জাগিয়া উঠিল প্রাণ

সিসিবি আড্ডা শেষ হয়েছে আরো ঘন্টা দু’য়েক আগে।
সেই বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিরামহীন আড্ডায় এতো মশগুল ছিলাম যে এখন বেশ টায়ার্ড লাগছে। অনেক ইচ্ছে ছিলো জমানো আড্ডা নিয়ে একটা বেশ জম্পেশ পোস্ট দিবো। কিন্তু এখন ক্লান্তি আর আলসেমিতে ফাঁকি মারার কথা ভাবছি। অবশ্য লিখেও খুব বেশি লাভ হতো না। কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না। সব কিছু মিলিয়ে এতো দারুন একটা সময় কেঁটেছে যা অনেক অনেক দিন মনে থাকবে।

খুব বেশি কথা না বলে আমি বরং সরাসরি ছবিতে চলে যাই। বাকি কথা ছবিই বলবে ।

সবার মন্তব্যের জন্য কমেন্ট বক্সে ছবি গুলি উন্মুক্ত করা হলো।

1
আড্ডার মাত্র শুরু। আগেই কোথাও যাইয়েন না 😉

২৪,০৬৯ বার দেখা হয়েছে

২২৪ টি মন্তব্য : “জাগিয়া উঠিল প্রাণ”

  1. আহ্সান (৮৮-৯৪)

    এ অন্যায়...
    ভীষণ অন্যায়......।।
    সানাউল্লাহ ভাই...শফি ভাই...সবাই আসছিলো??????????????
    ইস, কি মিসটা ই না করলাম...।
    প্রচন্ড ঈর্ষা লাগতেছে...।
    সেই চেনা রুমটা... বুকের মধ্যে হাহাকার তুললো...
    এইরকম একটা শক খাবো জানলে আজকে একবারও প্যারাস্যুট খুলতামনা...
    আর তাইলেই এখনকার মত আফসোস করা লাগতো না...

    জবাব দিন
  2. সাব্বির (৯৫-০১)

    মানি না মানি না,,,,,,,,,,
    চিক্কর দিয়া কান্তে ইচ্ছা করতাছে :(( :(( :((
    আদনান ভাই অস্টেলিয়া থেকে গেছে শুইনা মন্ডা আরও বেশি খারাপ হইয়া গেল। ছুড ভাইগো প্রতি কুন মায়া মহব্বত নাই, একলা একলা দেশে ঘুরতে যায়। :grr: :grr:
    খেলুম না !!!!!!!!!!!!!!

    জবাব দিন
  3. তৌফিক

    অনেককে চিনতাম না, ছবি দেখে চিনলাম। শকুনের দোয়ার গরু মরে না, তাই অভিসম্পাত কইরা লাভ নাই।

    কামরুল ভাই, ছবি সবগুলা খোমাখাতার সিসিবি গ্রুপে আপলোড কইরা দেন। 🙂

    জবাব দিন
  4. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    অংশগ্রহণ করতে না পারার জন্য দুঃখ লাগছে 🙁 ।
    কিন্তু সেটা খানিক কমেছে এই পোস্টটার বদৌলতে সবাইকে দেখে। অনেকগুলো নতুন মুখকে ছবি দেখে চিনলাম আজ 😀 ।
    এই শুরুটা যেন চলতেই থাকে, চলতেই থাকে - এটাই প্রার্থনা।

    কামরুল, তোমার হাতে এইডা কি ক্যামেরা :-/ ??


    Life is Mad.

    জবাব দিন
  5. সিরাজ (৯৪-০০)

    ।।

    কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না।

    জটিল একটা লাইন............।। :boss: :boss: :boss: :boss:

    ডিনার শুরু হয়ে গেছে, কিন্তু সাইফের গল্প থামেনি।

    কোনো দিন থামছে ওর গল্প বল......।।
    ।।

    সাইফ আর কাইউম ভাই কিন্তু মাস্ফুর চেয়ে কম যান না খাওয়া দাওয়ায়।

    সাইফের সরু পেটে গরু আটে.........।।

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সেরকম মজার মাহফিল হইলো একটা।
    বিভিন্ন কলেজের সিনিয়র জুনিয়র, বেশিরভাগের সাথেই আজকেই প্রথম দেখা। কিন্তু খুব জমাট আড্ডা হইছে।
    লাবলু ভাই এবং শফি ভাই এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় দিয়েছেন আড্ডায়, সেজন্য উনাদের প্রতি কৃতজ্ঞতা।
    সিসিবির পরিচিত মুখ সবাইকে নিয়ে খুবই প্রাণবন্ত সময় কাটলো।
    আর 'কুটিপতি' সাইফ, মাস্ফ্যু আর লাবলু ভাইয়ের সৌজন্যে খাওয়া দাওয়াটাও বেশ জম্পেশ হইছে।
    পোলাপাইন যারা যারা আসছিলি সবাইরে থ্যাংকস। চমৎকার একটা টাইম উপহার দেবার জন্য।
    রেগুলার এইরকম মাহফিল চাই 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. রহমান (৯২-৯৮)

    আফসোস হচ্ছে প্রচন্ড, একই সাথে ভালও লাগছে এই ভেবে যে, "নাই মামার চেয়ে কানা মামা ভাল"। সিসিবি মাহফিলে সশরীরে না গিয়েও যেন আই পোষ্টের মাধ্যমে সিসিবি আড্ডা থেকে ঘুরে আসলাম। ছবি সত্যি কথা বলতে পারে। কামরুলকে অনেক ধন্যবাদ এই ছবিগুলোর জন্য। অনেক অপরিচিত মুখের সাথে আজ পরিচিত হলাম। দেশে ফিরলে ইনশাল্লাহ মাহফিলে শরীক হবো 🙂 ।

    জবাব দিন
  8. বড় কষ্ট। :((
    ছবিতে মুহাম্মদকেও দেখলাম মনে হয়? ডিনারের প্যাকেট কি সাইফুদ্দিন ভাইয়ের সৌজন্যে? জুনায়েদ ভাইরে একটু অন্যরকম লাগে! ১ম ছবিতে দাঁড়িয়ে কে?
    ছবিগুলা দেখে ভাল লাগল।।

    জবাব দিন
  9. মুসতাকীম (২০০২-২০০৮)

    :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  10. টিটো রহমান (৯৪-০০)
    শাটার টিপার আগেই টিটো পুরো কেক হাপিস করে দিলেও ধরা পরে গেলেন কাইউম ভাই।

    কাইউম ভাই ৬ খান কেক একা সাবার করেছে। ক্যামেরায় একবার না একবার তো ধরা খাইবই
    😮 😮 😮 😮 😮 😮


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  11. সাকেব (মকক) (৯৩-৯৯)

    সবার প্রোফাইল এ যেরকম নায়ক নায়ক ছবি লাগানো, আমি তো নিজের ছবি দেওয়ার সাহসই পাইতেসিলাম না...মাহফিল এর ছবি দেইখা আবিষ্কার করতে পারলাম যে, অধিকাংশ পাবলিক এরই এক্স-ক্যাডেট সুলভ সুরতহাল...(ব্যতিক্রমঃ মাস্ফু এবং আরো দুয়েকজন ;;) ...)

    সবাই কি সিসিবি এর প্রোফাইল এ দেওয়ার জন্য শেভ কইরা, মাঞ্জা মাইরা ছবি তুলে?...বড় জানতে ইচ্ছে করে...(কপিরাইটঃ জুনা)


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  12. শওকত (৭৯-৮৫)

    কেক কেনার বুদ্ধি আমার ছিল। এমনিক মি. বেকার-এর ঠিকানাও আমার বইলা দেওয়া। লাভলু ভাইরে কইছিলাম এক টুকরা নিয়া আসতে। আনে নাই। আফসুস। বড়ই আফসুস। :gulli: :bash: :gulli: :bash: :gulli: :bash:

    জবাব দিন
  13. একটা ছবি দিতে ভুইলা গেছিলাম। আজকে ফেসবুকে সিসিবি আড্ডার ছবিগুলি দেখে মনে হলো এই ছবিটা তো দেয়া হয় নাই। তাই দিয়ে দিলাম সঙ্গে বোনাস হিসেবে থাকছে সেখেনে দেয়া জুনায়েদের কমেন্ট।

    Junaed Kabir ডিসেম্বর 24, 12:37am-এ
    মাসরুফ, অন্য ছুরিটা কোথায়?
    নাকি পুরো কেকের সাথে ছুরিটাও...??

    জবাব দিন
  14. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কামরুল ভাই, উপরে একটা ছবির ক্যাপশন 'মন্তব্য নিষ্প্রয়োজন'...কিন্তু মন্তব্য না করে পারলাম না...

    'তবে আরও কেকের প্রয়োজন' :khekz:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।