নিজেকে সুদর্শন ভাবতে আমার মন্দ লাগে না, যদিও এই যাত্রায় সেরূপ ভাবার সৌভাগ্য কিংবা দুর্ভাগ্য কোনটাই হয় না। বড়ই পরিতাপের বিষয়, জীবনের এতগুলো বসন্ত পেরিয়ে গেলো, তবু কেউ হেসে এসে বললো না, “হাই হ্যান্ডসাম।” একবার কারে যেন বলতে শুনছিলাম, ‘ছেলেটাকে কেমন ছুট ছুট লাগে, মনে হয় ক্লাশ এইট নাইনে পড়ে।” অথচ আমি তখন দিব্যি দ্বাদশ শ্রেণীর ছাত্র। হায়রে অভাগা নারী, তোমারে দিতাম গয়না-শাড়ী; খালি একবার যদি বইলা দিতা, ভালবাসা দিতে পারি।থাক এসব দুঃখের কথা আরেকদিন।
সেইদিন অনেক ঘেটেঘুটে একটা পাকা চুল পাইছি মাথায়। একমাথা কালো চুলের মাঝে লুকিয়ে ছিলো আবছা সাদা চুলটা খুশীতে চিক্কুর দিয়া উঠলাম, “বড় হয়া যাইতাছি।” আসলে সব্বাই দেখি বুড়া হয়ে যাচ্ছে। না কথাটা বোধহয় পুরোপুরি ঠিক নয়। এইতো সিসিবির মিস্টার হ্যান্ডসাম ভাইকে দেখেন; কালে কালে তো বয়স কম হলো না, কিন্তু দেখে কে বুঝবে :ahem: । এখনো স্বর্ণকেশী সুন্দরীদের দুপাশে নিয়ে লাল রঙের একটা হাফপ্যান্ট পড়ে সিডনী মাঝে সাঝেই উনাকে ভলিবল খেলতে দেখা যায়। আমাদের এই সুদর্শন-সুপুরুষ, লাখো নারীর হৃদয়-হরণকারী সিসিবি সদস্যের বয়স আজ আরো এক বছর বেড়ে গেলো।
:party: :awesome: শুভ জন্মদিন আদনান ভাই :awesome: :party:
কেক-কোক আর বারবিকিউ দিয়ে পার্টি দেন। সবশেষে সিসিবিবাসীর পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর আবারো জন্মদিনের শুভেচ্ছা। ওহ আরেকটা কথা , উই লাভ ইউ ব্রো। (নিন্দুকেরা এইটা অন্যভাবে নেবেন না। 😛 )
(পোষ্টটা কেমন যেন দায়সারা গোছের হয়ে গেলো। আমার নিজের কাছেই লজ্জা লাগছে। আজ সারাদিন ভার্সিটিতে ছিলাম, বাসায় এসেছি রাত ১২টার পর, কালকে আবার ভোর সাড়ে ছয়টায় উঠে ল্যাবে যেতে হবে। তবুও আপনাকে শুভেচ্ছা জানাবার লোভটুকু সামলাতে পারলাম না।)
১ম
এইবার ঘুমাইতে যাই, ৪ ঘন্টা পর উইঠা আবার ঘন্টাখানিক জার্নি বাই বাস এন্ড ট্রেন কইরা ল্যাবে যাইতে হইবো। লাইফটা ছ্যাড়াব্যাড়া হয়া গেলো।
হ্যাফি বার্ড্ডে টু মির্যা ভাই। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
২য় না ৩য় ?
৩য় 😛
শুভ জন্মদিন আদনান ভাই!!
রকিব, আমার কী হবে? ৯০ ভাগ চুলই পাকা!! 🙁 🙁 🙁 🙁 😕 😕 😕
থ্যান্কু 😀
অনেক ধন্যবাদ রকিব । মোটেও দায়সারা হয়নাই । পুরা ইমোশনাল হয়া গেলাম, তিন প্রহরের বিল দেখতে ইচ্ছা করতাছে ।কামরূউ উ উ ল!! সিরিয়াসলি এখন পর্যন্ত পাওয়া একমাত্র গিফট ।
ভাইয়া চলেন আপ্নেরে চলনবিল দেখাইতে লয়া যাই । হেপি বাথডে হোসেন ভাই ।
চল যাইগা 😀
হেপি বাড্ডে আদনান ভাই :party: :party:
থ্যান্কস মাহমুদ ।
Happy Birthday adnan :party: :party: :party: :party:
থ্যান্কু 😀 😀
শুভ জন্মদিন আদনান,
তাড়াতাড়ি বিয়ে কর, শতেক সন্তানের জনক হও, এখানেই থামলে চলবেনা কিন্তু 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শতেক :no:
ফয়েজ ভাই আপনি একটা এক্সাম্পল হিসেবে যদি নিজেকে... ;))
আদনান, শুভ জন্মদিন মাইট 😛 :clap: :clap:
কিন্তু এখানেই থেমে গেলে চলবেনা, সহস্র সন্তানের জনক হতে হবে 😀 (ফয়েজ ভাইয়ের মত কিপ্টামি করে শত সন্তান বললামনা :grr: )
দেশে আয়, আগেরবারের মত আরেকটা মাহফিল হবে জমাটি :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাফ ও চাই দোআ ও চাই । এতোগুলা অযি আমার জান নিয়ে টানাটানি শুরু করলে আমি শেষ 😛
ইয়ে মানে অস্ট্রেলিয়াতে নাকি আপনার মত দেখতে ছুড ছুড শিশুতে ভইরা গেছে?শুনলাম ক্যাডেট পাইলেই নাকি তারা চাচা বইলা দোকানে নিয়া আইস্কিরিম খাইতে চায়? 😛
:clap:ভাল বলছিস । এরকম হইলে কি আর ফয়েজ ভাই দোআ করতো ! এখনো হয়নাই 😛
শুভ জন্মদিন আদনান
শতেক সন্তান নিয়া বিল দেখতে যাস কাম্রুল আর ফয়েজ ভাইর সাথে
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তুই যা আমি আসতেছি :))
আদনান ভাই......শুভ জন্মদিন 😀 😀
তিন প্রহরের বিল দ্যাখেন, শত/সহস্র সন্তানের জনক হন... :boss: :boss:
থ্যান্কু । এত্তগুলার জনক হইতে পারুম না । ক্ষ্যামা দে 😀
শুভ জন্মদিন আদনান,
তাড়াতাড়ি বিয়ে কর, শত কোটি 😉 😉 😉 সন্তানের জনক হও, এখানেই থামলে চলবেনা কিন্তু 🙂 :grr: :grr: :grr: :awesome: :awesome: :awesome: ;;; ;;; ;;; :goragori: :goragori: :goragori:
একা পথ খুঁজতে না পারলে...এলিজিব্ল-দের বুদ্ধির সাহায্য নাও!!!
কাইয়ুম ভাই কি বলেন??? :)) :)) :)) 😀 😀 😀 😛 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ধন্যবাদ ভাইয়া । কাইয়ুম ভাই বুদ্ধি দেন পিলিজ ।
শুভ জন্মদিন আদনান। :party:
এক সময় আইসা কেক আর কোক খেয়ে যেও।
(শতেক সন্তান নিয়ে কেঊ একবার ফয়েজ এর বাসায় গেলে ও এই দোয়া করা ছেড়ে দেবে 😀 )
থেন্কু ভাইয়া । কথাটা খারাপ বলেন নাই । আপনারা দেশে যারা আছেন প্রত্যেকের বাচ্চা নিয়ে গেলেই হবে । ৫০ জনের যদি ২জন করে ছেলেমেয়ে হয় তাহলেই ফয়েজ ভাই দোআ চেন্জ করবে । ফয়েজ ভাই সাবধান আসিতেছে :))
শুভ জন্মদিন আদনান ভাই। 🙂
থেন্কু হাসনাইন । ভাগ্য ভাল কোন দোআ করে নাই ।
শুভ জন্মদিন আদনান ভাই। :party: :party:
অযুত সন্তানের জনক হন, এখানেই থেমে থাকলে চলবেনা। আমাদের সামনে এক্সাম্পল তৈরি করেন।
পিলিজ ফলো ফয়েজ ভাই 😀
রকিব রে,তুই না থাকলে আমি শিউর সিসিবির জন্মদিন প্রিফেক্টের চাকরি হারাইতাম-বুখে আয় বাভুল(নন-পিসিসি,কপিরাইট আন্দা ভাই)
ছোট তুই দেখি বার্থডে প্রিফেক্ট হইয়া যাইতেছস... 😀
গুড...
প্রাউড অফ ইউ, ব্রো...
আদনান ভাই, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা... :party:
দোয়া করি এক ঝাঁক সন্তানের জনক হন...সারা জীবন সুখে থাকুন...ইত্যাদি ইত্যাদি... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
থেন্কু জুনা । তোর দোআতে পোলাপানের সংখ্যা কমছে :clap:
শুভ জন্মদিন দোস্ত।
সবাই মিইলা যে পরিমান সন্তানের উইশ করছে...... আমি আর তোর পরিশ্রম টা বাড়াইলাম না 😉
প্রকৃত বন্ধু :hug:
শুভ জন্মদিন আদনান। ফেসবুকে বোধহয় উইশ করার সময়-সুযোগ পাইনি। এখানেই জানান দিলাম।
ভালো থেকো, সবুজ থেকো (বিরিক্ষ না)।
[আমি ইদানিং পরিবেশবাদী হয়ে উঠছি কিনা!!] B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানা ভাই । দেশে থাকলে রেডিওতে পছন্দের গান চালানোর অনুরোধ করতাম 😀
শুভ অজন্মদিন আদনান ভাই
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
টাইপিং মিসটেক ~x( ~x( :bash: :bash:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কিরে আকাশ এ
টা কি বল দিকিনি ?
বাড্ডে এর শুভেচ্ছা হোসেন ভাই :clap: :clap:
থেংকু
শুভ জন্মদিন ভাইয়া 😀
চলে আসো, একসাথে সবাই মিলে ধূমসে খাইয়া দাইয়া জন্মদিনের উৎসব করি :party: :party:
ফয়েজ ভাই আর ভাইয়া'র দোয়া মত সহস্র সন্তানের জনক হও এইটা কইলাম না, তয় তাড়াতাড়ি বিয়ার বাদ্য বাজাও আর বউরে নিয়া তিন প্রহরের বিল দেখতে যাও 😛
এতক্ষনে মনের মত একটা দোআ আসছে :tuski:
:guitar: :guitar: :awesome: :awesome: :tuski: :tuski:
সরি দোস্ত, দেরি কইরা ফালাইলাম। সারাদিন মাঠে-ঘাটে দৌড়াইছি, সিসিবিতে আসার সময় পাই নাই।
যাউজ্ঞা, শুভ জন্মদিন।
বড় হইয়া আমরা দুইজন তিন প্রহরের বিল দেখতে যামু। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
চল যাইগা । ভাল্লাগেনা 😀
যেমনে সন্তানের জনক হওয়ার দোয়া পাইতেছেন ভাইয়া; আপনার তো মনে হয় তেলাপিয়া মাছ হওয়া লাগবে। :grr: :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:((
রকিব এইডা কি কইলি রে! =)) =)) =))
শুভ জন্মদিন আদনান ভাই! প্যাঁ পুঁ প্যাঁ পুঁ :guitar: :guitar: 🙂
কিরে রকিব মিয়া, মাস্ফ্যু ভাইয়ের কাছ থেকে দায়িত্ব ছিনায় নিসিস নাকি?
আপু, সেই সাহস কিংবা যোগ্যতা এখনো হয় নাইক্যা 😕 😕
আসলে মাস্ফ্যুদার বিসিএস ভাইবা; তাই উনি একটু ব্যস্ত। আপাতত ঠেস দিয়ে কাজ চালানোর জন্য আমিই অ্যাক্টিং এ্যাসিসটেন্ট জন্মদিন প্রিফেক্ট B-)
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ধন্যবাদ সামিয়া 😀
যদিও অনেক দেরী করে ফেলছি মনে হয় তাও বলি- শুভ জন্মদিন আদনান ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
থ্যান্কস বেশি দেরি হয়নাই 🙂
শুভ জন্মদিন আদনান ভাই। জানি দেরি হওয়াতে আপনি রাগ করবেন না।
আপনার জন্মদিন সুখে কাটুক। অনেক অনেক ভালো কাটান সামনের বছরগুলো এই কামনাই করি :clap:
থেংকু আন্দালিব 😀
শুভ জন্মদিন আদনান ভাই... দোয়া করি একটি সন্তানের জনক হন...
same to you 😛
যদিও অনেক দেরী করে ফেলছি মনে হয় তাও বলি- শুভ জন্মদিন আদনান ভাই 😀
কপি-পেস্ট x-(
কই কপি-পেস্ট 😕
ইমো চেঞ্জ দেখেন না :grr:
ফেলার্ট কইরা আর কতদিন চালাইবেন দাদা...এইবার এট্টূ খাইটা খান
ঐ 😀
Adnan vai, Late happy birthday..:)
থ্যান্কস জাফর 😀