সিসিবি-প্রকাশনী

আইজকা সক্কাল বেলা প্রথম আলোর শেষ পৃষ্টা দেইখ্যা আমি তো পুরাই টাশকি। চাইর ভাগের এক ভাগ জুইড়া হলুদ আর খয়েরী রংগের মিশালে আমাদের ব্লগের একটা সুবিশাল এড। হলুদ রঙ দেইখ্যা মিজাজটা খারাপ হইছে খুব, বদের বদ কাইয়ুম করছে এই কামটা। আবার একটা লোগোও দেখি বানাইছে, অর্ধেক অর্ধেক উপবৃত্ত সাতটা, এইগুলারে থাবড়া দিয়া চ্যাপ্টা কইরা পাশাপাশি সাজাই একটা পুরা অর্ধ-বৃত্ত করছে। চ্যাপ্টা উপবৃত্তগুলার একেকটার আবার একেক ধরনের রঙ। মনে পড়ল হাউস কালার নিয়া বিরাট হাউ-কাউ হয় মাঝে মাঝেই, মনে হয় সবার ব্যালান্সের জন্য পোলাটা হেই কাম করছে, যদিও নিজের হাউসের বিখাউজ কালারটা ব্যাক কালার হিসাবে দিয়া দুই-নম্বরি একটা করছে পয়লাই।

এড আইছে এইটা বিরাট বড় খবর। এডে লিখছে যে ক্যাডেট কলেজ ব্লগ থিক্কা দুইটা বই প্রকাশ করা হইছে। একটা বই লিখছে কামরুলতপু, আরেকটা একাদশ এবং দ্বাদশ শ্রেনীর স্মৃতি-চারন মূলক। এর মাঝে দ্বিতীয় বইটা প্রায় নাকি শেষ হয় হয় অবস্থা এবং এইটা আর ছাপানো হবেনা এই রকমের একটা হুমকি। তাই তাড়াতাড়ি কিনে ফেলতে বলছে। এর মধ্যে কামরুলতপু নামটা আবার বড় ফন্টে কালার কইরা দিছে। এইটা দেইখ্যা আমার মনে হইলো সম্পাদক বেটা নির্ঘাত কামরুলতপুর কাছ থাইক্কা ট্যাকা খাইছে, অথবা এড টার স্পন্সর কামরুলতপু।

অনেক কিছু হবার পারে, তবে ঘটনা হইলো গিয়া, ব্লগে আমার একাদশ এবং দ্বাদশ শ্রেনীর স্মৃতিচারন মূলক কোন লেখা নাই। তাই বইয়ে আমার বেইলও নাই। আমি পত্রিকার পাতা উল্টাই খেলার পাতায় চোখ বুলাই। ওম্মা, এইখানেও দেখি আরেকটা এড। এইটা আহবান-মূলক। নবম দশম শ্রেনীতে থাকার সময়কার হাবিজাবি নিয়া স্মৃতি-চারন মূলক একটা বই প্রকাশ হবে, এইটার লেখা চাওয়া হইছে। অবাক আমি আরেকটা পেজ উল্টাই দেখি আরেকটা এড। আমার প্রিয় কালার সবুজ দিয়া করা হইছে এইটা। বক্তব্য হইতেছে, অষ্টম শ্রেনীর যে সব ক্যাডেট বুঝতে পারতেছে না নবম শ্রেনীতে সাইন্স নাকি আর্টস নিব, তাদের অতি তাড়াতাড়ি একটা হট নাম্বারে ফোন করার জন্য অনুরোধ করা হইছে। হট লাইনের প্রথম ডিজিটটা গুলা হইলো গিয়া ০১২২-

ঘুম থেইক্কা উইঠা অনেক কিছু মিলাইতে পারলাম না। ব্লগের অনেক বড় বড় রাইটার আছে, তাগো বই নাই ক্যান? তাইলে এইটা কি কন্টিউনিয়াস প্রসেস? আমি মাঝের একটা দেইখ্যা ফেলছি? নাকি এই দুইটাই পয়লা? আর স্বপ্নে নাকি রঙ দেখা যায় না, কিন্তুক আমি তো দেখলাম।

নাকি আমি জাইগা ছিলাম রাতে? ঘুমাই না? অবচেতন মনে কল্পনা করছি সব? যদি তাই হয় তাইলে হাগু কালার ব্যাকপেজে ক্যান দিলাম, সবুজ না দিয়া? আর আমার নাম না দিয়া কামরুলতপুর নাম দিলাম ক্যান এত্ত বড় কইরা?

মানুষের মাথা বড়ই আজিব জিনিসরে ভাই। আইজকা সকাল থেইক্কা বড়ই কেলান্ত লাগতেছে। রাইতের ঘুমটা জমে নাই তেমন।

১০৬ টি মন্তব্য : “সিসিবি-প্রকাশনী”

  1. এইডা কি করলেন ভাই, জিহাদ হেডিঙ দেইখা পোস্ট না পইড়াই আমাগো রুমে আইসে। সিসিবির অ্যাড প্রথম আলোতে, আজকের প্রথম আলো পুরাটা আতি পাতি কইরা খুঁইজাও পাইলাম না। সিসিবিতে ব্যাক কৈরা দেখি ট্যাগ: স্বপ্নে প্রাপ্ত :(( :((

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    হাহাহাহহাহাহাহাহ। ট্যাগ না পড়ে লেখা পড়ে একটা বিশাল ধরা খাইছি। আমি তো আমার নাম পড়ে সাথে সাথে দেশে ফোন নিতে নিছিলাম। ব্যাপার কি জানার জন্য। আরেকটু না পড়ে যদি ফোন দিতাম তাহলে বিশাল লজ্জার ব্যাপার হইত। হাসতেই আছি হাসতেই আছি।

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ফয়েজ ভাই,এক্কেরে ঝিকিঝিকি পম্পম হইছে লিখা।আমারো এমুন নিশা হইছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার খুলি আরেকবার খুলি পরীক্ষা থিকা আইসা।।এই যেমন এখন 😕

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    স্বপ্ন ঠিকই দেখছেন ফয়েজ ভাই, খালি একটা জিনিস ভুল দেখছেন।

    যদিও নিজের হাউসের বিখাউজ কালারটা ব্যাক কালার হিসাবে দিয়া

    কুনু কালার ব্যালেন্স হইবোনা, ব্যাক কালারও না। পুরা কি পুরা হলুদে ভাইসা যাবে অরিজিনাল এড টা :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      আমার তো নিজের কাছে এখন খারাপি লাগতাছে। এত গুলারে মাইনাস দিলাম।

      তবে একটা শিক্ষনীয় জিনিস বাইর হইছে, কুনু ব্যাটা ট্যাগ দেইক্ষা পোষ্ট পড়ে না, পোষ্ট পইড়া ট্যাগ দেখলেও দেখতে পারে।


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  5. এহসান (৮৯-৯৫)

    আমিও প্রথম-আলোর দিকে রওনা দিসিলাম পরে কি মনে কইরা যেনো পুরাটা পড়লাম তাই ধরা খাইতে খাইতে বাঁচলাম। লেখা ভালো হইসে।

    আজাকাল আপনি বেশী বেশী চিন্তা করেন তাই কেলান্ত হয়ে যান। আপনি না কইসেন একটা ক্লিয়ার মন নিয়া সিসিবি পড়তে আসেন; যাইবার সময়ও ক্লিয়ার হইয়া ফেরত যাইবেন। তাইলে আর আমার লগে ঝগড়া করতে ইচ্ছা হবে না। 😛

    আপনি আজকাল দুঃখ দুঃখ পোস্ট কম ছাড়তেছেন। আই এম বেরি হ্যাফি ফর দ্যাট। ছুটির দিনে সাত সকালে এমন একটা মজার পোস্ট দেবার জন্য থ্যাঙ্কু।

    জবাব দিন
  6. কামরুল হাসান (৯৪-০০)

    যান, একটা পাঁচতারা দিয়া গেলাম। আপনার আবার পাঁচতারার খুব শখ কিনা । 😉
    ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না :grr: :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      বিয়াদ্দপ পোলা, তোর কমেন্ট পইড়া তোর লাষ্ট পোষ্টে এক তারা দাগাইতে গেছিলাম, তয় আর রেটিং করবার দিতেছে না, মনে হয় এক পোষ্ট একবারের বেশি রেটিং হয় না।

      বিরাট বাচা বাইচ্চা গেলিরে কামরুল। 😀


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
    • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

      বস্‌ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে জানা গেছে, লাবলু ভাই নাকি আছেন এর পিছনে। :grr: এখন কি আপনি উনার, ইয়ে মানে কিছু চাচ্ছেন? ;)) ;))


      সংসারে প্রবল বৈরাগ্য!

      জবাব দিন
      • ফয়েজ (৮৭-৯৩)

        পোষ্ট দেয়ার পরপরই সক্কাল বেলা একবার দেইছি সানাউল্লাহ ভাই পোষ্টে ডুকছিল, উনিও ধরা খাইছে কিনা এইটা অবশ্য এখনত্তরি বলে নাই।

        বিশ্বাস করেন ভাইয়া, আমার উদ্দেশ্য পুরাই সৎ ছিল, পোলাপাইন গুলা এমনে এম্নেই ধরা খাইছে। আমি কুনু ফাদ পাতি নাই, ঈমানে কইলাম। 🙁


        পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

        জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    পাব্লিক যেহারে আমার ভ্যাঞ্চায় এই পোষ্টের লাইগ্যা, ভাবতাছি ফ্রী-ইঙ্কামের জন্য ভ্যান গুলারে ভাড়ায় খাটামু কিনা :grr:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. রুবেল (৯৯-০৫)

    =)) =)) =))

    ভাইরে কলেজে নিয়া (দুদু) দুধ পান বিরতিতে পুরা দুদুবার( :shy: ) করে দুই জগ দুধ পান করাইতে হইবো....হে...হে..... 😀 😀 জনগন কি কও????অথবা বিডি সারের বকবকানি record কইরা পুরা গেমস টাইম শুনাইতে হইবো......ফয়েজ ভাই রাজি??? 😛 😛

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ফ্যান্টাসিটা দারুণ হইছে ফয়েজ! আমিও গতকাল পইড়া পিরা গেছিলাম প্রায়। মন্তব্য পইড়া পরে নিজেরে সামলাইছি। বাংলা সিনেমার স্ক্রিপ্ট লেখাটা তুমারে দিয়া হইবো মনে হয়। খেলোয়াড় জাহান ঝন্টু ফেল মারবো কইলাম। গ্রেট ডিরেক্টর কামরুল কি কয়? :grr: :grr: :grr:

    মনে হইলো আগে এইরকম ফ্যান্টাসি করতো ফুয়াদ (বন্য)। পাগলাডা গেল কৈ?


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. সামি হক (৯০-৯৬)

    ওই মিয়া আপনের না ক্লাস শুরু হইছে ক্লাসে গিয়ে কি রং টং লাগলো নাকি মনে? কালারফুল স্বপ্ন দেখা শুরু করছেন, তাও কি লাল হলে বুঝতাম তা না হলুদ(যাক ওইটা আমাদের কলেজ কালার 😀 )।

    আর আপনার এমবিএ করার কি দরকার? আমারে বললে আমারটা আপনারে দিয়ে দিতাম।

    যাক স্বপ্ন ভালোই দেখছেন নেক্সট টাইম আরো কালারফুল কিছু হলে মন্দ হয় না 😀

    জবাব দিন
  11. তাইফুর (৯২-৯৮)

    সকালে একদফা প্রথম আলো পড়ছি। লেখা পইড়া মনে করার চেষ্টা করতেছি ... কই আমি তো দেখলাম না ... কাইউম এর উপ্রে মিজাজ বিলা হয়া গেল ... রানার'রে কইলাম আবার পেপার আনতে।

    খেলার পাতার দ্বিতীয় এড এর জাইগায় আইসা সন্দেহ হইল ... আমি এত বেখেয়াল না ... খেলার পাতা ভাল মত পড়ছি।

    আরেক পাতায়ে আরো একটা এড ... হট লাইন নাম্বার ০১২২ ... এই পর্যন্ত আইসাই ফকফকা হয়া গেল ... এই প্রথম দেরি কইরা পেপার আইনাও রানার ধমক খাইল না।

    দূর্দান্ত ফয়েজ ভাই ... স্বপ্ন গুলো সত্যি হোক ... আপনার, আমার, সবার।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  12. তাইফুর (৯২-৯৮)
    আরে সবকিছু পরিপক্ক হইতে সময় লাগে না, অপরিপক্কের মত কথা বল ক্যান

    কবি বলেছেন,

    আম পাকে বৈশাখে, বাল পাকে আগুনে,
    কাচা ্্্্,‌ পাকা হয়, খাড়ালে তা ফাগুনে,

    কার কি কি পাকছে?? কার কি কি পাকে নাই ??


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।