আগে একটা জুক্স কই। একবার এক আইনজীবির স্ত্রী মৃত্যুর পর স্বর্গে গিয়েছেন। তো হঠাৎই ঘুরতে ঘুরতে একটা সুবিশাল কক্ষের মাঝে অনেকগুলো ঘড়ির মতো দেখতে যন্ত্র দেখতে পেলেন, তাতে একটা বড়সড় কাঁটা ধীরে ধীরে ঘুরছে। মহিলা কৌতূহলী হয়ে তার গাইড দেবদূতকে জিজ্ঞেস করলেন, “ঐটা কী?” দেবদূত বললো, “ঐটা হইলো গিয়া মিছা-ঘড়ি, কেউ মিছা কথা কইলেই এইটা তাল বেতাল হইয়া চরকির মতন পাক খাইতে থাকে। যে বেশি মিছা কথা কয়, তারটা বেশি জোরে ঘোরে।” বেশ মজা পেয়ে তিনি বললেন, আচ্ছা তুমি কি আমায় একজন রাজনীতিবীদের মিছা-ঘড়ি দেখাতে পারো?” দূরে হাত দিয়ে ইশারা করে বেশ জোরে সোরে ঘূর্ণায়মান একটা ঘড়ি দেখিয়ে দিলো। মহিলা খানিকক্ষণ চিন্তা করে নিজের আইনজীবি স্বামীরটা দেখতে চাইলেন। খানিকক্ষণ ভেবে দেবদূত বললো, “ঐটা তো এই রূমে নাই, ঐটা নরকের দারোয়ান ব্যাটা ধার চাইয়া নিয়া গেছে। নরকে তো খুব গরম, ঐটা দিয়া সে টেবিল ফ্যানের কাজ চালায়।” (আইনজীবিদের প্রতি ক্ষমাপ্রার্থনা করছি, এইটা একটু পরিবর্তিত জোকস, শুধু মাত্র পোষ্টটার স্বার্থেই এরূপ করায় ক্ষমা চাচ্ছি।)
যাকগে আসল কথায় আসি, আইনজীবিরা আসলে এতটা খারাপ না। এই যেমন ধরেন আমাদের ব্লগের আইন সচিব। এই লোকটারে আমি কুব্বালা পাই। ওনার কবিতাগুলো যেন একুশ শতকের বিদ্রোহী চেতনার জানান দেয়। আগে মাঝে সাঝেই তার পোষ্ট পেতাম, আজকাল বোধহয় ব্যস্ততার স্রোতে উনিও বেশ হিমশিম খাচ্ছেন। শোনা যাচ্ছে বিলেতে পাড়ি জমিয়েছেন উচ্চ শিক্ষার জন্য। দেশ ছেড়ে, স্বজন-বন্ধু-বান্ধব, :just: ফ্রেন্ডকে ছেড়ে জানি উনি বেশ কষ্টেই আছেন, মন খারাপ করবেন না ভাইয়া; দূরত্ব যতই হোক সিসিবি পাশেই থাকবে সবসময়।
আজ ১৮ অক্টোবার, বিদেশের মাটিতে উনার প্রথম জন্মদিন। শুভ জন্মদিন শার্লী ভাই। :party: :goragori: :awesome: যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আশেপাশের কোন একটা চায়ের দোকান থেকে আমার নাম বলে এক কাপ চা খেয়ে নেবেন। 😀 (আপনি আমার এলাকায় থাকলে শিউর একটা বিশাল পার্টি দিতাম আপনার জন্য।)
সবশেষে আরো একবার, সিসিবির সবার পক্ষ থেকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
(হাতে সময় না থাকায় বড় একটা পোষ্ট দিতে পারলাম না, মাফ করবেন ভাইয়া। এসপ্তাহটা বড় বাজে যাবে আমার জন্য ।:-? )
শুভ জন্মদিন শার্লী :party: :party:
২য় x-( x-(
খালি ২য় লিখলে হবে?? 😡
শার্লী'রে শুভেচ্ছা-ফুল কিছহু দিসোস??? :chup:
ধন্যবাদ ভাবীপ্পু। কেমন আছেন?
শুভ জন্মদিন শার্লী ভাই :party:
আমি অনেক দিন এই দিন্টার জন্য অপেক্ষা করলাম 🙂 :goragori: :tuski:
থ্যাঙ্কু। কেন রে ব্যাটা। এই দিনের জন্য কেন অপেক্ষা করতেছিলি? :-/
শার্লী কবে বিদেশ গেলো?? আইহায়!!
শার্লী শুভ জন্মদিন। অনেক অনেক সুন্দর হোক তোর জীবন, অনেক অনেক বড় হ, রজনীগন্ধার সুবাসে...ইত্যাদি ইত্যাদি
আরে আসলেই তো আমি কবে বিদেশ গেলাম? উত্তরঃ ২০শে সেপ্টেম্বর।
কেমন আছিস স্যাম ?
শুভ জন্মদিন শার্লী...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে আকাশদা যে। ধন্যবাদ দিয়ে আপনাকে খাঁটো করতে চাচ্চি না মশাই।
:)) :)) বিলাত গিয়াও তুই আকাশদারে ছাড়লিনারে...
😀
নাহ... বাড্ডে বয় দেইখা কিছু কইলাম না ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শার্লি কি আসলেই বিলেত গেসেগা? কবে গেল? 😕
যাউকগা, শুভ জন্মদিন দোস্ত। 😀
সাতেও নাই, পাঁচেও নাই
হরে দোস্ত, বিলাত গেছি গা। ২০শে সেপ্টেম্বর।
একি! এখানে দেখি ড্যানছের চোডে বাত্তি জ্বলে আর নিভে ! :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ওয়ে হোয়ে :awesome: :awesome: :awesome:
খাইছে রে!! যেই বাত্তি, সেইরকম ডানছ!! এই বাত্তি কি শার্লী একলা নিভাইতে পারবো?? রকিব চা ঢাইল্যা দিস। :party: :party: :party: :party: :party:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
=)) =))
শুভ জন্মদিন শার্লী ভাই : :thumbup:
ধন্যবাদ ফরহাদ।
শুভ জন্মদিন।
বড় হ, তোরে নিয়া আমি তিন প্রহরের বিল দেখতে যামু। 🙂
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাই,
ডায়লগটা বড় কমন হয়ে যাইতেসে, সবার জন্মদিনেই কন! বদলে যান, বদলে দিন :frontroll: :frontroll: :frontroll:
😀 😀
আর কত বড় হমু ভাই? আপনারে নক মেসেঞ্জারে করছিলাম গতকাল।
আইহায়!!কবে বিদেশ গেলো শার্লী ??
শুভ জন্মদিন শার্লী। রজনীগন্ধার সুবাসে,বড় হ অনেক অনেক , তোর জীবন অনেক অনেক সুন্দর হোক , …ইত্যাদি ইত্যাদি 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কেডা, কাইয়ুম ভাই নি? :grr: :grr:
দোস্ত
শুভ জন্মদিন 🙂
থ্যাঙ্কু দোস্ত। ভালো আছিস?
শার্লী, শুভ জন্মদিন...
আর আমার তরফ থেকে একটা টোষ্ট নিয়ে চায়ে ভিজায়া খাইস... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শুধু টোস্ট? 🙁 🙁
ঠিকাছে যান তাতেও খুশি 😀
সবশেষে আরো একবার, সিসিবির সবার পক্ষ থেকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। 😀
ধন্যবাদ সাব্বির ভাই।
বিদেশের মাটিতে জীবনের প্রথম জন্মদিন পালন করতে গিয়েই যে চোখে পানি চলে আসবে তা কখনও ভাবি নাই। আমার নাকি ইমোশন খুব কম, সবাই তাই বলে। কিন্তু আজ সত্যিই ইমোশনাল হয়ে গেলাম (ক.রা. কালা কুর্তা ভাই)। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আজ আমার জন্মদিন নিয়ে পোস্ট আসছে সিসিবিতে। বিদেশে একা অবস্থায় এটা যে আমার জন্য কত বড় একটা পাওয়া তা আমি বুঝাতে পারব না। অনেক অনেক ধন্যবাদ রকিব। আমার কাছ থেকে তোর খাওয়া পাওনা রইল।
:shy: :shy: লজ্জা দেন ক্যান? ছোট্ট পোষ্ট দিয়া এমনিতেই মনঃকষ্টে আছি। 🙁
অল্প সম্যের ভেতরেই আপনার পোষ্টটা দিয়ে আমাকে পার্ট টাইম কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল।
এই লাইনটা লেমিনেটিং কইরা রাখলাম। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন শার্লী । পোলাটা বিলাত গেল কবে B-)
ধন্যবাদ আদনান ভাই। বিলাত গেলাম ২০শে সেপ্টেম্বর।
শুভ জন্মদিন শার্লী । আজকে তো মনে হয় আকাশের ও জন্মদিন । ওরেও হ্যাপি বার্থডে ।
ধন্যবাদ পড়শি ভাই। দেশে থাকতে দেখা করতে পারি নাই। ফিরে এসে অবশ্যই দেখা করব।
শুভ জন্মদিন শার্লী। 🙂
দোয়া করি বড় হও, সুখে থাক, বিয়ে কর, সংসারী হও......ইত্যাদি ইত্যাদি :grr: :grr:
ধন্যবাদ ভাইজান। তা আমাদের ভাস্তি আর ভাবী(কাল্পনিক) কেমন আছে :grr: :grr:
শার্লী, শুভ জন্মদিন :party:
আপনার সাথে দেখা করার ইচ্ছা আছে। কোথায় থাকেন ভাই আপনি। আমাকে মেইল কইরেন-zobayer.1938@gmail.com
শার্লী, তোমার জন্মদিনে :party: অনেক অনেক শুভেচ্ছা। ভাল থেকো।
ধন্যবাদ ভাই। আপনার সাথে বোধহয় আমার পরিচয় হয় নি।
শুভ জন্মদিন শার্লী
রিবিন ভিই। কিমিন ইছিন। ইনেক ইনেক ধিন্যবাদ
শুভ জন্মদিন শার্লী :party: :party: :party: ....বদলে যাস, বদলে দিস............যতটা সম্ভব :hug:
জন্মদিনের শুভেচ্ছা আকাশকেও ... :party: :party: :party: :party: ..
ভালো থাকিস...... সবসময় :hug:
রকিব্যা...আকাশের অংশটাও জুড়ে দিবি নাকি :-/ :-/
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আকাশদার জন্মদিন তো কালকে। এর আগে একবার কামরুল ভাইয়ের জন্মদিন এলোমেলো কইরা যেই দাবড়ানি খাইছি, এইবারর তাই আগেভাগেই সাবধান। :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইয়ে টিটো ভাই আকাশের জন্মদিন কালকে । আমার ভুল হয়া গেছিল । :frontroll: দিলাম আপনারে ডাউট খাওয়ানোর জন্য ।
সমস্যা নাই 🙂 যাহাই ৫২ তাহাই ৬৫ 😛
আমি বুঝলাম বুঝলাম আকাশ বুঝলে হয় ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
নাহ... আমিন দেখি সবাইরে বিভ্রান্ত করে ফেলছে... যাইহোক টিটু ভাই, আমিন দুই জনরেই ধন্যবাদ।
:thumbup: 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অবশ্যই বদলে দেব যতটা সম্ভব। আরে আকাশদা দেখি আমার থেকে ১ দিনের ছোট 😛
শুভ জন্মদিন শার্লী। ভালো থেকো, প্রানবন্ত থেকো, বাঘা আইনজীবী হও......... ইত্যাদি ইত্যাদি......... :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ লাবলু ভাই। আপনাদের একজন এক্স আর জ়ে আমাদের সাথে বার করতেছ। নাম সায়েমা।
হ, ওর বরও বার করেছে বা করছে। কিছুদিন আগে ওদের বিয়ে হয়েছে। ওকে আমার শুভেচ্ছা জানিও। তুমিও অনেক ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
শার্লিরে,কইষা এট্টা জন্মদিন করিস বাপ! আর দেশে আইসা যোগাযোগ রাখিস,আদালতে তুই ছাড়া আমার গরি নাই :((
অফ টপিক-রকিব তোর মেসেজ পাইয়া ঘুম থিকা উইঠা ১৫ মিনিট হাসছি।আমার রিপ্লাই পাইছোস কিনা জানাইস।ব্লগে তুই থাকায় আমার আর চিন্তা নাই-শান্তিতে চোখ বুঁজতে পারুম 🙂
বাঘা জন্মদি করার ইচ্ছা ছিল, কিন্তু সুযোগ হয়ে ওঠে নাই। গতকাল বাসা শিফট করলাম তো তাই। আজ দেখি কিছু করা যায় কিনা।
আপনাদের সাথে যোগাযোগ না রাখলে কি আমি আর আমি থাকব?
শুভ জন্মদিন শার্লী, দেরী করে ফেললাম। ব্যাপার না।
অনেক বড় হও, শতেক সন্তানের জনক হও, এখানেই থেমে যেও না কিন্তু। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
শতেক সন্তানের জনক ?? 😮 কন কি? 😕
আপনি আর তানভীর দুইজন মিল্যা কি দোয়া দিলেন এইগুলি?!!
শুভ জন্মদিন শার্লী। জন্মদিন অনেক অনেক আনন্দে কাটুক... :guitar:
অ.ট..আমার খুবি প্রিয় এক বান্ধবীর নাম ও শার্লী 😛
আমি এখানে খারাপ কি দোয়া করলাম? x-(
নাহ্! দুনিয়ায় ইনসাফ নাই। 🙁
ইন্সাফ দিহান ভাবীর বাসায় চা নাস্তা খাইতে গেছে
ধন্যবাদ ভাবী। এখন বান্ধবির নামে একজন দেবর পেয়ে গেলেন। 😛
কই দেরি করলেন ভাই। এখানে এখনও দুপুর। ধন্যবাদ ফয়েজ ভাই।
জন্মদিনের শুভেচ্ছা...
থ্যঙ্কু মুহাম্মদ। কেমন আছিস?
এই পুলাডা আমারে বিদ্যাশ থাইক্যাও আব্বার খবর জানতে মেসেজ করছে ,খুব্বালাপোলা :-*
আর এখন একলা একলা জন্মদিন কর্তাসে :((
শার্লীরে দ্যাশে থাকলে তোরে সেই আই.এস.এস.বি'র মত জন্মদিনের ড্রেস পরাইতাম ;;;
ভাল থাকিস, খুব খুব খুব ভাল... আমাদের দূরে রাইখ্যা যতটা থাকা যায় 🙁 🙁
:hug: :hug: :hug:
শার্লীরে দ্যাশে থাকলে তোরে সেই আই.এস.এস.বি’র মত জন্মদিনের ড্রেস পরাইতাম
জাতি এর বিস্তারিত জানতে চায় :))
:goragori: ;;; :goragori:
হ্যায় হ্যায়, কবে গেলি?
শুভ জন্মদিন
শুভ জন্মদিন শার্লী 😀 আছিস কেমন? তোর নামে কষ্ট করে কখনই রেফটা আর দেওয়া হয় না 😀 আজকে জন্মদিন দেখে বহু কষ্ট করে একখানা রেফ তোকে উপহার দিলাম 😉 ভাল থাকিস দোস্ত 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
:khekz: :khekz: :khekz:
:khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওওও শার্লীও বিদেশে থাকে?
;)) ;))
হ্যাপি বাড্ডে। ভাল থিকিস। সিখি থিকিস। শতেক স্বন্তানের জনক হইস, ইত্যাদি ইত্যাদি।
গতকাল নেট ছিলো না। তাই আজ বলতে হচ্ছে।
সব জন্মদিন মিস...। 😕
এজন্যই বলি জন্মদিনের দাওয়াত দিবি। :grr: :grr:
বিলম্ব শুভ বিলাতি জনম দিন। 🙂
:thumbup: :thumbup:
Life is Mad.