব মিথের পিছে দৌড়ানোর সময় নাই। এর থেকে অনেক ইজি কাজে বিজি থাকতে হয়। তবে, ঠিক আছি। আর কি সব কয়ে লজ্জা দিলি - এইটা ঠিক না, ঠিক না!
নিরন্তর ধন্যবাদ।
আমার বন্ধুয়া বিহনে