আজ স্বপ্নাহতের জন্মদিন

স্বপ্নাহত নামটা বিনা অনুমতিতে চুরি করে টাইটেল এ বসানোর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।ওটা উনার সচল-নাম। তার সাথে আমার প্রথম পরিচয় ওয়ার্ডপ্রেসের অন্যরকম খাওয়া দাওয়া দিয়ে। আর আফটার দ্য লাইটস আউট ( সবার পায়ে পড়ি, অন্য কোন ভাবে নিয়েন না কিন্তু :no: ) পড়ে তো রীতিমত গুরু মানতে শুরু করেছি। সত্যি বলতে, সিসিবি শুরু থেকে যাদের হাত ধরে চলতে শিখেছে উনি তাদেরই একজন। ধীরে ধীরে যখন আরো জানলাম তিনি সিসিবির রূপকার সেই মহাক্যাডেটদের (=মহামানব) দলভুক্ত, নিজের অজান্তেই উনি শ্রদ্ধার আসনে লাফ দিয়ে বসে পড়লেন।সামনাসামনি কখনই দেখা হয়নি, তারপরো সিসিবিতে প্রায়শই পাঙ্গা আর ফেসবুকে টুকিটাকি আলাপের অত্যাবসরে, আপন হয়ে উঠতে খুব একটা দেরী হয়ে উঠেনি।

সিসিবির শৈশব -কৈশোরের সকল ক্রান্তিকালেই উনার দৃপ্ত পদচারনা। প্রয়োজনে যেমন ট্যাকনিকাল সমস্যা দূর করতে নিজের জরুরী কাজ কিংবা পরীক্ষা ভুলে রাতভর কী-বোর্ডের সাথে যুদ্ধ করেছেন, তেমনি অসাধারণ ব্লগিং এর যে যথেষ্ট উপাদেয় নমুনা তিনি রেখেছেন, তা সর্বস্বীকৃ্ত। সম্ভবত সিসিবির সর্বাধিক মন্তব্যখোর পোষ্টটার জনকও উনি (মাসরুফ ভাই মনে হয় এইবার আমারে খায়া ফেলাইবো :chup: )। আর একটা কথা বোধহয় না বললেই নয়, কোন এক বিশেষ কারনে বর্ষাকাল উনার সবচেয়ে প্রিয়তম ঋতু 😉 । যাই হোক :-B বেশি বকবক করা ঠিক হচ্ছে না। ধুর ছাই… আসল কথাই তো বলি নাই, যেই জন্য এই পোষ্ট সেটাই তো ভুলে গিয়েছিলাম। আজকে উনার জন্মদিন, সিসিবির এই কারিগরের আজ জন্মদিন (চাপা হইলে কিন্তু আমার ফল্ট না, ফেসবুকে তো উনিই লিখে রাখছেন)।

শুভ জন্মদিন, জিহাদ ভাই :party: । আমার পক্ষ থেকে উপহার- এক কাপ গরম চা, দুধ কম চিনি বেশি (আজকাল আমারে দিয়ে তুহিন ভাই আর কামরুল ভাই টি-বয়গিরি করাচ্ছেন :bash: , আমিও সরল মনে করে যাচ্ছি এই আশায় যদি একবার কোটিপতি হয়ে যাই :dreamy: ।–(কপিরাইটঃ স্লামডগ মিলিওনার)।

সিসিবি পরিবারের সকল সিনিয়র, জুনিয়র- সবার পক্ষ থেকে জিহাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।

৬১ টি মন্তব্য : “আজ স্বপ্নাহতের জন্মদিন”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আহ্‌, আজ জিহাদের জন্মদিন! রাতটা কি মোহনীয়া! দিনটা আসছে ফুরফুরে। শুভ জন্মদিন জিহাদ। ভালো থেকো। :hatsoff:

    কামরুল কেকের অর্ডার দিছি। রকিবরে পাঠাইয়া আনাইয়া লও। সবাই মিল্লা (মিলা না :no: ) কেক খাবো। :just: মাস্ফ্যুরে দিবো না একটুও!!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    পান্থপথে আইসা সিনিয়র ভাইদের কেক খাওয়াইয়া যাইস, নাইলে বাড্ডের দিনও পাঙ্গা খাওয়ার হাত থেইকা কেউ বাচাইতে পারবনা :grr: :grr:

    হ্যাপি জন্মদিন :clap:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. রাশেদ (৯৯-০৫)

    এই জিহাদ ছেলেটাকে আমি চিনি সচলায়তন থেক । আমার মতে এই ছেলের ছড়ার হাত অসাধারন আর গদ্যেও দারুন । সিসিবিতে এসে দেখি এই ছেলে খালি লেখালেখিতেই বস না অন্য আর অনেক কিছুতেই এই ছেলের দারুন প্রতিভা :boss:
    নাহ বেশি কথা কমু না তাইলে পুলাপাইন মাথার উপরে উঠব 😉 খালি বলি- জিহাদ তোর জীবন টা যেন কাটে তোর গদ্যের মত আর তোর বউ টা যেন পরে তোর ছড়ার মত 😉


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  4. জিহাদ (৯৯-০৫)

    আহেম, এইখানে কারে নিয়া কথা হইতেসে :-B

    এই চান্সে জেসিসি রিলেটেড না হওয়া স্বত্বেও জেসিসি ট্যাগ লাগানো একটা পোস্ট বাড়ানোতে রকিবের ব্যাঞ্চাই। :thumbdown:

    যারা যারা উইশ করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। :hatsoff:

    এই রকিব, জলদি গিয়া চায়ের অর্ডার দে ব্যাটা। যতজন আসবে, ততকাপ চা। এদিক ওদিক হৈলে কিন্তু 😡


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    বার্থ ডে এমন দিনে যে বর্ষাকালে পরার কুন চান্স নাই। কি আর করা ...
    জন্মদিনে কি আর দিব তুমায় উপহার
    বাংলায় নাও ভালবাসা, হিন্দী তে নাও পেয়ার


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. সাকেব (মকক) (৯৩-৯৯)

    ছন্দের যাদুকর,
    ফেসবুকে একবার জানাইসি, তবু আরেকবার শুভ জন্মদিন...

    রকিব যেমন বলছে, তোমার যেকোন একটা প্রতিভাই তোমাকে অনন্যসাধারণ করে তোলার জন্য যথেষ্ট ছিল...আর আল্লাহ তো তোমাকে সবগুলাই(ছড়া, ব্লগিং, ডেডিকেশন, টেকি, বর্ষা ইত্যাদি) দিসে একদম 'ছাপ্পড় ফাইড়া' :hatsoff:


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  7. টিটো রহমান (৯৪-০০)

    সচলে স্বপ্নাহতের কমেন্ট পেয়ে মনে করতাম কত বড় একজন মানুষ.....সিসিবিতে জানলাম আমাদেরই ছোট ভাই। বড় হ... অনেক অনেক বড়......

    আমি ব্যান আছি তাই উপরের কথাগুলা আমি বলি নাই :no:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।