যায়েফ কে এবং কেন; সমগ্র ভুলে গেছি
সময় প্রসারিত হয়েছে,বেড়েছে আঙুলের ফাঁক
মিথ্যা সমগ্র, যাবতীয় প্রতারণা, অন্ধত্বও বেড়েছে
গ্যালারীতে ঝুলে গেছে সহস্র তৈলচিত্র, ফটোগ্রাফ
কেউ জানে না নাকের দাগের কারণ, টোলের ইতিহাস
প্রতি রাত্রে হয়েছি কাদা, তারপর নিপূণ শিল্পীর হাতে
ঘোড়ায় রূপ নিয়েছি।
অথচ এ যৌবন কেটেছে রাবারের বনে
আদিম কাঠুরের হাতে হিংস্র কুঠারে বিদীর্ণ বৃক্ষ
কোন কোন দিন প্রতিশোধ পরায়ন হয়,
তাই সাজিয়েছ মেলে,
প্রিয় হেলালে
কতটা আঘাত, কতটা দুঃখে
সন্ন্যাসী হয় প্রাচীন বৃক্ষ, যৌথ আধারে ক্রমশ শারীরিক
ভুলে গেছি প্রেম, ভুলে গেছি যায়েফ কে এবং যায়েফকে।
৩ টি মন্তব্য : “যায়েফ কে এবং যায়েফকে”
মন্তব্য করুন
পড়তে ভাল লাগলো...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
বাহহ! দারুন!
আরো পড়বার তেষ্টা জাগানো লেখা।
উৎসুক অপেক্ষমান থাকলাম।
রামু নাকি ? পোস্টিং ঐদিকে ? 🙂