শেষ বিদায়ের ক্ষণে!

দেখতে দেখতে ভ্যাকেশনটা শেষ হয়ে গেক!২৭ দিন বাসায় ছিলাম!এখন শেষ মুহুর্তে মনটা কেমন যেন করে উঠছে!বুকের ভেতর ফাকা ফাকা! কেমন একটা হাহাকার!সব ফেলে যেন চলে যাচ্ছি,আমার খুব দামী কিছু একটা রয়ে যাচ্ছে এখানে!
প্রতিবার এই অনুভূতিগুলো হয়!উপেক্ষা করতে পারি না এই পরিচিত অনুভবকে!কাল রাতে লিস্ট হাতে নিয়ে আব্বু আম্মু ব্যাগ গুছিয়ে দিয়েছে!এখন খাকিড্রেস পড়ে আমিও রেডি…এক্ষুনি ব্যাগ হাতে করে আব্বুর সাথে বেরিয়ে যাবো!
অনেক কিছু ফেলে যাচ্ছি বাসায়!স্বাধীনতা মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণটা!সিসিবিতে লেখা একটা গল্প বাকি রয়ে গেছে…অসমাপ্ত।সময়ের অভাবে লেখা শেষ হয় নি!চেষ্টা করবো কলেজে গিয়ে করতে!
ভাইয়ারা,সবাই ভালো থাকবেন!দোয়া করবেন যেন ভালো থাকতে পারি!

১,৪২২ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “শেষ বিদায়ের ক্ষণে!”

  1. কামরুলতপু (৯৬-০২)
    শেষ বিদায়ের ক্ষণে!

    বিদায়ের ক্ষণে বুঝলাম কিন্তু শেষ কেন?
    ব্যাপার না ভাইয়া আমরা অপেক্ষায় থাকলাম কলেজে অনেক মজা করো, সিসিবিতে এসে তো বুঝেছ আমরা ওটা কেমন মিস করি তাই মিস করার আগের এই এক বছর ১০০% মজা কর তবে এমন কিছু করনা যেটার জন্য পরে আফসোস করতে হয়। বড় ভাই হিসেবে উপদেশ দিয়ে দিলাম।

    জবাব দিন
    • জাহিদ (১৯৯৯-২০০৫)

      এই লেখাটা সকাল থেকে অনেক বার পড়লাম। তেমন কিছু মনে হয় নি। হঠাৎ, করে এই সময়ে আপনার কথাটা :(( :(( :((
      যেতে চাই ভাই, অবশ্যই অবশ্যই যেতে চাই। কিন্তু আর নিবে না। বল্লেও নিবে না। এক সময় যেমন চলে আসতে চাইছিলাম, কিন্তু আস্তে দেয় নাই। এই দুনিয়া বড়ই কঠিন। :bash: :bash:

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।