স্বপ্নাহত নামটা বিনা অনুমতিতে চুরি করে টাইটেল এ বসানোর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি।ওটা উনার সচল-নাম। তার সাথে আমার প্রথম পরিচয় ওয়ার্ডপ্রেসের অন্যরকম খাওয়া দাওয়া দিয়ে। আর আফটার দ্য লাইটস আউট ( সবার পায়ে পড়ি, অন্য কোন ভাবে নিয়েন না কিন্তু :no: ) পড়ে তো রীতিমত গুরু মানতে শুরু করেছি। সত্যি বলতে, সিসিবি শুরু থেকে যাদের হাত ধরে চলতে শিখেছে উনি তাদেরই একজন। ধীরে ধীরে যখন আরো জানলাম তিনি সিসিবির রূপকার সেই মহাক্যাডেটদের (=মহামানব) দলভুক্ত, নিজের অজান্তেই উনি শ্রদ্ধার আসনে লাফ দিয়ে বসে পড়লেন।সামনাসামনি কখনই দেখা হয়নি, তারপরো সিসিবিতে প্রায়শই পাঙ্গা আর ফেসবুকে টুকিটাকি আলাপের অত্যাবসরে, আপন হয়ে উঠতে খুব একটা দেরী হয়ে উঠেনি।
সিসিবির শৈশব -কৈশোরের সকল ক্রান্তিকালেই উনার দৃপ্ত পদচারনা। প্রয়োজনে যেমন ট্যাকনিকাল সমস্যা দূর করতে নিজের জরুরী কাজ কিংবা পরীক্ষা ভুলে রাতভর কী-বোর্ডের সাথে যুদ্ধ করেছেন, তেমনি অসাধারণ ব্লগিং এর যে যথেষ্ট উপাদেয় নমুনা তিনি রেখেছেন, তা সর্বস্বীকৃ্ত। সম্ভবত সিসিবির সর্বাধিক মন্তব্যখোর পোষ্টটার জনকও উনি (মাসরুফ ভাই মনে হয় এইবার আমারে খায়া ফেলাইবো :chup: )। আর একটা কথা বোধহয় না বললেই নয়, কোন এক বিশেষ কারনে বর্ষাকাল উনার সবচেয়ে প্রিয়তম ঋতু 😉 । যাই হোক :-B বেশি বকবক করা ঠিক হচ্ছে না। ধুর ছাই… আসল কথাই তো বলি নাই, যেই জন্য এই পোষ্ট সেটাই তো ভুলে গিয়েছিলাম। আজকে উনার জন্মদিন, সিসিবির এই কারিগরের আজ জন্মদিন (চাপা হইলে কিন্তু আমার ফল্ট না, ফেসবুকে তো উনিই লিখে রাখছেন)।
শুভ জন্মদিন, জিহাদ ভাই :party: । আমার পক্ষ থেকে উপহার- এক কাপ গরম চা, দুধ কম চিনি বেশি (আজকাল আমারে দিয়ে তুহিন ভাই আর কামরুল ভাই টি-বয়গিরি করাচ্ছেন :bash: , আমিও সরল মনে করে যাচ্ছি এই আশায় যদি একবার কোটিপতি হয়ে যাই :dreamy: ।–(কপিরাইটঃ স্লামডগ মিলিওনার)।
সিসিবি পরিবারের সকল সিনিয়র, জুনিয়র- সবার পক্ষ থেকে জিহাদ ভাইকে অনেক অনেক শুভেচ্ছা।
বড় হউ দাদা ঠাকুর। তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো 😀
২য় হইছি, এখন পইড়া লই।
ভুয়া :thumbdown:
জুনিয়ার রে ভুয়া বলায় এবং নিম্নমুখী বুড়া আংগুল দেখানোর জন্য কাম্রুল ভাইরে ভ্যানে চড়ানোর দাবী জানাই। :grr: :grr:
আপনেও বড় হন। নইলে আমারে বিল দেখাইতে চেয়ে আপনেই আমার সাথে যাইতে পারবেন না c)
অনেক ধন্যবাদ ভাইজান 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হেপি বাড্ডে জিজু... 😀
ঠিকাছে 😀
থ্যাংকস দোস্ত।
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন জিহাদ, প্রতিদিনকার কষ্টগুলি প্রতিদিন সরে সরে যাক, এই কামনা করি
(কত সিরিয়াস শুভেচ্ছা দিয়ে ফেলছি :ahem: )
স্যাম মিয়া, তোমার মুখে ফুল চন্দন পড়ুক।
অনেক ধন্যবাদ। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ব্রাদার HBD!!!
অনেক অনেক আনন্দ করিস।
হ। আনন্দ করতে চাই। এইবার কিসু কুপন দেন তো c)
সাতেও নাই, পাঁচেও নাই
আহ্, আজ জিহাদের জন্মদিন! রাতটা কি মোহনীয়া! দিনটা আসছে ফুরফুরে। শুভ জন্মদিন জিহাদ। ভালো থেকো। :hatsoff:
কামরুল কেকের অর্ডার দিছি। রকিবরে পাঠাইয়া আনাইয়া লও। সবাই মিল্লা (মিলা না :no: ) কেক খাবো। :just: মাস্ফ্যুরে দিবো না একটুও!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আপনার ঐ কেকে আমারে লোভী বানায়ে ফেলছে। এরপর থেকে পকেটে টাকা থাকলেই মিস্টার বেকারে যাইতে ইচ্ছা করে। গরীর ছাত্রের অর্থ শুষে খাওয়ার জন্য বেকারের ব্যাঞ্চাই :grr: :grr:
সানা ভাই , অনেক ধন্যবাদ।
রাতটা মোহনীয় ছিল কীনা জানিনা। কিন্তু আপনাদের এত এত উইশ পাবার পর রাতটা আমার জন্য আর মোটেও সাধারণ কিছু ছিলনা 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
পান্থপথে আইসা সিনিয়র ভাইদের কেক খাওয়াইয়া যাইস, নাইলে বাড্ডের দিনও পাঙ্গা খাওয়ার হাত থেইকা কেউ বাচাইতে পারবনা :grr: :grr:
হ্যাপি জন্মদিন :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঠিকাসে। ধন্যবাদ বস। কালকে রাতে বহুত পেইন দিসি। মাফ কৈরা দিয়েন। আর কষ্ট করে ফেভিকন টা... না থাক। আমি গেলাম তাইলে। ঠিকাছে 😀
সাতেও নাই, পাঁচেও নাই
রকিব
লেখাটা ভালো হয়েছে। তোর সরলতা দেখে আমি মুগ্ধ। আমার শুভ কামনা রইলো একদিন তুই সত্যি সত্যি মিলিওনিয়ার হবি। 😀 😀
দাড়ান, আপ্নারে এক্ষুনি এক কাপ চা দিতেছি :boss: :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জিহাদ, হেপ্পি বার্থডে বাডি... :party: :party:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনা ভাই, অনেক ধন্যবাদ
সাতেও নাই, পাঁচেও নাই
এই জিহাদ ছেলেটাকে আমি চিনি সচলায়তন থেক । আমার মতে এই ছেলের ছড়ার হাত অসাধারন আর গদ্যেও দারুন । সিসিবিতে এসে দেখি এই ছেলে খালি লেখালেখিতেই বস না অন্য আর অনেক কিছুতেই এই ছেলের দারুন প্রতিভা :boss:
নাহ বেশি কথা কমু না তাইলে পুলাপাইন মাথার উপরে উঠব 😉 খালি বলি- জিহাদ তোর জীবন টা যেন কাটে তোর গদ্যের মত আর তোর বউ টা যেন পরে তোর ছড়ার মত 😉
মানুষ তার স্বপ্নের সমান বড়
ছড়ার মতো :)) :)) :khekz:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আর তোর বউটা যেন হয় চারাগাছের মত c)
সাতেও নাই, পাঁচেও নাই
কোন কলেজের ললনাদের চারাগাছ বলা হয়?? :-/
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আহেম, এইখানে কারে নিয়া কথা হইতেসে :-B
এই চান্সে জেসিসি রিলেটেড না হওয়া স্বত্বেও জেসিসি ট্যাগ লাগানো একটা পোস্ট বাড়ানোতে রকিবের ব্যাঞ্চাই। :thumbdown:
যারা যারা উইশ করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। :hatsoff:
এই রকিব, জলদি গিয়া চায়ের অর্ডার দে ব্যাটা। যতজন আসবে, ততকাপ চা। এদিক ওদিক হৈলে কিন্তু 😡
সাতেও নাই, পাঁচেও নাই
টেনশন নিয়েন না, নিয়াসমুনে, তয় আজকে কইলাম ১০০ টাকা বখশিস দেওন লাগবো 🙂 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আজকে আমার পক্ষ থেইকা সবারে চা-আর সামুচা ফ্রি। টাকা দিবে অবশ্য কাইয়ুম ভাই। c)
বরং, এমসিসি রিলেটেড পোস্ট হওয়ায় এমসিসি ট্যাগ লাগানো হোক... B-)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
happy birthday zihad.. 🙂
থ্যাংকস দোস্ত। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
বার্থ ডে এমন দিনে যে বর্ষাকালে পরার কুন চান্স নাই। কি আর করা ...
জন্মদিনে কি আর দিব তুমায় উপহার
বাংলায় নাও ভালবাসা, হিন্দী তে নাও পেয়ার
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস লাইবেইয়াতে কিছু দিলেন না? 😉
তোর জন্মদিন আসুক ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কামরুল ভাইয়ের টা বর্ষাকালে আসলে কিন্তু খেলুম না :guitar:
সাতেও নাই, পাঁচেও নাই
=)) =))
শুভ জন্মদিন জিহাদ :salute:
থ্যাংকু ভাইজান
সাতেও নাই, পাঁচেও নাই
মাসরুফ এবং তার :just: এর ব্যান চাই
ছন্দের যাদুকর,
ফেসবুকে একবার জানাইসি, তবু আরেকবার শুভ জন্মদিন...
রকিব যেমন বলছে, তোমার যেকোন একটা প্রতিভাই তোমাকে অনন্যসাধারণ করে তোলার জন্য যথেষ্ট ছিল...আর আল্লাহ তো তোমাকে সবগুলাই(ছড়া, ব্লগিং, ডেডিকেশন, টেকি, বর্ষা ইত্যাদি) দিসে একদম 'ছাপ্পড় ফাইড়া' :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আহেম, সাকেব ভাই, একটু বেশিই হয়ে গেলনা? এই ব্যাপারে আপনার মতামত কি? :no:
যাইহোক, অনেক ধন্যবাদ :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
happy birthday..আরো বড় হও । :party:
বড় তো আর হইতেসি না ~x(
দেখা যাক আদনান ভাই যখন দোয়া করলো হইলেও হইতারি এইবার :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন জিহাদ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, অনেক অনেক ধন্যবাদ।
সাতেও নাই, পাঁচেও নাই
সচলে স্বপ্নাহতের কমেন্ট পেয়ে মনে করতাম কত বড় একজন মানুষ.....সিসিবিতে জানলাম আমাদেরই ছোট ভাই। বড় হ... অনেক অনেক বড়......
আমি ব্যান আছি তাই উপরের কথাগুলা আমি বলি নাই :no:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিকাছে। 😀 আমি তো বড় মানুষই । এখনো ছোট আছি নাকি 😛
ধন্যবাদ ভাইজান।
সাতেও নাই, পাঁচেও নাই
টিটো তোরে ব্যান কে দিসে? তার ব্যান চাই
কপি পোস্ট মারার জন্য লাবলু ভাই, ইঙ্গিতে তাইয়ুরভাই সহ আরো অনেকে....
আমি নিজেও.... 😀
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমার বিরুদ্ধে অপপ্রচার!! x-(
দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ বড় ভাই হিসাবে আমি খালি টিটোরে ভ্যান গাড়ি দিতে চাইছিলাম। যাতে অন্ততঃ কামাই-রোজগার কইরা খাইতে পারে! ব্লগাইলে তো ভাত পাইবো না!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শুভ জন্মদিন দোস্ত......। :party:
থ্যাংকস দোস্ত 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদরে ভারত, জাপান আর আফ্রিকা যাওয়ার তওফিক দান করুক, আমিন।
সুম্মা আমিন 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হেপি বাড্ডে।
খাওন দাওন হবে তো? বিকালে কিন্তু রুমে আসতাছি।
খাওন দাওন হবে না এইটা কেমন কথা বললা। বিকেলে আইসো সমস্যা নাই। তারপর গল্পগুজব করে রাতের বেলায় একসাথে ক্যাফেটেরিয়ায় ডিনার করতে যাবোনি ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
দোয়া করি বাবা, অনেক বড় হও। ;)) ;)) ;))
শুভ জন্মদিন :guitar: :guitar:
থ্যাংকস দোস্ত । 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন, প্রিয় ছড়াকার।
স্বপ্নের সমান বড় হও। 🙂
www.tareqnurulhasan.com
তিন জায়গায় টু দি পয়েন্টে একই জিনিস উইশ করার জন্যে তারেক ভাইয়ের ব্যাঞ্চাই 😛
আবারো ধন্যবাদ।
সাতেও নাই, পাঁচেও নাই
শুভ জন্মদিন জিহাদ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ , আহসান ভাই 🙂
সাতেও নাই, পাঁচেও নাই