সুদর্শন-নামা

নিজেকে সুদর্শন ভাবতে আমার মন্দ লাগে না, যদিও এই যাত্রায় সেরূপ ভাবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই হয় না। বড়ই পরিতাপের বিষয়, জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেলো, তবু কেউ হেসে এসে বললো না, “হাই হ্যান্ডসাম।” একবার কারে যেন বলতে শুনছিলাম, ‘ছেলেটাকে কেমন ছুট ছুট লাগে, মনে হয় ক্লাশ এইট নাইনে পড়ে।” অথচ আমি তখন দিব্যি দ্বাদশ শ্রেণীর ছাত্র। হায়রে অভাগা নারী, তোমারে দিতাম গয়না-শাড়ী; খালি একবার যদি বইলা দিতা, ভালবাসা দিতে পারি।থাক এসব দুঃখের কথা আরেকদিন।

সেইদিন অনেক ঘেটেঘুটে একটা পাকা চুল পাইছি মাথায়। একমাথা কালো চুলের মাঝে লুকিয়ে ছিলো আবছা সাদা চুলটা খুশীতে চিক্কুর দিয়া উঠলাম, “বড় হয়া যাইতাছি।” আসলে সব্বাই দেখি বুড়া হয়ে যাচ্ছে। না কথাটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। এইতো সিসিবির মিস্টার হ্যান্ডসাম ভাইকে দেখেন; কালে কালে তো বয়স কম হলো না, কিন্তু দেখে কে বুঝবে :ahem: । এখনো স্বর্ণকেশী সুন্দরীদের দুপাশে নিয়ে লাল রঙের একটা হাফপ্যান্ট পড়ে সিডনী মাঝে সাঝেই উনাকে ভলিবল খেলতে দেখা যায়। আমাদের এই সুদর্শন-সুপুরুষ, লাখো নারীর হৃদয়-হরণকারী সিসিবি সদস্যের বয়স আজ আরো এক বছর বেড়ে গেলো।

:party: :awesome: শুভ জন্মদিন আদনান ভাই :awesome: :party:

কেক-কোক আর বারবিকিউ দিয়ে পার্টি দেন। সবশেষে সিসিবিবাসীর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর আবারো জন্মদিনের শুভেচ্ছা। ওহ আরেকটা কথা , উই লাভ ইউ ব্রো। (নিন্দুকেরা এইটা অন্যভাবে নেবেন না। 😛 )

(পোষ্টটা কেমন যেন দায়সারা গোছের হয়ে গেলো। আমার নিজের কাছেই লজ্জা লাগছে। আজ সারাদিন ভার্সিটিতে ছিলাম, বাসায় এসেছি রাত ১২টার পর, কালকে আবার ভোর সাড়ে ছয়টায় উঠে ল্যাবে যেতে হবে। তবুও আপনাকে শুভেচ্ছা জানাবার লোভটুকু সামলাতে পারলাম না।)

৭১ টি মন্তব্য : “সুদর্শন-নামা”

  1. রকিব (০১-০৭)

    এইবার ঘুমাইতে যাই, ৪ ঘন্টা পর উইঠা আবার ঘন্টাখানিক জার্নি বাই বাস এন্ড ট্রেন কইরা ল্যাবে যাইতে হইবো। লাইফটা ছ্যাড়াব্যাড়া হয়া গেলো।
    হ্যাফি বার্ড্ডে টু মির্যা ভাই। 😛


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আদনান (১৯৯৪-২০০০)

    অনেক ধন্যবাদ রকিব । মোটেও দায়সারা হয়নাই । পুরা ইমোশনাল হয়া গেলাম, তিন প্রহরের বিল দেখতে ইচ্ছা করতাছে ।কামরূউ উ উ ল!! সিরিয়াসলি এখন পর্যন্ত পাওয়া একমাত্র গিফট ।

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আদনান, শুভ জন্মদিন মাইট 😛 :clap: :clap:
    কিন্তু এখানেই থেমে গেলে চলবেনা, সহস্র সন্তানের জনক হতে হবে 😀 (ফয়েজ ভাইয়ের মত কিপ্টামি করে শত সন্তান বললামনা :grr: )

    দেশে আয়, আগেরবারের মত আরেকটা মাহফিল হবে জমাটি :hug:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. জুলহাস (৮৮-৯৪)

    শুভ জন্মদিন আদনান,

    তাড়াতাড়ি বিয়ে কর, শত কোটি 😉 😉 😉 সন্তানের জনক হও, এখানেই থামলে চলবেনা কিন্তু 🙂 :grr: :grr: :grr: :awesome: :awesome: :awesome: ;;; ;;; ;;; :goragori: :goragori: :goragori:

    একা পথ খুঁজতে না পারলে...এলিজিব্‌ল-দের বুদ্ধির সাহায্য নাও!!!
    কাইয়ুম ভাই কি বলেন??? :)) :)) :)) 😀 😀 😀 😛 😛 😛


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ছোট তুই দেখি বার্থডে প্রিফেক্ট হইয়া যাইতেছস... 😀
    গুড...
    প্রাউড অফ ইউ, ব্রো...

    আদনান ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... :party:
    দোয়া করি এক ঝাঁক সন্তানের জনক হন...সারা জীবন সুখে থাকুন...ইত্যাদি ইত্যাদি... :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন আদনান। ফেসবুকে বোধহয় উইশ করার সময়-সুযোগ পাইনি। এখানেই জানান দিলাম।

    ভালো থেকো, সবুজ থেকো (বিরিক্ষ না)।

    [আমি ইদানিং পরিবেশবাদী হয়ে উঠছি কিনা!!] B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. দিহান আহসান

    শুভ জন্মদিন ভাইয়া 😀

    চলে আসো, একসাথে সবাই মিলে ধূমসে খাইয়া দাইয়া জন্মদিনের উৎসব করি :party: :party:

    ফয়েজ ভাই আর ভাইয়া'র দোয়া মত সহস্র সন্তানের জনক হও এইটা কইলাম না, তয় তাড়াতাড়ি বিয়ার বাদ্য বাজাও আর বউরে নিয়া তিন প্রহরের বিল দেখতে যাও 😛

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    সরি দোস্ত, দেরি কইরা ফালাইলাম। সারাদিন মাঠে-ঘাটে দৌড়াইছি, সিসিবিতে আসার সময় পাই নাই।

    যাউজ্ঞা, শুভ জন্মদিন।
    বড় হইয়া আমরা দুইজন তিন প্রহরের বিল দেখতে যামু। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  9. রকিব (০১-০৭)

    যেমনে সন্তানের জনক হওয়ার দোয়া পাইতেছেন ভাইয়া; আপনার তো মনে হয় তেলাপিয়া মাছ হওয়া লাগবে। :grr: :grr:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  10. আন্দালিব (৯৬-০২)

    শুভ জন্মদিন আদনান ভাই। জানি দেরি হওয়াতে আপনি রাগ করবেন না।

    আপনার জন্মদিন সুখে কাটুক। অনেক অনেক ভালো কাটান সামনের বছরগুলো এই কামনাই করি :clap:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।