পরীক্ষা চলছে, তাই ব্লগেও উৎপাত করা হয় না সেভাবে। এরই মধ্যে খবর পেলাম বুয়েট ক্যান্টিনে নাকি আজকে বিশাল পার্টি হইছে। আয়োজকঃ জনাব পিন্টু ভাই। যদিও বহু গণ্যমান্যের উপস্থিতির কথা থাকলেও কেবল মাত্র ছোট্টবন্ধুদের ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। 😡 😡
বেশি কিছু লেখার সময় বের করতে পারছি না। তাই ক্ষুদ্র পোষ্টে একটা ঝটিকা শুভেচ্ছা জানিয়ে যাই, না হলে ঘন্টা চারেক পরেই এপোষ্টের টাইমিং নিয়ে প্রশ্ন উঠতে পারে।
আজকে আমাদের পিন্টু ভাই থুক্কু আছিব ভাইয়ের ধরিত্রী-আগমন দিবস।
:goragori: :awesome: শুভ জন্মদিন পিন্টু ভাই :guitar: :party:

শুভ জন্মদিন পিন্টু ভাই
অফটপিকঃ সব কয়টা ছোট্ট বন্ধু কেয়ামত পর্যন্ত ফ্রন্টরোল শুরু। একটা পোষ্ট দিলো না ক্যান!!!!! 😡 😡
শুভ জন্মদিন আছিব।
অনেক অনেক ধন্যবাদ ভাই,দোয়া করবেন :boss:
জন্মদিন আনন্দময় হোক আছিব।
আমার বন্ধুয়া বিহনে
ধন্যবাদ ভাই,অন্য রকম আনন্দময় ছিল জন্মদিনটা :dreamy:
শুভ জন্মদিন আছিব O:-) O:-)
:shy: থ্যাঙ্কু বস,রোকেয়া কীবোর্ডে টাইপ করছেননি? 😉 :boss:
শুভ জন্মদিন আছিব :party:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ,ভাই,দোয়া করবেন,ভাই আর্সেনালের অবস্থা তো ভালো না 😀
জন্মদিন জন্মদিনের মত হোক 😉
:frontroll : রকিব ভাইয়ের আদেশ পালন করলাম ।পিন্টু ভাই শুভ জন্মদিন ।
=))
x-( জিনাত,আমি খবর পাইছি তুই বিসি আইসা ঘুইরা গেছস,এদিক আসস নাই.........অ্যানিওয়ে,আমার কথা স্মরণ করছ শুনলাম.. :shy: ....আবার আসলে কফি-টফি খাওয়ামুনে ;;)
পিন্টুরে একটা আওয়াজ দিলেই তো আইসা পড়তাম..... ;;;
যাই হোক এবার ভাইগো জন্য আলাদা একটা পার্টি দে :grr:
শুভ জন্মদিন :hug:
:(( আওয়াজ কেমনে দেই বস,এক্কেরে অর্থনীতির মাইনকাচিপায় পইড়া গেছি,ঈমানে কইলাম ভবিষ্যতে আওয়াজ দিমু,ধন্যবাদ :shy:
:party: :party: হ্যাপি বার্থডে পিন্টু ভাই :party: :party:
হে হে শুভ জন্মদিন পিন্টু ভাই 😀
কি বুঝলেন পিন্টু ভাই :grr: ছোট্ট বন্ধুগুলা কামের না :)) @পিন্টু ভাই :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
হেহেহে...............তুই ব্যাটা আকাইম্মা. 😛 .....কলাভবনের সামনে ন্যাট পাইরা পইড়া থাক,ছুট্টুবুন্ধুরা কি কাম করছে সেডা তর না জানলেও চলব 😉 :grr:
অনটপিক ঃ বুয়েটে সময়মত আসিস,কফি-টফি খাওয়ায় দিমুনে।থ্যাংকু :hug:
:grr: :grr:
R@fee
ছি পিন্টু ছি x-(
ছিহ, পিন্টুস, ছিহ
শুভ জন্মদিন পিন্টু 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
:boss: :shy:
শুভ জন্মদিন আছিব :party:
ফয়েজ ভাইয়ের মত করে আমিও বলি, শতেক সন্তানের জনক হও :goragori:
ইয়ে মানে,থ্যাংকু,মেহেদী ভাই...... :shy:
ভাই,আমার জন্য ফয়েজ ভাই এর দোয়াটারে একটু মডিফাই করন যায় না?!!!
এই যেমন ধরেন, ''শতেক বউ এর জামাই হও'' :shy:
কিংবা ''শতেক জি.এফ. এর বি.এফ. হও''.......ইত্যাদি :shy: :shy:
আল্লাহ রে,কেউ একজন আবার এটা পড়ে মাইন্ড খাইতে পারে 😕
x-( এই কেউ একজনটা কে? x-(
ইশশিরী্.....বস......একটু ওভারলুক করন যায় না? ~x(
তয় আসলেই জায়গামত ক্লিক করছেন ;))
ঘটনা সুবিধার ঠেকতেছে না !!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-( কাহিনী খুইলা ক কইতাছি...পাত্রী কে?কই পড়ে? বয়স কত? সব ডিটেইলস লেইখা আমারে মেইল দে-আমি বিবেচনা কইরা দেখি... x-(
অই পিন্টুস, আমার কেক্কুক কৈ গেল x-(
শুভ জন্মদিন।
ধন্যবাদ বস :shy: :boss:
হ্যাপি বাড্ডে বন্ধু।
রঞ্জনা আমি আর আসবো না...
থ্যংকু ভাই :goragori:
:party: :guitar:
চ্যারিটি বিগিনস এট হোম
আহমদ ভাই-ভাবী,ধন্যবাদ :boss: :shy:
শুভ জন্মদিন 🙂
থ্যাংক্স দোস্ত :shy:
আমি আইজকা ২ টা পর্যন্ত ভাইভা দিতে কলা ভবনে ছিলাম-একটা ডাক দিলেই চৈলা আসতাম x-( x-(
ইয়ে,পিন্টু,হেফী বাড্ডে :tuski: :tuski: :tuski: :tuski:
কালকে ভাইভা নিয়া বিজি ছিলাম দেইখা তোর বাডে উইশ করা মিস্কর্ছি-মাইন্ড খাইস না-কেক্কুক নিয়া হাজির হয়া যাইস।
রকিব্বা-থেঙ্কু ফর দা পোস্ট...ছুট্টু বন্ধুদের বেশি বেশি "মোটরসাইকেল" পানিশ্মেন্ট দে :gulli2:
:shy: বস......আমার বার্থডে অতি তুচ্ছ জিনিস......ইগনোর কার...ইগনোর কার......আপনার ভাইভা কেমন হইছে সেইডা কন,আশা করি ভালো হইছে 😀
ভাইইইইইইইই.........বিশ্বাস করেন,কেক্কুক খাওয়াইতাম,তয় এক্কেরে মন্দার উপরে আছি,আপনারে ঠিকই স্মরণ করছি,বস,নববর্ষের পেরথম দিনে কুথায় ছিলেন,পাইলাম না যে ;;;
উইশ করার জন্য ধন্যবাদ ভাই :hug:
:shy: ভাইভা ভালো হইছে,আর ইয়ে মানে,টিকাও গেছি :shy:
সাব্বাস ব্যাটা আব্বাস :clap: :clap: :clap:
কেক্কু্ক্কৈভাই? x-( x-( x-(
তোর্খালিকেক্কুকের্ধান্ধা x-(
শুভ জন্মদিন আছিব, দুঃখিত- দেরী করে ফেললাম।
:shy: :boss: ভাই,আপনি আর কি দেরী করবেন,আমি নিজেই তো আজকে নেট এ বসতে পারলাম :)) অনেক ধন্যবাদ ভাই,দোয়া করবেন :shy:
শুভ জন্মদিন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অনেক অনেক ধন্যবাদ,ফয়েজ ভাই 🙂 :boss:
রকিব্যারে......আমি হতবাক,বাক্যহারা,..... :shy: :shy: :shy:
এত্ত এত্ত সিনিয়র জুনিওরের মধ্যে উইশ কইরা পোস্ট দিয়া তুই আমারে এক্কেরে ইমোশনে আবেগাপ্লুত কইরা ফেললি রে :((
ভাবতেছিলাম,এয়ারমেইল খামে করে তর জন্য কেক্কুক পাঠায় দিমু,নাম-ঠিকানা দিলে টেরাই মারতাম 😉 ছুট্টুবুন্ধু মারফত জানলাম,তুই পুস্ট দিছিস,তাই দেখতে আসলাম......আল্লাহ রে ,কি করছস তুই :hug:
ভাইএরা আমার,বোনেরা তোমার,সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।১৩ তারিখ পরীক্ষা শেষ হল।সাথে সাথেই হলের নেট কানেকশন চলে গেল।আমিও বাসায় চলে গেলাম।বাসায় নেট নেই,যে কারণে আর ব্লগে ঢূকা হয়না,এদিকে মোবাইল চুরি গিয়ে নতুন মোবাইলেও নেট এ ঢুকা যায় না।সবকিছুর ফলাফল......ভীষণ মনোকষ্টে আছি,দুইদিন ব্লগে না ঢুকতে পেরেই বুঝছি,এই ছুটিটা খুব কষ্টে যাবে :(( :((
যাই হোক,দোয়া করবেন,সবাইকে নিয়ে যেন সুখে থাকতে পারি
ভাইয়া হ্যাপ্পি বাড্ডে :party: :party: :party:
দেরি হইয়া গেলো মাফ কইরা দিয়েন :no: :no:
x-( :grr:
শুভ জন্মদিন পিন্টু, দুঃখিত- নানান রকম ঝামেলায় দেরী করে ফেললাম। আরো আরো অন্যরকম আনন্দে কাটুক সবসময়। :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
অসংখ্য ধন্যবাদ ভাই,দোয়া করবেন অবশ্যই :boss:
শুভ জন্মদিন আছিব 🙂
ধন্যবাদ বস :boss:
শুভ হ্যাফির( ;)) ) বাড্ডে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জন্মদিনের বিলম্বিত শুভকামনা। ভালো থেকো, সবুজ থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
অনেক দেরী করে ফেললাম পিন্টু, লেইট হেপী বাড্ডে 🙂
মিয়া আপনেগো ভেগাস ভ্রমণ শ্যাষ হয় না? সেই কবে গেছেন, ইদানিং তো দেখিই না x-( x-( x-(
আপ্নেরে মিস্কোরি 🙁
হেপিবাড্ডে পিন্টু (সুমন-পিন্টু না 😉 )
খোমাখাতায় উইশাইছিলাম। এইখানেও উইশায়াগেলাম।
সুমন-পিন্টুর মুভি দেইখা আমি নসু থিকা আইউবিতে ট্রান্সফার হৈতে নিছিলাম...
অফ টপিক-ঐ মুভির নায়িকা আইউবির :shy:
নাহ, পোলাডা আর ভাল হইল না :duel: :duel:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বলি ও আকাশদা,সক্কাল সক্কাল এই সুবোদ বালকের চরিত্র নিয়ে শ্রীকৃষ্ণকেত্তন কচ্চেন কেন গো?