১। পিকনিক কই? কবে হইবো?
২। কোন জায়গায়? কোন সময়, শীত তো জায়গা
৩। চান্দা কত? বউ-বাচ্চা সুদ্দা কত? ডিসকাউন্ট কত?
৪। মেনু কি? তেলাপিয়া মাছ থাকলে আমি খামু না কইলাম।
৫। প্রিসু স্যারের কি হইলো? ডায়বেটিস কট্রোলে নাই নাকি?
৬। রিইউনিয়ন মিস হইবো, পিকনিকও যদি না হয়, তাইলে ক্যাম্নে কি :bash:
৬৪ টি মন্তব্য : “বিবেকের কাছে আজ এই প্রশ্ন”
মন্তব্য করুন
ভাই , পর্যবেক্ষক দলের বিশেষ গবেষণায় দেখা গেছে এবছর পিকনিকের উপর বদ আছর আছে। সেটা আগামী বছর করাই উত্তম হবে 😉 😉
উত্তম প্রস্তাব, আগামী বছরেরর জানুয়ারী ফেব্রুয়ারী হইতে পারে। 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সহমত
রঞ্জনা আমি আর আসবো না...
অনেকদিন পর আপনার পোস্ট এবং যথারীতি প্রচন্ড চিন্তার উদ্রেক কারক।
জানি আজ অনেকেরই রাতের ঘুম হারাম হয়ে যাবে এই উত্তরাধুনিক ক্রম প্রশ্ন মদিরাক্রান্ত লেখাটির রস আস্বাদন করতে করতে।
এই প্রসঙ্গে প্রখ্যাত কেপলার ২২ মনীষি রজনীকান্তের একটি উদৃতির কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য,
উনি তার 'দ্যা গুডস লায়ন' মহাকাব্যের ৫৪৮ নম্বর পৃষ্ঠায় বলেছেন,
"சிங் இது பற்றி நாட்டின் தேசிய மூலம் பொருட்களை சகோதரர் மற்றும் செவ்வாய் உடல்கள் மீட்க"
তিনি ঠিক পরের অধ্যায়েই আবার তার এই যুক্তির ব্যাখ্যা দিয়েছেন,
"நான் பெற்றேன் என்"
অর্থাৎ, উত্তরাধুনিকতার আবর্তে ঘুরপাক খেতে খেতে মানুষ আজ তার শেকড় ভুলতে বসেছে। এমনকি মুড়ি খাওয়ার সময়ই কেউ বের করতে পারছেনা।
তাই এই মাহেন্দ্রক্ষণে, সবার একটাই কামনা হওয়া উচিত, বদলে দাউ, ঝলসে যাউ, মুড়ি খাউ।
প্রসঙ্গক্রমে পিকনিক অনুষ্ঠানের একটি আর্তি আমরা দেখতে পাই, এটিও প্রচন্ড ভাবাবেগে আপ্লুত। আমরা সবাই বুঝে যাই, যতই আধুনিকতার প্রলেপ দেয়া হোক না কেন, "ইন্টারনেট এ আয়, কিংবা আমরা রেগে যায়" এসবকিছুই আসলে যুগের দাবী।
সবশেষে আবারও মনীষি রজনীকান্তের কাছেই আশ্রয় নেয়া যাক,
"அது கூட சுவை நெருக்கமாக வேண்டாம்"
অন্যদের গুরুত্বপূর্ণ আলোচনা আশা করছি পৃথিবীতে দাজ্জাল চলে আসার আগেই 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম, বাচ্চু, যতই ভজানো চেস্টায় লিপ্ত হও না কেন, আমি ইহা ভুলিতেই পারিতেছি না যে, আমার দুই দুইখানা গেঞ্জি তুমি না বলিয়া হস্তগত করিয়া ফেলিয়াছো, কালাকুর্তার কাছে আমার এই মিনতি, এর একটা বিহীত করুক, তোমার বন্ধু হিসেবে নয়, জাতির ত্রানকর্তা হিসেবে। 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুম ভাইয়ের অসাংবিধানিক ঈঙ্গিতের তীব্র প্রতিবাদ জানাই 😡
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কই যামু?কি খামু?কবে যামু? :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((
মোর্শেদ_(৯৮-০৪)পাবনা ক্যাডেট কলেজ
সংবিধান লংঘন করে ফেসবুকে জনৈকার ক্যান্ডেল ডিনারের খাদ্যের ছবি লটকানোর তীব্র প্রতিবাদ করছি। x-(
এভাবে প্রতিহিংসার আগুন জ্বালানো হয় বলেই মিডিয়া-ব্লগ-ফেসবুক অন্যের রক্তে লাল হয়ে যায়।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফেসবুক থেকে- ফয়েজ ভাই রেগে যায় :goragori:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
সমস্ত ক্যান্ডেল ডিনার এবং চিকেন উইথ ওনিয়ন এর উপরে ঠাডা পরুক। বউ দাওয়াত দিলে আরেকবার পরুক
--- যাদু ভাই, ফ্রম ফেসবুক (ইহা কপিপেস্ট, প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম) (সম্পাদিত)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুম ভাইয়ের কমেন্ট পড়ার পরে ফয়েজ ভাইয়ের উত্তরাধুনিক পোস্টের মরতবা সামান্য বুঝতে পারছি। উত্তরাধুনিকতার এই দাবী বুঝতে সুযোগ করে দেয়ার জন্য কাইয়ুম ভাইকে আর দাবী তোলার জন্য ফয়েজ ভাইকে অভিনন্দন।
🙂
অভিনন্দন বিনম্র চিত্তে গ্রহন করা হইলো। অংশগ্রহন অনিশ্চিত হইলেও চান্দার টাকা পাঠাইতে ভুলিও না। কারন এই চান্দার একটা বড় অংশ সাজ্জাদ ভাইয়ের ফান্ডে জমা হইবেক।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
=)) =))
উত্তরাধুনিক :)) :))
:-B .... 😮 ....কাইয়ূম্ভাই!!!!....... :goragori:
:-B …. 😮 ….কাইয়ূম্ভাই!!!!……. :goragori:
পিকনিক চাই, পিকনিক চাই
ফয়েজ ভাই এর দাবি মানা চাই।
এডু মডুর দেখা নাই,
কি বলেন কাইয়ূম ভাই?
ওয়াও রবিন, কবিতাটা গুরুপাক হইছে। বহিমিল অন্তমিল সবই বিদ্যমান আছে।
কি বলেন কাইয়ুম ভাই? 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বহিমিল অন্তমিল???
এইগুলা আবার কি ?
কি বলেন কাইয়ুম ভাই?
বহিমিল অন্তমিল এর সাথে জা-মিল ও খুঁজে পেলাম ।
কি বলেন কাইয়ুম ভাই?
বহিমিল অন্তমিল জা-মিল???
এইগুলা আবার কি ?
কি বলেন কাইয়ুম ভাই?
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বহিমিল অন্তমিল জা-মিল!!!
কোনটাই তা-মিল না।
কী বলেন কাইয়ুম ভাই??
জা-মিল !? 😕
তাও আবার গোজামিল? :goragori:
কি বলেন কাইয়ুম ভাই? ;;;
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
কাইয়ুম ভাই বলেন,
அது(Why) கூட(this) சுவை(kolaveri) சுவை(kolaveri)சுவை(kolaveri) ம்(di)? :-B
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
বহিমিল অন্তমিল জা-মিল আর তামিল !!!
কোনটাই সামিল না...
আমরা পিকনিক করতে চাই,
কী বলেন কাইয়ুম ভাই??
কি বলেন কাইয়ুম ভাই?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কি বলেন কাইয়ুম ভাই?
কি বলেন কাইয়ুম ভাই?
জবাব চাই, জবাব চাই,
না দিলে রক্ষা নাই।
হায়রে এইবারও ভাইগ্যে নাই :bash: :bash: :bash:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মাথা চাপড়াইও না ক্যাস্পার, তোমার বিয়াতে অবশ্যই আমরা হাজির থাকবো, শর্ত একটাই, ঢাকায় করিও 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই, রিইউনিয়নে যাইবেন না নাকি? কেনু কেনু কেনু?
কাইল রাইতে ইসলাম ভাইয়ের সাথে কথা হইল। উনি তো টিকিট কাইট্যা বইস্যা রইছে। আরও কইছে যে উনার নাকি এখনও ছুটিই মঞ্জুর হয় নাই। তারপরেও উনি তার সিদ্ধান্তে অটল।
চ্যারিটি বিগিনস এট হোম
:(( :((
ব্যক্তিগত কিছু ঝামেলা আছে, হবে না এইবার 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজীয় পোস্ট দেখে বিমলানন্দ পাইলাম 😀
বোমারু, আনন্দ পরে করিও, ডেট ফাইনাল কর আগে, ল্যাঞ্জাটাকে সাথে রাখিও।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:no: :no: (দীর্ঘশ্বাসের ইমোযুক্ত)
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আহারে, কতদিন পর ফয়েজিয় পোস্ট, আর সেই সাথে সিসিবিও কমেন্ট 😀
পিকনিক ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে হওয়ার পক্ষে ভোট দিলাম, তেলাপিয়া মাছেও না ভোট দিলাম।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ডিসেম্বরের শেষ সপ্তাহেই হইতে হইবো...
তেলাপিয়াতে আমিও না...
আহসান, দেশে আর কতদিন আছিস...??
কই যাইবো পোলাটায়? বৈদেশ নাকি?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
তেলাপিয়া তো টেস্টি... "না-ভোট" ক্যান??
কোন কারন নাই, না না না............।। একশ বার না, হাজার বার না .........
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
পিকনিকের ভেনু টা অস্ট্রেলিয়ার কাছাকাছি করার জন্য দাবী জানাইয়া গেলাম।
=)) =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
দাবীটা মাথায় থাকলো, ভাইবা দেখি, তুমি স্পন্সর পাঠাও জলদি ;))
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মার্চের আগে কোনো পিকনিকে আমি নাই। তবে মেন্যুতে "তেলাপিয়া গ্রিল" থাকলে আছি। লগে ডায়বেটিক মিস্টি, কেক ইত্যাদি ইত্যাদি.................... 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমরা এই সৈরাচারী সিদ্ধান্ত মানবো কিনা সেটা নিয়ে বৈঠকে বসবো...
কী বলেন কাইয়ুম ভাই??
পিন্সু স্যারের সিদ্ধান্তে প্রতিবাদ করায় আমি আগেই :frontroll: শুরু করলাম...
জুনিয়ররা সব উল্টা ঘোর... 😡
প্রিসু স্যারের উত্তর সঠিক হয়েছে তবে টাইমিং ঝামেলা পাকাইছে 😀
ডিসেম্বর এর শেষ এবং জানুয়ারীর শুরুতে ঝামেলা, জানুয়ারীর শেষ এবং ফেব্রুয়ারীর শুরুতে ঊক্কে কইলাম।
তালিয়া বাজাও সব্বাই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েয ভাই বলেন আর আমিও বলি
১ পিকনিক কই? কবে হইবো?
নিয়ম করা উচিত প্রতি ৩ মাসে একবার করে।
২ কোন জায়গায়? কোন সময়, শীত তো জায়গা
আমি পছন্দ করি কারো বাসা। কাইত হইয়া শুইয়া থাকন যায়। ঝড়, বৃষ্টি, মেঘের ঝামেলা নাই। আকাশ দেখবার মন চাইলে ছাঁদ।
৩ চান্দা কত? বউ-বাচ্চা সুদ্দা কত? ডিসকাউন্ট কত?
যত কমে সম্ভব। আগে খরচ কইরা ভাগাভাগি কইরা নিলেই হয়। যে খরচ করবো তারে দুই টুকরা রুষ্ট দেওয়া হইবো। তার নাম সম্মানের সাথে নিতে হইবো।
৪ মেনু কি? তেলাপিয়া মাছ থাকলে আমি খামু না কইলাম।
মাছে আমার আপত্তি নাই। তবে কাটার একটা ঝামেলা আছে (আমার নাই, আমি ইলশা কাটা সহ খাই) তাই মাংশই চলুক। ভেজিরা শশা খাইবো।
৫ প্রিসু স্যারের কি হইলো? ডায়বেটিস কট্রোলে নাই নাকি?
আমি এক প্যাকেট সুইটনার পাঠাইতে পারি।
৬ রিইউনিয়ন মিস হইবো, পিকনিকও যদি না হয়, তাইলে ক্যাম্নে কি
আমি কলেজে থাকতে একবার পাইছিলাম। আর সৌভাগ্য হয় নাই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অংশগ্রহন না করলেও অসুবিধা নাই, চান্দার টাকা পাঠাই দিও ঠিক্টাক
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সিসিবির একটা পিকনিক কমিটি থাকা দরকার যারা তিন মাস অন্তর অন্তর পিকনিক করবে। তাড়াতাড়ি ডিসেম্বর বা জানুয়ারীর শেষে পিকনিক করে ফেলা হোক। তারপরেরটা মার্চ মাসে প্রি্নসু স্যারের ডেট বুঝে। সিসিবির সকলের সুখ দেখিয়া আমরা দূর থেকে সুখী হই।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
আমারও একই কথা।
দূর থেকে সুখি হই।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
চান্দা পাঠাই আপনারাও সুখী হোন, আমরা কস্ট কইরা পিকনিক খাইয়া আপনাদের মানসিক তৃপ্তি দেই 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিবেক রে 'গণ' দেবার সময় হয়েছে...কারন-
১। ব্যানার চেঞ্জ করে না, এমনকি সিসিবি'র বার্থডেতেও তার হুঁশ হয় নাই...
২। মডারেশন ঠিক মতন হচ্ছে না, আজাইরা পোস্ট আসতেছে...
৩। মেলাদিন হল জিটুজি/পিকনিক হচ্ছে না...
৪। কলেজে থাকতে এই টাইমে 'গণ' দেবার হিড়িক পড়ে যেত (থার্ড টার্মেন্ড এর মজাই ছিল আলাদা...)...অন্য কাউরে দেবার তো উপায় নাই, তাই...
৫। খালি ফ্লপ ছবি করে...(এইটা এম্নেই দিলাম)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুম ঠিক কইছো, হক কথা হইছে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিবেক, আপিন যেখানেই থাকুন অতি সত্ত্বর সম্পা প্যাভিলিয়নে চলে আসুন..
ফয়েজ ভাইর প্রশ্নের উত্তর দিয়া যান (সম্পাদিত)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
উত্তর দিয়েই চলে যান, ভুলেও টিটোর কাছে যাইয়েন না :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
বিবেক আপনি যেখানেই থাকুন, প্রিন্সু স্যারের সাথে দেখা করুন (সম্পাদিত)
হ্যালো বিবেক, উত্তর দিয়েই চলে যান, ভুলেও ফয়েজ ভাইর কাছে বেশিক্ষণ থাইকেন না... =))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হ্যালো উত্তর, বিবেক দিয়েই চলে যান, ভুলেও ফয়েজ ভাইর কাছে বেশিক্ষণ থাইকেন না… =))
সবাই দেখি বিবেক নিয়াই ব্যস্ত, সম্পা না আবার পরকীয়ায় যায় গা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সম্পার কি বিবেক নাই? 🙁
সম্পারেও কিছু প্রশ্ন করা দরকার :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
প্রশ্ন করে লাভ নাই। সম্পাদি উত্তর ভাইরে নিয়ে বসে আছে।
উত্তর রে প্রিন্সু স্যার দেখা করতে বলছেন
দেখা করতে বলেছে,? সম্পা সহ, নাকি ছাড়াই
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আবার কিসের পিকনিক :O
কয়েকদিন আগেই না একটা হইলো ???
গরিবের ভাগ্যে কিছুই নাই 🙁
গতবারের গেঞ্জীডা নিয়া গেল নজরানা ভাই 🙁
জানুয়ারীর শেষ এবং ফেব্রুয়ারীর শুরুতে ঊক্কে কইলাম।
বহুদিন পর একখানা মালসিংহিও পোস্ট দেইখা মন ভইরা গেল....
কি বলেন কাইয়ুম ভাই ??? :hug: