মুক্তিদাতা

ঘটনাটা স্মৃতির পাতায় এখনো রয়ে গেছে; যদিও বেশ আবছা। কলেজে পা রাখার পর দ্বিতীয় দিন। দুপুরে হারানো চুলের শোক বুকে চেপে ডাইনিং হল থেকে বেরুচ্ছি, হঠাৎ হুনাইন হাউসের সামনে বেঞ্চিতে বসে থাকা রেজওয়ান ভাই ডাক দিলেন, “এই পিচ্চি এদিকে আসো।” বেশ করুণ মুখে হাজির হলাম। চার-পাঁচ জন ক্লাস ইলেভেন বসে আছেন (উনারা পরের টার্মেই ক্লাশ টুয়েলভ হবেন)| দৌঁড়ে গিয়েই বুঝলাম ভুল করে ফেলেছি; আমার পাশেই ওমর হাঁটছিল, গতকাল রাতে আসিফের ‘ও প্রিয়া, তুমি কুথায়!!’ গেয়ে ওমর তখন ব্যাপক হিট। উনারা ডেকেছেন ওকে, আমি ব্যাটা আইজুদ্দীন মাতব্বর বেশি বুঝে হাজির হয়েছি। শুরু হলো ওমরের মাথা দোলানো কনসার্ট। গানের গলা বেশ উচ্চমার্গীয় হওয়ায় আমার উপর দায়িত্ব বর্তালো ঝাকানাকা নাচ দেবার। বেশ বিব্রত মুখে কয়েকবার করুণ আর্তি জানালাম, “আমি নাচতে পারি না।” কিছুতেই দেখি মুক্তি নেই, হঠাৎ কোথা থেকে একজন এসে পেছন থেকে বলে উঠলো, “ওটাকে ছেড়ে দে, বেচারার অবস্থা কাহিল মনে হচ্ছে।” ছাড়া পেয়ে মসজিদের দিকে দৌড় লাগানোর আগে আড় চোখে দেখে নিলাম একবার মুক্তিদাতাকে।

এরপর চলে গেলো বেশ কিছু কাল; পরের টার্মে এসে জামাই আদর শুরু হলো (এ জামাই কিন্তু মাস্ফ্যুদা/রায়হান ভাইয়ের মতো না)| ডাইনিং হলে ঢুকতে গেলেই ভয়ে পেটের ভেতরে সব কিছু তালগোল পাকিয়ে ওঠে। টেবিল লিডার ফারহান ভাই, বাঘের মতো ভয় পেতাম। কিছু এদিক সেদিক হলেই ডাক পড়বে ক্লাশ এইটের গাইডের; এবং অতঃপর চাক্রিক নিয়মে ঝড় বয়ে যাবে আমাদের উপর দিয়ে। প্রায় সবারই একই অবস্থা। কিন্তু ব্যতিক্রম শুনলাম উনার টেবিলে। উনি নাকি টেবিলে কিছুই বলেন না। মোটামুটি হা-হুতাশ করতাম আমরা। খুব চুপচাপ, শান্ত মনে হতো। কেমন একটা গাম্ভীর্যে ছাপ চোখে পড়তো।

কলেজ ছেড়ে আসার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলো। মাঝে মাঝে সামু-সচল ঘুরে বেড়াই। এরই মাঝে সিসিবি পেয়ে গেলাম। আর হঠাৎ দেখি উনি এখানে হাজির। তারপর বহুত কিছু হইছে, কিন্তু বলার টাইম নাই। আর দুই ঘন্টা পর উনার জন্মদিন পার হয়ে যাবে। লোকজন বহুত খারাপ খোমাখাতা থেকে জন্মদিন সরায় ফেলে। উনার ব্যাঞ্চাইতাম। কিন্তু চারটা কারণে চাইলাম নাঃ

* সেই প্রথম দিনের মুক্তিদাতার ব্যান চাওয়াটা নৈতিক হবে না 😛
* উনিও জীবন বাবুর বিমুগ্ধ ভক্ত :-B
* খোমাখাতায় উনার দোকলা ছবি দেইখা বুঝলাম উনার ব্যান চাওয়ার আসল লোক এসে গিয়েছে। :khekz:
* উনি আমাকে একটা বেল্ট কিনে দিয়েছেন। :awesome:

:guitar: শুভ জন্মদিন আন্দালিব ভাই :party:

কেক-কুক-পুলাউ-স্টারের কাবাব খাওয়ান। আর ফয়েজ ভাই কী জানি কইতে চাইছিলো, ঐটা উনিই বলুক। আমি কেবল এটুকুই বলি, * উই অল লাভু বেরী মাছ* :hug:

৬১ টি মন্তব্য : “মুক্তিদাতা”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আন্দা ভ্রাতার ধরাধামে আগমনের পদধ্বনি দিবসে এ মুহূর্তে বোতামবাহক সমতলে অঙ্গুলিচালন করে উচ্ছ্বাস প্রকাশ করা ছাড়া আর কিছু করণীয় অনুভব করলামনা...এ দিবস পূণ্য হোক...দিকে দিকে নাগিনদের বিষাক্ত নিঃশ্বাসে মুখরিত হলাহল মাঝে আপনার আগমন অমৃতসম হোক...এটাই কালের প্রত্যাশা

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আজকে আরেক জনেরও জন্মদিন

    কাইয়ুম ভাইয়ের সাথে বয়েসে যোজন যোজন দূরত্ব এরকম একজনেরও কিন্তু আজ জন্মদিন-আমাদের নূপুর ভাইয়ের।

    নূপুর ভাই-সিসিবিতে ডজিং করে প্রায় বছর খানেক কোন লেখা দিচ্ছেন না তাই আমিও ডজিং করে আলাদা পোস্ট দেইনাই :((

    আন্দা ভাইয়ের সাথে সাথে স্টেথস্কোপটা গলা থেকে নামিয়ে জাপানী ডাক্তার নূপুর ভাইয়ের সাথে চলুন বলি-শুভ জন্মদিন!

    জবাব দিন
  3. আছিব (২০০০-২০০৬)

    আন্দা ভাই.........রকিবের এই পোস্ট আর খোমাখাতার ডুয়েল ছবির কম্বাইন্ড রিয়েকশন দিতে গিয়ে আমি কম্বাইন্ড সাধুবাদ জানাচ্ছি আপনাকে :party:
    কেক্কুক খাইনা অনেকদিন emo

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন আন্দালিব ও নুপূরদা

    আমি আর আন্দালিব আরেকটু বড় হইলে নুপূরদারে নিয়া তিন প্রহরের বিল দেখতে যামু। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. আন্দালিব (৯৬-০২)

    মহিব, মাসরুফ, আছিব, রাব্বি, আরিফ, সামিয়া, আশহাব, তুহিন, কামরুল ভাই, রাব্বি ভাই, ইমরান,
    সবাইকে অনেক অনেক ধন্যবাদ! জন্মদিনের শুভেচ্ছার অভিনবত্বে দিন দিন রকিব/মাসরুফ নিজেদের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। ফেসবুক থেকে এরকম একটা 'সন্দেহ' করে পোস্টে ঢুকে বুঝতে পারছি যে রকিবের বড়ই বাড় বেড়েছে। আগে বুঝলে সেইদিন নিজেই একটু পাঙ্গানি দিতাম! :grr:

    সবার দিন আমার মতোই ভালো কাটুক, এই কামনাই করি!

    আর আমার জন্মদিন-মিতে নুপূর ভাইকেও শুভেচ্ছা!

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    শুভজনমদিন হে ‘খামখেয়ালী অদ্ভুত কবি’ 😉
    সবার ভালোদিনের মতই তোর দিনগুলো কাটুক এই কামনাই করি!
    আর আন্দালিবের জন্মদিন-মিতে নুপূর ভাইকেও শুভেচ্ছা! সিসিবিকে যদিও উনি ভুইলাই গেছেন মালুম হয় 🙁


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।