ঘটনাটা স্মৃতির পাতায় এখনো রয়ে গেছে; যদিও বেশ আবছা। কলেজে পা রাখার পর দ্বিতীয় দিন। দুপুরে হারানো চুলের শোক বুকে চেপে ডাইনিং হল থেকে বেরুচ্ছি, হঠাৎ হুনাইন হাউসের সামনে বেঞ্চিতে বসে থাকা রেজওয়ান ভাই ডাক দিলেন, “এই পিচ্চি এদিকে আসো।” বেশ করুণ মুখে হাজির হলাম। চার-পাঁচ জন ক্লাস ইলেভেন বসে আছেন (উনারা পরের টার্মেই ক্লাশ টুয়েলভ হবেন)| দৌঁড়ে গিয়েই বুঝলাম ভুল করে ফেলেছি; আমার পাশেই ওমর হাঁটছিল, গতকাল রাতে আসিফের ‘ও প্রিয়া, তুমি কুথায়!!’ গেয়ে ওমর তখন ব্যাপক হিট। উনারা ডেকেছেন ওকে, আমি ব্যাটা আইজুদ্দীন মাতব্বর বেশি বুঝে হাজির হয়েছি। শুরু হলো ওমরের মাথা দোলানো কনসার্ট। গানের গলা বেশ উচ্চমার্গীয় হওয়ায় আমার উপর দায়িত্ব বর্তালো ঝাকানাকা নাচ দেবার। বেশ বিব্রত মুখে কয়েকবার করুণ আর্তি জানালাম, “আমি নাচতে পারি না।” কিছুতেই দেখি মুক্তি নেই, হঠাৎ কোথা থেকে একজন এসে পেছন থেকে বলে উঠলো, “ওটাকে ছেড়ে দে, বেচারার অবস্থা কাহিল মনে হচ্ছে।” ছাড়া পেয়ে মসজিদের দিকে দৌড় লাগানোর আগে আড় চোখে দেখে নিলাম একবার মুক্তিদাতাকে।
এরপর চলে গেলো বেশ কিছু কাল; পরের টার্মে এসে জামাই আদর শুরু হলো (এ জামাই কিন্তু মাস্ফ্যুদা/রায়হান ভাইয়ের মতো না)| ডাইনিং হলে ঢুকতে গেলেই ভয়ে পেটের ভেতরে সব কিছু তালগোল পাকিয়ে ওঠে। টেবিল লিডার ফারহান ভাই, বাঘের মতো ভয় পেতাম। কিছু এদিক সেদিক হলেই ডাক পড়বে ক্লাশ এইটের গাইডের; এবং অতঃপর চাক্রিক নিয়মে ঝড় বয়ে যাবে আমাদের উপর দিয়ে। প্রায় সবারই একই অবস্থা। কিন্তু ব্যতিক্রম শুনলাম উনার টেবিলে। উনি নাকি টেবিলে কিছুই বলেন না। মোটামুটি হা-হুতাশ করতাম আমরা। খুব চুপচাপ, শান্ত মনে হতো। কেমন একটা গাম্ভীর্যে ছাপ চোখে পড়তো।
কলেজ ছেড়ে আসার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলো। মাঝে মাঝে সামু-সচল ঘুরে বেড়াই। এরই মাঝে সিসিবি পেয়ে গেলাম। আর হঠাৎ দেখি উনি এখানে হাজির। তারপর বহুত কিছু হইছে, কিন্তু বলার টাইম নাই। আর দুই ঘন্টা পর উনার জন্মদিন পার হয়ে যাবে। লোকজন বহুত খারাপ খোমাখাতা থেকে জন্মদিন সরায় ফেলে। উনার ব্যাঞ্চাইতাম। কিন্তু চারটা কারণে চাইলাম নাঃ
* সেই প্রথম দিনের মুক্তিদাতার ব্যান চাওয়াটা নৈতিক হবে না 😛
* উনিও জীবন বাবুর বিমুগ্ধ ভক্ত :-B
* খোমাখাতায় উনার দোকলা ছবি দেইখা বুঝলাম উনার ব্যান চাওয়ার আসল লোক এসে গিয়েছে। :khekz:
* উনি আমাকে একটা বেল্ট কিনে দিয়েছেন। :awesome:
:guitar: শুভ জন্মদিন আন্দালিব ভাই :party:
কেক-কুক-পুলাউ-স্টারের কাবাব খাওয়ান। আর ফয়েজ ভাই কী জানি কইতে চাইছিলো, ঐটা উনিই বলুক। আমি কেবল এটুকুই বলি, * উই অল লাভু বেরী মাছ* :hug:
ফাশ্ট। 😀
আন্দা ভ্রাতার ধরাধামে আগমনের পদধ্বনি দিবসে এ মুহূর্তে বোতামবাহক সমতলে অঙ্গুলিচালন করে উচ্ছ্বাস প্রকাশ করা ছাড়া আর কিছু করণীয় অনুভব করলামনা...এ দিবস পূণ্য হোক...দিকে দিকে নাগিনদের বিষাক্ত নিঃশ্বাসে মুখরিত হলাহল মাঝে আপনার আগমন অমৃতসম হোক...এটাই কালের প্রত্যাশা
এই জন্মদিনেও আন্দা ভাই এর বেল্ট ধার করন লাগব আপনার এই কমেন্ট পড়ার জন্য ~x(
শুভ জন্মদিন আন্দালিব ভাই
হ্যাপি বাড্ডে 🙂
আমরাও খাবার চাই 😉
আন্দা ভাই, সোমবারে আসতেসি। B-)
কুথাই? সোমবারে কি? 😛
শুভ জন্মদিন আন্দালিব ভাই :hug:
আজকে আরেক জনেরও জন্মদিন
কাইয়ুম ভাইয়ের সাথে বয়েসে যোজন যোজন দূরত্ব এরকম একজনেরও কিন্তু আজ জন্মদিন-আমাদের নূপুর ভাইয়ের।
নূপুর ভাই-সিসিবিতে ডজিং করে প্রায় বছর খানেক কোন লেখা দিচ্ছেন না তাই আমিও ডজিং করে আলাদা পোস্ট দেইনাই :((
আন্দা ভাইয়ের সাথে সাথে স্টেথস্কোপটা গলা থেকে নামিয়ে জাপানী ডাক্তার নূপুর ভাইয়ের সাথে চলুন বলি-শুভ জন্মদিন!
শুভ জন্মদিন নূপুর ভাই :party:
অফ টপিকঃ মাস্ফ্যু ভাই,এইটা ঠিক না, জন্মদিন প্রিফেক্ট আপনি,আপনি জন্মদিন-পোস্ট লিখবেন, জন্মদিন-কমেন্ট লিখেন কিল্লাই 😡
x-( কারণটা কমেন্টেই উল্লেখিত আছে 😀
শুভ জন্মদিন নূপুর দা। আপনাকে আমরা খুব মিস করি। 🙁
গেসকার্সিলাম 😀 😀 😀
শুভ জন্মদিন আন্দালিব ভাই
শুভ জন্মদিন, নূপুর ভাই 😀 😀 😀
আন্দা ভাই.........রকিবের এই পোস্ট আর খোমাখাতার ডুয়েল ছবির কম্বাইন্ড রিয়েকশন দিতে গিয়ে আমি কম্বাইন্ড সাধুবাদ জানাচ্ছি আপনাকে :party:
কেক্কুক খাইনা অনেকদিন
শুভ জন্মদিন আন্দালিব ও নুপূরদা
আমি আর আন্দালিব আরেকটু বড় হইলে নুপূরদারে নিয়া তিন প্রহরের বিল দেখতে যামু। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন আন্দালিব ও নুপূরদা। উপভোগ্য হোক বয়স বৃদ্ধি প্রক্রিয়া।
আমার বন্ধুয়া বিহনে
ঐ 😀
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শুভ জন্মদিন আন্দালিব ভাইয়া আর নুপুর দা ।
রঞ্জনা আমি আর আসবো না...
নূপুর ভাই এবং আন্দালিব ... ... ... :party: :guitar: :goragori: :awesome:
চ্যারিটি বিগিনস এট হোম
থেংকু আহমদ ভাই। 🙂
মহিব, মাসরুফ, আছিব, রাব্বি, আরিফ, সামিয়া, আশহাব, তুহিন, কামরুল ভাই, রাব্বি ভাই, ইমরান,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ! জন্মদিনের শুভেচ্ছার অভিনবত্বে দিন দিন রকিব/মাসরুফ নিজেদের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। ফেসবুক থেকে এরকম একটা 'সন্দেহ' করে পোস্টে ঢুকে বুঝতে পারছি যে রকিবের বড়ই বাড় বেড়েছে। আগে বুঝলে সেইদিন নিজেই একটু পাঙ্গানি দিতাম! :grr:
সবার দিন আমার মতোই ভালো কাটুক, এই কামনাই করি!
আর আমার জন্মদিন-মিতে নুপূর ভাইকেও শুভেচ্ছা!
শুভজনমদিন হে 'খামখেয়ালী অদ্ভুত কবি' 😉
সবার ভালোদিনের মতই তোর দিনগুলো কাটুক এই কামনাই করি!
আর আন্দালিবের জন্মদিন-মিতে নুপূর ভাইকেও শুভেচ্ছা! সিসিবিকে যদিও উনি ভুইলাই গেছেন মালুম হয় 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কবি পুরাপুরিই নীরব! :))
শুভজন্মদিন আন্দা। ফেসবুকের দোকলা ছবির রহস্য কী?
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
দোকলা ছবিটা এক বছর আগের বৈশাখে তোলা। এইবারের বৈশাখ আসার আগে স্মৃতিচারণের অক্ষম চেষ্টা ছিলো এটা। আর পাশের নারীটি যথেষ্ট সাহস দিলেন যে ছবি এভাবেও দেয়া যায়, তাই সাহসী হইলাম! 😀
থেংকু আপু। :shy:
কে এই সাহসী নারী? 😛
She-who-should-not-be-named! 😀
তিনি এইদিকেও আসেন মাঝে মাঝে। সুতরাং... 🙂
😮 😮 😮 😮 😮 আন্দাদা!!!!!!দাদা ঘটনা তো মনে হচ্চে বড়ই মেছো গো!!আপনার অনুজ লাভগুরু মাস্ফ্যু আপনার সেবায় সর্বদা নিয়োজিত,তাই বলচি-ঝেড়ে কাশুন দাদা...লাভ বই ক্ষতি হবেনা মাইরি ;;;
ইয়ে আন্দা ভাই she-who-should-not-be-mamed আর she-who-must-not-be-named এর মধ্যে একটু তফাৎ আছে,প্রথমটা মানে হচ্ছে...আপনি চাইলে কইতে পারেন,কারো নিষেধ নাই,তাই......কাইন্ডলি ভাইঙ্গা কন,আমরা আমরাই তো 😉 :boss: :boss:
মাস্ফ্যু ভাই, নিজেরে লাব গোরু কইলো গো .... :grr: :grr: :grr:
রেডিও আমারে "লাব গোরু" নামের একটা লুক প্রোগ্রাম করে, ওইডা তাইলে মাস্ফ্যু ভাই???? 😮 😮 😮 😮
x-( লাব-গরু মানে? x-( উচ্চারণ ঠিকমত কর x-( ইয়ে,আমি একবার ক্লাস টুয়েলভের চৌধুরি ভাইকে তাড়াতাড়ি ডাকতে গিয়া সেই ডাক অনেকটা "ুির ভাই" এর মত শোনানোয় এক্কেবারে রাম পাঙ্গা খাইছিলাম :(( :((
এইডা কি কইলেন ভাই .... :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
🙁 🙁 ঈমানে কইতেছি-কাহিনী সত্য 🙁 🙁
জবাব কি দিমু হাসতে হাসতেই শ্যাষ।
স্মোককিড পিন্টু, হড়ি পোদ্দারের কথাটাই একটু ঘুরায়া বলছি। বুইঝা নিও! ;;;
😀 এক্কেরে অল ক্লিয়ার বস :boss:
আমরাও ক্লিয়ার হইবার চাই :shy:
ক্লিনিক অল ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করো। জনাব্রাহাম এটা মাখে দেখলাম। =))
নাহ,বিপাশা নদীতে অবগাহন করলে ঠিক হয়া যাইবো ;;;
শুভ জন্মদিন আন্দা ভাই আর নূপুর ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
শুভ জন্মদিন দোস্ত।
রকিবের পোস্ট পরে ভাবছিলাম তুই বিয়ে করে ফেলেছিস। কেমন আছিস?
শুভ জন্মদিন আন্দালিব ও নুপূরদা
শুভ ধরাধাম আগমন দিবস। :grr:
শুভ জন্মদিন আন্দালিব এবং নূপুর ভাই 🙂
শুভ জন্মদিন আন্দালিব।
সবসময় ভালো থেক আর সিসিবিকে সমৃদ্ধ করে যেও তোমার লেখায়! 🙂
হিপি বির্থডি আন্দালিব ভাই 🙂
নূপুর দা খুব খ্রাপ ...আমাদের ভুইল্লা গেসে...
শুভ জন্মদিন নূপুর দা :clap:
হেপি বাড্ডে আন্দালিব ভাই আর নূপুর ভাই :party: :party:
হেপি বাড্ডে আন্দালিব ভাই আর নূপুর ভাই :awesome:
x-( শালা,তুই আজকাল আমার প্রোফাইলে গিয়া মাইয়াগো লগে টাঙ্কি মারোস,না? x-(
আপ্নেনাকিগতকাল্রাতেইভটিজিংকর্তেগিয়াধ্রাখাইছেন। :grr: :grr:
জাতির্মুখবাইন্ধার্খতেপার্বেন্না :duel:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমার্মত ভালমানুষ্রে ইভটিজিঙ্গের্ফবাদ্দিয়া পার্পাবিনা-রেজুর্বাচ্চা তনিমার্লগে টাঙ্কিমার্তেগিয়াধরাচখাইছে
:guitar: 😡 এইত্নিমাকিসেইত্নিমা? :shy:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কোন্তোনিমা?AIUB BBA? 😉 😉 😉
হয়নাই x-(
দোস্ত, দেরি করে ফেললাম। শুভ জন্মদিন। :party: :party:
কেক-কুক কই :-/
অনেক দেরী হয়ে গেলো, তবুও হ্যাপি বাড্ডে আন্দাকিব এবং নুপুর ভাই।
শুভজনমদিন হে ‘খামখেয়ালী অদ্ভুত কবি’ 😉
সবার ভালোদিনের মতই তোর দিনগুলো কাটুক এই কামনাই করি!
আর আন্দালিবের জন্মদিন-মিতে নুপূর ভাইকেও শুভেচ্ছা! সিসিবিকে যদিও উনি ভুইলাই গেছেন মালুম হয় 🙁
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দেরী হয়ে গেল। তাও শুভ জন্মদিন আন্দালিব ভাই আর নুপুর ভাই। এ বছর না হোক পরের বছর। 😀 😀 😀
আন্দালিব মিয়া, দেরী করে ফেললাম যে....... শুভ জন্মদিন...... দিনটার অনেক অনেক শুভ প্রত্যাগমন ঘটুক এই কামনায়ে। 🙂