সিসিবি আড্ডা শেষ হয়েছে আরো ঘন্টা দু’য়েক আগে।
সেই বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিরামহীন আড্ডায় এতো মশগুল ছিলাম যে এখন বেশ টায়ার্ড লাগছে। অনেক ইচ্ছে ছিলো জমানো আড্ডা নিয়ে একটা বেশ জম্পেশ পোস্ট দিবো। কিন্তু এখন ক্লান্তি আর আলসেমিতে ফাঁকি মারার কথা ভাবছি। অবশ্য লিখেও খুব বেশি লাভ হতো না। কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না। সব কিছু মিলিয়ে এতো দারুন একটা সময় কেঁটেছে যা অনেক অনেক দিন মনে থাকবে।
খুব বেশি কথা না বলে আমি বরং সরাসরি ছবিতে চলে যাই। বাকি কথা ছবিই বলবে ।
সবার মন্তব্যের জন্য কমেন্ট বক্সে ছবি গুলি উন্মুক্ত করা হলো।
আড্ডার মাত্র শুরু। আগেই কোথাও যাইয়েন না 😉
1st
সাব্বির ভাই, আমি কমেন্ট লিখতে লিখতে আপনি মাঝখান দিয়ে পোস্ট করে দিলেন, এইটা ঠিক না।
অফ টপিকঃ কিছুদিন আগে আমাদের এক বড়োভাই আমাকে আপনি ভেবে ভুল করেছিল, ( কলেজে যা অনেকবারই হতো 😛 )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি গত ৭ ঘন্টা ধইরা সিসিবিতে আর তুমি ফার্স্ট হইবার চাও??
(শুইন্না ভাল লাগল, তোমার উসিলায় আমারে ২/১ জন মনে করে)
কাইউম ভাই আজ সবচেয়ে বেশি হেসেছেন। দেখে বুঝা যায় না, কিন্তু এর সবগুলিই শয়তানী হাসি।
হুমমমমম্। এইবার পাত্রী খুজতে সুবিদা অইব 😀
কামরুল, ফিমেল লিভারে নাইফ মারা এই হাসিডারে তুমি "শয়তানী হাসি" বলতে পারলা??? লজ্জায় কেমন লাআআআআল :shy: হয়ে আছে দেখনা? না ভাই তুমি মানুষটা বেশি ভালা না :no:
সরি ভাইয়া ভুল হইয়া গেছে।
তয় ফিমেল লিভারে নাইফ না মাইরা হার্টে মারলে আমরা এতোদিনে একটা চাচী অন্তত পাইয়া যাইতাম। কি কন? :grr: :grr:
এক্কেরে হক কথা.......... 😛 । খালি চাচীই না ভাতিজা/ভাতিজীরও সম্ভাবনা ছিল 😉 ।
Life is Mad.
তুই আবারো ভুল করতেছিস। চল্লিশোর্ধো চাচা না? বল নাতি/নাতনীরও সম্ভাবনা ছিল 😉
আমার ভাইয়ার এত্ত সুন্দর হাসি নিয়া সবতে কি শুরু করলো??? :gulli2:
মিসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জমজমাট আড্ডার ফাঁকেও জিহাদ আনমনে কার কথা ভাবছে ?
ফেইসবুকে এই ছবিটায় কে জানি এই কমেন্ট দিছে...
=)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
মনে হয় বর্ষাকালকে খুব মিস করছিলো। 😉
১ম হইসিইইইইই :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome:
আরীঈঈঈঈ এইডা ঠিক অইল না...সাবমিট করার সময়ও নো কমেন্ট আর কইরা ৩ নম্বরে...????? ~x( ~x( ~x( ~x(
ছবি দেইক্ষা কান্দন আইতাসে............ :(( :(( :(( :(( :(( :((
বড় কস্ট পাইছি... =(( =(( =(( =(( =((
দেখে বুঝা যায় এই পোলা সিসিবিতে এতো কঠিন কঠিন লেখা দেয়? আমিও প্রথমে বিশ্বাস করিনি এটা আন্দালিব।
আসলেই অবাক হইছি আন্দালিবের সাথে পরিচিত হয়ে। ওর লেখার সাথে মিলানোই যাবেনা। পিরা যাবার মতই একেকটা কথা বলছিলো, ফান করছিলো। সমস্যা হইছে একটাই, ওর লেখা গুলায় কমেন্ট করার রহস্যটা ফাঁস কইরা দেয়ায়। এরপর থেইকা চিন্তা ভাবনা কইরা কমন্টানি লাগবো ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
সহমত 😉 😉 😉
আমি তো চিন্তা ভাবনা না কইরা কমেন্ট করতেই পারি না।
:khekz: 😉 :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফৌজিয়ান ভাই, মনে আছে তো আমরা কি করব???
আন্দালিবের যে কোন লেখা পড়ে 'ব্যাপক বুঝছি' ইমো দেব, তাই না?? :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আইচ্ছা বুঝছি ;))
কুচ্ছিত হাঁসের ছানা। ছবিতে পুরো আসেনি, কিন্তু ও আসলে ইশতিয়াকের কোলে মাথা রেখে শুয়ে ছিলো সারাক্ষন।
"ইন্দিয়ার্নাইন্টিন্সিক্সটিনাইন" ভাই এইটার মালিক এই ছেলেটা :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
অই, তোর এই কমেন্টটাতে জট লাইগ্যা গিট্টু পাকাইছে। গিট্টু খুইলা বুঝাইয়া দে 😡
এই বিপদে আমিও পিরছিলামরে :((
সংসারে প্রবল বৈরাগ্য!
এই পোলাডার নাম তুহিন না :-B ??
Life is Mad.
এ অন্যায়...
ভীষণ অন্যায়......।।
সানাউল্লাহ ভাই...শফি ভাই...সবাই আসছিলো??????????????
ইস, কি মিসটা ই না করলাম...।
প্রচন্ড ঈর্ষা লাগতেছে...।
সেই চেনা রুমটা... বুকের মধ্যে হাহাকার তুললো...
এইরকম একটা শক খাবো জানলে আজকে একবারও প্যারাস্যুট খুলতামনা...
আর তাইলেই এখনকার মত আফসোস করা লাগতো না...
😮 😮 😮 😮 😮
এই রকম কথা আর একবার বললে আপনার খবর আছে... x-( x-( x-(
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আহসান ভাইয়ের সব প্রোফাইল পিকচারই পোলাপান - আন্ডা আন্ডা বাচ্চা 😀 😀 😉 😉 ।
Life is Mad.
সায়েদ,
কি কইবার চাও???
কইবার চাই ...........নাহ থাক কমুনা....... 😛 😛 ।
তয় পোলাপাইন ঠিকই বুইজা গেছে 😀 😀 😛 😛 😉 😉 ।
Life is Mad.
আহসান ভাই, এইডা কি কন? খবরদার ভুলেও এইসব চিন্তা মাথায় আইনেন না। আপনেরে ওয়ার্নিং দিলাম কিন্তু। x-( x-(
বস্ আপনাদেরকে খুব মিস করছি।
হ ঠিক ঠিক x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনি, কেম, ফৌজি, তানভীর,
আসলেই মিস কইরা খুব কষ্ট পাইছি রে...
৪ ভাইয়ার ছবি হেভি কিউট আসছেতো !!!
আহসান ভাই, প্লিজ, এই ধরনের কথা আর বইলেন না!
আমরা সবাই আপনাকে মিস করেছি!
আবারো জুনায়েদের একটা সেই রকম কমেন্ট শুনে হাসতে হাসতে পিরা যাচ্ছে আন্দালিব, কাইউম ভাই আর টিটো।
এই পার্ট টা জটিল ছিলো :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
ওর কমেন্টগুলার সংকলন বাইর করা যায় না????
Life is Mad.
মানি না মানি না,,,,,,,,,,
চিক্কর দিয়া কান্তে ইচ্ছা করতাছে :(( :(( :((
আদনান ভাই অস্টেলিয়া থেকে গেছে শুইনা মন্ডা আরও বেশি খারাপ হইয়া গেল। ছুড ভাইগো প্রতি কুন মায়া মহব্বত নাই, একলা একলা দেশে ঘুরতে যায়। :grr: :grr:
খেলুম না !!!!!!!!!!!!!!
কাইন্দো না। আবার হবে, ক'দিন পরেই। :clap: :clap:
কে বলবে ইনি আমাদের বাকি সবার চেয়ে প্রায় ২০ বছরের বড়। আসার পর থেকে আজ পুরো গল্পের আসর ছিলো লাবলু ভাইয়ের দখলে।
মনিটরে সিসিবির হোম পেইজের পাশে হাস্যোজ্জল লাবলু ভাইকে কেমন লাগছে বলেনতো সবাই?
আরেকটু জুম কইরা তুললে এইটা দিয়া একটা বিলবোর্ডের পোস্টার বানাইয়া সিসিবির এড করা যাইতো। 😀
:boss: সালাম লাব্লু ভাইয়া।
স্যরি, লাবলু ভাইয়া ... আবারও বানান ভুল।
তুই দেশে যাবি কবে । আমি ইনশাল্লাহ আগামী বছর আবার যাব।
অনেককে চিনতাম না, ছবি দেখে চিনলাম। শকুনের দোয়ার গরু মরে না, তাই অভিসম্পাত কইরা লাভ নাই।
কামরুল ভাই, ছবি সবগুলা খোমাখাতার সিসিবি গ্রুপে আপলোড কইরা দেন। 🙂
জিহাদ দিচ্ছে। কিছুক্ষন পরেই পাবা। 😀
আমার নিষ্পাপ নুরানী হাসিরে শয়তানি হাসি আর অল্প খাওয়া দাওয়া নিয়া খোটা দ্যাছ?? :bash: x-( x-( x-( দাড়া তোর কপালে কঠিন এক মাইর আছে :chup: :chup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনের কাহিনীতো কই নাই এখনো, কইলে বাকি সবাই মিল্লা আপ্নেরে মাইর দিবে :grr: :grr: :grr:
তোরে গুলি করা ছাড়া আর উপায় নাই :gulli2: :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
ঝাতি ঝান্তে চায় :-B
কাইয়ুম ভাই, আপনার হাসি হইল মেয়েদের কলিজায় চাক্কু মারা হাসি! ওইটা তো শয়তানি হাসি হইবই! :grr: :grr:
ধুর! ২বার কাইউম ভাইয়ের বানান ভুল করছি। সরি ভাইয়া! :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
বানানতো এইবারভুল করছোস ব্যাটা x-( আগেরটাই ঠিকাছিলো 🙂
ভাবছিলাম আমার নিষ্পাপ নুরানী হাসিটারে শয়তানী হাসি কওয়াতে তোরে পরের সাক্ষাতেই কঠিন একটা মাইর দিমু x-( কিন্তু মিষ্টি খাওয়ানো আর মাইয়াদের লিভারে নাইফ ঢুকানো হাসি কওয়াতে আপাততঃ সেইটা স্থগিত রাখলাম 😀
আর কলিজায় চাক্কু হাসিটা যে কার সেইটা মাহফিলে আগত সুধীয়ে একরামগণই ভালো মতো দেখছে B-) খালি খালি আর মুখ থেইকা শুনতে চাইসনা 😉
পরবর্তী সাক্ষাতেই ইনশাল্লাহ মিষ্টি খাইতে পারবেন। 🙂
একদম ঠিক কইসেন, রায়হানের হাসিটা একদম কলিজায় চাক্কু মারা হাসি! B-)
ফেসবুক=খোমাখাতা
জটিল হইসে!!!!
খোমাখাতা !!!! =)) =)) =)) =)) :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
শফি ভাই তানভীরকে গল্প শুনাচ্ছেন। সঙ্গে আরো দুই মনযোগী শ্রোতা কাইউম ভাই আর টিটো ।
অংশগ্রহণ করতে না পারার জন্য দুঃখ লাগছে 🙁 ।
কিন্তু সেটা খানিক কমেছে এই পোস্টটার বদৌলতে সবাইকে দেখে। অনেকগুলো নতুন মুখকে ছবি দেখে চিনলাম আজ 😀 ।
এই শুরুটা যেন চলতেই থাকে, চলতেই থাকে - এটাই প্রার্থনা।
কামরুল, তোমার হাতে এইডা কি ক্যামেরা :-/ ??
Life is Mad.
SONY DSC-H9 HD 1080.
আপনাকে অনেক মিস করেছি আজকে। আড্ডায় অনেকবার আপনার আর টুশকির কথা এসেছে। 😀 😀
ওইরকমই সন্দো করতেছিলাম 😛 😛 ।
ওইটারই এক জাতভাই কাছে আছে তো..... 🙂 🙂 ।
:shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy: :shy:
Life is Mad.
ও হ্যা, সবগুলো ছবিই খুব সুন্দর করে কথা বলেছে :clap: :clap: ।
Life is Mad.
সায়েদ মামা,আমার জন্মদিনে সিসিবির টুশকি খুলছি-আমার এক যাস্ট ফ্রেন্ড(নসু) আপনের প্রোফাইল ছবি দেইখা কয়-হে ম্যাশ হু ইজ দিস কিউট গাই?(সঙ্গে রহস্যময় এবং পুরুষ-ঘাতিনী হাসি ফ্রি)
আমি তাড়াতাড়ি কইছি-হি লিভস ইন আফ্রিকা,হি ইজ ম্যারিড এন্ডঝি ইজ এন এক্সপার্ট ইন ঝিকিঝিকি পমপম।
সাথে সাথে পাশের জন কয়-হে হোয়াটস ঝিকিঝিকি পমপম?ম্যাশ ইউ আর সো ফানি এন্ড উইয়ার্ড-ওউ মাই গাড!
ততক্ষনে আমি ঝিকিঝিকি পমপমের কাহিনী শুরু করছি-সেও আর আপনের কথা জিগাইতে ভুইলা গেছে(ব্রেন অনেক শার্প কিনা)
এই ঝিপ আমি নসুতেও হিট করানোর ব্যবস্থা কর্তাছি 😀
মাস্ফু'র অনেক দিনের শখ আজ পূরন হয়েছে। লাবলু ভাইয়ের সাথে ছবি তুলবে তুলবে করে এতোদিন আমার মাথা খাচ্ছিল।
আমি এইবার রেডিও এবিসির কথাবান্ধবীরে সাথে ছবি তুলপো :((
আরো বড় হ।
যখন ফৌজিয়ান ভাইএর মতো বয়স ৩৯ হবে তখন তুলতে পারবি। x-( x-(
@ মাসরুফ,
সব প্যাঁচ খায়া গেল তো......... 😕 😕 ।
"টুশকি", আমার "কিউট খোমা" ( :shy: :shy: ) আর "ঝিকিঝিকি পমপম" এই তিনটা নিয়া জাস্ট ফেরেন্ডদের মইদ্যে কোনটা বেশি জমলো?
কে/কি কোনটা থেকে বেশি বেইল পাইলো বুজতারলাম না তো।
এনিওয়ে থ্যাংকস ডিয়ার 🙂 🙂 😛 😛 ।
Life is Mad.
বাইচ্চা গেছি........ঐ পুরুষঘাতিনী হাসি নেটে ভর কইরা এই লাইবেরিয়া পর্যন্ত আসে নাই 😛 😛 ।
আসলে আর দেখা লাগতো না 😛 😛 😛 ।
আমার এখন শেষ চার মাস (একজ্যাক্টলি ৯৬ দিন) চলে 😕 😕 😛 😛 😉 😉 ।
Life is Mad.
আমি এক্সপার্ট হইলাম কবেত্তে 😮 😮 😮 😮 😮 ????
বদ পুলা 😡 😡 😡 😡 ।
Life is Mad.
আইচ্ছা, আমার একখান ডাউট আছে।
বেরেন শার্প না হইলে কি ওই পুরুষঘাতিনী হাসি এই লাইবেরিয়া পর্যন্ত আসার সম্ভাবনা আছিল 😕 😛 😕 😛 😉 😉 ????
Life is Mad.
।।
জটিল একটা লাইন............।। :boss: :boss: :boss: :boss:
কোনো দিন থামছে ওর গল্প বল......।।
।।
সাইফের সরু পেটে গরু আটে.........।।
এক্কেরে হক কথা :grr: :grr:
এবং মাস্ফু'র দেখাদেখি সাইফ ও।
বামে থেকে ডানে - বড়, মাঝারি ও ছোট 😀 😀 ।
Life is Mad.
তুই আমার কলেজের ছুডু (এইডা কিন্তু সাইজে না) ভাইডারে "ছোট" বললি ক্যান? তোরে :chup: । ও এখন কুটিপুতি, জানস??? কত্ত বড় লোক!!! ।
এই ছবিডা স্মৃতিসৌধের একটা সাইড ভিউ ও তো বলতে পারতি :-B
সেরকম মজার মাহফিল হইলো একটা।
বিভিন্ন কলেজের সিনিয়র জুনিয়র, বেশিরভাগের সাথেই আজকেই প্রথম দেখা। কিন্তু খুব জমাট আড্ডা হইছে।
লাবলু ভাই এবং শফি ভাই এত ব্যস্ততার মধ্যেও এতটা সময় দিয়েছেন আড্ডায়, সেজন্য উনাদের প্রতি কৃতজ্ঞতা।
সিসিবির পরিচিত মুখ সবাইকে নিয়ে খুবই প্রাণবন্ত সময় কাটলো।
আর 'কুটিপতি' সাইফ, মাস্ফ্যু আর লাবলু ভাইয়ের সৌজন্যে খাওয়া দাওয়াটাও বেশ জম্পেশ হইছে।
পোলাপাইন যারা যারা আসছিলি সবাইরে থ্যাংকস। চমৎকার একটা টাইম উপহার দেবার জন্য।
রেগুলার এইরকম মাহফিল চাই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনের তো ভাল যাইবই...পুরা সময়টাতে চামে তো মিয়া 'পয়েন্ট আপ' কইরা নিলেন... :chup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😛 😛
টিম পিলে চিলা ইসিস পিন্থপিথে, ইরো জিমায়া ইড্ডাবিজি কিরুমনে :awesome: :awesome:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইকে, বিস...টিমিং হিলেই চিলে যিমু নি... :tuski:
( 'পিরা ভিষা' তি ইস্তে ইস্তে জিটল থিকে জিটল তির হিতেছে... :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইবার জিগায় :thumbup:
ভিবতাছি পিরা ভিষার ইকটা ইকিপিডিয়া খিলুম কিনা।
তির ইগে গিগিল ইর ইয়াহিকে সিজ কিরন লিগব
দিখি কি কিরা যি ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
পিরা ভিষা জিন্দাবাদ
যি কিনো সিপোর্ট লিগলে জিনাতে দিরি কিরবেন নি... O:-) (ইবশ্য মিন্টাল সিপোর্ট দিয়াটাই ইমার বিশি পিছন্দ... 😀 :khekz: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভূল থেকেই দারুন কিছু। আমার এক ভুলে এই পিরা ভাষার জন্ম। 😀
ভিলটি কি ছিল রিবিন ভিইয়া?
ইমি পিরা ভিষায় ইকিপিডিয়ার সিম্পাদক হপো :((
পিরা ভিষা যিভিবে জিটিল হিতিসে, ইখিন থিকি তি বিঙ্গিনিবিদ কিরি দিতি হিবি...
(বেশি পিরা হয়া গেলো নাকি? ;))
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সিকিব, তিই পিরা ভিষায় বিঙ্গানিবিদ নি কিরে জিপিনী ভিষায় অিনিবিদ কিরে দে।
ইমিও বিঙ্গানুবাদ কিরপো :((
আপ্নেরেতো আমি না দিলে আর কেউ ধন্যবাদ দিবে না। তাই আমিই দিয়া দিলাম। :grr: :grr: :grr:
আড্ডায় যোগ দেয়ার জন্য থ্যাঙ্কস কাইউম ভাই। 😉 😉
😀 😛 :shy: :hug: :hug: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও থ্যাঙ্কস দিলাম সেই শয়তানী হাসির কাইয়ুম ভাই কে! 😀
তুই আমারে মিষ্টি কবে খাওয়াবি সেইটা বল x-(
যেদিন কল্যান পার্টি ক্ষমতায় যাবে সেইদিন কাওয়াবে।
দাঁত ব্রাশ করতে থাকেন। 😉 😉 😉
মন্তব্য নিস্প্রয়োজন।
আসলেই নিস্প্রয়োজন :no: । তাই আমি মন্তব্য করলাম না 😛
রহমান ভাই কি আমারে কিছু ইঙ্গিত দিলেন নি? x-(
এই কেকের টু থার্ড কি এই ব্যাডায় একাই মারছে নাকি 😮 😮 ?????
Life is Mad.
আব জিগস্? বুঝে নাও। এই চুপ x-( । মন্তব্য করা না নিষেধ 😡 । আবার ভুল করছিস ক্যান? এই দেখ্, আমি কোন মন্তব্য করছিনা :no: 😐
আফসোস হচ্ছে প্রচন্ড, একই সাথে ভালও লাগছে এই ভেবে যে, "নাই মামার চেয়ে কানা মামা ভাল"। সিসিবি মাহফিলে সশরীরে না গিয়েও যেন আই পোষ্টের মাধ্যমে সিসিবি আড্ডা থেকে ঘুরে আসলাম। ছবি সত্যি কথা বলতে পারে। কামরুলকে অনেক ধন্যবাদ এই ছবিগুলোর জন্য। অনেক অপরিচিত মুখের সাথে আজ পরিচিত হলাম। দেশে ফিরলে ইনশাল্লাহ মাহফিলে শরীক হবো 🙂 ।
দোস্ত তুই আসতাছোস কবে? তোদের সবাইরে মিস করছি খুব আইজকা :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
ইনশাল্লাহ সামনের মার্চে। মার্চের ১৭/১৮ তারিখ এর দিকে দোস্ত 🙂 ।
যাই আমি ক্যালেন্ডারে লাল কালি দিয়া দাগ দিয়া রাখি... 🙂
বড় কষ্ট। :((
ছবিতে মুহাম্মদকেও দেখলাম মনে হয়? ডিনারের প্যাকেট কি সাইফুদ্দিন ভাইয়ের সৌজন্যে? জুনায়েদ ভাইরে একটু অন্যরকম লাগে! ১ম ছবিতে দাঁড়িয়ে কে?
ছবিগুলা দেখে ভাল লাগল।।
জুনায়েদ সাবধান। প্রোফাইল পিকচার বদলাও। 😉 😉
তুই জুনায়েদরে কইয়া নিজেই প্রোফাইল পিক বদলাইলি, ঘটনা কি :grr: 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
কেক মুখে ফটোসেশন।
:(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম, কাইন্দ না! বেটার লাক নেক্সট টাইম। 😉
ধুর ক্যাসপার-আমি ভাবলাম তুই উইড়া উইড়া চইল্লা আইবি-ভূতদের তো আর প্লেন লাগেনা 😀
অনেকদিন পর দেখা দুই জনের। বন্ধু কী খবর বল। অস্ট্রেলিয়া থেকে ছুটিতে আসা আদনান আর মান্না।
অই আদনান আর মান্না আবার dostana কাহিনি কইতেছে না ত......।।...।।...।।...আদনানারে যেরম ডগি ডগি লাগাতাসে.......।।....।।...।।দেখিস তরা dostana কিন্তু হিট হইসে.....।....।।....।।...।। :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :khekz: :khekz: :khekz: :khekz: :guitar: :guitar: :guitar:
প্রিয়াংকা না আসলে খেলুমনা ।
কামরুলের সুন্দর মন্তব্য পচানির জন্য তোর ব্যান্চাই । :chup:
ও এই উড়াউড়িডা বিএমএ'র জন্য রিজার্ভ রাখছে মনে হয় 😉 😉 ।
ওইখানে প্লাটুন কমান্ডার যদি বলে 'দৌড়াতে' তাইলে তো স্টাফ বলবে 'উড়তে' 😀 😀 😛 😛 ।
** নাহ্, এই মুসতাকীম পোলাডারে দেখলেই আমার বিএমএ'র কথা মনে পড়ে 😕 😕 ।
Life is Mad.
:tuski: :tuski: :tuski: :tuski: :dreamy: :dreamy:
কঠিন কঠিন লেখা দিলেও আন্দালিব রসিকতায় কারো চেয়ে কম নয়। গল্পটা নিশ্চয়ই অনেক হাসির ছিলো, জুনায়েদের হাসি দেখুন।
অই বেয়াদপ দুঈটা কি রসময় এর গল্প বলে নাকি?.।....।।...।।...।।... :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :guitar: :goragori: :goragori: :goragori: :goragori:
উপসসস্ 😕
আরে ব্যাপার না। B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ক্যামেরা ওর দিকে বুঝতে পেরে রায়হানের আকর্ণ হাসি।
রায়হান যেই হাসি দিছস বাপ!পিরথিবির সব মাইয়ারা ত এক্কেরে কাইত না শুধু হুইয়া যাইব.........।।...।।...।।...। :tuski: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :guitar: :guitar: :guitar: :guitar: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
১,২,৩,৪,৫,৬,৭..........উমমমমম মোট ২৮ টা বাইর হইসে 😀 😀 ।
Life is Mad.
ও কি তাইলে এখনও বেক্কল :-/ ? ইয়ে মানে আমি আসলে জানতে চাচ্ছিলাম রায়হানের কি বাকি চারটা আক্কেল দাঁত এখনও উঠে নাই :-B ?
বাহ!!! এই বুঝি আমাদের রায়হান ভাইয়া?
কাইউম ভাই ৬ খান কেক একা সাবার করেছে। ক্যামেরায় একবার না একবার তো ধরা খাইবই
😮 😮 😮 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ঠিক ঠিক...
ফৌজিয়ান ভাই was caught 'cake handed'... =)) :khekz:
কিরে টিটো, শেষমেশ তুইও অপাবাদটা দিলি,
নাহ, ইন্সাফ বইলা দুনিয়ায় আর কিছুই থাকলোনারে :(( :((
তোরেনা পাঁচ নম্বর পিসটার আধাখান সাধছিলাম x-( x-(
পুরা তো আর সাধেন নাই 😛 😛 😛 😛 😛
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ইন্সাফ গেসে দিহান ভাবী'র বাসায় বেড়াইতে ;))
শাটার টিপার আগেই টিটো পুরো কেক হাপিস করে দিলেও ধরা পরে গেলেন কাইউম ভাই।
কাইয়ুম, তোর চাহনিটা কিন্তু এইখানে বেশি সুবিধার ঠেকতেছেনা। টিটোরেও খাবি নাকি??? 😉
দোস্ত তুইও :(( :((
তয় টিটোর লগে ভালই আড্ডাবাজি হইলো। পছন্দের কথাশিল্পী বইলা কথা :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
৬টা মানে হইলো গিয়া দে-ড় হালি 😮 😮 !!!
Life is Mad.
পোলাডারে রেহাই দে 😉 😉 । ভাবী নাইলে কানবে।
Life is Mad.
থাক দোস্ত, এইবার ছাইরা দে কাইয়ুম রে। আমরা আমরাই তো 😉 । মাগার তাইফুর মামারে খুব মিস করতেছি। তাইফুর ছাড়া জমে না পুরাপুরি। অই কাইয়ুম, মাশেক কিছু জানাইছে তোরে?
সবার প্রোফাইল এ যেরকম নায়ক নায়ক ছবি লাগানো, আমি তো নিজের ছবি দেওয়ার সাহসই পাইতেসিলাম না...মাহফিল এর ছবি দেইখা আবিষ্কার করতে পারলাম যে, অধিকাংশ পাবলিক এরই এক্স-ক্যাডেট সুলভ সুরতহাল...(ব্যতিক্রমঃ মাস্ফু এবং আরো দুয়েকজন ;;) ...)
সবাই কি সিসিবি এর প্রোফাইল এ দেওয়ার জন্য শেভ কইরা, মাঞ্জা মাইরা ছবি তুলে?...বড় জানতে ইচ্ছে করে...(কপিরাইটঃ জুনা)
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ব্যতিক্রমঃ মাস্ফু এবং আরো দুয়েকজন
কিয়ের ব্যাতিক্রম??কুন দিক দিয়া ব্যাতিক্রম????কিকৈবার্চান-ঠিক্কইরাকন x-( x-(
সাকেব ভাই তোরে লাল্টু কইছে 😉 😉 😉
আর প্রোফাইল পিকচার নিয়া খোটাটা মনে হয় আপ্নেরে দিসে 😉
সাতেও নাই, পাঁচেও নাই
বেদ্দপ পোলা। x-( x-( x-(
পানির বোতল নিয়ে জিহাদের এক্সপ্রেশন দেখুন।
পানিতে কি মিশানো ছিল 😉 😉 ????? জিহাদ ওইরকম করে ক্যান???
Life is Mad.
পানির কালারটা কেমুন যেন হলুদ হলুদ, কিসের মতন ঠেকতেছে :-B । আমি মনে হয় ভুল দেখতেছি, চশমাই :-B নিতে হইব মনে হয় । কালার ব্লাইন্ড হইয়া গেলাম নাকি? অই তোরা কি কালার দেখতেছিস বলতো আমারে, মিলাই দেখি
জিহাদ ঠীক ধরছস.....।.।।...।কেম ইদানিং খুব ঘন ঘন ক্লিন শেইভ করে আর বডী স্প্রে মারে.।..।..।।...।।বুঝলাম না .।।.।।...।।হালার জিন্দেগীটা ফিল্মের লাহান হই.ল না ..।।...।।...।।...।।...।ক্ম্রুলের লাহান অথবা মস্ফুর লাহান ত হইতে পারত নাকি?শালার তাও হইল না...।।...।।...।।...।অরে তোরা কে আছিস ..।.।.।এক কৌটা বিষ নিয়ে আয়,এ জীবন আমি আর রাখপ না....।।...।। :guitar: :chup: :chup: :chup: :chup: :chup: :chup: :party: :hatsoff: :awesome: :awesome: :awesome: :khekz: :khekz: :khekz: :khekz:
:gulli2: :gulli2: :gulli2: আলদীন আর জিহাদরে
আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায় 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আকলমন্দ কে লিয়ে ইশারা হি কাফি হ্যায় 😉
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
জিহাদ পোলাটার আইকিউ লেভেল এতো উচা দেইখাই অরে আমি এতো ভালা পাই...
আফটার অল, নাট্যকার সাহেবরে সরাসরি কিছু বলতে পারিনা...পরে যদি নাটকে পাট না দেয় :no:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
দিছি ছবি বদলায়া। এখন যা ইচ্ছা কন। 😡 😡 😡 😡
ফেইসবুকের ছবিগুলায় কমেন্ট কইরা কোন মজা নাই...ইমো ছড়া কি কমেন্টায়ণ সম্ভব??? :-B 🙁 😮 x-( 😡 :duel: :gulli2:
দি গ্রেট ৯৪'ব্যাচ।
একদম মনের কথা :awesome: :awesome: :awesome: :awesome: ।
Life is Mad.
আড্ডাটার কথা অনেকদিন মনে থাকবো। হেব্বি জমছিল।
দুষ্ট ছেলের দল। ৯৯'ব্যাচ।
এইখানে মাত্র তিনজনরে চিনছি।
বাকিদের কে কি 😕 😕 ????
হেল্প হেল্প F1 F1..........
Life is Mad.
কই কারো হাসি দেখে তো দুষ্ট মনে হচ্ছে না । আমার তো মনে হচ্ছে এখানে সব লক্ষী ছেলের দল, সিসিবির পেছনে যাদের (যে ব্যাচ) অবদান সবচেয়ে বেশি।
সাবাস ৯৯ ব্যাচ, তোমাদেরই খুজছে বাংলাদেশ। কিপ ইট আপ :thumbup: :thumbup: :thumbup:
কাটা ঘায়ে নূনের ছিটা...
আমি যে একেবারে মুর্খ না তা প্রমান করার চেষ্টা করছিলাম লাবলু ভাইয়ের কাছে।
ও ও ও ও ও..........আইচ্ছা 😛 😛 😛 😛 ।
Life is Mad.
প্রমান করার কি দরকার?
কেক কেনার বুদ্ধি আমার ছিল। এমনিক মি. বেকার-এর ঠিকানাও আমার বইলা দেওয়া। লাভলু ভাইরে কইছিলাম এক টুকরা নিয়া আসতে। আনে নাই। আফসুস। বড়ই আফসুস। :gulli: :bash: :gulli: :bash: :gulli: :bash:
শওকত ভাই, পরে আইনেন, এখন বাকিই থাকুক 😉 । দেশে আইসা লই 😀 :awesome: । তারপর :guitar:
আমরা সবাই Wise man - একই চিন্তা করি 😀 😀 😛 😛 ।
Life is Mad.
এই না হইলে ক্যাডেট কলেজের বড় ভাই।
আপনেরে আর লাবলু ভাইরে :salute:
আসেন না দেখে খুব রাগ করছি। 🙁
হেভ্ভি ব্যস্ত ছিলাম ভাইয়া। সম্ভব হয়নাই।
শওকত ভাই, আপ্নের জন্য একটা না, বরং দুই দুইটা বড় বড় কেকের টুকরা লাবলু ভাইরে ধৈরা বাইন্ধা দিয়া দেয়া হৈসিল। সে তো প্রথমে নিতেই চায়নাই।
কিন্তু আপনি বলতেসেন আপনি সানাউল্লাহ ভাইয়ের কাছ থেকে কিছু পান্নাই...। 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
সোনারগাঁওয়ের মোড়ে আইছি, এমুন সময় দুইডা টুকাই পপকর্ন বেচতে আইলো। আমি দুই টুকরা খেখ দিয়া দুই প্যাকেট পপকর্ন কিইন্যা খাইতে খাইতে অফিস আইছি।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:awesome: :awesome: :awesome:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বুঝছেন তো শওকত ভাই, এই হৈলো ঘটনা।
সানাউল্লাহ ভাইরে কি ইদানীং ভদ্র এস এম এস আর দিতেসেন না নাকি? 😉
সাতেও নাই, পাঁচেও নাই
লাবলু ভাই!ছি! আপনি মাসুম ভাই এর প্রতি এতটা নিষ্ঠুর হইতে পারলেন.?মাসুম ভাই,আপনি কেক পান নাই এইজন্য প্রতিবাদ হিসেবে আমি কালকে সকালে ব্রেকফাস্ট এ অনশন করেছি এবং আপনার প্রতি এহেন অন্যায় আচরনের তিব্র প্রতিবাদ জানাচ্ছি :awesome: :awesome: :awesome: :awesome: :awesome: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
একটা ছবি দিতে ভুইলা গেছিলাম। আজকে ফেসবুকে সিসিবি আড্ডার ছবিগুলি দেখে মনে হলো এই ছবিটা তো দেয়া হয় নাই। তাই দিয়ে দিলাম সঙ্গে বোনাস হিসেবে থাকছে সেখেনে দেয়া জুনায়েদের কমেন্ট।
Junaed Kabir ডিসেম্বর 24, 12:37am-এ
মাসরুফ, অন্য ছুরিটা কোথায়?
নাকি পুরো কেকের সাথে ছুরিটাও...??
:)) :)) =)) =)) :goragori: :goragori:
চেটেপুটে সাবাড় 😮 😮 !!!!!
Life is Mad.
ওই ছুরি দিয়া "একা এবং কয়েকজন" বাড়িটার হোস্ট *মরুল নামক ব্লগারকে ধাওয়া করতেছিলাম x-( x-(
পুরা কেক্তো খাইলাই...তাও ছুরিসুদ্ধা!!! :no:
এরপর আরও কেক খাবার জন্য তুমি বাড়ির হোস্টরে ধাওয়া করছ???? 😮
আরে ব্যাটা, উনি সামান্য হোস্ট...'মি. বেকার' এর মালিক না... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনু,সিরম সিরম হিইছি তির মিন্তবি।ইমি হিস্তি হিস্তি পিইরা জিতাসি...।। :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :goragori: :goragori: :goragori: :goragori:
দাদা =)) =)) পিরি , মিরি সিব ইকসিতি গিলিম রি :khekz: :goragori:
=)) =)) :khekz: :goragori:
কিরে রবিন, তুই ইমনে কিনতিছিস কিন x-( x-(
কিথায় কিন গির্তে পিরা ছিলি যি মিহফিলে ইসলিনা x-( x-(
ইসলে পিরে কিকটা খিতে পিরতি
যিহিতু ইসিসনি তিই কিনি কিন্নাকিটিতে কিম হিবি নি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
রিবিন ভি, ইমরা ইপনারে ইনেক মিস কিরছি... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কামরুল ভাই, উপরে একটা ছবির ক্যাপশন 'মন্তব্য নিষ্প্রয়োজন'...কিন্তু মন্তব্য না করে পারলাম না...
'তবে আরও কেকের প্রয়োজন' :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দাড়া
ছবিগুলি মন্তব্যের জন্য কমেন্টে উন্মুক্ত করে দেই
:khekz: :khekz: :khekz: :khekz: :awesome: :awesome:
Life is Mad.
রুমে জায়গা কম পড়ায় এমনকি জানালা দিয়ে আড্ডায় অংশ নিয়েছে শার্লী আর মাহবুব।
গ্রুপ ফটোসেশন।
লাবলু ভাই আসার আগে সারাক্ষনই এই চেয়ারটা দখল করে রেখেছিলাম আমি।
চেয়ারটা দেইখা বেশ আরাম আরাম লাগতেছে 😛 😛 ।
সেম সেম আমার এইখানেও একটা আছে 😀 😀 ।
Life is Mad.
কাঁদছি না। সিগারেটের ধোয়া বেড়া যাওয়ার পর।
তিন বৃক্ষের শখ একসাথে ছবি তোলার।
শেভ না করা অবস্থাতেও আমারে কি সুন্দর লাগছে... B-) ;;) :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দেখিস কেউ আবার আইডি কার্ড না চাইয়া বসে 😉 😉
কোন মেয়ে চাইলে তো খুশি হয়েই দেব... 😀
অন্যথায়, নিজের আইডি না দিয়া অন্য কারও টা... 😉
মনে মনে ঠিকও করছি কারটা দিমু...তয় কমুনা কারটা...আপনে আমারে মারবেন! :-B O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কাইয়ুম ভাইয়ের নামে উলটা পালটা কথা কইলে সত্যি সত্যি মাইর দিমু কিন্তু। 😉 😉 😉
=)) =)) =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
এক্কেরে নূরানী চেহারা ;)) ;;;
🙂
সংসারে প্রবল বৈরাগ্য!
সবার ছবি আমি তুলেছি , কিন্তু আমার ছবিটা কে তুললো?
তাইতো তাইতো!!!!
৯৯ ব্যাচের দুষ্টু ছেলের দলে একটা কালো রঙের কম্প্যাক্ট পয়েন্ট এ্যান্ড শ্যুট দেখা যাচ্ছে 🙂 🙂 ।
Life is Mad.
:shy: :shy: :shy:
লাবলু ভাইকে অনেক ধন্যবাদ চমৎকার কেকের জন্য। জন্মদিনে দাওয়াত না দেয়ার প্রায়শ্চিত করেছে মাস্ফু অন্য কেকটা এনে।
এবং
এইভাবে ফিনিশিং টাচ দিয়ে....... :khekz: :khekz: :khekz: :khekz:
Life is Mad.
=)) =)) :goragori: :goragori:
আমিও খেক খাপো :(( (ক, রা, মাস্ফু)
সবাই মিলে একসঙ্গে কেক কাটা।
ডিনার শুরু হয়ে গেছে, কিন্তু সাইফের গল্প থামেনি।
বেচারা রায়হান। সারাক্ষন আমার ঝাড়িতে দৌড়ের উপর ছিলো।
হেইয়া ওর গল্প পইড়াই বোজতার্ছি 😀 😀 😛 😛 ।
Life is Mad.
আপনমনে নির্বিঘ্নে ডিনার সেরে নেয়া।
জুনায়েদ তাকাও বলতেই একেবারে রাজনৈতিক নেতাদের মতো ভিক্টরী সাইন তুলে দিলো।
সাইফ আর কাইউম ভাই কিন্তু মাস্ফুর চেয়ে কম যান না খাওয়া দাওয়ায়।
ডিনারের পরেও আরো একদফা গল্পের আসর জমিয়ে দিলেন লাবলু ভাই।
ড্রিঙ্কস পর্ব।
আগেরবার তো ৪ লিটারের মধ্যে আড়াই লিটার খাইছিল মাসরুফ একাই।
এইবার 😉 😉 ????
Life is Mad.
বোতলতো দেখি মুহাম্মদের হাতে 😉 😉 😉
সবাই উঠি উঠি করছে কিন্তু আড্ডা ছেড়ে যেতে মন চাইছে না কারোরই।
@ কামরুল
গ্রুপ ফটো ধরে ধরে টোটাল প্যারেড স্টেট বাই নেম কি জানানো যাবে 🙂 ?
Life is Mad.
ঐদিন আড্ডার? নাকি পুরো সিসিবির?
ঐদিন আড্ডার - ছবি ধরে দিলে ভালো হয়......... 🙂 ।
Life is Mad.
🙁
এরপরের গেট টুগেদারে আমি যাইতে চাই...
আমি এই মর্মে স্বাক্ষর দিলাম যে আমি কোন বোমাটোমা ফাটাব না, আল্লাহর কসম।
ছুড ভোইন্ডা শয়তান হয়া গেছে খালি বান্ধা গরু খুঁজে,ভাইগো খবর নাই x-(
আমিও মিস করছি সিসিবির আড্ডা। কখন যে দেশে আসব?
ফয়েজ ভাইয়া, ইউসুফ ভাইয়াকে দেখলাম না।