আমি কাব্যের লোক,জোৎস্না পোহাই,কবিতা লিখি! গান ভালোবাসি শুনতে,গাইতে নয়।আমি বৃষ্টি ভালোবাসি,জানালার পাশে দাঁড়িয়ে ছুঁতে। ভেজা ঘাসে শুয়ে বৃষ্টিতে ভিজতে। মাঝরাতে ছাদে শুয়ে তারা দেখতে।
আমি কবিতা ভালোবাসি,কবিতা লিখি।আমার সবচেয়ে প্রিয় কবি জীবনানন্দ। রবীন্দ্র,নজরুল,শক্তি,পুর্ণেন্দু পত্রী,রুদ্র,নির্মলেন্দু-সবাই আমার ভীষণ প্রিয়।‘ নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার প্রিয় কবিতা। বই পড়েছি প্রচুর এবং পড়ি। বন্ধুদের সাথে আড্ডা-তর্ক বেশ লাগে। প্রতি পূর্ণিমা রাতে রাত জাগি,সারারাত!
হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় অকারণে। তখন একা থাকতে ইচ্ছে করে।মানুষের সারল্য ভালো লাগে,ঘৃণা করি স্বার্থপরতা আর দ্বিমুখীস্বভাব। সবচেয়ে ঘৃণা করি রাজাকারদের!
আমি লোভ আর ঈর্ষা-এ দুটোকে মানব চরিত্র থেকে নির্মূল করতে চাই,আনতে চাই অপরিমেয় ধৈর্য্য।
আমার নিয়ম ভাঙ্গতে ভালো লাগে,নেতিবাচক নিয়মকে,যা আমাদের জড় করে তোলে। সত্য পছন্দ করি,যদিও অনেক সময় বলতে পারি না।
আমি আস্তিক,প্রবল ধর্মবাদী,আমি মুসলিম,এটা আমার গর্বের।
মানুষকে খুব বিশ্বাস করি। তবে মনে হয় একটু প্রতিশোধ পরায়ণ!শত্রুকে ধ্বসিয়ে দিতে চাই,ভেঙ্গে টুকরো টুকরো করে দেই!
আমার কথা বলার টপিক খুব সীমিত! কবিতা,বই,কম্পিউটার,ইন্টারনেট,কিছু স্বচিন্তিত দর্শন,রাজনীতি……আর সব মনের কথা,মানুষের কথা!
৫১ টি মন্তব্য : “আমার কথা!!!”
মন্তব্য করুন
সুনীলের কবিতা পড় নাই??
"কেউ কথা রাখে নি" আর "একবার বুক খালি করে বলো" পড়ছি।।
কেউ কথা রাখেনি খুব ভালো লাগছিল...প্রথম বারই মুখস্ত করে ফেলছিলাম!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আমি কি রকম ভাবে বেঁচে আছি...তুই এসে দেখে যা নিখিলেস...এটা পইড়ো...
"নারীর খুব গভীরে ডুব দিয়ে দেখেছি, ও গায়ে আমার কোন ঘরবাড়ি নেই।"
বুকে হাহাকার তোলা একটা লাইন, বিশ্বাস করতে ইচ্ছা করে না। মনে হয় থাকে কেউ কেউ এমন, এক জীবনে কারোরই হয় না।
"Legends of the Fall" - এর ব্র্যাড পিটের ক্যারেক্টারটা এইরকম।
🙁
সাতেও নাই, পাঁচেও নাই
@ তৌফিক
লাইনটা বোধহয় এরকম...
খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জ্বেলে, ও গায়ে আমার কোন ঘরবাড়ি নেই।
আমারো ভুল হইতে পারে। একবার চেক কইরা নিও তো।
কি সর্বনেশে কথাবার্তা! 😕
ডুব দিবার আর জায়গা পাইলোনা, তাও আবার দিয়াশলাই জ্বালাইয়া :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই, আপনারটাই।
আপনেই ঠিক, আমার ভুল হইছিল। বৈদেশ আসার সময় কবিতার বই একটাও আনি নাই......।। 🙁
পাত্রী চাই বিজ্ঞাপন দিলা নাকি? 😕
=)) =))
মাঝে মাঝে মনে হয় বন্য পুলাডারে বনবাসে দেওয়া উচিত।
এমন সব কমেন্ট করে যে পইড়া হাসতে হাসতে রোযা হালকা হইয়া যায়।
আল্লাহই জানে আমার এই কমেন্টের রিপ্লাই জানি কি দেয়। 😕
:dreamy:
ওরে বনবাসে দেওয়া মানে খাল কাইট্যা হাঙ্গর আনা...
তার চাইতে এই ভাল আছে...সভ্য মানুষদের সাথে থাইকা যদি কিছু হয়...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জি ভাই...জানাশোনা কেঊ আছে???
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
তোমার মনে যদি তাই থাকবে তাইলে পোস্টটা সিভি ফরম্যাট এ দিলেই পারতা... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইত্তেফাকের পাত্রী চাই তে দিতে হইব!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
পাত্রী?? 😕
যেভাবে নিজের সম্পর্কে লিখছে, তাতে তো মনে হয়...হয় খুঁজতাছে ফোনমিতা না হইলে প্রেমিকা।
সাইড টপিকঃ
দুনিয়ার সবচেয়ে মতলববাজ কথা হইল গিয়াঃ
"আমি তোমার বন্ধু হতে চাই।"
😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
হ। বন্ধু হবার পরে সবচেয়ে মতলববাজ কথা হইলো ,
we r just friends :hug:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ আবার "জাস্ট ফ্রেন্ডস" বিষয়ে পিএইচডি হোল্ডার।
ভরশা কেসেও... "উয়ার্যাশ ফেরেন্স"
:boss:
:clap:
শফি ভাই, আপনার কাছ থিকা এইটা আশা করিনাই 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
কামরুল ভাই আগে যেমন কইছে,পাব্লিকের মুখ তো তুই বন্ধ করতে পারবিনা যিহাদ।এক সময় না এক সময় সত্য কথা তারা বলবেই। 😀
মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী
অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি।
এইবার কিন্তু বাঁধবে হানাহানি x-(
সাতেও নাই, পাঁচেও নাই
তাইলে তো তৌফিক ভাই আপনার বন্ধু হতে চাই......মতলবটা জানানো যাবে!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কাব্যপ্রেম থাকলে আর কি লাগে!
এই একটা জিনিস থাকলে আমার আর কোন চাওয়া-পাওয়া থাকত না। কিন্তু আমার মধ্যে তার ছিটাফোটাও নাই। এইজন্য মাঝেমধ্যে দুঃখ লাগে।
দিমু নাকি হাটে হাঁড়ি ভাইঙ্গা? তৌফিক ভাই, মুহাম্মদের বেডের পাশের দেয়ালটাতে কি লেখা ওরে জিগান। 😉 :grr: :grr:
ভাই মুহাম্মদ,তোমার বেডের পাশের দেয়ালটায় কি লেখা? 🙂
বাবুদের তালপুকুরে..
হাবুদের ডালকুকুরে... :grr:
মুহাম্মদ, কবিতার শুরু তো হেবি হইছে...তাড়াতাড়ি পুরাটা লিখ...
:))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সে কি বাস করল তাড়া
বলি থাম একটু দাঁড়া... 😀
পুকুরের ঐ কাছে না
সেথায় এক গাছ না .......... :shy:
ভুল। মুল টা হইলো...।।
পুকুরের ঐ কাছে না
ছোট এক গাছ আছে না
হেথা না আস্তে গিয়ে,
ইয়া বড় এক কাস্তে নিয়ে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি... :)) :))
জিহাদ যতোই চেষ্টা করো 'সাম্প্রতিক মন্তব্য' লিস্ট থেইকা আমার নাম সরাইতে পারবা না। এই ছড়া টা আমি পুরা টা পারি :)) :)) :)) :))
এত হাসি ক্যান?? x-( x-(
পেটে তোমার পিলে হবে! কুড়ি-কুষ্টি মুখে!
হেই ভগবান ! একটা পোকা যাস পেটে ওর ঢুকে 😀
ও বাবা মড়াৎ করে
পড়েছি সড়াৎ জোরে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
এরপর বলবে ছোট্টবন্ধু কামরুল ভাই... 😡 😡
পড়বি পড় মালীর ঘাড়ে
সে ছিলো গাছের আড়ে...
ব্যাটা ভাই বর নচ্ছার
ধুমাধুম গোটা দুচ্চার
সাতেও নাই, পাঁচেও নাই
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।
আমিও বাগিয়ে কাপড়
দে হাওয়া চাগিয়ে কাপড়... :shy:
কামরুল ভাই ডিসকোয়ালিফাই....
পুকুরের ওই কাছে না
লিচুর এক গাছ আছে না B-) B-)
:(( :(( :((
তাইলে আর কি...
খেলা শেষ কইরা দেই যাতে তোরাও না খেলতে পারিস।
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভেটরে শেয়াল।
আরে ধ্যাৎ শেয়াল কোথা?
ভেলোটা দাঁড়িয়ে হোথা!
দেখে যেই আঁৎকে ওঠা।
কুকুরও জুড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!
বাবাগো , মাগো বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গে বোসদের ঘরে
যেন প্রান আসলো ধড়ে!
যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সে কি ভাই যায় রে ভুলা--
মালীর ঐ পিটনিগুলো,
কি বলিস? ফের হপ্তা?
তওবা নাক -খপ্তা…!
খেলার অভাব আছে নি??
একদিন দেখিলাম উলঙগ সে ছেলে..
ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে.. :grr:
এই খেলার পিলেয়ার নাই...
:)) :))
:)) :))
এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ
দুজনেরে বাটি দিল সমান সোহাগ।
😀 (খেলা শেষ। মাঝখানেরটুকুর সময় কারেন্ট গেসিল গা)
সাতেও নাই, পাঁচেও নাই
বাকি রইসে তো
"পশুশিশু নরশিশু দিদি মাঝে পড়ে
দোহারে বাধিয়া দিল পরিচয় ডোরে"
এখানেই সমাপ্ত!!!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.