শিরোনামের কপিরাইট তারেক ভাইয়ের, আর বিজয়ের আনন্দটা আমাদের সবার!!! :awesome: :awesome:
এবার শুধু একটা ম্যাচ না, পুরো সিরিজটাই নিজেদের থলেতে পুরলো বাংলাদেশ। সাবাস বাংলাদেশ, সাবাস সাকিব !!!
উইলিয়ামসনের প্রতি রইলো সমবেদনা। তবে সত্যি বলছি, তুমি না থাকলে দিনটা এতো দমবন্ধ করা থ্রিলিং হতো না। এভাবে জেতার মজাটাই হয়তো আরো বেশি।
নিজেই বুঝতে পারছি না কী লিখছি!!!!!!!!!!!!!!!!!
এবার কেবল চুনকামের অপেক্ষা !!!!!!!!!!!!!!
:goragori: :goragori: :goragori:
😀
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ধবল ধোলাই :)) :)) :)) 😀 😀 😀
চুন কাম 😀
অনেকদিন পর অনেকে এক সাথে বসে খেলা দেখলাম, নিউজিল্যান্ডের ইনিংসের শেষ অর্ধেক। সেই কলেজের মত এক সাথে লাফালাফি- গালাগালি, অসাধারন। উইলিয়ামসনকে আসলেই ধন্যবাদ... ম্যাচে উত্তেজনা এনে দেবার জন্য। তবে আসল ধন্যবাদ পুরো বাংলাদেশ দলকে... বিশেষ করে বোলিং ফিল্ডিং এর সময় পুরো দল নিজেদের উজাড় করে দিয়েছে, ক্যাচিং, থ্রোয়িং, গ্রাউন্ড ফিল্ডিং আর সেই সাথে বোলিং, অসাধারন... আর সবার উপরে সাকিব... বাংলাদেশ ক্রিকেটের অতিমানব... ওর উচিৎ এখন থেকে প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরা 😀
*** ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরে হোয়াইট ওয়াশের প্রতিশব্দ হিসেবে বাংলাওয়াশ চালু হয়েছিল, যদিও এটা বাংলা না, তবে আমার পছন্দ হয়েছিল।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সারারাত জাইগা পুরা খেলা দেইখা শেষ ৯ টা বল মিস করছি। যে জন্য মিস করছি সেটাও হইলো না। মাথার চুল ছিড়তে ইচ্ছা করতেসে ~x( ~x(
😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
সাকিবের একটা মেডিকেল টেস্ট নেওয়া দরকার... হালায় মানুষ না অন্য কিছু !!!
Dhobol dhoya..??
আমি একটা কবিতা লেক্সিঃ
কিউই পাখির রোস্ট খাইয়া পাইলাম কি সুখ; :dreamy: :dreamy:
আহা কুক্কুরু কুক্কুক! আহা কুক্কুরু কুক্কুক! :awesome: :awesome: :duel:
(কপিরাইট-জেসিসির আনন্দপ্রকাশকারী কোরাস সঙ্গীত)
(স্মরন-চা-ওয়ালা)
খা খা, পেট ভইরা কিউই খা...
এইটা আমাদের ৩১ এর আবিষ্কার। এখন থেকে আমাদের নাম নিলে খুশি হব। আমিও:
বাকিটা আসলো না কেন বুঝলাম না। এইটা আমাদের(জেসিসি ৩১(৯৪-০০)) আবিষ্কার। এখন থেকে আমাদের নাম নিলে খুশি হব।
আমি তো কেলাস সেভেনে হাউস চ্যাম্পিয়নশীপের সময় এইটা কইয়া মিছিল করছিলাম-ওহ মনে পড়ছে,মিছিলে নেতৃত্ব দিছিলেন আমাদের জুনায়েদ ভাই(জেসিসি ৩১)।বস কাহিনী বিস্তারিত বলেন,এর পরে আর ভুল হবেনা 😀
=)) 😀
ঠিক সময়ে পাওয়ার প্লে না নেওয়ায় হেভি মেজাজ খারাপ হচ্ছিলো। সাকিব যাওয়ার পর বাংলাদেশের পারফর্মেন্স যাচ্ছেতাই ছিলো।
তবু ওই স্কোরকেই ডিফেন্ড করতে পেরেছে এটা বিরাট আনন্দের ঘটনা। আমার তো বিশ্বাস হচ্ছেনা। মনে হচ্ছে এখুনি ঘুম ভেঙ্গে যাবে।
মাঠে যেয়ে খেলা দেখছি। অসাধারণ অনুভুতি। আমাকে ইতিহাসের অংশ করায় বাংলাদেশ দলকে :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:
😉 😉
"চুনকাম" ..................... 😀 😀 😀