আইজকা সক্কাল বেলা প্রথম আলোর শেষ পৃষ্টা দেইখ্যা আমি তো পুরাই টাশকি। চাইর ভাগের এক ভাগ জুইড়া হলুদ আর খয়েরী রংগের মিশালে আমাদের ব্লগের একটা সুবিশাল এড। হলুদ রঙ দেইখ্যা মিজাজটা খারাপ হইছে খুব, বদের বদ কাইয়ুম করছে এই কামটা। আবার একটা লোগোও দেখি বানাইছে, অর্ধেক অর্ধেক উপবৃত্ত সাতটা, এইগুলারে থাবড়া দিয়া চ্যাপ্টা কইরা পাশাপাশি সাজাই একটা পুরা অর্ধ-বৃত্ত করছে। চ্যাপ্টা উপবৃত্তগুলার একেকটার আবার একেক ধরনের রঙ। মনে পড়ল হাউস কালার নিয়া বিরাট হাউ-কাউ হয় মাঝে মাঝেই, মনে হয় সবার ব্যালান্সের জন্য পোলাটা হেই কাম করছে, যদিও নিজের হাউসের বিখাউজ কালারটা ব্যাক কালার হিসাবে দিয়া দুই-নম্বরি একটা করছে পয়লাই।
এড আইছে এইটা বিরাট বড় খবর। এডে লিখছে যে ক্যাডেট কলেজ ব্লগ থিক্কা দুইটা বই প্রকাশ করা হইছে। একটা বই লিখছে কামরুলতপু, আরেকটা একাদশ এবং দ্বাদশ শ্রেনীর স্মৃতি-চারন মূলক। এর মাঝে দ্বিতীয় বইটা প্রায় নাকি শেষ হয় হয় অবস্থা এবং এইটা আর ছাপানো হবেনা এই রকমের একটা হুমকি। তাই তাড়াতাড়ি কিনে ফেলতে বলছে। এর মধ্যে কামরুলতপু নামটা আবার বড় ফন্টে কালার কইরা দিছে। এইটা দেইখ্যা আমার মনে হইলো সম্পাদক বেটা নির্ঘাত কামরুলতপুর কাছ থাইক্কা ট্যাকা খাইছে, অথবা এড টার স্পন্সর কামরুলতপু।
অনেক কিছু হবার পারে, তবে ঘটনা হইলো গিয়া, ব্লগে আমার একাদশ এবং দ্বাদশ শ্রেনীর স্মৃতিচারন মূলক কোন লেখা নাই। তাই বইয়ে আমার বেইলও নাই। আমি পত্রিকার পাতা উল্টাই খেলার পাতায় চোখ বুলাই। ওম্মা, এইখানেও দেখি আরেকটা এড। এইটা আহবান-মূলক। নবম দশম শ্রেনীতে থাকার সময়কার হাবিজাবি নিয়া স্মৃতি-চারন মূলক একটা বই প্রকাশ হবে, এইটার লেখা চাওয়া হইছে। অবাক আমি আরেকটা পেজ উল্টাই দেখি আরেকটা এড। আমার প্রিয় কালার সবুজ দিয়া করা হইছে এইটা। বক্তব্য হইতেছে, অষ্টম শ্রেনীর যে সব ক্যাডেট বুঝতে পারতেছে না নবম শ্রেনীতে সাইন্স নাকি আর্টস নিব, তাদের অতি তাড়াতাড়ি একটা হট নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হইছে। হট লাইনের প্রথম ডিজিটটা গুলা হইলো গিয়া ০১২২-
ঘুম থেইক্কা উইঠা অনেক কিছু মিলাইতে পারলাম না। ব্লগের অনেক বড় বড় রাইটার আছে, তাগো বই নাই ক্যান? তাইলে এইটা কি কন্টিউনিয়াস প্রসেস? আমি মাঝের একটা দেইখ্যা ফেলছি? নাকি এই দুইটাই পয়লা? আর স্বপ্নে নাকি রঙ দেখা যায় না, কিন্তুক আমি তো দেখলাম।
নাকি আমি জাইগা ছিলাম রাতে? ঘুমাই না? অবচেতন মনে কল্পনা করছি সব? যদি তাই হয় তাইলে হাগু কালার ব্যাকপেজে ক্যান দিলাম, সবুজ না দিয়া? আর আমার নাম না দিয়া কামরুলতপুর নাম দিলাম ক্যান এত্ত বড় কইরা?
মানুষের মাথা বড়ই আজিব জিনিসরে ভাই। আইজকা সকাল থেইক্কা বড়ই কেলান্ত লাগতেছে। রাইতের ঘুমটা জমে নাই তেমন।
এইডা কি করলেন ভাই, জিহাদ হেডিঙ দেইখা পোস্ট না পইড়াই আমাগো রুমে আইসে। সিসিবির অ্যাড প্রথম আলোতে, আজকের প্রথম আলো পুরাটা আতি পাতি কইরা খুঁইজাও পাইলাম না। সিসিবিতে ব্যাক কৈরা দেখি ট্যাগ: স্বপ্নে প্রাপ্ত :(( :((
পত্থম প্যারা পইড়া আমি ব্রাউজারে খুলছি পত্থম আলু; কুনু জায়গায় কিচ্চু দেয় নাইক্যা। গালি গালাজ দিয়া ফিরা আইয়া পুরাটা পড়তে গিয়া আসলেই পইড়া গেছি। এইটা আমার পড়া সবচেইয়ে বেষ্ট টুইষ্ট। টাশকি লাগায় দিছেন ভাইজান। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আইজকার স্বপ্ন, কাইক্লার বাস্তব।
যার স্বপ্ন নাই, "কে বলে মানুষ তারে, পশু সেই জন"
সিসিবি আপ আপ :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কেমনে কি 😕 😕 পরথম অংশ পইড়া পেপার নিয়া ঘাটাঘাটি করলাম, কিসু না পাইয়া পরে ট্যাগ দেইখা বুঝতারলাম ডজ খাইসি 🙁 🙁 🙁
আরে বিয়াপার না, আমরা আমরাই তো
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিতো চিন্তায় পরসি কাল কে এই পেপার কই পামু আমার যে খুব দরকার 🙁
একি জিনিস আমারো হইসে প্রথমে বুঝিনাই :((
১ম :awesome: :awesome:
উফফফ
হইল না 🙁
কনগ্রাটস :party: :party: :goragori: :goragori:
ফয়েজ ভাই, সুস্থ্য আছেন তো?
সিসিবি এক বড় কঠিন নেশা, ছাড়ানো অসম্ভব।
ঐ তুমি কি কইবার চাও? পাগল হই গেছি আমি?
আরে শাহজাহান তো কব্বর বানাইছে, আর আমি তো স্রেফ কিতাব, এ আর এমন কি B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আহহহ...
যদি হইত !!
:dreamy: :dreamy:
পড়শুনা নাই, সক্কাল বেলা ব্লগে কি?
যাও মিয়া, কোপাও গিয়া,
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:dreamy: :dreamy:
তোমার না কাইলক্যা পরীক্ষা, নাকি তুমিও আতি পাতি কইরা পেপার খুজা ধরছো?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😕
ডরাইছো ক্যান? কেস কি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হাহাহাহহাহাহাহাহ। ট্যাগ না পড়ে লেখা পড়ে একটা বিশাল ধরা খাইছি। আমি তো আমার নাম পড়ে সাথে সাথে দেশে ফোন নিতে নিছিলাম। ব্যাপার কি জানার জন্য। আরেকটু না পড়ে যদি ফোন দিতাম তাহলে বিশাল লজ্জার ব্যাপার হইত। হাসতেই আছি হাসতেই আছি।
:grr: :grr:
ইন-ফিউচার, ইউ নো, এনিথিং ক্যান হ্যাপেন :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই,এক্কেরে ঝিকিঝিকি পম্পম হইছে লিখা।আমারো এমুন নিশা হইছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার খুলি আরেকবার খুলি পরীক্ষা থিকা আইসা।।এই যেমন এখন 😕
আইজকা পরীক্ষা ছিল নাকি ভাইডি? ক্যমান দিলা?
মন খারাপ ক্যান? বউ ঝগড়া করছে নাকি? 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
x-( আমি এখনো আনম্যারিড x-(
তাইলে তোরে মাইনসে জামাই ডাকে ক্যান?
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
স্বপ্ন ঠিকই দেখছেন ফয়েজ ভাই, খালি একটা জিনিস ভুল দেখছেন।
কুনু কালার ব্যালেন্স হইবোনা, ব্যাক কালারও না। পুরা কি পুরা হলুদে ভাইসা যাবে অরিজিনাল এড টা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbdown: :thumbdown:
কইছিলাম না পোলায় দুইনম্বরি একটা করবই করবো। নেক্সট টাইম সাবধানে ড্রিমিং করতে হবে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:grr: :grr: ইয়েলো ইয়েলো, আপ আপ :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbdown: :thumbdown:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিয়ার আপ চিয়ার আপ
=)) =))
ফয়েজ ভাই,আমার মন টা ভাল হইয়া গেল আপনের লিখা পইড়া
আরে বাবা, মনটা খারাপ ক্যান এইটা কও না কেন তুমি?
পরীক্ষায় গাব্বা মারছো নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই আসলেই একটা মাল ... ( :frontroll: )
খালি খালি ই-প্রথমালু নিয়ে ঘাটা ঘাটি করলাম ... ( 😡 )
পরে ট্যাগ দেখে :goragori: :goragori: :goragori:
সাবাস ফয়েজ ভাই :just: :salute:
মনে হইতাছে প্রথম আলো হিট বাইড়া গেছে আইজকা 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =)) =)) ভাই আমি তো লেখা পুরাটা না পইরা খুশি হয়ে প্রথম আলোর সব পাতা খুজে খুজে শেষমেশ পুরা লেখা পইরা বিশাল মাইনাস খাইলাম :(( :(( :(( :(( :((
আমার তো নিজের কাছে এখন খারাপি লাগতাছে। এত গুলারে মাইনাস দিলাম।
তবে একটা শিক্ষনীয় জিনিস বাইর হইছে, কুনু ব্যাটা ট্যাগ দেইক্ষা পোষ্ট পড়ে না, পোষ্ট পইড়া ট্যাগ দেখলেও দেখতে পারে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও প্রথম-আলোর দিকে রওনা দিসিলাম পরে কি মনে কইরা যেনো পুরাটা পড়লাম তাই ধরা খাইতে খাইতে বাঁচলাম। লেখা ভালো হইসে।
আজাকাল আপনি বেশী বেশী চিন্তা করেন তাই কেলান্ত হয়ে যান। আপনি না কইসেন একটা ক্লিয়ার মন নিয়া সিসিবি পড়তে আসেন; যাইবার সময়ও ক্লিয়ার হইয়া ফেরত যাইবেন। তাইলে আর আমার লগে ঝগড়া করতে ইচ্ছা হবে না। 😛
আপনি আজকাল দুঃখ দুঃখ পোস্ট কম ছাড়তেছেন। আই এম বেরি হ্যাফি ফর দ্যাট। ছুটির দিনে সাত সকালে এমন একটা মজার পোস্ট দেবার জন্য থ্যাঙ্কু।
প্রথম দুই প্যারার জন্যি এইটা 😛 😛
দুঃখ নাই, বরং বিরাট টেনশিত আছি, বুঝছো, আইজক্যা পয়লা ক্লাস, ওরিয়েনন্টেশনে মাশা-আল্লাহ মাথা ঠিক রাখবার পারছি, সবাই আসে নাই মনে হয়। ফুটুশ ফাটুশ কইরা এংরাজী কয় এরা, ড্রেস গুলাও কেমন কেমন, মুখ দেইক্ষা মনে হয় পড়তে আসে নাই, বিয়া খাইতে আসছে এই রকম সাজুগুজু।
আমার টেনশন অবশ্য এইগুলা নিয়া না, টেনশন হইলো গিয়া প্রায় দশ বচ্ছর পর ক্লাস করুম, বেইজ্জত না হইয়া যাই।
মানি মান আল্লায় রাখে কি কও, দোয়া কইরো তো ছাপ্পর ফুইড়া। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, যারা বিয়া খাইতে আইছে সাজুগুজু কৈরা তাগোরে আমাদের নাম্বারটা দিয়া আইসেন, মাঝে মাঝে আপনার পড়ালেখার খোজ খবর নিতে হইব, ফাকিঝুকি দেন কি না এইসব আর কি ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই
আপনে ব্যস্ত মানুষ, এতোদিকে নজর দেয়ার দরকার নাই।
এইসব ছোটখাট ব্যাপারগুলি আমিই না হয় সামলাই । :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
;;; :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ধুর, আই ইউ বি এর খবর আমারেই নিতে দে
:shy: :shy: আমি এখন "এঙ্গেজড" নাইলে এই এক আমি ছাড়া আর কারো উফ্রে ফয়েজ ভাই এই খবর নেওয়ার বেফারে ভরসা কর্তনা :shy:
তুই এঙ্গেজড নাকি? কবে থেকে? 😉
কি জিগান এইগুলা শরম লাগে তো :shy: :shy: :shy:
মানুষ তো এঙ্গেজড হইলে মিলাদ পার্টি দেয়। তুই দেস নাই তো, তাই মানতে মন চায় না
তাইলে আপনের আর রুবাবা আন্টির "ঝিপ"(ঝিকিঝিকি পম্পম) এর মিলাদ কই? :))
ধুর ব্যাটা আমি এতো উচু লেভেলের না।
@ অল পোলাপাইন
এগো খবর নেয়ার জন্য তোমাগো মত বদ পোলাপাইন ভাড়া করনের কুনু দরকার নাই। তার উপ্রে তোমরা হইলা গিয়া যারে কয় ব্যাচিলর, কি করতে কি কর ঠিক নাই। আমার এক্সপেরিয়েন্স আছে, আমি সামলাইতে পারুম সবডিরে।
তোমার আমার ক্লাস আর পরীক্ষা নিয়া কিছু করবার পারবা কিনা হেইডা কও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
চিলে কান নিছে 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইবার নিছে ঠিকাছে, তয় পরেরবার আর দিমু না চিলের কান।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
যান, একটা পাঁচতারা দিয়া গেলাম। আপনার আবার পাঁচতারার খুব শখ কিনা । 😉
ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বিয়াদ্দপ পোলা, তোর কমেন্ট পইড়া তোর লাষ্ট পোষ্টে এক তারা দাগাইতে গেছিলাম, তয় আর রেটিং করবার দিতেছে না, মনে হয় এক পোষ্ট একবারের বেশি রেটিং হয় না।
বিরাট বাচা বাইচ্চা গেলিরে কামরুল। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিরাট বোকা হইলাম। x-(
প্রথম প্যারা শেষ হবার আগেই নতুন ট্যাবে ই-প্রথমআলো খুলে বসেছি। তারপরে পুরো পোস্ট পড়লাম।
ফয়েজ ভাইয়ের ভ্যানচাঈ! :duel:
www.tareqnurulhasan.com
সচলে অরুপরে নিয়া তোমার পোষ্টে আমিও ধরা খাইছি একখান মাশা-আল্লাহ করমের। বিছরাই, বিছরাই তিন চাইর মিনিট পরে পাইছি।
কাটাকাটি হই গেল তাইলে। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমারে না জানাইয়া প্রথম আলোতে বিজ্ঞাপন দিল কেডা, তার ব্যাঞ্চাই x-(
বস্ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, লাবলু ভাই নাকি আছেন এর পিছনে। :grr: এখন কি আপনি উনার, ইয়ে মানে কিছু চাচ্ছেন? ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
পোষ্ট দেয়ার পরপরই সক্কাল বেলা একবার দেইছি সানাউল্লাহ ভাই পোষ্টে ডুকছিল, উনিও ধরা খাইছে কিনা এইটা অবশ্য এখনত্তরি বলে নাই।
বিশ্বাস করেন ভাইয়া, আমার উদ্দেশ্য পুরাই সৎ ছিল, পোলাপাইন গুলা এমনে এম্নেই ধরা খাইছে। আমি কুনু ফাদ পাতি নাই, ঈমানে কইলাম। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:bash: ধুর প্রথম আলোর ব্যাঞ্চাই 😡
লগে আরও একজনের 😛
কাউয়ুমের ব্যান চাইছো না তুমি, বুঝাবার পাইছি। 😀
চাওয়াই উচিৎ, বেটা বদের হাড্ডি। হলুদ রঙ দিছে 😉
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনে শুরু কইরা দিলেই হয়!
দিমু না। কত্ত ভস পাব্লিক আছে না
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
একটা গান ঘুরতাসে মাথায় :-B
জিপির নতুন এড দেখার পর থাইকা :dreamy:
ফয়েজ ভাই শুনবেন নি ?
http://www.esnips.com/doc/dd754cb8-1495-4dc0-8bde-01bf3831ea89/Ek-Boishakhe-Dekha-Holo
হঠাত তোর মাথায় এই গান আইলো কেন?
@ রবিন
আরে বুঝ না, এখনো বৈশাখ, বর্ষা কিছুই দেখে নাই। তাই মনের সুখে গান ধরছে। আমাগো তো চুল পাকা, বৈশাখের রোইদ আর আষাঢ়ের কাদা মুখস্থ হই গেছে।
আরে তোমারে এই কথা ক্যান কই, তুমি তো ওগোর দলে।
@ রেজওয়ান
গানের জন্য ধন্যিপাতা। 😀 কালেকশনে ছিল না, নামায় রাখলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:hug:
জীবনে এমন বোল্ড খুব কম হইছি 😡
লাফাইতে গিয়ে ট্যাগ দেখে চুপচাপ বসে পড়লাম।
আপনারে যে কি করা উচিৎ... :duel:
বড় ভাইয়ের কাছে বোল্ড হইলে অসুবিধা নাই, বন্ধুর কাছে হইয়ো না কইলাম। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পাব্লিক যেহারে আমার ভ্যাঞ্চায় এই পোষ্টের লাইগ্যা, ভাবতাছি ফ্রী-ইঙ্কামের জন্য ভ্যান গুলারে ভাড়ায় খাটামু কিনা :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =)) =))
ভাইরে কলেজে নিয়া (দুদু) দুধ পান বিরতিতে পুরা দুদুবার( :shy: ) করে দুই জগ দুধ পান করাইতে হইবো....হে...হে..... 😀 😀 জনগন কি কও????অথবা বিডি সারের বকবকানি record কইরা পুরা গেমস টাইম শুনাইতে হইবো......ফয়েজ ভাই রাজি??? 😛 😛
ঐ :grr: :grr:
( :frontroll: )
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
শুন, মিল্কব্রেকের দুধ আমি খাইনা, কইছি তো একবার।
আর বিডি স্যার :grr: উনি মেলা কারনে আমার কাছে বান্ধা, আমার কাছে আসলে উনি লেকচার দিতে পারবনা একটুও, বরং সারাক্ষন সরি সরি কইতে কইতে মুখে ফেনা উঠায় ফেলব। :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অল্পের জন্য পরথম আলুতে গিয়া :just: বোল্ড হইনাই
বোল্ড হইলেও বা কি ক্ষতি হইত। কতজনে তো হইলো।
বহুত দিন পরে আইলা, আশা করি সহি-সালামতেই আছ।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া ব্যস্ত ছিলাম কিছুটা, এমনি সুস্হ আছি, আলহামদুলিল্লাহ । আপনার ক্লাশ কেমন যায়?
ভাই :frontroll: :frontroll: :frontroll: :frontroll:
বিয়াপার না, উইঠা পড়। 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
🙂 🙂 🙂 ধন্যবাদ :boss: :boss:
ফ্যান্টাসিটা দারুণ হইছে ফয়েজ! আমিও গতকাল পইড়া পিরা গেছিলাম প্রায়। মন্তব্য পইড়া পরে নিজেরে সামলাইছি। বাংলা সিনেমার স্ক্রিপ্ট লেখাটা তুমারে দিয়া হইবো মনে হয়। খেলোয়াড় জাহান ঝন্টু ফেল মারবো কইলাম। গ্রেট ডিরেক্টর কামরুল কি কয়? :grr: :grr: :grr:
মনে হইলো আগে এইরকম ফ্যান্টাসি করতো ফুয়াদ (বন্য)। পাগলাডা গেল কৈ?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বাংলা সিনেমার স্ক্রিপ্ট 🙁 ভাবছিলাম হলিউড কইবেন 😛
যাউজ্ঞা, মন্দার দিনে তাই বা মন্দ কি 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:khekz: =))
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সন্দেহাতীত ভাবে স্বপ্নে রং দেখা যায়। আমি প্রতিদিন-ই কালারফুল স্বপ্ন দেখি।
😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ওই মিয়া আপনের না ক্লাস শুরু হইছে ক্লাসে গিয়ে কি রং টং লাগলো নাকি মনে? কালারফুল স্বপ্ন দেখা শুরু করছেন, তাও কি লাল হলে বুঝতাম তা না হলুদ(যাক ওইটা আমাদের কলেজ কালার 😀 )।
আর আপনার এমবিএ করার কি দরকার? আমারে বললে আমারটা আপনারে দিয়ে দিতাম।
যাক স্বপ্ন ভালোই দেখছেন নেক্সট টাইম আরো কালারফুল কিছু হলে মন্দ হয় না 😀
😀
এই হলুদ কামটা করছে কাউয়ুম, বদের বদ পোলা।
এমবিএ দেখি হগগোলেই করতাছে, তাই একটা টেরাই দিলাম, মন্দা সম নয়া চাকুরী তো আর খুইজ্জা পামু না 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সকালে একদফা প্রথম আলো পড়ছি। লেখা পইড়া মনে করার চেষ্টা করতেছি ... কই আমি তো দেখলাম না ... কাইউম এর উপ্রে মিজাজ বিলা হয়া গেল ... রানার'রে কইলাম আবার পেপার আনতে।
খেলার পাতার দ্বিতীয় এড এর জাইগায় আইসা সন্দেহ হইল ... আমি এত বেখেয়াল না ... খেলার পাতা ভাল মত পড়ছি।
আরেক পাতায়ে আরো একটা এড ... হট লাইন নাম্বার ০১২২ ... এই পর্যন্ত আইসাই ফকফকা হয়া গেল ... এই প্রথম দেরি কইরা পেপার আইনাও রানার ধমক খাইল না।
দূর্দান্ত ফয়েজ ভাই ... স্বপ্ন গুলো সত্যি হোক ... আপনার, আমার, সবার।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাইয়া কতদিন পরে আপনি কমেন্ট করলেন। কেমন আছেন?
কমেন্ট কইরা ফলোয়াপ করতে পারি না তাই কমেন্ট করা হয় না। এই যেমন তোর এই কমেন্ট এর ফলোয়াপ না করলে কি তুই আর ভবিষ্যতে এত মধু নিয়া আর "ভাইয়া" কইবি ...
কষ্টে আছি - আইজুদ্দিন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ও তাইফুর, ভাইডি, তোমার লেখা কমেন্ট কত্ত দিন পর পাইলাম, অথচ হগগোলেই কয় তুমি এখন কাছাকাছি থাক 🙁
বউ কেমন আছে তোমার?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দূরেই মনে হয় ভাল ছিলাম বস ... গ্রামীন ফোনের "যত দূরেই যাই না কেন কাছে থাকা" হইত ...
কাছে আইসা দূরে থাকার ম্যালা হ্যাপা ... কষ্ট বাড়ে ...
বউ ভাল আছে বস,
আমাদের ভাবি, পিচ্চি ক্যামন আছে ??
"খেরোখাতা" পড়ি না কতদিন ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফয়েজ ভাই আমার বৌএর কথা জিগায় না !! :bash:
খেলুম না 🙁
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
বউ থাকলে তো খেলবি ... 😉
(খুব বেশি ভাল্গার হয়ে গেল কি ??) 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তুই বিয়া করছস?? :-B
খেরোখাতা ছাপাইছি তো, দুইটা, এর মধ্যে ফুলের টা ভালো হয় নাই, স্মৃতির টা মোটামুটি হইছে।
পড় নাই মনে হয়?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্মৃতি আপারটা ভালো হইছে। ফয়েজ ভাই স্মৃতি আপারে সব সময় ভালো রাখে 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল তুমি খেইপ্যা গেলা ক্যান হঠাৎ?
খেলা, স্মৃতি আপা এইসব কি? ছিঃ কামরুল ছিঃ
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ও !
আপ্নে খেল্লে দোষ নাই! আমরা খেল্লেই দোষ :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আরে সবকিছু পরিপক্ক হইতে সময় লাগে না, অপরিপক্কের মত কথা বল ক্যান?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও পরিপক্ক হপো 😉
(কপিরাইট-জামাই)
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:just: জামাই কইতে হইবেক ;;;
x-( x-( x-(
ফয়েজ ভাই, অনেক পরেপড়লাম আপনার এই লেখাটা।
আপনি পুরা'ই :boss: ভাগ্যিস দেরী করেছি, নয়ত আর সবার মত পরথম প্যারা পড়েই পরথম আলু'র (কঃরাঃ লাবলু ভাই) জন্যে দৌড়াতে হত।
:just: :gulli2: :goragori:
কবি বলেছেন,
কার কি কি পাকছে?? কার কি কি পাকে নাই ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 😮 😮
:khekz: :khekz: :khekz:
:thumbup: :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
"আম পাকে বৈশাখে, বাল পাকে আগুনে,
কাচা ্্্্, পাকা হয়, খাড়ালে তা ফাগুনে,"
"্্্্"
😮 😮
ইহা কি জিনিস ভাই,কওয়া যাবে কি?
ফয়েজ ভাই, দেখলেন তো.....এইবার শান্তাপু, তারেক ভাইয়ের বই বাইরাইছে.......দিন ঘনাইতেসে....আগামি বারে হয়ত সিসিবি প্রকাশনী খুইল্লাই যাইব :dreamy: