আমার কথা!!!

আমি কাব্যের লোক,জোৎস্না পোহাই,কবিতা লিখি! গান ভালোবাসি শুনতে,গাইতে নয়।আমি বৃষ্টি ভালোবাসি,জানালার পাশে দাঁড়িয়ে ছুঁতে। ভেজা ঘাসে শুয়ে বৃষ্টিতে ভিজতে। মাঝরাতে ছাদে শুয়ে তারা দেখতে।
আমি কবিতা ভালোবাসি,কবিতা লিখি।আমার সবচেয়ে প্রিয় কবি জীবনানন্দ। রবীন্দ্র,নজরুল,শক্তি,পুর্ণেন্দু পত্রী,রুদ্র,নির্মলেন্দু-সবাই আমার ভীষণ প্রিয়।‘ নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার প্রিয় কবিতা। বই পড়েছি প্রচুর এবং পড়ি। বন্ধুদের সাথে আড্ডা-তর্ক বেশ লাগে। প্রতি পূর্ণিমা রাতে রাত জাগি,সারারাত!
হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় অকারণে। তখন একা থাকতে ইচ্ছে করে।মানুষের সারল্য ভালো লাগে,ঘৃণা করি স্বার্থপরতা আর দ্বিমুখীস্বভাব। সবচেয়ে ঘৃণা করি রাজাকারদের!
আমি লোভ আর ঈর্ষা-এ দুটোকে মানব চরিত্র থেকে নির্মূল করতে চাই,আনতে চাই অপরিমেয় ধৈর্য্য।
আমার নিয়ম ভাঙ্গতে ভালো লাগে,নেতিবাচক নিয়মকে,যা আমাদের জড় করে তোলে। সত্য পছন্দ করি,যদিও অনেক সময় বলতে পারি না।
আমি আস্তিক,প্রবল ধর্মবাদী,আমি মুসলিম,এটা আমার গর্বের।
মানুষকে খুব বিশ্বাস করি। তবে মনে হয় একটু প্রতিশোধ পরায়ণ!শত্রুকে ধ্বসিয়ে দিতে চাই,ভেঙ্গে টুকরো টুকরো করে দেই!
আমার কথা বলার টপিক খুব সীমিত! কবিতা,বই,কম্পিউটার,ইন্টারনেট,কিছু স্বচিন্তিত দর্শন,রাজনীতি……আর সব মনের কথা,‌মানুষের কথা!

৩,১৫৪ বার দেখা হয়েছে

৫১ টি মন্তব্য : “আমার কথা!!!”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    কাব্যপ্রেম থাকলে আর কি লাগে!
    এই একটা জিনিস থাকলে আমার আর কোন চাওয়া-পাওয়া থাকত না। কিন্তু আমার মধ্যে তার ছিটাফোটাও নাই। এইজন্য মাঝেমধ্যে দুঃখ লাগে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।