ধোঁয়ার পলিটিক্সকে

সিগারেট পুরুষালী, তুই কে হে অসভ্য মেয়ে
নিকোটিন কেন? র‍্যাটম খা, সিরিঞ্জে বিষ নে,
তোর স্বাধীনতা দেখে নষ্ট হয় পাড়ার মেয়েরা
তোর ধূমপানে জল আসে পুরুষের শিশ্নে!

অবশ্য বিড়ি কৃষকের, নিচু শ্রেণী, তামাকেও চলে-
গ্রাম্য মেয়ে হতি, কালো দাঁত পুঁড়ে যাওয়া জর্দাতে
তাতেও আপত্তি নেই, তবু সিগারেট কেন? তাও রাস্তায়?
সমাজ নষ্ট হয়, ঘুষি যেন পুরুষালী সভ্যতার দাঁতে!

তোকে ঘিরে আসা উৎসুক দর্শকের দল, মুঠোফোনে
ভাইরাল করেছে ভালো, কেটে ভাসায় নি পদ্মার জলে,
রাত হলে দেখতিস পালটে যেত সীন, জানিস তো প্রবাদ-
কবি বলেছেনঃ ‘পাথর নীরবই থাকে, চিন্তা কথা বলে!’

[ওয়াও,দক্ষিণ সুদান]

২ টি মন্তব্য : “ধোঁয়ার পলিটিক্সকে”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।